Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#1829
০১| বর্তমানে বাংলাদেশের সাক্ষরতার হার কত?
®__৭৩.৯%

০২| বাংলাদেশের কোন শহরকে "WCC" World Craft City for Jamdani হিসেবে স্বীকৃতি দিয়েছে?
®__নারায়ণগঞ্জকে

০৩| আয়তনের দিক থেকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বঞ্চাচল কোনটি?
®__সোনার চর বনাঞ্চল,রাঙ্গাবালী, পটুয়াখালী।

০৪| ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের দৈর্ঘ্য কত?
®__১৯.৭৩ কি.মি.

০৫| নবনির্মিত "ডাক ভবনের"স্থপতি কে?
®__কৌশিক বিশ্বাস
(আগারগাঁও এ অবস্থিত)

০৬| বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের "কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড" কবে উদ্বোধন হয়?
®__১১ সেপ্টেম্বর ২০১৯

০৭| দেশের প্রথম সরকারি সৌরবিদ্যুৎ কেন্দ্রের নাম কী?
®__কাপ্তাই

০৮| নবগঠিত জাতীয় মহিলা ও শিশু উন্নয়ন পরিষদ(NCWCD) এর সভাপতি কে?
®__প্রধানমন্ত্রী

০৯| আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের প্রধানের বর্তমান পদবী কী?
®__পরিচালক(পূর্বে ছিল মহাপরিচালক)

১০| ক্যাসিনো(Casino)কোন ভাষার শব্দ?
®__ইতালীয় বাংলা অর্থ ঘর

১১| সম্প্রতি ভারতের "ডটার অফ দ্যা নেশন"খেতাপ পান কে?
®__লতা মঙ্গেশকর

১২| "Mother of Parliaments" হিসেবে পরিচিত কোন দেশের আইনসভা?
®__যুক্তরাজ্যের

১৩| বিশ্বের দ্বিতীয় "ফুসফুস" হিসেবে পরিচিত কোন বনাঞ্চল?
®__আফ্রিকান বনাঞ্চল(১ম অ্যামাজন)

১৪| আলিবাবা গ্রুপ এর প্রতিষ্ঠাতা কে?
®__জ্যাক মা(চীন)

১৫| হিরোশিমা নগরীর পাশ দিয়ে বয়ে যাওয়া নদীর নাম কী?
®__মোতাইয়াসু
®__নোট রমজান

১৬| ২০১৯ সালে সবচেয়ে নিরাপদ নগর কোনটি?
®__টোকিও, জাপান

১৭| জাতীয় বস্ত্র দিবস কবে?
®__৪ ডিসেম্বরে

১৮| কবে ভারতে BTV সম্প্রচার উদ্বোধন করা হয়?
®__২ সেপ্টেম্বর ২০১৯

১৯| বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চতুর্থ ড্রিমলাইনারের নাম কী?
®__রাজহংস

২০| ২০১৯ সালে ড.কামাল স্মৃতি ইনটারন্যাশ এক্সিলেন্স অ্যাওয়ার্ড" লাভ করেন কে?
®__প্রধানমন্ত্রী শেখ হাসিনা

২১| বর্তমানে দেশে বেসরকারী বিশ্ববিদ্যালয় কতটি?
®__১০৪টি

২২| জিম্বাবুয়ের জনক কে?
®__রবার্ট মুগাবে

২৩| AIIN এর বর্তমান সদস্য কত?
®__৭৪টি
(৭৪তম সদস্য গ্রিস)

২৪| APEC এর ২৭তম সম্মেলন কোথায় কবে অনুষ্ঠিত হয়
হবে?
®__১৬-১৭ নভেম্বর ২০১৯
(সান্তিয়াগো, চিলি

২৫| বিশ্বের শীর্ষ বাসযোগ্য শহর কোনটি?
®__ভিয়েনা, অস্ট্রিয়া

২৬| বৈশ্বিক অভিবাসনে বাংলাদেশের অবস্থান কত?
®__৬ষ্ঠ(শীর্ষে ভারত)

২৭| বৈশ্বিক তুলা উৎপাদনে শীর্ষ দেশ কোনটি?
®__চীন

২৮| বৈশ্বিক তুলা আমদানিতে বাংলাদেশ কততম?
®__২য়
(আমদানিতে শীর্ষ চীন)

২৯| "হে বন্ধু বঙ্গবন্ধু" শিরোনামের গানটির গীতিকার কে?
®__গাজী মাজাহারুল আনোয়ার

৩০| শেয়ার বাজার নিয়ে প্রথম বই Confusion de Confusions এর লেখক কে?
®__জোসেব ডি লা ভেগা(স্পেন)

নোট MD. Ramjan Ali
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    437 Views
    by sajib
    0 Replies 
    866 Views
    by rajib
    0 Replies 
    271 Views
    by kajol
    0 Replies 
    205 Views
    by tasnima
    0 Replies 
    215 Views
    by mousumi

    Thanks for the information.

    Achieving the best SEO (Search Engine Optimization[…]

    Creating a website easily on WordPress is a popula[…]

    Creating a website on BigCommerce offers a seamles[…]