Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#1813
=>বিভিন্ন সংস্থার প্রতিষ্ঠাকাল...
→বিশ্ব পর্যটন সংস্থা(UNWTO)---১৯২৫
→জীববৈচিত্র্য সংরক্ষণবাদী সংস্থা (IUCN)----১৯৪৮
→আন্তর্জাতিক সমুদ্র চলাচল সংস্থা (IMO)---১৯৪৮
→বিশ্ব আবহওয়া সংস্থা(WMO)--- ১৯৫১
→পরিবেশবাদী সংস্থা(গ্রিনপিস)--- ১৯৭১
→জাতিসংঘের পরিবেশ কর্মসূচি (UNEP)---১৯৭২
→Water Aid---১৯৮১

০১| বাংলাদেশে প্রবাহিত মোট নদ-নদী কতটি?
®__৩১০টি(দৈর্ঘ্য ২৪১৪০ কি.মি)

০২| বাংলাদেশে প্রবাহিত আন্তঃসীমান্ত বা অভিন্ন নদী কতটি?
®__৫৭টি(বাংলাপিডিয়া ৫৮টি)
(বাংলাদেশ-ভারতের মধ্যে প্রবাহিত

০৩|বাংলাদেশ-ভারতের মধ্যে প্রবাহিত আন্তঃসীমান্ত নদী কতটি?
®__৫৪টি

০৪| বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে প্রবাহিত আন্তঃসীমান্ত নদী কতটি?
®__৩টি(নাফ,সাঙ্গু,মাতামুহুরী)

০৫| ভুটান-ভারত-বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত নদীর নাম কী?
®__দুধকুমার

০৬| চীন-ভারত-বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত নদের নাম কী?
®__ব্রহ্মপুত্র

০৭| নেপাল-ভারত-বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত নদীর নাম কী?
®__গঙ্গা

০৮|বাংলাদেশের দীর্ঘতম-প্রশস্ততম-গভীরতম নদীর নাম কী?
®__মেঘনা(দৈর্ঘ্য ৩৩০কি.মি,প্রস্থ ১৩০০০ মিটার,গভীরতা ২৭মিটার)

০৯| বাংলাদেশের ক্ষুদ্রতম নদীর নাম কী?
®__গোবরা(দৈর্ঘ্য ৪ কি.মি)

১০|বাংলাদেশ-ভারত নদী কমিশন কবে গঠিত হয়?
®__১৯ মার্চ ১৯৭২ সালে।

১১| জাতীয় নদী রক্ষা কমিশন কবে গঠিত হয়?
®__৩ আগস্ট ২০১৪(কার্যালয় ঢাকা)

১২|নদী রক্ষার অবদানের জন্য কোন পদক দেওয়া হয়?
®__বঙ্গবন্ধু নদী পদক(প্রবর্তন ২০১৯)

১৩|বৈশ্বিক শরণার্থী গ্রহণে শীর্ষদেশ কোনটি?
®__তুরস্ক

১৪| "ডুকলাম"ত্রিমুখী সীমান্তটি কোন কোন দেশকে সংযুক্ত করেছে?
®__চীন,ভারত,ভুটানকে

১৫| মিয়ানমার থেকে প্রথম কত সালে রোহিঙ্গারা শরণার্থীদের বাংলাদেশে আগমন ঘটে?
®__১৯৭৮ সালে

১৬|জনসংখ্যার ঘনত্বে শীর্ষ দেশ কোনটি?
®__মোনাকো
(বাংলাদেশের ঘনত্ব ১১০৩ জন বর্গ)

১৭| জাতীয় ভোটার ও পাট দিবস কবে?
®__১ ও ৬ মার্চে

১৮| দেশের একমাত্র কৃষিভিত্তিক EPZ কোথায় অবস্থিত?
®__উত্তরা,নীলফামারী

১৯|দেশের প্রথম সাবমেরিন ঘাটি কোথায় অবস্থিত?
®__চট্টগ্রামে
®__নোট রমজান

২০| বাংলাদেশের প্রথম ইকোপার্ক কোথায় অবস্থিত?
®__সীতাকুণ্ড, চট্টগ্রাম

২১| বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন?
®__১৯৪৭ সালে আইন বিভাগে।

২২| কোন চুক্তির ভিত্তিতে ছয়দফা রচিত হয়?
®__তাসখন্দ চুক্তি

২৩| বাংলাদেশের সবচেয়ে বড় সেচ প্রকল্পের নাম কী?
®__তিস্তা সেচ প্রকল্প

২৪| বাংলাদেশের কোথায় চা বোর্ড অবস্থিত?
®__চট্টগ্রামে

২৫| দেশের প্রথম ওষুধ শিল্প পার্ক কোথায় অবস্থিত?
®__গজারিয়া,মুন্সিগঞ্জে

২৬| বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা কোনটি?
®__নারায়ণগঞ্জ(৬৮৪.৩৭ বর্গকি.মি)

২৭| নাৎসি আন্দোলন প্রথম শুরু হয় জার্মানির কোন শহর থেকে?
®___মিউনিক

২৮| কে সর্বপ্রথম পানি দূষণ সমস্যাকে চিহ্নিত করেন?
®__হিপোক্রেটিস

২৯| OPCW শান্তিতে নোবেল পুরস্কার পায় কবে?
®__২০১৩ সালে

৩০| ট্রান্সপারেসি ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠিতা কে?
®__পিটার হাজন

৩১| ২০১৭ সালের পর থেকে দেশের সবচেয়ে বড় ঈদগাহ কোথায় অবস্থিত?
®__দিনাজপুরে

৩২| বাপেক্স কবে গঠিত হয়?
®__১৯৮৯ সালে
(আবিষ্কৃত গ্যাসক্ষেত্র ৬টি)

৩৩| জেব্রা ক্রসিং সর্বপ্রথম কোনন দেশে ব্যবহৃত হয়?
®__যুক্তরাজ্যে

৩৪| বাংলাদেশের কোথায় স্বাধীনতার ইশতেহার ঘোষণা করা হয়?
®__পল্টন ময়দানে

৩৫| ঢাকা মেট্রোরেলের প্রস্তাবিত দৈর্ঘ্য কত কি.মিটার?
®__২০ কি.মি.

Collected
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]