Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#1796
১. শিক্ষা ক্ষেত্রে বিশ্বের সবচেয়ে বড় আন্তর্জাতিক স্বীকৃতি "ইদান" পুরস্কার পাচ্ছেন কে?
ফজলে হাসান আবেদ।

২. পুরস্কার প্রদানকারী সংস্থা - হংকংভিত্তিক ইদান প্রাইজ ফাউন্ডেশন৷
ইদান পুরস্কারের প্রতিষ্ঠাতা - ড. চার্লস চেন ইদান।

৩. প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৪তম বার্ষিক অধিবেশনে ভাষণ দেবেন কবে?
২৭ সেপ্টেম্বর, ২০১৯

৪. বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে দীর্ঘ মেয়াদি পরিকল্পনা 'Delta Plan 2100' বাস্তবায়নে সহযােগী কোন দেশ ?
- নেদারল্যান্ডস

৫. বাংলাদেশের ব্লু ইকোনমিতে সহায়তা করছে কোন দেশ?
- জাপান।

৬. এশিয়ার নতুন আঞ্চলিক জোট 'SEACO' এর প্রস্তাবক কে?
- বাংলাদেশ

৭. বঙ্গবন্ধুর জীবনী বিষয়ক ৩য় গ্রন্থ নয়া চীন ভ্রমণ কবে প্রকাশিত হবে?
- ২০২০সালের বইমেলায় বাংলা একাডেমি কর্তৃক প্রকাশিত হবে।

৮. 'সাফরেন' কি?
-ফ্রান্সের নতুন প্রজন্মের সাবমেরিন।

৯. বাংলাদেশ চা উৎপাদনে কত তম?
১০ম

১০. ২০১৯-২০ অর্থবছরের বাজেটের সর্বোচ্চ খাত কোনটি?
- জনপ্রশাসন।

১১. ডেঙ্গু জ্বরের বাহক কি?
- এডিস ইজিপ্টি

১২. কোন প্রজাতির মশা গ্রামাঞ্চলে ডেঙ্গু ছড়াচ্ছে?
এডিস এলবােপিক্টাস

১৩. ব্রিটেনের বর্তমান প্রধানমন্ত্রী কে?
বরিস জনসন

১৪. দক্ষিণ কোরিয়ার বর্তমান প্রধানমন্ত্রী কেন?
- লি নাক ইয়ােন।

১৫. ইথিওপিয়ার রাজধানীর নাম কি?
- আদ্দিস আবাবা

১৬. ২০২০ সালে পশ্চিম আফ্রিকার অর্থনৈতিক জোটভুক্ত (ECOWAS) ১৫টি দেশ কী নামে অভিন্ন মুদ্রা চালু করবে?
উত্তর : ইকো

১৭. ৩২তম গ্রীষ্মকালীন অলিম্পিক-২০২০ অনুষ্ঠিত হবে কোথায়?
- জাপানের টোকিও।

১৮. সম্প্রতি কোন দেশে 'জি-২০' সম্মেলন অনুষ্ঠিত হয়েছে?
- জাপানের ওসাকায়।

১৯. বিশ্ব অর্থনীতির কোন দুটি দেশ বর্তমানে বাণিজ্য যুদ্ধে লিপ্ত রয়েছে?
- চীন ও মার্কিন যুক্তরাষ্ট্র

২০. বিশ্বের বৃহত্তম বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট - শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট

২১. ২০১৯ সালের বন্যায় বন্যাকবলিত জেলা কতটি?
২৮ টি।

২২. দেশের ১ম 'বঙ্গবন্ধু মানমন্দির' হচ্ছে কোথায়?
- ফরিদপুরের ভাঙা উপজেলায়।

২৩. ১২তম বিশ্বকাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন কোন দেশ?
ইংল্যান্ড

২৪. দেশের সর্বশেষ ১২তম সিটি করপােরেশন - ময়মনসিংহ

২৫. সম্প্রতি কোন কোন দেশের নাম পরিবর্তন করা হয়েছে
- মেসিডােনিয়া, সােয়াজিল্যান্ড, পূর্ব তিমুর।

২৬. মেসিডােনিয়া - উত্তর মেসিডােনিয়া
সােয়াজিল্যান্ড - কিংডম অব ইসওয়াতিনি

২৭. সুন্দরবনে বর্তমানে বাঘের সংখ্যা কত?
- ১১৪টি

২৮. বর্তমানে বাংলাদেশে বিনিয়ােগকারী শীর্ষ দেশ কোনটি?
- চীন

২৯. 'বাংলাদেশ' নামে গ্রাম আছে কোথায়? কাশ্মীরে

৩০. এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ৪৯টি দেশের মধ্যে বাংলাদেশ কততম বৃহৎ অর্থনীতির দেশ : ১৩তম।

৩১. বঙ্গবন্ধুকে "ফ্রেন্ড অব দ্য ওয়ার্ল্ড" বা "বিশ্ববন্ধু" হিসেবে আখ্যা দেন কে?
আনােয়ারুল করিম চৌধুরী

৩২. 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারােস্পেস বিশ্ববিদ্যালয়' কোথায় প্রতিষ্ঠা করা হবে?
লালমনিরহাট

৩৩. ভােলাগঞ্জ স্থলবন্দর কত তম স্থলবন্দর ?
২৪তম

৩৪. বর্তমানে বাংলাদেশে মােট বীরাঙ্গনা সংখ্যা কত?
৩২২জন
    Similar Topics
    InterServer Web Hosting and VPS
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]