Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#1792
#বাংলাদেশ_অংশ
♠ যুক্তরাষ্ট্রের নাসায় নিয়োগ পাওয়া একমাত্র বাংলাদেশি নারী
☞ মাহজাবীন হক
♠ দেশের ৫ম মেডিকেল বিশ্ববিদ্যালয় (প্রস্তাবিত)
☞ খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়।
♠ দেশের প্রথম মেডিকেল বিশ্ববিদ্যালয়
☞ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (১৯৯৮ সাল)
♠ সম্প্রতি দেশে নতুন ভাইরাসের প্রাদুর্ভাব
☞ নাম - ওয়েস্ট নাইল (বাহক - মশা)।
♠ দ্রুত রপ্তানি আয় বৃদ্ধিতে বাংলাদেশের অবস্থান
☞ দ্বিতীয়।
♠ মার্কিন পরিবেশ সুরক্ষা সংস্থা ' এর তথ্যমতে বি‌শ্বে দূষিত শহ‌রের তা‌লিকায় ঢাকা
☞ তৃতীয়।
♠ ' গ্রীণপিস ' এর তথ্যমতে দূ‌ষিত শহ‌রের তা‌লিকায় ঢাকা
☞ ১৭তম।
♠ দূ‌ষিত রাজধানীর তা‌লিকায় ঢাকা
☞ দ্বিতীয়।
♠ তুলা আমদানিতে ২০১৮-১৯ অর্থবছরে বাংলাদেশের অবস্থান
☞ দ্বিতীয় ।
♠ বানিজ্য যুদ্ধের কারণে বাংলাদেশে চীন থেকে কোম্পানি এসেছে
☞ ২ টি।
♠ জাতিংঘের অর্থনৈতিক ও সামাজিক সম্পর্ক বিভাগের তথ্যমতে বিশ্বে অভিবাসনে বাংলাদেশ
☞ ৬ষ্ঠ।
♠ বাংলাদেশের টি-টুয়েন্টি ও টেস্ট দলের বর্তমান অধিনায়ক
☞ মাহমুদউল্লাহ রিয়াদ ( সহঅধিনায়ক - সাকিব আল হাসান)।
♠ ভারতের ‘বিদ্যাসাগর পুরস্কার - ২০১৯’ পাচ্ছেন
☞ বাংলাদেশের সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন।
♠ পদ্মা সেতুর অর্থায়ন নিয়ে ভুল স্বীকার করেছে
☞ বিশ্বব্যাংক ( জানিয়েছেন - সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের)।
♠ বাংলাদেশে 'রিসেলার, জাতীয় রাজস্ব বোর্ডকে কর দিতে প্রতিনিধি নিয়োগ এবং একজন স্থায়ী প্রতিনিধি নিয়োগ দেবে
☞ ফেসবুক।
♠ মৎস্য উৎপাদনে বাংলাদেশ বর্তমান বিশ্বে
☞ অষ্টম।
♠ জাতীয় মানবাধিকার কমিশনের বর্তমান ৪র্থ চেয়ারম্যান
☞ সাবেক জ্যেষ্ঠ সচিব নাছিমা বেগম।
♠ বাংলাদেশে বিবাহিত নারীদের নিয়ে প্রথমবারের মতো আয়োজিত ' মিসেস বাংলাদেশ - ২০১৯' নির্বাচিত হয়েছেন
☞ মুনজারিন অবনী।
♠ ঢাকার রাজপথে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনকে উপজীব্য করে নির্মিত হচ্ছে সিনেমা
☞ বিক্ষোভ (নির্মাতা - শামীম আহমেদ রনি)।
♠ ফিফার সর্বশেষ প্রকাশিত র‍্যাংকিয়ে বাংলাদেশের অবস্থান
☞ ১৮৭ তম।
♠ শিক্ষাক্ষেত্রে বিশ্বে সবচেয়ে বড় আন্তর্জাতিক স্বীকৃতি ‘ইদান’ পুরস্কার পাচ্ছেন
☞ ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ার অ্যামেরিটাস 'স্যার ফজলে হাসান আবেদ'।
♠ জাতিসংঘের ইন্টারন্যাশনাল মাইগ্রেশন স্টক -২০১৯ এর প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশে অভিবাসী-শরণার্থী মিলিয়ে বিদেশি আছেন
☞ ২১,৮৫,০০০ জন (এর মধ্যে 'শরণার্থী' আছে — ৯,৩২,০০০ জন)।
♠ বাংলাদেশের প্রথম টায়ার ফোর জাতীয় ডাটা সেন্টার নির্মাণে উল্লেখযোগ্য ভূমিকার জন্য সিঙ্গাপুরে অনুষ্ঠিত ডিসিডি (ডাটাসেন্টারডায়নামিকস) এশিয়া প্যাসিফিক অ্যাওয়ার্ডে ‘ডাটা সেন্টার কনস্ট্রাকশন টিম অব দ্য ইয়ার’ অ্যাওয়ার্ড জিতেছে
☞ জেডটিই করপোরেশন।
♠ জাতিসংঘে বাংলাদেশের ১৫ তম তথা নারী হিসেবে ২য় নতুন স্থায়ী প্রতিনিধি
☞ রাবাব ফাতেমা (জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত রয়েছেন)।
♠ এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই)' ১৪৪ স্কোর নিয়ে বাতাসের মান সবচেয়ে খারাপের দিক দিয়ে বিশ্বে ঢাকার অবস্থান
☞ সপ্তম।
♠ কুমিল্লার ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের আশরাফুর রহমান মিনহাজ ও মাহমুদা আফরীন একটি রোবট তৈরি করেছেন রোবটটির নাম
☞ মিয়া - ১ ( মাত্র ৪০ হাজার টাকা ব্যয়ে)
♠ মাদকাসক্ত চালকদের ধরতে আগামী ১ ডিসেম্বর থেকে' রাজধানী ঢাকার সড়কে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শুরু হবে
☞ ডোপ টেস্ট
♠ সম্প্রতি বিশ্বব্যাংকের জরিপ অনুযায়ী, বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়ে বাংলাই পড়তে পারেনা
☞ ৬৫% শিক্ষার্থী
♠ রাজশাহী কলেজে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের' আবক্ষ ভাস্কর্য উন্মোচন করা হয়
☞ ১৭ সেপ্টেম্বর ২০১৯ (এটি দেশের দ্বিতীয় বৃহত্তম প্রতিকৃতিটি)।
♠ জাতিসংঘ গ্লোবাল কমপ্যাক্ট' তাদের এসডিজি পাইওনিয়ার হিসেবে ১০ জন তরুণ পেশাজীবী ব্যবসায়ী নেতার নাম ঘোষণা করেছেন, তাদের মধ্যে একজন হলেন
☞ বাংলাদেশের তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক প্রতিষ্ঠান ডিবিএল গ্রুপের 'সাসটেইনেবিলিটি ম্যানেজার মাশুক মুজিব চৌধুরী'।
♠ ব্যান্ডশিল্পী আইয়ুব বাচ্চুর স্মরণে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রবর্তক মোড়ে স্থাপিত 'রুপালী গিটারের ভাস্কর্য' আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়
☞ ১৮ সেপ্টেম্বর ২০১৯।
♠ রোহিঙ্গা সংকট সমাধানের লক্ষ্যে 'চীনের প্রতিনিধিসহ মিয়ানমারের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে
☞ বাংলাদেশ (জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় )।
♠ 'ড. কালাম স্মৃতি ইন্টারন্যাশনাল এক্সেলেন্স অ্যাওয়ার্ডস -২০১৯' পদক পেয়েছেন
☞ প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
♠ জাতিসংঘ শিশু তহবিল - ইউনিসেফের ‘চ্যাম্পিয়ন অব স্কিল ডেভেলপমেন্ট ফর ইয়ুথ অ্যাওয়ার্ড’ পাচ্ছেন
☞ প্রধানমন্ত্রী শেখ হাসিনা
♠ বাংলাদেশে টিকাদান কর্মসূচিতে ব্যাপক সফলতা জন্য "গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনেশন অ্যান্ড ইমিউনাইজেশন (জিএভিআই)" ‘ভ্যাকসিন হিরো’ পুরস্কারে ভূষিত হয়েছেন
☞ প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
♠ নেদারল্যান্ডসের ডিপ্লোম্যাট ম্যাগাজিনের চলতি সংখ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে
☞ শেখ হাসিনা: দ্য মাদার অব হিউম্যানিটি’ শিরোনামে প্রচ্ছদ প্রতিবেদন প্রকাশ হয়েছে।
#রোহিঙ্গা_সংকট_নিরসনে_জাতিসংঘে_সাধারণ_পরিষদের_৭৪তম_অধিবেশনে_মাননীয়_প্রধানমন্ত্রীর_চার_দফাঃ [২৭ সেপ্টেম্বর ২০১৯]
১__ রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসন এবং আত্মীকরণে মিয়ানমারকে কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে রাজনৈতিক সদিচ্ছার পূর্ণ প্রতিফলন দেখাতে হবে।
২__ বৈষম্যমূলক আইন ও রীতি বিলোপ করে মিয়ানমারের প্রতি রোহিঙ্গাদের আস্থা তৈরি করতে হবে এবং রোহিঙ্গা প্রতিনিধিদের উত্তর রাখাইন সফরের ব্যবস্থা করতে হবে।
৩__ রাখাইনে আন্তর্জাতিক বেসামরিক পর্যবেক্ষক রেখে মিয়ানমারকে রোহিঙ্গাদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে হবে।
৪__ আন্তর্জাতিক সম্প্রদায়ের অবশ্যই রোহিঙ্গা সমস্যার মূল কারণগুলো বিবেচনায় নিতে হবে এবং মানবাধিকার লঙ্ঘন ও অন্যান্য নৃশংসতার ঘটনার বিচার নিশ্চিত করতে হবে।
♠ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক
☞ আগামী ৫ অক্টোবর ২০১৯ নয়াদিল্লিতে
♠ রাজধানীর পূর্বাঞ্চলে নির্মাণাধীন বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার চালু হবে
☞ ডিসেম্বর ২০২০ ( বানিজ্য মন্ত্রণালয়)।
♠ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সবচেয়ে বড় ম্যুরাল নির্মিত হতে যাচ্ছে
☞ রাজশাহীতে (প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে)।
♠ ঢাকাকে বাংলা সাহিত্যের রাজধানী হিসেবে আখ্যা দিলেন
☞ প্রখ্যাত সাহিত্যিক 'সমরেশ মজুমদার।
♠ জিডিপি প্রবৃদ্ধিতে শীর্ষে
☞ বাংলাদেশ।
♠ এডিবির প্রতিবেদন অনুযায়ী এশিয়ার ১৩তম অর্থনীতির দেশ
☞ বাংলাদেশ।
♠ বর্তমানে বাংলাদশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ
☞ ৩৩ বিলিয়ন ডলার।
♠ দেশে ১ম বারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া তথ্যপ্রযুক্তি প্রদর্শনীর নাম
☞ ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো-২০১৯।
♠ এশিয়ান র‍্যাঙ্কিং আর্চারি -২০১৯ এ স্বর্ণপদক জিতেছে
☞ বাংলাদেশের আর্চার রোমান সানা।
♠ বিশ্বের সেরা ১০০০টি বিশ্ববিদ্যালয়ের তালিকায় নেই
☞ ঢাকা বিশ্ববিদ্যালয়।
♠ দেশের অ্যাভিয়েশন খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘বাংলাদেশ মাস্টার ব্র্যান্ড অ্যাওয়ার্ড ২০১৯’ অর্জন করেছে
☞ বেসরকারী বিমানসংস্থা রিজেন্ট এয়ারওয়েজ।
♠বর্তমানে দেশে
__ গেজেটভুক্ত মুক্তিযোদ্ধার সংখ্যা : ২,৩৫,৪৬৭ জন।
__ খেতাবপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধার সংখ্যা : ২জন।
__ গেজেটভূক্ত নারী মুক্তিযোদ্ধার সংখ্যা :৩২২ জন।
__ গেজেটভুক্ত শহীদ মুক্তিযোদ্ধার সংখ্যা : ৫,৭৯৫ জন।
__ গেজেটভুক্ত বেসামরিক শহীদ : ২,৯২২ জন।
__ স্বশস্ত্র বাহিনীর শহীদ :১,৬২৮ জন।
__ বিজিবির শহীদ : ৮৩২ জন।
__ পুলিশের শহীদ : ৪১৩ জন ( সংসদে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক)।
♠ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজের হাতে লেখা আত্মজীবনীমূলক গ্রন্থ
☞ স্মৃতি কথা ( গ্রন্থটি প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা)।
♠ 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের' নামে একটি 'ফিজিক্যাল থেরাপি ইনস্টিটিউট' নির্মাণ করতে চায়
☞ চিলি সরকার।
♠ কাপ্তাইয়ে নবনির্মিত ৭.৪ মেগাওয়াটের সৌরবিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করা হয়
☞ ১১ সেপ্টেম্বর ২০১৯ ( উদ্ধোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা)।
♠ বাংলাদেশ পুলিশের ‘কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড’ এর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়
☞ ১১ সেপ্টেম্বর ২০১৯ ( উদ্ধোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা)।
♠ আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট (সংশোধন) বিল-২০১৯’ জাতীয় সংসদে পাস হয়
☞ ১১ সেপ্টেম্বর ২০১৯ ( ইউনেস্কোর প্রতিনিধিসহ সদস্য রাষ্ট্রের প্রতিনিধিদের পরিচালনা বোর্ডে অন্তর্ভুক্তির বিধান রেখে)।
♠ "আগা খান অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচার, ২০১৯" পুরস্কার জিতল
☞ আর্কেডিয়া এডুকেশন।
♠ নিরাপদ নগরী সূচকে 'বিশ্বের অনিরাপদ নগরী'র তালিকায় ঢাকার অবস্থান
☞ ৫ম (২০১৭ সালে ছিল- ৩য়)।
♠ বর্তমানে বাংলাদেশের দ্রুততম মানব
☞ বাংলাদেশ সেনাবাহিনীর হাসান মিয়া।
♠ বর্তমানে বাংলাদেশের দ্রুততম মানবী
☞ বাংলাদেশ নৌবাহিনীর শিরিন আক্তার।
♠ বর্তমানে বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক (জিএম)
☞ বিষ্ণুপদ বিশ্বাস ( এর আগে উপ-মহাব্যবস্থাপক ছিলেন)।
♠ যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ভিত্তিক 'আন্তর্জাতিক পরিবেশবাদী সংস্থা আর্থ ডে নেটওয়ার্ক'-এর বিশেষ দূত নির্বাচিত হয়েছেন
☞ বাংলাদেশি ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল।
♠ দেশে প্রথমবারের মতো 'গবাদিপশুর ব্রুসেলোসিস রোগের টিকা উদ্ভাবন' করেছেন
☞ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) মেডিসিন বিভাগের অধ্যাপক ড. মো. সিদ্দিকুর রহমান ও তার সহযোগী গবেষকরা।
♠ শূন্য থেকে ছয় মাস বয়সী কোনো শিশু বিছানায় প্রস্রাব করলে অ্যালার্ম বেজে উঠবে, এমন একটি "বিছানা (বেড)" উদ্ভাবন করেছেন
☞ বগুড়ার ছেলে মাহমুদুন নবী বিপ্লব
♠ স্যালাইন শেষ হওয়ার পূর্ব মুহূর্তে ডিউটিরত নার্স ও রোগীর স্বজনদের সতর্কতা বার্তা জানাবে, এমন একটি "স্যালাইন এলার্ম সিস্টেম" উদ্ভাবন করেছেন
☞ বগুড়ার ছেলে মাহমুদুন নবী বিপ্লব।
♠ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষে খুলনায় হবে
☞ বিশ্বের সর্ববৃহৎ সাইকেল র‌্যালি' (র‌্যালিটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে অন্তর্ভুক্ত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে)।
♠ আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি 'গুগলের সফটওয়্যার ইঞ্জিনিয়ার' হিসেবে নিয়োগ পেয়েছেন
☞ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. সাব্বির ইসমাঈল
♠ জাতীয় মহাসড়ক থেকেও টোল আদায়ের নির্দেশ দেন
☞ প্রধানমন্ত্রী শেখ হাসিনা (জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এই নির্দেশ দেয়া হয়)।
♠ দেশে ই-পাসপোর্ট' চালু হবে
☞ অক্টোবরে ( স্বরাষ্ট্র মন্ত্রণালয়)।
♠ মন্ত্রিপরিষদ বিভাগের জাতীয় নিরাপত্তা সেলের বর্তমান প্রধান নির্বাহী কর্মকর্তা
☞ ঢাকা মহানগর পুলিশের ( ডিএমপি) কমিশনার মোঃ আসাদুজ্জামান মিয়া ।
♠ প্রাথমিক শিক্ষায় তৃতীয় শ্রেণি পর্যন্ত প্রথাগত পরীক্ষা থাকবে না
☞ ২০২১ সাল থেকে (শিক্ষার্থীদের মূল্যায়ন হবে শ্রেণিকক্ষের ধারাবাহিকতার উপরে)।
♠ জরুরি প্রয়োজনে 'রক্তদাতা ও রক্তগ্রহীতার মধ্যে যোগাযোগ স্থাপনে তৈরি স্মার্টফোনভিত্তিক অ্যাপ
☞ লাইভ ব্লাড ব্যাংক ( উদ্ধোধন ০৪ সেপ্টেম্বর ২০১৯)।
♠ নিরাপত্তার জন্য 'রোহিঙ্গা ক্যাম্প এলাকায় কাঁটাতারের বেড়া বা সীমানা প্রাচীর নির্মাণ' চায়
☞ সশস্ত্র বাহিনী।
♠ অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় 'টি-২০ বিশ্বকাপের মূলপর্বে খেলা নিশ্চিত' করেছে
☞ বাংলাদেশ নারী ক্রিকেট দল।
♠ মালদ্বীপে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ইয়ুথ পিস অ্যাম্বাসেডর (জিওয়াইপিএ) সম্মেলনে "গ্লোবাল পিস অ্যাওয়ার্ড" পেয়েছেন
☞ বাংলাদেশের মো. সুমন রহমান (রুহিত সুমন)।
♠ হুসেইন মুহম্মদ এরশাদকে ‘সফল রাষ্ট্রনায়ক’ উল্লেখ করে জাতীয় সংসদে আনা শোক প্রস্তাব গৃহীত হয়
☞ ৮ সেপ্টেম্বর ২০১৯।
♠ বিশ্বের শীর্ষ নারী শাসকের তালিকায় জায়গা করে নিয়েছেন
☞ প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি ২০ বছর ধরে ক্ষমতায় আছেন (উইকিলিকসের জরিপের তথ্যের ভিত্তিতে)।
♠ ৩০ বছরের কম বয়সী সংসদ সদস্যদের বিশ্ব র‌্যাকিংয়ে বাংলাদেশের অবস্থান
☞ ৮৬তম।
♠ বাংলাদেশের জাতীয় সংসদে যুবকদের প্রতিনিধিত্ব
☞ ০.৩ %।
♠ 'ব্যাংক নোটের ওপর সিল, স্ট্যাপলিং ও লেখালেখিতে নিষেধাজ্ঞা' আরোপ করেছে
☞ বাংলাদেশ ব্যাংক (গত ৯ সেপ্টেম্বর এব্যাপারে বাংলাদেশ ব্যাংক নির্দেশনা দেয়)।
♠ দ্য ইন্টারগভর্নমেন্টাল অর্গানাইজেশন (আইওরা) এর পরবর্তী সহসভাপতি হিসাবে দায়িত্ব পালন করবেন
☞ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ( ০১ অক্টোবর ২০১৯)
♠ দেশের বর্তমান স্বাক্ষরতার হার
☞ ৭৩.৯% (শিক্ষা প্রতিমন্ত্রী)
♠ আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হয়ে সবচেয়ে কম ম্যাচে ১০০ উইকেটের মাইলফলক অর্জন করেছেন
☞ তাইজুল ইসলাম( ২৫ ম্যাচ)
♠ সম্প্রতি টরন্টো চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হচ্ছে
☞ ৪৪ তম
♠ বাংলাদেশের পাঁচটি ব্যাংককে ‘ কালো তালিকাভুক্ত’ করেছে
☞ চীন
__ ইসলামী ব্যাংক
__ সোশ্যাল ইসলামী ব্যাংক
__ ন্যাশনাল ব্যাংক
__ পদ্মা ব্যাংক (সাবেক ফারমার্স ব্যাংক)
__ মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক।
(কালো তালিকাভুক্তির কারন-
আমদানি মূল্য সময়মতো পরিশোধ না করার কারণে)
♠ সম্প্রতি ভ্যাটিকানের ‘ল্যাম্প অব পিস’ পুরস্কার পেয়েছেন
☞ ড. মোহাম্মদ ইউনূস।
♠ বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় ঢাকার অবস্থান
☞ তৃতীয়।
♠ ভারতে বাংলাদেশ টেলিভিশন ( বিটিভি) এর সম্প্রচার শুরু হয়
☞ ০২ সেপ্টেম্বর ২০১৯
♠ এখন থেকে প্রতি বছর 'জাতীয় বস্ত্র দিবস' পালিত হবে
☞ ৪ ডিসেম্বর
♠ বাংলাদেশ বিমানের ৪র্থ ড্রিমলাইনার
☞ বোয়িং ৭৮৭ ‘রাজহংস’ ( উদ্ধোধন ১৭ সেপ্টেম্বর ২০১৯)
♠ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে চতুর্থ ড্রিমলাইনারটি যুক্ত হওয়ার মধ্য দিয়ে বিমান বহরে উড়োজাহাজের সংখ্যা
☞ ১৬টি।
♠ 'বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল বিদ্যুৎকেন্দ্র' অবস্থিত
☞ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ( ৩৩৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎকেন্দ্রটি চুক্তির ৭ বছর পরে চালু হল)।
♠ দেশের প্রথম ইলেকট্রিক ট্রেন চালুর উদ্যোগ গ্রহণ করা হয়েছে
☞ নারায়ণগঞ্জ -ঢাকা - জয়দেবপুর রুটে (সংসদে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন)
♠ ২য় পদ্মাসেতু নির্মাণ প্রক্রিয়াধীন
☞ পাটুরিয়া - দৌলতদিয়া ( সংসদে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের)
♠ বাংলাদেশ পুলিশ বিভাগের তথ্য অনুসারে 'গত পাঁচ বছরে সড়ক দুর্ঘটনায় নিহত' হয়েছে
☞ ১২০৫৪ জন (সংসদে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের)
♠ জাতীয় 'সংসদের বিরোধীদলীয় নেতা' হয়েছেন
☞ জাতীয় পার্টির কো-চেয়ারম্যান রওশন এরশাদ।
♠ জাতীয় 'সংসদের বিরোধীদলীয় উপনেতা' হয়েছেন
☞ জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।
♠ বাংলাদেশে পিয়ারসন টেস্ট অব ইংলিশ (পিটিই) একাডেমিক টেস্টকে জনপ্রিয় করার ক্ষেত্রে অসামান্য অবদান রাখায় 'নেইম্যান এডুকেশনকে' শ্রেষ্ঠ টেস্ট প্রিপারেশন সেন্টারের স্বীকৃতি দিয়েছে
☞ পিয়ারসন।
#ওয়ার্ল্ড_ইকোনমিক_ফোরামের_(ডাব্লিউইএফ)#ট্রাভেল_অ্যান্ড_ট্যুরিজম_কমপেটেটিভনেস_রিপোর্ট_২০১৯ (১৪০টি দেশের মধ্যে র‍্যাংকিং করা হয়)#প্রতিবেদনঃ
♠ পর্যটনে বৈশ্বিক সক্ষমতায় বাংলাদেশের অবস্থান
☞ ১২০তম
♠ এশিয়া-প্যাসিফিকে নিরাপত্তা ও সুরক্ষায় বাংলাদেশের অবস্থান
☞ ১০৫তম।
♠ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির (আইসিটি) প্রস্তুতিতে বাংলাদেশের অবস্থান
☞ ১১১তম (আগে ছিলো ১১৬তম)।
♠ ভ্রমণ ও পর্যটন অগ্রাধিকারে বাংলাদেশের অবস্থান
☞ ১২১তম (আগে ছিলো ১২৭তম)।
♠ মূল্য প্রতিযোগিতায় বাংলাদেশের অবস্থান
☞ ৮৫তম (আগে ছিলো ৮৯তম)।
♠ ভূমি ও বন্দর অবকাঠামোতে বাংলাদেশের অবস্থান
☞ ৬০তম (আগে ছিলো ৭৪তম)।
♠ পরিবেশ সুরক্ষায় বাংলাদেশের অবস্থান
☞ ১১৬তম (আগে ছিলো ১২৮তম)।
♠ আন্তর্জাতিক উন্মুক্ততায় বাংলাদেশের অবস্থান
☞ ১১৪তম (আগে ছিলো ১০৪তম)।
♠ 'টেস্ট খেলুড়ে ১০ দলের' বিপক্ষে টেস্ট হারের রেকর্ড (মুখোমুখি প্রথম দেখায়ও হার)
☞ বাংলাদেশের (আয়ারল্যান্ড বাদে বাকি সকল টেস্ট খেলুড়ে দেশের সাথে হারে)
♠ "BCSCL” এর পূর্ণরূপ হলো
☞ বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেড।
♠ দেশের সব টিভি চ্যানেল বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর ফিড ব্যবহার করে পূর্ণাঙ্গ অনুষ্ঠান সম্প্রচার শুরু করবে
☞ ০১ অক্টোবর ২০১৯ থেকে।
#আন্তর্জাতিক_অংশ
#ফিফা_বর্ষসেরা_পুরস্কার_২০১৯
__ বর্ষসেরা খেলোয়াড় (পুরুষ): মেসি (আর্জেন্টিনা)
__ বর্ষসেরা খেলোয়াড় (নারী): মেগান রাপিনো (যুক্তরাষ্ট্র)
__ বর্ষসেরা কোচ (পুরুষ): ইয়ার্গুন ক্লপ।
__ বর্ষসেরা কোচ ( মহিলা) : জিল এলিস
__ বর্ষসেরা গোলরক্ষক ( পুরুষ) : আলিসান বেকার (ব্রাজিল)
__ বর্ষসেরা গোলরক্ষক ( নারী) : সারি ফন ভিনেন্ডল
__ বর্ষসেরা গোল (পুসকাস অ্যাওয়ার্ড): দানিয়েল সোরি।
__ বর্ষসেরা সমর্থক : সিলভিয়া গ্রেককো।
__ ফেয়ার প্লে আওয়ার্ড : মার্সেলো বিলসা।
♠ মার্কিন পরিবেশ সুরক্ষা সংস্থা ' এর তথ্যমতে বি‌শ্বে দূষিত শহ‌রের তা‌লিকায় শীর্ষে
☞ ভারতের দিল্লি।
♠ ' গ্রীণপিস ' এর তথ্যমতে দূ‌ষিত শহ‌রের তা‌লিকায় শীর্ষে
☞ ভারতের গুরুগ্রাম।
♠ দূ‌ষিত রাজধানীর তা‌লিকায় শীর্ষে
☞ ভারতের নয়া‌দি‌ল্লি।
♠ বর্তমান বিশ্বে কার্বণ নি:সরণে শীর্ষ দেশ
☞ চীন (২য় - যুক্তরাষ্ট্র )।
♠ মাথা‌পিছু কার্বন নিঃসর‌ণে শ‌ীর্ষ দেশ
☞ যুক্তরাষ্ট্র (২য় - চীন)
♠ বর্তমানে মধ্যপ্রাচ্যে তেল মজুদে শীর্ষ দেশ
☞ সৌদি আরব।
♠ বিশ্বে বসবাসের জন্য সবচেয়ে ভালো শহর হিসেবে শীর্ষে রয়েছে
☞ ভিয়েনা, অস্ট্রিয়া।
♠ আন্তর্জাতিক উন্মুক্ততায় শীর্ষ দেশ
☞ স্পেন।
♠ বর্তমানে মাছ উৎপাদনে শীর্ষ দেশ
☞ চীন।
♠ বিশ্বের সবচেয়ে বেশি ক্যাসিনো/ জুয়া খেলা হয়
☞ চীনের ম্যাকাও।
♠ বর্তমানে তেল উৎপাদনে শীর্ষ দেশ
☞ আমেরিকা ( দ্বিতীয় - সৌদি আরব)।
♠ তুলা উৎপাদনে ২০১৮-২০১৯ অর্থবছরে শীর্ষ দেশ
☞ চীন।
♠ বানিজ্য যুদ্ধের কারনে চীন থেকে কোম্পানি সবচেয়ে বেশি এসেছে
☞ ভিয়েতনামে (২৬টি) ।
♠ বিশ্বের সবচেয়ে বড় পাম তেল উৎপাদনকারী দেশ
☞ ইন্দানেশিয়া।
♠ বর্তমানে আসামের রাষ্ট্রহীন মানুষের সংখ্যা
☞ ১৯ লাখ।
♠ ফেসবুকের সঙ্গে ৪ বছরের জন্য চুক্তি করেছে ☞☞ ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
♠ শ্রীলঙ্কার গৃহযুদ্ধে অপরাধে অভিযুক্ত যে মেজর জেনারেলকে দেশটির সেনাপ্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে
☞ শাভেন্দ্র সিলভা।
♠ বর্তমানে বিশ্বের ব্যস্ততম ও বৃহত্তম বিমানবন্দর
☞ ইস্তাম্বুল বিমানবন্দর, তুরস্ক ( পরিবেশবান্ধব ‘গ্রিণ বিমানবন্দর’ নামে ও পরিচিত)।
♠ বর্তমানে বিশ্বের সবচেয়ে বৃহত্তম টার্মিনাল যুক্ত বিমানবন্দর
☞ বেইজিংয়ের দাক্সিং আন্তর্জাতিক বিমানবন্দর (‘স্টার ফিশ’ বিমানবন্দর নামেও পরিচিত)।
♠ জলবায়ু বিপর্যয়ের পরিপ্রেক্ষিতে সুইডিশ যে কিশোরী আন্দোলনের ডাক দিয়ে ২০১৯ সালে নোবেল পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন
☞ গ্রেটা থুনবার্গ
♠ আলিবাবা প্রতিষ্ঠানটির বর্তমান প্রধান নির্বাহী কর্মকর্তা
☞ ড্যানিয়েল ঝ্যাংয়ে ( প্রতিষ্ঠাতা ও বর্তমান চেয়ারম্যান 'জ্যাক মা' অবসরে চলে যাওয়ায়)
♠ 'বিশ্বে প্রতি ৪০ সেকেন্ডে আত্মহত্যায়' মারা যান
☞ ১ জন (বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রকাশিত প্রতিবেদন)
♠ আশুরার দিনে ইরাকের কারবালায় তাজিয়া মিছিলে পদদলিত হয়ে মৃত্যু হয়েছে
☞ ৩১ জনের।
♠ 'ইএসপিওয়াইয়ের বর্ষসেরা খেলোয়াড়ের' পুরস্কার জিতলেন
☞ বার্সেলোনার আর্জেন্টাইন স্টাইকার লিওনেল মেসি।
♠ ব্রিটেনের সম্মানসূচক 'নাইটহুড বা স্যার' পদবীতে ভূষিত হচ্ছেন
☞ ইংল্যান্ডের সাবেক দুই ক্রিকেটার অ্যান্ড্রু স্ট্রস ও জিওফ বয়কট।
♠ ব্রাজিলের প্রেসিডেন্টের নাম
☞ জেইর বলসোনারো।
♠ সম্প্রতি বাহামাতে আঘাত হানা ঘূর্ণিঝড়ের নাম
☞ ডোরিয়ান।
♠ দক্ষিণ আমেরিকার বাণিজ্য জোট হলো
☞ মারাকোসার।
♠ “আদ্রিয়ান দরিয়া” হলো
☞ ইরানের তেলবাহী ট্যাংকার ( যা মার্কিন যুক্তরাষ্ট্রের কালো তালিকাভুক্ত)।
♠ ভারতে প্রায় এক দশক পড়ে আবার আতঙ্ক ছড়াচ্ছে
☞ ক্রিমিয়ান-কঙ্গো হেমোরেজিক ফিভার (কঙ্গো ফিভারে)।
♠ ম্যালেরিয়ার টিকা আবিষ্কৃত হওয়ার পর
প্রথমবারের মতো ম্যালেরিয়ার টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে
☞ আফ্রিকার দেশ কেনিয়ায়।
♠ সম্প্রতি বিজ্ঞানীরা পৃথিবী থেকে ১১১ আলোকবর্ষ দূরে অবস্থিত 'কে২-১৮বি' নামের গ্রহে খুঁজে পেয়েছেন
☞ পানির অস্তিত্ব।
♠ ভারতের কেন্দ্রীয় সরকার কাশ্মীরে ৩৯ দিন পর নিষেধাজ্ঞা পুরোপুরি তুলে নেয়
☞ ১২ সেপ্টেম্বর ২০১৯ (খুলে দিয়েছে ফোন লাইন ও মোবাইল পরিষেবাও)।
♠ মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা ও দক্ষিণ জর্জিয়ার দিকে ধেয়ে আসা সাইক্লোনের নাম
☞ ডোরিয়ান (সাইক্লোনটিক ক্যাটাগরি-৩)।
♠ মুসলিম বিশ্বের শীর্ষ ধনী নারী
☞ সৌদি প্রিন্স শেখ আবদে আল মাহমুদের স্ত্রী 'ফাতিমা কুলসুম জোহর গোদাবরী'।
♠ বিশ্বের দ্রুততম নারী কার রেসার
☞ মার্কিন জেসি কম্বস (নিজের রেকর্ড ভাঙ্গতে গিয়েই কার দুর্ঘটনায় মাত্র ৩৬ বছর বয়সে ২৯ আগস্ট ২০১৯ মারা যান)।
♠ ৩০ আগস্ট 'জাতিসংঘের সাধারণ পরিষদ' ঘোষিত
☞ আন্তর্জাতিক গুম দিবস।
♠ পদত্যাগের এক সপ্তাহ পর ফের ইতালির প্রধানমন্ত্রী হলেন
☞ গুইসেপ কন্তে।
♠ উয়েফার ইউরোপসেরা ফুটবলার হয়েছেন
☞ নেদারল্যান্ডস ডিফেন্ডার ভ্যান ডাইক।
♠ উয়েফার ইউরোপসেরা নারী ফুটবলার হয়েছেন
☞ ইংল্যান্ড ও লিঁওর লাকি ব্রনজি।
♠ অপরিশোধিত তেল পরিশোধনের বিশ্বের সবচেয়ে বড় প্ল্যান্ট
☞ সৌদির আবকাইক প্ল্যান্ট ( দৈনিক ৭০ লাখ ব্যারেল তেল উত্তোলিত হয়)।
♠ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছে
☞ ভারত (রানার্সআপ - বাংলাদেশ)।
♠ মার্কিন প্রেসিডেন্ট 'ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত অভিবাসন নীতির' সমর্থনে রায় দিয়েছে
☞ মার্কিন সুপ্রিম কোর্ট।
♠ ব্রেক্সিটের আগে বৃটিশ প্রধানমন্ত্রী পার্লামেন্ট স্থগিত করাকে বেআইনি ঘোষণা করেছে
☞ স্কটল্যান্ডের আদালত।
♠ 'ইউনাইটেড স্টেইট স্পেস কমান্ড' নামে মহাকাশ বাহিনী গঠনে পদক্ষেপ নিয়েছেন
☞ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
♠ দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির নাৎসি স্বৈরাচারদের দ্বারা আক্রান্ত পোল্যান্ডবাসীর কাছে ক্ষমা চাইল
☞ জার্মানি (২য় বিশ্বযুদ্ধের ৮০ বছর পূর্তি উপলক্ষে পোল্যান্ডের ওয়েলান শহরে এক অনুষ্ঠানে ক্ষমা চান দেশটির প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ওয়াল্টার স্টেইনমেয়ের)।
♠ পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের নতুন কোচ ও প্রধান নির্বাচক হয়েছেন
☞ পাকিস্তানের সাবেক অধিনায়ক মিসবাহ-উল-হক।
♠ টেস্ট ও ওয়ানডেতে 'সবচেয়ে কম বয়সী অধিনায়ক' হিসেবে নেতৃত্ব দেওয়ার বিশ্ব রেকর্ড গড়লেন
☞ আফগানিস্তান অধিনায়ক রশিদ খান।
♠ জিম্বাবুয়ের সাবেক প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট রবার্ট মুগাবে মারা যান
☞ ০৬ সেপ্টেম্বর ২০১৯।
♠ জিম্বাবুয়ের বর্তমান প্রেসিডেন্ট
☞ এমারসন দাম্বুডজো।
♠ বিশ্বের সবচেয়ে বড় আলোকচিত্র প্রতিযোগিতা
☞ উইকি লাভস মনুমেন্টস (ডব্লিউএলএম)।
♠ মিয়ানমারের রাখাইনে নৃশংস রোহিঙ্গা হত্যার ঘটনায় অভিযুক্ত সেনাসদস্যদের বিচার' মার্শাল কোর্টে বিচারপ্রক্রিয়া শুরু হবে
☞ মার্শাল কোর্টে ( জানিয়েছেন দেশটির সেনাপ্রধান)
♠ আগামী বছরের ২৯ ফেব্রুয়ারিতে বিশ্বের সবচেয়ে দামি ঘোড়দৌড় প্রতিযোগিতা 'দ্য সৌদি কাপ’ অনুষ্ঠিত হবে
☞ সৌদি আরবের রাজধানী রিয়াদে ( প্রথমবারের মতো এই দেশটিতে দেখা যাবে নারী জকি)।
♠ সম্প্রতি ভারতে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে
☞ ইলেক্ট্রনিক সিগারেট বা ই-সিগারেট।
♠ বার্মুডায় আঘাত হানতে যাচ্ছে
☞ হারিকেন 'হামবার্তো' (ক্যাটাগরি-৩ ধরনের ঝড়)।
♠ বিশ্বের দ্বিতীয় বৃহৎ ডিটেনশন ক্যাম্প হচ্ছে
☞ ভারতের আসামের গোয়ালপাড়ায়।
♠ ক্যান্সার জয়ী প্রথম ব্যক্তি হিসেবে একটানা চারবার সাঁতরে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ইতিহাস গড়েছেন
☞ সারাহ টমাস।
♠ তেলক্ষেত্রে ড্রোন হামলার পর বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক দেশ সৌদি আরব এখন রপ্তানি চালু রাখতে
☞ তেল আমদানির পথে পা বাড়িয়েছে।
♠ ২০১৩ সালে এক বৈঠকে রোহিঙ্গাদের বাংলাদেশি বলে উল্লেখ করেছিলেন মিয়ানমারের নেতা অং সান সুচি" এ কথা উল্লেখ করেছেন
☞ ব্রিটিশ সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুনের নিজের স্মৃতিকথা ' ফর দ্যা রেকর্ড' এ।
♠ রাশিয়ায় ২১৩৭ বছর আগের এক সমাধিতে মিলল
☞ ‘স্মার্টফোন’ (আইফোন)।
♠ পাকিস্তানের প্রথম নারী মহাকাশচারী হলেন
☞ নামিরা সালিম।
♠ সম্প্রতি তালেবানের সঙ্গে শান্তি আলোচনার অংশ হিসেবে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করে নেয়ার ঘোষণা দিয়েছে
☞ যুক্তরাষ্ট্র।
♠ ব্রিটেনে কারি শিল্পের কর্মী সংকট নিরসনে, পূর্বের কর্মী আনার নিষেধাজ্ঞা তুলে ৯ সেপ্টেম্বর নতুন প্রজ্ঞাপন জারি করেছে
☞ ব্রিটেন সরকার (ব্রিটেনের পত্রিকাগুলো একে ‘ভিন্দালু ভিসা’ বলে)।
♠ ছাগলের সঙ্গে যোগব্যায়ামের আয়োজন করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলতে চলেছে
☞ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের একটি খামার ( নাম- গ্রেডি গোট ফার্ম)।
♠ জলবায়ু পরিবর্তন বিষয়ক সুইডিশ কিশোরী গ্রেটা থুনবার্গের আন্দোলনের নাম
☞ Fridays For Future / Strike for the Climate ( ২০ সেপ্টেম্বর ২০১৯ তার ডাকে সংহতি জানিয়ে বিশ্বব্যাপী লক্ষ লক্ষ শিশু আন্দোলনে অংশ নিয়েছে)।
♠ Friday For Future' আন্দোলনের স্লোগান
☞ "পরিবেশ বাঁচান, মানুষ বাঁচান"।
♠ 'ফ্রাইডে ফর ফিউচার' হলো
☞ পরিবেশদূষণের বিরুদ্ধে আন্দোলন।
♠ সম্প্রতি ইরানকে ঠেকাতে জোট গঠনের পরিকল্পনা করেছে
☞ যুক্তরাষ্ট্র ( এ জোটে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ব্রিটেন এবং বাহরাইন যোগ দেওয়ার কথা জানিয়েছে)।
♠ সম্প্রতি যে দেশটির প্রেসিডেন্টের পদত্যাগের জন্য বিক্ষোভ চলছে
☞ মিসর ( মিসরের বর্তমান প্রেসিডেন্ট আবদুল ফাত্তাহ আল সিসি)।
♠ বিশ্বের শুধুমাত্র নিম্ন ও মধ্যবিত্ত দেশগুলোতে প্রতি বছর হাসপাতালে সঠিক সেবার অভাবে মারা যায়
☞ প্রায় ২৬ লাখ মানুষ (বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্যানুযায়ী)।
♠ বিশ্বের প্রথম 'যোনি জাদুঘর' হতে যাচ্ছে
☞ যুক্তরাজ্যে (উদ্ধোধন আগামী ১৬ নভেম্বর ২০১৯ )।
♠ পুরুষদের গোপনাঙ্গ নিয়ে একটি জাদুঘর নির্মিত হয়
☞ আইসল্যান্ডে ( ২০১৭ সালে )।
♠ সম্প্রতি ২০ সেপ্টেম্বর ২০১৯ সৌদি আরব সামরিক অভিযান শুরু করে
☞ ইয়েমেনে।
♠ ইউরোপীয় পার্লামেন্টের বর্তমান কমিশনার
☞ জঁ ক্লদ ইউঙ্কার।
♠ ইউরোপীয় ইউনিয়নের ব্রেক্সিটবিষয়ক বর্তমান প্রধান
☞ মিশেল বার্নিয়ে।
♠ 'গ্লোবাল গোলকিপারস গোলস অ্যাওয়ার্ড - ২০১৯’ পুরস্কারে ভূষিত হয়েছেন
☞ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
♠ ব্রিটিশ পার্লামেন্ট স্থগিতের ঘোষণা বেআইনি ঘোষণা করেছে
☞ দেশটির সুপ্রিম কোর্ট।
♠ পাকিস্তান অধিকৃত আজাদ কাশ্মীর অঞ্চলে ৬.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে
☞ ২৪ সেপ্টেম্বর ২০১৯
♠ ভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মানজনক পুরস্কার 'দাদাসাহেব ফালকের' জন্য মনোনীত হয়েছেন
☞ বলিউডের অভিনেতা অমিতাভ বচ্চন।
♠ ২০১৯ সালের ফিফার ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ড’ জিতেছেন
☞ আর্জেন্টিনার লিওনেল মেসি।
♠ সম্প্রতি ত্রিদেশীয় টি-২০ সিরিজের চাম্পিয়ান হয়েছে
☞ যৌথভাবে বাংলাদেশ ও আফগানিস্তান (বৃষ্টির কারনে খেলা হয় নাই)।
♠ রেকর্ড ১০ম বারের মত পর্তুগিজ বর্ষসেরার পুরস্কার জিতলেন
☞ ক্রিস্টিয়ানো রোনালদো।
♠ টেস্ট র‍্যাংকিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষস্থান দখল করেছেন
☞ স্টিভেন স্মিথ।
♠ ইউএস ওপেনের 'পুরুষ এককের শিরোপা' জিতেছেন
☞ রাফায়েল নাদাল (ক্যারিয়ারে ১৯টি গ্রান্ডস্লাম যেতে)।
♠ সবচেয়ে কম বয়সী টেস্ট অধিনায়ক হিসেবে টেস্ট জিতের রেকর্ড গড়লেন
☞ আফগান অধিনায়ক রাশিদ খান।
♠ ফিফা সর্বশেষ র‌্যাংকিংয়ে শীর্ষ দেশ
☞ বেলজিয়াম
♠ আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারী
☞ শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা (৯৯ উইকেট)।
♠ ইউএস ওপেনে মেয়েদের এককে শিরোপা জিতেছেন
☞ কানাডার বিয়াঙ্কা আন্দ্রেয়েস্কো (প্রথম গ্র্যান্ড স্ল্যাম জয়) ।
♠ সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন
☞ ভারত (রানার্সআপ- নেপাল)।
♠ আন্তর্জাতিক T20-তে টানা সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ড
☞ আফগানিস্তান ( টানা ১১ ম্যাচ)
♠ প্রথম রোমানীয় হিসাবে উইম্বলডন-১৯ শিরোপা অর্জন করেছেন
☞ সিমোনা হালেপ।

নোটঃ Md Roman
    InterServer Web Hosting and VPS
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]