Page 1 of 1

মে/১৯ থেকে সেপ্টেম্বর/১৯ পর্যন্ত জব Solution এর গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানের ১০১টা প্রশ্ন

Posted: Sat Sep 21, 2019 1:26 am
by sajib
১. বাংলাদেশের প্রথম ফিশ ওয়াল্ড একুরিয়াম কোথায়?
= কক্সবাজার
২. বৃটিশ উপনিবেশ না হয়েও কোন দেশ কমনওয়েলথের সদস্য?
= মোজাম্বিক
৩. টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের সময়কাল কোনটি?
= ২০১৬-২০৩০
৪. বিশ্ব অটিজম দিবস
= ২ এপ্রিল।
৫. অান্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাংলাদেশ কেন্দ্রীয় শহীদ মিনারের ছবি সম্বলিত ডাকটিকেট বিশ্বের কোন দেশ প্রকাশ করে?
= যুক্তরাষ্ট্র
৬. ইউরোপীয় ইউনিয়নের চুক্তির অাওতায় বিশ্বের কোন দুটি দেশ ইউরো চালু করতে বাধ্য নয়?
= ডেনমার্ক ও যুক্তরাজ্য
৭. বঙ্গবন্ধু সেতুতে যানচলাচল শুরু হয় কত সালে?
= ১৯৯৮
৮. কোন সময়কালকে মুজিবর্ষ হিসেবে ঘোষণা করা হয়েছে?
= ২০২০-২০২১
৯. ভিসুভিয়াস অাগ্নেয়গিরি কোথায় অবস্থিত?
= ইতালি।
১০. রোহিঙ্গা মুসলিম নিধনে নেতৃত্ব প্রদানকারী অন্যতম জেনারেল কে?
= মাউং মাউং
১১. সোয়াইন ফ্লু ভাইরাসের উৎপত্তিস্থল কোথায়?
= মেক্সিকো।
১২. ক্রেমলিন কী?
= রাশিয়ার প্রেসিডেন্টের সরকারি বাসভবন।
১৪. ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ কোণ তারিখে ইউনেস্কোর মেমোরি অব দ্য ওয়াল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে অন্তর্ভুক্ত করা হয়েছে?
= ৩০ অক্টোবর ২০১৭
১৫. সংগ্রাম ও প্রত্যাশা কী?
= বাংলাদেশ নৌবাহিনীর দুটি যুদ্ধজাহাজ।
১৬. বাংলাদেশে বর্তমানে মাথাপিছু আয় কত মার্কিন ডলার?
= ১৯০৯
১৭. সাতই মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছে?
= পঞ্চম তফসিল
১৮. সংবিধানের কোন সংশোধনকে first distortion of constitution বলে অাখ্যায়িত করা হয়?
= ৫ম সংশোধন।
১৯. স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধানের কোন তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছে?
= ৭ম
২০. টেকসই উন্নয়ন ২০৩০ এর লক্ষ্যমাত্রা কতটি?
= ১৭
২১. মিনস্ক কোন দেশের রাজধানী?
= বেলারুশ।
২২. বি২০ গ্রুপ কিসের সাথে সম্পর্কিত?
= জলবায়ু পরিবর্তন।
২৩. জাতিসংঘ সমুদ্র অাইন কত সালে স্বাক্ষরিত হয়?
= ১৯৮২
২৪. BRICS কর্তৃক প্রতিষ্ঠিত ব্যাংকের নাম কী?
= New Development Bank
২৫. নিচের কোনটি বৃহৎ স্কেল মানচিত্র?
= ১:১০০০০
২৬. ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার কে ছিলেন?
= বিচারপতি অাব্দুস সত্তার
২৭. ১৯৭১ সালে ঢাকা শহরে অপারেশন সার্চলাইট পরিচালনার মূল দায়িত্বে ছিলেন
= জেনারেল রাও ফরমান অালী
২৮. পৃথিবীর দুইটি স্থানের দ্রাঘিমার পার্থক্য ১ডিগ্রি হলে ঐ দুটি স্থানের সময়ের পার্থক্য কত?
= ৪ মিনিট
২৯. মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতবার সংসদ সদস্য নির্বাচিত হন?
= ৭ বার
৩০. পলাশী থেকে ধানমন্ডি চলচ্চিত্রের পরিচালক কে?
= অাব্দুল গাফফার চৌধুরী ।
৩১. কোন প্রতিষ্ঠানটি স্বাধীনতা পদক ২০১৯ পেয়েছে?
= পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট।
৩২. বাংলাদেশে উপকূলীয় জেলা কতগুলো?
= ১৯টি
৩৩. ভূ- প্রকৃতি অনুযায়ী বাংলাদেশকে কয়ভাগে ভাগ করা হয়েছে?
= তিন
৩৪. ইয়েমেন এর রাজধানী
= সানা
৩৫. বিশ্বের কোন দেশে সবচেয়ে বেশি মহিলা পার্লামেন্ট সদস্য রয়েছে?
= ফ্রান্স
৩৬. ইংল্যান্ডের মুদ্রার নাম কী?
= পাউন্ড
৩৭. রেড অার্মি কোন দেশের সংগঠন?
= জাপান
৩৮. মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন?
= এ এইম এম কামরুজ্জমান
৩৯. কার পৃষ্ঠপোষকতায় নালন্দা বিশ্ববিদ্যালয় প্রাণকেন্দ্র হয়ে উঠে?
= দেবপাল
৪০. কচুরীপানা পানিতে বাসে কেন?
= কান্ড ফাপা বলে।
৪১. কবে জাতিসংঘ অধিকার সনদের মূল দলিল স্বাক্ষরের জন্য উন্মুক্ত করা হয়?
= ২৬ জানুয়ারি ১৯৯০
৪২. মহেঞ্জোদারোতে পাওয়া গেছে কোনটি?
= গোসলখানা
৪৩ ভ্যাটের স্তর কয়টি?
= ৪টি।
৪৪. ভাষা অান্দোলনে পূর্ব বাংলায় কোন ভাবাদর্শ ছড়িয়ে দেয়?
= বাঙ্গালি জাতীয়তাবাদ
৪৫. স্কটল্যান্ড ইয়ার্ড কোথায় অবস্থিত?
= লন্ডন
৪৬. নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
= সাংহাই
৪৭. মাৎস্যন্যায় কোন শাসন অামলে দেখা দেয়?
= পাল তাম্র শাসন অামলে
৪৮. এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব পংক্তিটি কার?
= সুকান্ত ভট্টাচার্য
৪৯. আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ এর খেলোয়াড় উইলিয়ামসন কোন দেশের খেলোয়াড়?
= নিউজিল্যান্ড
৫০. পৃথিবীর কোন দেশের প্রাথমিক শিক্ষার মান সবচেয়ে উন্নত?
= ফিনল্যান্ড
৫১. যে বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলের অভিষেক হয়?
= ৭ম
৫৩. সম্প্রতি সি চিন পিং ও কিম জং উনের মধ্যে বৈঠক হয়
= ২২ জুন ২০১৯
৫৪. নয় কুড়ি কান্দার ছয় কুড়ি বিল নামে পরিচিত কোনটি?
= টাঙ্গুয়ার হাওর
৫৫. ডেনমার্ক এর মুদ্রার নাম
= ক্রোনার(ক্রোন)
৫৬. মানুষের রক্তকে কয়টি গ্রুপে ভাগ করা যায়?
= ৪
৫৭. অাহসান মঞ্জিল কে নির্মাণ করেন?
= নবাব অাব্দুল গণি
৫৮. জাতিসংঘ ঘোষিত এসডিজি বা টেকসই উন্নয়ন অভীষ্ট এর উদ্দেশ্য হলো
= বিশ্বের সর্বত্র সার্বিক ও সার্বজনীন কল্যাণ
৫৯. বারোভূইয়া কাদের বলা হতো?
= বড় বড় স্বাধীন জমিদার
৬০. মহেঞ্জোদারো কথার অর্থ কী?
= মরা মানুষের ডিবি
৬১. পৃথিবীর সবচেয়ে বড় সংবাদ সংস্থার নাম কী?
= রয়টার
৬২. পোড়ামাটি নীতি কোন বাহিনীর জন্য প্রযোজ্য ছিল?
= পাকিস্তান সেনাবাহিনী
৬৩. রবীন্দ্রনাথ ঠাকুর কত বছর বয়সে সাহিত্যে নোবেল পান?
= ৫২
৬৪. চিরহরিৎ বন কোন জেলায় দেখা যায়
= বান্দারবান
৬৫. কোন অামটি বাংলাদেশের জিআই পণ্য হিসেবে স্থান পেয়েছে?
= হিমসাগর
৬৬. বাংলাদেশের কোন সাহিত্যিক ২০১৯ সালে সার্ক সাহিত্য পুরস্কার অর্জন করেন?
= অধ্যাপক অানিসুজ্জামান
৬৭. সম্প্রতি কোন দেশটি অান্তর্জাতিক অপরাধ অাদালত থেকে পদত্যাগ করেছে?
= ফিলিপাইন
৬৮. ভৌগোলিকভাবে বাংলাদেশের কোন জেলার উপর দিয়ে কর্কটক্রান্তিরেখা অতিক্রম করেছে?
= মুন্সীগঞ্জ
৬৯. জামার্নি কর্তৃক জার্মান-ফ্রান্স সীমান্তে নির্মিত সীসানা রেখার নাম কী?
= সিগফ্রিড লাইন
৭০. একদিনের ক্রিকেট বিশ্বকাপে এক ইনিংসে সর্বোচ্চ রার করেছে কে?
= মার্টিন গাপটিল।
৭১. অান্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট কোন দেশে অবস্থিত?
= ফিলিপাইন
৭২. পৃথিবীর ফুসফুস হিসেবে খ্যাত কোন বন?
= অামাজান বন
৭৩. ভারতের সংবিধানে জম্মু ও কাশ্মীরের জন্য প্রবর্তিত ৩৭০ অনুচ্ছেদ ও ৩৫(ক) ধারা বাতিল করা হয় কবে?
= ৫ অাগস্ট ২০১৯
৭৪. ৩১ অক্টোবর ২০১৯ ভারতের কোন অঞ্চলটি রাজ্যের মর্যাদা হারাবে?
= জম্মু ও কাশ্মীর
৭৫. জম্মু ও কাশ্মীরে বিধানসভার সদস্য কত হবে?
= ১০৭ জন
৭৬. জুলাই ২০১৯ পর্যন্ত কতজন নারীকে বীরাঙ্গনা খেতাব দেয়া হয়।
= ৩২২ জন
৭৭. বিশ্বের সবচেয়ে বড় চিরহরিৎ বনাঞ্চল কোনটি?
= অামাজন
৭৮. টেস্ট ক্রিকেটে প্রথম বদলি খেলোয়াড় কে?
= মারনাস ল্যাবুশেন।
৭৯. টেস্টে নামযুক্ত জার্সির প্রচলন হয় কবে?
= ১ অাগস্ট ২০১৯
৮০. ফেসবুকে যুক্ত হওয়ার বাংলাদেশের দ্বিতীয় ভাষা কোনটি?
= চাকমা
৮১. কোন অর্থনীতিবিদ ২০১৯ সালে নোবেল পুরস্কার অর্জন করেন?
= পল এ রোমার
৮২. ২০১৮ সালে ব্যালন ডি’অর বিজয়ী কে?
= লুকা মদ্রিচ
৮৩. মলা ও ঢেলা মাছে কোন ভিটামিন প্রচুর থাকে?
= এ
৮৪. বাংলাদেশে প্রথম কৃষিশুমারি অনুষ্ঠিত হয় কোন সালে?
= ১৯৭৭
৮৫. টিপাইমুখ বাঁধ ভারতের কোন প্রদেশে অবস্থিত?
= মণিপুর
৮৬. ২০২০ সালে সপ্তম অাইসিসি টি-টোয়েন্টি ক্রিকেট ওয়ার্ল্ডকাপ অনুষ্ঠিত হবে কোন দেশে?
= অস্ট্রেলিয়া
৮৭. বাংলাদেশের সবচেয়ে কম বসতিপূর্ণ জেলা কোনটি?
= বান্দারবান
৮৮. ঢাকা মেট্রোরেলের প্রস্তাবিত দৈর্ঘ্য কত কিমি?
= ২০
৮৯. বর্তমান বিশ্বে সর্বোচ্চ প্রাকৃতিক রাবার উৎপাদনকারী শীর্ষ দেশ কোনটি?
= ইন্দোনেশিয়া
৯০.একমাত্র খেতাবপ্রাপ্ত উপজাতি মুক্তিযোদ্ধার নাম কী?
= ইউ কে সিং
৯১. হাইতির মুদ্রার নাম কী?
= গুর্দে
৯২. অক্টোবর বিপ্লব কোথায় সংগঠিত হয়?
= রাশিয়াতে
৯৩. পিগমি কোন দেশের অধিবাসী?
= কঙ্গো
৯৪. হংকং এর অাইন পরিষদের নাম কী?
= LegCo
৯৫. দেশের প্রথম ভাসমান সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মিত হবে কোথায়?
= বাগেরহাটের মোংলা পৌরসভায়
৯৬. ইউনেস্কো ঘোষিত প্রথম বিশ্ব স্থাপত্য রাজধানী কোনটি?
= রিও ডি জেনিরো
৯৭. বৈশ্বিক শরণার্থী গ্রহেণ শীর্ষ দেশ কোনটি?
= তুরস্ক
৯৮. দেশের একমাত্র বেসরকারি পিটিঅাই কোথায় অবস্থিত?
= ময়মনসিংহ
৯৯. ২০১৯-২০২০ অর্থ বছরের বাজেট কততম?
= ৪৯
১০০. বর্তমান মূল্যস্ফীতি কত?
= ৫.৫%
১০১. বর্তমানে জিডিপি প্রবৃদ্ধি কত?
= ৮.২০

নোটঃ ==>>ফরিদ/নজরুল
MSS in Political Science