Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#1723
NSI সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যা পরীক্ষার( প্রিলি রিটেন উভয় পরীক্ষা) জন্যই এখনই পড়া উচিত।

#প্রশ্ন - 1 National Security Intelligence এর প্রধান কে?

উত্তরঃ Director General

#প্রশ্ন - 2 বাংলাদেশের Warrent of Precedance অনুযায়ী Director General of National Security Intelligence এর অবস্থান কত?

উত্তরঃ ১৭তম

#প্রশ্ন - 3 ১৭তম অবস্থানে NSI এর DG এর সাথে আর কারা অবস্থান করছেন?

উত্তরঃ

(ক) জাতীয় অধ্যাপকগণ

(খ) বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য মহোদয়গণ

(গ) সরকারের সচিব পদমর্যাদার কর্মকর্তাগণ

(ঘ) ইউজিসি-র পূর্ণকালীন সদস্যগণ

(ঙ) বিদেশি রাষ্ট্রসমূহের চার্জ দ্য অ্যাফেয়ার্স -গণ

#প্রশ্ন - 4 NSI Counterterrorism Cell (CTC) কতসালে গঠিত হয়?

উত্তরঃ ২০০৪ সালে

#প্রশ্ন - 5 NSI Combined Threat Assessment Center (CTAC) কতসালে গঠিত হয়?

উত্তরঃ ২০১২ সালে।

#প্রশ্ন - 6 Official Secrecy Act 1923 এর ৩২ নং সেকশনে কোন কোন সংস্থাকে তথ্যপ্রকাশের বাধ্যবাধকতা থেকে মুক্ত রাখা হয়েছে?

উত্তরঃ জাতীয় নিরাপত্তার সাথে সম্পর্কিত হওয়ার কারণে, নিম্নের প্রতিষ্ঠান ও সংস্থাসমূহকে Official Secrecy Act 1923 এর ৩২ নং সেকশনে তথ্যপ্রকাশের বাধ্যবাধকতা থেকে মুক্ত রাখা হয়েছেঃ

1. National Security Intelligence (NSI)

2. Directorate General of Forces Intelligence (DGFI)

3. Defence Intelligence Units

4. Criminal Investigation Department (CID), Bangladesh Police

5. Special Security Force (SSF)

6. Intelligence Cell of the National Board of Revenue

7. Special Branch, Bangladesh Police

8. Intelligence Cell of Rapid Action Battalion (RAB)

#প্রশ্ন - 7 Right to Information Act, 2009 এর কত নং আর্টিকেলে তথ্যপ্রকাশ (জাতীয় নিরাপত্তার সাথে সম্পর্কিত তথ্য ব্যতিরেকে) বাধ্যতামূলক করা হয়েছে?

উত্তরঃ আর্টিকেল - ৯

#প্রশ্ন - 8 আমেরিকার বিখ্যাত গোয়েন্দা সংস্থা CIA কত সালে গঠিত হয়?

উত্তরঃ ১৯৪৭ সালে।

#প্রশ্ন - 9 Intelligence Community বলতে কি বুঝায়?

উত্তরঃ The term ‘intelligence community’ is used to refer to disparate security and intelligence agencies working for the protection of internal stability and external security of a country.

#প্রশ্ন -10 ১৯৭১ সালের স্বাধীনতার পর থেকে কি কি ক্যাটাগরির গোয়েন্দা সংস্থা গড়ে উঠেছে বাংলাদেশ?

উত্তরঃ Since the independence of Bangladesh in 1971, successive governments have established four major categories of intelligence agencies, with often overlapping responsibilities in the domains of:

(a) national security;

(b) defense services;

(c) law enforcement; and

(d) financial crime.

#প্রশ্ন - 11 জাতীয় নিরাপত্তার সাথে সম্পর্কিত গোয়েন্দা সংস্থাগুলো কি কি?

উত্তরঃ

(a) the DirectorateGeneral of Forces Intelligence (DGFI)

(b)the National Security Intelligence (NSI)

(c) the Special Security Force (SSF), and

(d) the Border Security Bureau (BSB).

#প্রশ্ন - 12 জাতীয় নিরাপত্তার সাথে সম্পর্কিত গোয়েন্দা সংস্থাসমূহের মধ্যে কোন কোন সংস্থা মাননীয় প্রধানমন্ত্রীর অফিসে রিপোর্ট করে?

উত্তরঃ

(a) the Directorate General of Forces Intelligence (DGFI)

(b)the National Security Intelligence (NSI)

(c) the Special Security Force (SSF)

#প্রশ্ন - 13 প্রতিরক্ষার সাথে সম্পর্কিত গোয়েন্দা সংস্থাসমুহ কি কি?

উত্তরঃ

(a) the Directorate of Military (Army) Intelligence,

(b) the Directorate of Naval Intelligence, and

(c) the Directorate of Air Intelligence.

#প্রশ্ন - 14 প্রতিরক্ষার সাথে সম্পর্কিত গোয়েন্দা সংস্থাসমুহ কার নিকট রিপোর্ট করে?

উত্তরঃ

Ministry of Defense (MoD), which in Bangladesh is historically controlled by the prime minister.

#প্রশ্ন - 15 আইন প্রয়োগ এবং অপরাধ প্রতিরোধ সংক্রান্ত বিষয়ে কাজ করে এমন গোয়েন্দা সংস্থা কি কি?

উত্তরঃ

(a) the Special Branch (SB),

(b) the Criminal Investigation Department (CID), and

(c) the intelligence wing of the Rapid Action Battalion (RAB).

#প্রশ্ন - 16 আর্থিক অপরাধ বিশ্লেষণের সাথে সম্পর্কিত গোয়েন্দা সংস্থা কি কি?

উত্তরঃ

(a) Bangladesh Financial Intelligence Unit (BFIU) of Bangladesh Bank (BB) and

(b) Central Intelligence Cell (CIC) of the National Board of Revenue (NBR).

#প্রশ্ন - 17 আর্থিক অপরাধ বিশ্লেষণের সাথে সম্পর্কিত গোয়েন্দা সংস্থাসমূহ কোন মন্ত্রণালয়ের অধীনে?

উত্তরঃ Ministry of Finance (MoF).

#প্রশ্ন - 18 NSI এর চারজন DG-নাম লিখুন।

উত্তরঃ

(ক) মেজর জেনারেল টি. এম. জোবায়ের, 31 July 2018 তারিখে DG of NSI হিসেবে যোগদান করেন।

(খ) মোঃ ওয়াহিদুল হক, ভারপ্রাপ্ত Director general of NSI (1996-97), স্বাধীনতা বিরোধী অপরাধ/যুদ্ধাপরাধের দায়ে গ্রেফতার।

(গ) মেজর জেনারেল শামসুল হক,30 July 2018 পর্যন্ত DG of NSI হিসেবে কর্মরত ছিলেন।

(ঘ) ব্রিগেডিয়ার জেনারেল আব্দুর রহিম,DG of NSI হিসেবে কর্মরত থাকাকালিন, ১০ ট্রাক অস্ত্র কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ে।

( সংগৃহীত তথ্য)
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    723 Views
    by rafique
    0 Replies 
    484 Views
    by masum
    0 Replies 
    141 Views
    by shanta
    0 Replies 
    354 Views
    by sajib
    0 Replies 
    813 Views
    by rajib

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]