- Wed Sep 18, 2019 12:15 am#1715
সেপ্টেম্বর মাসের গুরুত্বপূর্ণ ঘটনা
১ সেপ্টেম্বর, ১৯৩৯ মানবসভ্যতার ইতিহাসে এ যাবৎকাল পর্যন্ত সংঘটিত সর্ববৃহৎ এবং সবচেয়ে ভয়াবহ যুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু। ২ সেপ্টেম্বর, ১৯৪৫ দ্বিতীয় বিশ্বযুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি। ২ সেপ্টেম্বর ১৯৪৭ তমদ্দুন মজলিস গঠন। ৩ সেপ্টেম্বর সিডও দিবস ( ৩ তারিখ যাদের ভাইভা তাঁরা সিডও সম্পর্কে জেনে গেলে ভালো।) ৫ সেপ্টেম্বর, ১৯৭১ যশোর জেলার গোয়ালহাটি গ্রামে বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদ শহীদ হন। ৬ সেপ্টেম্বর, ১৯৬৫ ভারত-পাকিস্তান দ্বিতীয় যুদ্ধ শুরু। ৭ সেপ্টেম্বর, ১৯৭১ পাকিস্তানের ফায়জালাবাদ (লায়ালপুর) জেলে বঙ্গবন্ধুকে গোপন বিচারে মৃত্যুদন্ড প্রদান( ৩০০ পৃষ্ঠা, অসমাপ্ত আত্মজীবনী) সেপ্টেম্বর ১১, ২০০১ এর মঙ্গলবার সকালে যুক্তরাষ্ট্রের টুইনটাওয়ার উপর আল কায়েদার একইসাথে চারটি সমন্বিত সন্ত্রাসী হামলা। ১৩ সেপ্টেম্বর, ১৯৫৭ শেখ রেহানার জন্মদিন। পাকিস্তানের রাষ্ট্র ভাষা: বাংলায় না উর্দু? একটি পুস্তিকা, যা ১৫ সেপ্টেম্বর ১৯৪৭ তারিখে তমদ্দুন মজলিশের পক্ষ থেকে প্রকাশ করেন বাংলা ভাষা আন্দোলনের পথিকৃৎ প্রিন্সিপাল আবুল কাশেম। ১৬ সেপ্টেম্বর, 'বিশ্ব ওজন স্তর দিবস' ( পরিবেশ সম্পর্কে তথ্য জানলে ভালো।) বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর ১৩৬ তম সদস্য হিসেবে জাতিসংঘে যোগদান করে। যোগদানের এক সপ্তাহ পর ১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান বাংলায় ভাষণ প্রদান করেন। ২৫ সেপ্টেম্বর, ১৯৬৯ ওআইসি’র প্রতিষ্ঠা। ২৭ সেপ্টেম্বর, ২০১৬ কবি সৈয়দ শামসুল হক মৃত্যুবরণ করেন। বিশ্ব পর্যটন দিবস ২৭ সেপ্টেম্বর ( যারা ফরেন ক্যাডার দিয়েছেন, তাঁদের জন্য গুরুত্বপূর্ণ)। ২৮ সেপ্টেম্বর, ১৯৪৭ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন। ৩০ সেপ্টেম্বর,২০১৭ সালে ৩৭ ও ৩৮ নম্বর স্তম্ভে প্রথম স্প্যান বসানোর মধ্য দিয়ে দৃশ্যমান হয় পদ্মা সেতু।
**
সেপ্টেম্বর অন যশোর রোড (ইংরেজি ভাষায়: September on Jessore Road) বিখ্যাত মার্কিন কবি অ্যালেন গিন্সবার্গ রচিত একটি কবিতা যা থেকে পরে গান করা হয়েছিল। কবিতার কয়েকটি লাইন এরকম:
“Millions of souls nineteenseventyone
homeless on Jessore road under grey sun
অক্টোবর মাসের গুরুত্বপূর্ণ ঘটনা
১ অক্টোবর, ১. ১৯৪৯ মাও সে তুং গণচীন প্রতিষ্ঠার ঘোষণা দেন।২.৭২তম দেশ হিসেবে বাংলাদেশের মোবাইল নম্বর পোর্টেবিলিটি সেবা চালু।
>২ অক্টোবর, ১.১৮৬৯ মোহনদাস করমচাঁদ গান্ধী (মহাত্মা গান্ধীর জন্ম)২. আন্তর্জাতিক অহিংস দিবস। ৩. ২০১৮ জামাল খাসোগিকে হত্যা।
>৩ অক্টোবর, ১.১৯৯০ সালে দুই জার্মানি একত্রীকরণ।
>৪ অক্টোবর,১. বিশ্ব প্রাণী দিবস।২. ১৯৫৭ সালে সোভিয়েত ইউনিয়ন প্রথম কৃত্রিম উপগ্রহ স্পুটনিক -১ মহাকাশে পাঠায়।৩.২০০৬ উইকিলিকসের যাত্রা।
>৫ অক্টোবর, ১.১৯৮৩ মাশরাফির জন্মদিন
>৭ অক্টোবর, ১. ২০০১ সালে আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের 'অপারেশন এনডিউরিং ফ্রিডম' শুরু ২. বিশ্ব শিশু দিবস ( "গড়তে শিশুর ভবিষ্যৎ, স্কুল হবে নিরাপদ" ' প্রতিপাদ্য২০১৮)
>৯ অক্টোবর, ১. বিশ্ব ডাক দিবস,২.২০০৬ পারমাণবিক শক্তিধর হিসেবে উত্তর কোরিয়ার আত্মপ্রকাশ।
>১০ অক্টোবর,
১. ১৯৭২, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 'জুলিও কুরি' পদক লাভ। ২. এস. এম.সুলতান ১৯৯৪ এবং সৈয়দ ওয়ালীউল্লাহ ১৯৭১ মৃতু্যবরণ করেন।
>১১অক্টোবর, ১.আন্তর্জাতিক কন্যা শিশু দিবস।২. সাহিত্যিক নীলিমা ইব্রাহীমের জন্মদিন।
>১২ অক্টোবর,
১.১৯৭২ গণপরিষদে বাংলাদেশের সংবিধান উত্থাপন। ২.বাল্য বিবাহ প্রতিরোধ দিবস।
৩.১৪৯২ কলম্বাসের আমেরিকা মহাদেশ আবিষ্কার।
>১৩ অক্টোবর, ১.আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস।২.২০০২ তেভাগা আন্দোলনের নেত্রী ইলা মিত্রের মৃত্যু ।
>১৪অক্টোবর,
১. ১৯৫৫ পূর্ববাংলার নাম পরিবর্তন করে পূর্ব পাকিস্তান করা হয়।
>১৫ অক্টোবর, ১. ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস প্রতি বছরের ১৫ অক্টোবর পালিত হয়। ১৯৮৫ খ্রিস্টাব্দের ১৫ অক্টোবর প্রাচীন জগন্নাথ হলের একটি আবাসিক ভবনের ছাদ ধ্বসে পড়লে সংঘটিত হয় মর্মান্তিক দুর্ঘটনা। এতে প্রাণ হারায় ৩৯ জন ছাত্র, কর্মচারী ও অতিথি।
>১৬অক্টোবর,১. বিশ্ব খাদ্য দিবস।২.১৯০৫ বঙ্গভঙ্গ কার্যকর।
>১৭অক্টোবর, ১. ১৮৯০, লালন সাঁই এর মৃত্যু। ২. বিশ্ব দারিদ্র্য বিমোচন দিবস।
>১৮অক্টোবর,
১.১৯৬৪, শেখ রাসেলের জন্মদিন
>২১অক্টোবর, ১৮৩৩ আলফ্রেড নোবেলের জন্ম।
>২২অক্টোবর,
১.জাতীয় নিরাপদ সড়ক দিবস, স্লোগান: "আইন মেনে চলব, নিরাপদ সড়ক গড়ব।" প্রতিপাদ্য :" আমাদের পথ, আমাদের হাতেই নিরাপদ। "২.১৯৫৪ কবি জীবনানন্দ দাশের মৃত্যু।
>২৩অক্টোবর, ১.১৯২৯ কবি শামসুর রাহমানের জন্মদিন।
>২৪অক্টোবর,১. জাতিসংঘ দিবস।
>২৫অক্টোবর,
১.১৯১৭ ভি,আই লেনিনের নেতৃত্বে অক্টোবর বিপ্লবের সূত্রপাত।
>২৬অক্টোবর,
১.১৯৪৭, রাজা হরি সিং জম্মু ও কাশ্মীর কে ভারতের অংশ বলে ঘোষণা দেন।২.১৯৭৩ শেরে বাংলা আবুল কাশেম ফজলুল হকের জন্মদিন।
>২৭অক্টোবর,১.১৯০১আব্বাসউদ্দীনের জন্ম।২.২৯৩৪ কবি কামিনী রায়ের মৃত্যু।
>২৮অক্টোবর,
১.১৯৭১ বীর শ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান শহিদ হন।২.২০০২, কবি অন্নদাশঙ্কর রায়ের মৃত্যু।
>৩০অক্টোবর
১. ইউনেস্কো,৩০ ২০১৭ বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণকে 'বিশ্ব ঐতিহ্য দলিল ' স্বীকৃতি দিয়ে তা সংস্থাটির মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্ট্রারে এ অন্তর্ভুক্ত করে।
>৩১ অক্টোবর, ১.১৯৮৪ ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে তাঁর শিখ দেহরক্ষীদের গুলিতে নিহত হন।
Ashraful Alam
১ সেপ্টেম্বর, ১৯৩৯ মানবসভ্যতার ইতিহাসে এ যাবৎকাল পর্যন্ত সংঘটিত সর্ববৃহৎ এবং সবচেয়ে ভয়াবহ যুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু। ২ সেপ্টেম্বর, ১৯৪৫ দ্বিতীয় বিশ্বযুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি। ২ সেপ্টেম্বর ১৯৪৭ তমদ্দুন মজলিস গঠন। ৩ সেপ্টেম্বর সিডও দিবস ( ৩ তারিখ যাদের ভাইভা তাঁরা সিডও সম্পর্কে জেনে গেলে ভালো।) ৫ সেপ্টেম্বর, ১৯৭১ যশোর জেলার গোয়ালহাটি গ্রামে বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদ শহীদ হন। ৬ সেপ্টেম্বর, ১৯৬৫ ভারত-পাকিস্তান দ্বিতীয় যুদ্ধ শুরু। ৭ সেপ্টেম্বর, ১৯৭১ পাকিস্তানের ফায়জালাবাদ (লায়ালপুর) জেলে বঙ্গবন্ধুকে গোপন বিচারে মৃত্যুদন্ড প্রদান( ৩০০ পৃষ্ঠা, অসমাপ্ত আত্মজীবনী) সেপ্টেম্বর ১১, ২০০১ এর মঙ্গলবার সকালে যুক্তরাষ্ট্রের টুইনটাওয়ার উপর আল কায়েদার একইসাথে চারটি সমন্বিত সন্ত্রাসী হামলা। ১৩ সেপ্টেম্বর, ১৯৫৭ শেখ রেহানার জন্মদিন। পাকিস্তানের রাষ্ট্র ভাষা: বাংলায় না উর্দু? একটি পুস্তিকা, যা ১৫ সেপ্টেম্বর ১৯৪৭ তারিখে তমদ্দুন মজলিশের পক্ষ থেকে প্রকাশ করেন বাংলা ভাষা আন্দোলনের পথিকৃৎ প্রিন্সিপাল আবুল কাশেম। ১৬ সেপ্টেম্বর, 'বিশ্ব ওজন স্তর দিবস' ( পরিবেশ সম্পর্কে তথ্য জানলে ভালো।) বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর ১৩৬ তম সদস্য হিসেবে জাতিসংঘে যোগদান করে। যোগদানের এক সপ্তাহ পর ১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান বাংলায় ভাষণ প্রদান করেন। ২৫ সেপ্টেম্বর, ১৯৬৯ ওআইসি’র প্রতিষ্ঠা। ২৭ সেপ্টেম্বর, ২০১৬ কবি সৈয়দ শামসুল হক মৃত্যুবরণ করেন। বিশ্ব পর্যটন দিবস ২৭ সেপ্টেম্বর ( যারা ফরেন ক্যাডার দিয়েছেন, তাঁদের জন্য গুরুত্বপূর্ণ)। ২৮ সেপ্টেম্বর, ১৯৪৭ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন। ৩০ সেপ্টেম্বর,২০১৭ সালে ৩৭ ও ৩৮ নম্বর স্তম্ভে প্রথম স্প্যান বসানোর মধ্য দিয়ে দৃশ্যমান হয় পদ্মা সেতু।
**
“Millions of souls nineteenseventyone
homeless on Jessore road under grey sun
অক্টোবর মাসের গুরুত্বপূর্ণ ঘটনা
>২ অক্টোবর, ১.১৮৬৯ মোহনদাস করমচাঁদ গান্ধী (মহাত্মা গান্ধীর জন্ম)২. আন্তর্জাতিক অহিংস দিবস। ৩. ২০১৮ জামাল খাসোগিকে হত্যা।
>৩ অক্টোবর, ১.১৯৯০ সালে দুই জার্মানি একত্রীকরণ।
>৪ অক্টোবর,১. বিশ্ব প্রাণী দিবস।২. ১৯৫৭ সালে সোভিয়েত ইউনিয়ন প্রথম কৃত্রিম উপগ্রহ স্পুটনিক -১ মহাকাশে পাঠায়।৩.২০০৬ উইকিলিকসের যাত্রা।
>৫ অক্টোবর, ১.১৯৮৩ মাশরাফির জন্মদিন
>৭ অক্টোবর, ১. ২০০১ সালে আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের 'অপারেশন এনডিউরিং ফ্রিডম' শুরু ২. বিশ্ব শিশু দিবস ( "গড়তে শিশুর ভবিষ্যৎ, স্কুল হবে নিরাপদ" ' প্রতিপাদ্য২০১৮)
>৯ অক্টোবর, ১. বিশ্ব ডাক দিবস,২.২০০৬ পারমাণবিক শক্তিধর হিসেবে উত্তর কোরিয়ার আত্মপ্রকাশ।
>১০ অক্টোবর,
>১১অক্টোবর, ১.আন্তর্জাতিক কন্যা শিশু দিবস।২. সাহিত্যিক নীলিমা ইব্রাহীমের জন্মদিন।
>১২ অক্টোবর,
৩.১৪৯২ কলম্বাসের আমেরিকা মহাদেশ আবিষ্কার।
>১৩ অক্টোবর, ১.আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস।২.২০০২ তেভাগা আন্দোলনের নেত্রী ইলা মিত্রের মৃত্যু ।
>১৪অক্টোবর,
>১৫ অক্টোবর, ১. ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস প্রতি বছরের ১৫ অক্টোবর পালিত হয়। ১৯৮৫ খ্রিস্টাব্দের ১৫ অক্টোবর প্রাচীন জগন্নাথ হলের একটি আবাসিক ভবনের ছাদ ধ্বসে পড়লে সংঘটিত হয় মর্মান্তিক দুর্ঘটনা। এতে প্রাণ হারায় ৩৯ জন ছাত্র, কর্মচারী ও অতিথি।
>১৬অক্টোবর,১. বিশ্ব খাদ্য দিবস।২.১৯০৫ বঙ্গভঙ্গ কার্যকর।
>১৭অক্টোবর, ১. ১৮৯০, লালন সাঁই এর মৃত্যু। ২. বিশ্ব দারিদ্র্য বিমোচন দিবস।
>১৮অক্টোবর,
>২১অক্টোবর, ১৮৩৩ আলফ্রেড নোবেলের জন্ম।
>২২অক্টোবর,
>২৩অক্টোবর, ১.১৯২৯ কবি শামসুর রাহমানের জন্মদিন।
>২৪অক্টোবর,১. জাতিসংঘ দিবস।
>২৫অক্টোবর,
>২৬অক্টোবর,
>২৭অক্টোবর,১.১৯০১আব্বাসউদ্দীনের জন্ম।২.২৯৩৪ কবি কামিনী রায়ের মৃত্যু।
>২৮অক্টোবর,
>৩০অক্টোবর
>৩১ অক্টোবর, ১.১৯৮৪ ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে তাঁর শিখ দেহরক্ষীদের গুলিতে নিহত হন।
Ashraful Alam