- Mon Jun 11, 2018 2:07 am#210
১। কোন দেশে সম্প্রতি নিরাপত্তার কারণ দেখিয়ে পার্লামেন্ট স্থগিত করা হয়? মালদ্বীপে ।
২। আরব আমিরাতের কর্ম ভিসা পেতে নতুন কী জমা দিতে হয়? ভালো আচরণের সনদ।
৩। সম্প্রতি কোন দেশ আবার কমনওয়েলথে যোগ দেয়? গাম্বিয়া।
৪। সম্প্রতি কোন দেশের পার্লামেন্ট একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালনের বিল পাশ করে? অস্ট্রেলিয়া ।
৫। জ্যাকব জুমার পদত্যাগের পর দক্ষিণ আফ্রিকার নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে? সিরিল রামাদোসা।
৬। নেপালের নতুন প্রধানমন্ত্রীর নাম কী? কে পি শর্মা অলি।
৭। সম্প্রতি কোন দেশ সেনাবাহিনিতে নারীদের যোগদানের সুযোগ করে দেয়? সৌদি আরব।
৮। পোলার সিল্ক রোডের প্রস্তাবক কন দেশ? চীন ।
৯। সম্প্রতি মার্কিন বেসরকারি মহাকাশ সংস্থা SpaceX মহাকাশে যে শক্তিশালী রকেট পাঠায় তার নাম কী? Falcon Heavy.
১০। সম্প্রতি AU এর চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব গরহণ করেন কে? রুয়ান্ডার পল কাগামে।
১১। আন্তর্জাতিক আদালতের বর্তমান প্রেসিডেন্ট কে? সোমালিয়ার আব্দুল কাজী আহমেদ ইউসুফ।
১২। সম্প্রতি সার্কের চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে? কে পি শর্মা অলি।
১৩। সম্প্রতি BIMSTEC এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে? কে পি শর্মা অলি।
১৪। কমনওয়েলথের বর্তমান সদস্য দেশ কয়টি? ৫৩ টি।
১৫। শীর্ষ দুর্নীতিগ্রস্থ দেশ কোনটি ? সোমালিয়া।
১৬। কম দুর্নীতিগ্রস্থ দেশ কোনটি? নিউজিল্যান্ড
১৭। ইউনিসেফের জরিপ অনুযায়ী নবজাতক শিশু মৃত্যুতে শীর্ষ দেশ কোনটি ? পাকিস্থান।
১৮। ইউনিসেফের জরিপ অনুযায়ী নবজাতক শিশু মৃত্যুতে সবচেয়ে কম দেশ কোনটি ? জাপান।
১৯। ইপিএ প্রতিবেদন অনুযায়ী সবচেয়ে দূষিত বায়ুর দেশ কোনটি? নেপাল।
২০। ইপিএ প্রতিবেদন অনুযায়ী সবচেয়ে নির্মল বায়ুর দেশ কোনটি? অস্ট্রেলিয়া।
২১। MS-13 কোন দেশের গোপনীয় অপরাধ চক্র? যুক্তরাষ্ট্র ।
২২। EXAM WARRIORS গ্রন্থের রচয়িতা কে? নরেন্দ্র মোদি।
২৩। EIU এর প্রতিবেদন অনুযায়ী সবচেয়ে গণতান্ত্রিক দেশ কোনটি? নরওয়ে ।
২৪। আইনের শাসন সূচকে শীর্ষ দেশ কোনটি? ডেনমার্ক
২৫। আইনের শাসন সূচকে সবচেয়ে খারাপ অবস্থা কোন দেশের? ভেনিজুয়েলা।
২৬। কমনওয়েলথের কতটি দেশ সদস্যপদ ত্যাগ করে পুণরায় যোগদান করে? পাকিস্থান, দক্ষিণ আফ্রিকা, ফিজি ও গাম্বিয়া।
২৭। রোমানিয়ার ১৫৬ বছরের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রীর নাম কী? ভিওরিকা ড্যানসিলা।
২৮। AU’র বর্তমান প্রধানের নাম কী? রুয়ান্ডার প্রেসিডেন্ট পল কাগামে।
২৯। তারেক মাসুদ ও ক্যাথরিন মাসুদ কার ফুটেজ ব্যবহার করে “মুক্তির গান” নির্মাণ করেন? লেয়ার লেভিন।
৩০। রোবট সোফিয়ার নির্মাতা প্রতিষ্ঠানের নাম কী ? হ্যানসন রোবটিক্স।
৩১। কোন দেশকে “রেইনবো নেশন” বলা হয়? দক্ষিণ আফ্রিকাকে।
৩২। রাশিয়ার প্রেসিডেন্টের বাৎসরিক ভাষণের নাম কী? State of the Nation.
৩৩। সম্প্রতি কোন দেশের সুপ্রিম কোর্ট নিরাময় অযোগ্য রোগের ক্ষেত্রে স্বেচ্ছামৃত্যুর অনুমতি দেয়? ভারতের।
৩৪। নেপালের প্রথম নারী প্রেসিডেন্টের নাম কী? বিদ্যা দেবী ভান্ডারি ( তিনি এখন ২য় মেয়াদে এ পদে আছেন)।
৩৫। সম্প্রতি কোন দেশ আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেয়? ফিলিপাইন।
৩৬। কোন দাবিতে আন্না হাজারে আবার অনশন করছেন? লোকপালের দাবিতে।
৩৭। কোন দেশের সংবিধান অনুসারে দেশটির প্রেসিডেন্ট অথবা ভাইস প্রেসিডেন্ট পদের যেকোন একটিতে অবশ্যই নারীকে নির্বাচিত করতে হবে? নেপাল।
৩৮। সর্বশেষ কোন দেশটি LDC ভুক্ত হয়? দক্ষিণ সুদান।
৩৯। সবচেয়ে বেশি ভাষার দেশ কোনটি ? পাপুয়া নিউগিনি।
৪০। বিশ্বে অস্ত্র আমদানিতে শীর্ষ দেশ কোনটি ? ভারত।
৪১। বিশ্বে অস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি ? যুক্তরাষ্ট্র ।
৪২। অস্ত্র আমদানিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত তম? ১৯তম।
৪৩। বিশ্বের সবচেয়ে সুখী দেশ কোনটি ? ফিনল্যান্ড।
৪৪। APTA’র এবারের সভায় সভাপতিত্ব করে কোন দেশ? বাংলাদেশ।
৪৫। SARICC কী? সার্কভুক্ত দেশগুলো নিয়ে মাদকবিরোধী জোট।
৪৬। স্টিফেন হকিংকে নিয়ে নির্মিত চলচ্চিত্রে স্টিফেন চরিত্রে অভিনয় করেন কে? এডি রেডমেইন।
৪৭। পৃথিবীতে কার্বন ডাই অক্সাইডের ক্ষতিকর প্রভাবমুক্ত দেশ কোনটি? ভুটান।
৪৮। থাইল্যান্ডের এশিয়ান ইন্সটিটিউট অব টেকনোলজিতে “ বঙ্গবন্ধু চেয়ার”র কার্যক্রম কবে থেকে শুরু হয়? ১৫ই মার্চ ২০১৮।
৪৯। প্রথম বঙ্গবন্ধু চেয়ারের প্রফেসর নির্বাচিত হন কে? ড. জয়শ্রী রায়।
৫০। সম্প্রতি AIIB’র ৬৩তম সদস্যপদ লাভ করে কে? ভানুয়াতু।
কাজী শরীফ
এল এল বি (সম্মান) এল এল এম ( চ বি)
১১শ জুডিশিয়ারিতে সুপারিশপ্রাপ্ত।
২। আরব আমিরাতের কর্ম ভিসা পেতে নতুন কী জমা দিতে হয়? ভালো আচরণের সনদ।
৩। সম্প্রতি কোন দেশ আবার কমনওয়েলথে যোগ দেয়? গাম্বিয়া।
৪। সম্প্রতি কোন দেশের পার্লামেন্ট একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালনের বিল পাশ করে? অস্ট্রেলিয়া ।
৫। জ্যাকব জুমার পদত্যাগের পর দক্ষিণ আফ্রিকার নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে? সিরিল রামাদোসা।
৬। নেপালের নতুন প্রধানমন্ত্রীর নাম কী? কে পি শর্মা অলি।
৭। সম্প্রতি কোন দেশ সেনাবাহিনিতে নারীদের যোগদানের সুযোগ করে দেয়? সৌদি আরব।
৮। পোলার সিল্ক রোডের প্রস্তাবক কন দেশ? চীন ।
৯। সম্প্রতি মার্কিন বেসরকারি মহাকাশ সংস্থা SpaceX মহাকাশে যে শক্তিশালী রকেট পাঠায় তার নাম কী? Falcon Heavy.
১০। সম্প্রতি AU এর চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব গরহণ করেন কে? রুয়ান্ডার পল কাগামে।
১১। আন্তর্জাতিক আদালতের বর্তমান প্রেসিডেন্ট কে? সোমালিয়ার আব্দুল কাজী আহমেদ ইউসুফ।
১২। সম্প্রতি সার্কের চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে? কে পি শর্মা অলি।
১৩। সম্প্রতি BIMSTEC এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে? কে পি শর্মা অলি।
১৪। কমনওয়েলথের বর্তমান সদস্য দেশ কয়টি? ৫৩ টি।
১৫। শীর্ষ দুর্নীতিগ্রস্থ দেশ কোনটি ? সোমালিয়া।
১৬। কম দুর্নীতিগ্রস্থ দেশ কোনটি? নিউজিল্যান্ড
১৭। ইউনিসেফের জরিপ অনুযায়ী নবজাতক শিশু মৃত্যুতে শীর্ষ দেশ কোনটি ? পাকিস্থান।
১৮। ইউনিসেফের জরিপ অনুযায়ী নবজাতক শিশু মৃত্যুতে সবচেয়ে কম দেশ কোনটি ? জাপান।
১৯। ইপিএ প্রতিবেদন অনুযায়ী সবচেয়ে দূষিত বায়ুর দেশ কোনটি? নেপাল।
২০। ইপিএ প্রতিবেদন অনুযায়ী সবচেয়ে নির্মল বায়ুর দেশ কোনটি? অস্ট্রেলিয়া।
২১। MS-13 কোন দেশের গোপনীয় অপরাধ চক্র? যুক্তরাষ্ট্র ।
২২। EXAM WARRIORS গ্রন্থের রচয়িতা কে? নরেন্দ্র মোদি।
২৩। EIU এর প্রতিবেদন অনুযায়ী সবচেয়ে গণতান্ত্রিক দেশ কোনটি? নরওয়ে ।
২৪। আইনের শাসন সূচকে শীর্ষ দেশ কোনটি? ডেনমার্ক
২৫। আইনের শাসন সূচকে সবচেয়ে খারাপ অবস্থা কোন দেশের? ভেনিজুয়েলা।
২৬। কমনওয়েলথের কতটি দেশ সদস্যপদ ত্যাগ করে পুণরায় যোগদান করে? পাকিস্থান, দক্ষিণ আফ্রিকা, ফিজি ও গাম্বিয়া।
২৭। রোমানিয়ার ১৫৬ বছরের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রীর নাম কী? ভিওরিকা ড্যানসিলা।
২৮। AU’র বর্তমান প্রধানের নাম কী? রুয়ান্ডার প্রেসিডেন্ট পল কাগামে।
২৯। তারেক মাসুদ ও ক্যাথরিন মাসুদ কার ফুটেজ ব্যবহার করে “মুক্তির গান” নির্মাণ করেন? লেয়ার লেভিন।
৩০। রোবট সোফিয়ার নির্মাতা প্রতিষ্ঠানের নাম কী ? হ্যানসন রোবটিক্স।
৩১। কোন দেশকে “রেইনবো নেশন” বলা হয়? দক্ষিণ আফ্রিকাকে।
৩২। রাশিয়ার প্রেসিডেন্টের বাৎসরিক ভাষণের নাম কী? State of the Nation.
৩৩। সম্প্রতি কোন দেশের সুপ্রিম কোর্ট নিরাময় অযোগ্য রোগের ক্ষেত্রে স্বেচ্ছামৃত্যুর অনুমতি দেয়? ভারতের।
৩৪। নেপালের প্রথম নারী প্রেসিডেন্টের নাম কী? বিদ্যা দেবী ভান্ডারি ( তিনি এখন ২য় মেয়াদে এ পদে আছেন)।
৩৫। সম্প্রতি কোন দেশ আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেয়? ফিলিপাইন।
৩৬। কোন দাবিতে আন্না হাজারে আবার অনশন করছেন? লোকপালের দাবিতে।
৩৭। কোন দেশের সংবিধান অনুসারে দেশটির প্রেসিডেন্ট অথবা ভাইস প্রেসিডেন্ট পদের যেকোন একটিতে অবশ্যই নারীকে নির্বাচিত করতে হবে? নেপাল।
৩৮। সর্বশেষ কোন দেশটি LDC ভুক্ত হয়? দক্ষিণ সুদান।
৩৯। সবচেয়ে বেশি ভাষার দেশ কোনটি ? পাপুয়া নিউগিনি।
৪০। বিশ্বে অস্ত্র আমদানিতে শীর্ষ দেশ কোনটি ? ভারত।
৪১। বিশ্বে অস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি ? যুক্তরাষ্ট্র ।
৪২। অস্ত্র আমদানিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত তম? ১৯তম।
৪৩। বিশ্বের সবচেয়ে সুখী দেশ কোনটি ? ফিনল্যান্ড।
৪৪। APTA’র এবারের সভায় সভাপতিত্ব করে কোন দেশ? বাংলাদেশ।
৪৫। SARICC কী? সার্কভুক্ত দেশগুলো নিয়ে মাদকবিরোধী জোট।
৪৬। স্টিফেন হকিংকে নিয়ে নির্মিত চলচ্চিত্রে স্টিফেন চরিত্রে অভিনয় করেন কে? এডি রেডমেইন।
৪৭। পৃথিবীতে কার্বন ডাই অক্সাইডের ক্ষতিকর প্রভাবমুক্ত দেশ কোনটি? ভুটান।
৪৮। থাইল্যান্ডের এশিয়ান ইন্সটিটিউট অব টেকনোলজিতে “ বঙ্গবন্ধু চেয়ার”র কার্যক্রম কবে থেকে শুরু হয়? ১৫ই মার্চ ২০১৮।
৪৯। প্রথম বঙ্গবন্ধু চেয়ারের প্রফেসর নির্বাচিত হন কে? ড. জয়শ্রী রায়।
৫০। সম্প্রতি AIIB’র ৬৩তম সদস্যপদ লাভ করে কে? ভানুয়াতু।
কাজী শরীফ
এল এল বি (সম্মান) এল এল এম ( চ বি)
১১শ জুডিশিয়ারিতে সুপারিশপ্রাপ্ত।