Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#1650
০১। বর্তমানে বাংলাদেশ কতটি দেশে GSP সুবিধা পাচ্ছে?
উত্তর: ৩৮টি দেশে
০২। বর্তমানে কতটি জেলায় জাতীয় মহাসড়ক নেই?
উত্তর: ১০টি জেলায়
০৩। বর্তমানে দেশে বাণিজ্যিকভাবে কত প্রকারের ফল উৎপাদিত হয়?
উত্তর: ৪৫ প্রকারের
০৪। দেশে প্রথম ভাসমান সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মিত হবে কোথায়?
উত্তর: বাগেরহাটের মোংলা পৌরসভায়
০৫। বাংলাদেশ শিপিং কর্পোরেশনে(BSC) যুক্ত হওয়া সর্বশেষ জাহাজের নাম কী?
উত্তর: এমটি বাংলার অগ্রগতি
০৬। দেশের প্রথম নারী আলোকচিত্রীর নাম কী?
উত্তর: সাইদা খানম
০৭। দেশের প্রথম স্থায়ী EPI টিকাকেন্দ্র কবে, কোথায় চালু হয়?
উত্তর: ১৩ জুন ২০১৯, রংপুর শহরে
০৮। শীতলক্ষ্যা নদীর উপর নির্মিত দ্বিতীয় কাঁচপুর সেতুর বর্তমান নাম কী?
উত্তর: শীতলক্ষ্যা সেতু
০৯। মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন,২০১২ কার্যকর হয়েছে কবে?
উত্তর: ১জুলাই ২০১৯,৪টি স্তর
১০। ভারতের প্রথম নারী অর্থমন্ত্রীর নাম কী?
উত্তর: নির্মলা সীতারমণ
১১। উইনেস্কো ঘোষিত প্রথম বিশ্ব স্থাপত্য রাজধানী কোনটি?
উত্তর: রিও ডি জেনিরো, ব্রাজিল ২০২০
১২। লিচু উৎপাদনে শীর্ষ দেশ কোনটি?
উত্তর: চীন
১৩। বৈশ্বিক বাস্তুচ্যুতিতে শীর্ষ দেশ কোনটি?
উত্তর: সিরিয়া
১৪। বৈশ্বিক শরণার্থী গ্রহণে শীর্ষ দেশ কোনটি?
উত্তর: তুরস্ক
১৫। "Underwater Cultural Heritage" ঘোষণা করে কোন সংস্থা?
উত্তর: ইউনেস্কো
১৬। হংকং এর আইন পরিষদের নাম কী?
উত্তর: LegCo
১৭। ১৪তম G20 শীর্ষ সম্মেলন কবে কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তর: ২৮-২৯জুন ২০১৯ জাপানের ওসাকা
১৮। ৩৪তম আসিয়ান শীর্ষ সম্মেলন কবে কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তর: ২০-২৩ জুন ২০১৯,ব্যাংককে
১৯। বর্তমানে দেশে পিটিআই কতটি?
উত্তর: ৬৮টি(বেসরকারি ১টি,ময়মনসিংহে)
২০। মাধবকুণ্ড ইকোপার্ক কোথায় অবস্থিত?
উত্তর: বড়লেখা,মৌলভীবাজারে
২১। দেশে প্রথম লোহার খনি আবিষ্কৃত হয়েছে কোথায়?
উত্তর: হাকিমপুর,দিনাজপুরে
২২। ২০১৯ এ ঘোষিত বাজেট দেশের কততম বাজেট?
উত্তর: ৪৯তম(অন্তর্বতীকালীনসহ)
২৩। ঘোষিত বাজেটের পরিমাণ কত?
উত্তর: ৫ কোটি ২৩ লক্ষ ১৯০ হাজার কোটি টাকা,মাথাপিছু আয় ১৯০৯ মা.ড.
২৪। ধান ও মাছ উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
উত্তর: ময়মনসিংহ
২৫। গম উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
উত্তর: ঠাকুরগাঁও
২৬। চা উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
উত্তর: মৌলভীবাজার
২৭। পাট উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
উত্তর: ফরিদপুর
২৮। আলু উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
উত্তর: মুন্সিগঞ্জ
২৯। আম উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
উত্তর: রাজশাহী
৩০। তুলা উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
উত্তর: ঝিনাইদহ
৩১। দেশবরেণ্য নাট্যকার,অভিনেতা, নাট্যব্যক্তিত্ব ও ভাষাসৈনিক মমতাজ উদদীন আহমদ কবে মারা যায়?
উত্তর: ২ জুন ২০১৯
(জন্ম ১৮ জানুয়ারি ১৯৩৫। কী চাহ শঙ্খ চিল ও রাজা অনুস্বারের পালা তাঁর রচিত বিখ্যাত দুটি নাটক।
৩২। বিশ্ব পরিবেশ ও ঐতিহাসিক ছয় দফা দিবস কবে?
উত্তর: ৫ ও ৭ জুনে।
৩৩। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন প্রকাশিত গ্রন্থের নাম কী?
উত্তর: আমাদের ছোট রাসেল সোনা
৩৪। 0IC'র ১৪তম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তর: মক্কা,সৌদি আরব(৩১ মে ২০১৯)
৩৫। ১৪তম G20 সম্মেলনের আয়োজন করা হয় কোথায়?
উত্তর: জাপানের ওসাকায়(২৮-২৯ জুন) পরবর্তী সম্মেলন অনুষ্ঠিত হবে ২১-২২ নভেম্বর ২০২০ রিয়াদে।
৩৬। থাইল্যান্ডের ব্যাংককে আসিয়ানের কততম সম্মেলন অনুষ্ঠিত হয়?
উত্তর: ৩৪তম(২০-২৩ জুনে)
৩৭। কবে e-passport যুগে প্রবেশ করে বাংলাদেশ?
উত্তর: ১ জুলাই ২০১৯
(বিশ্বের ১১৯তম দেশ হিসেবে)
৩৮। বিশ্বের সর্বোচ্চ সবুজ পোশাক কারখানা রয়েছে কোন দেশে?
উত্তর: বাংলাদেশে
৩৯। আওয়ামী মুসলিম লীগ বা আওয়ামী লীগ কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ২৩ জুন ১৯৪৯ সালে।
(১ম সভাপতি মাওলানা ভাসানী)
৪০। আওয়ামী মুসলিম লীগ থেকে কবে "মুসলিম"শব্দটি বাদ দেওয়া হয়?
উত্তর: ১৯৫৫ সালে(২১-২৩ অক্টোবরে)
৪১। দেশে বর্তমানে কতটি সিটি কর্পোরেশন রয়েছে?
উত্তর: ১২টি(সর্বশেষ ময়মনসিংহ)
৪২। দেশের প্রথম ভাসমান সৌরবিদ্যুৎ প্রকল্প কোথায় নির্মিত হচ্ছে?
উত্তর: বাগেরহাটের মোংলায়
(দেশে প্রথম সৌরবিদ্যুৎ নরসিংদীতে)
৪৩। বাংলাদেশে প্রাপ্ত প্রথম লোহার খনি কোথায়?
উত্তর: দিনাজপুরে হাকিমপুর উপজেলার ইসবপুর গ্রামে(উপজেলা থেকে ১১ কি.মি দূরে)
৪৪। বর্তমানে BRRI উদ্ভাবিত মোট ধানের জাত কতটি?
উত্তর: ৯২টি
৪৫। চীন এক দেশ দুই নীতি মেনে চলে কেন?
উত্তর: হংকংয়ের কারণে,নোট রমজান
৪৬। কত সালে হংকং ব্রিটেন উপনিবেশ থেকে চীনের অধীনস্থ হয়?
উত্তর: ১৯৯৭ সালে(মেয়াদ ২০৪৭)
৪৭। আন্তর্জাতিক শ্রম সংস্থা(ILO) কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ২৮ জুন ১৯১৯ সালে
(জাতিসংঘের সদস্য ১৯৪৬ সালে)
৪৮। আন্তর্জাতিক শ্রম সংস্থা(ILO) এর সদরদপ্তর ও বর্তমান সদস্য দেশ কতটি?
উত্তর: প্রথম সদরদপ্তর ছিল লন্ডনে। ১৯২০ সালে জেনেভায়।
প্রতিষ্ঠাতা সদস্য ছিল ২৯টি বর্তমানে সদস্য ১৮৭টি(সর্বশেষ টোঙ্গা ২০১৬)
৪৯। আন্তর্জাতিক শ্রম সংস্থা(ILO) কত সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে?
উত্তর: ১৯৬৯ সালে
৫০। বর্তমানে কত শতাংশ জনগণ বিদ্যুতের আওতায়?
উত্তর: ৯৩%
৫১। বর্তমানে দেশের চাহিদার কত শতাংশ ঔষুধ দেশেই উৎপাদিত হয়?
উত্তর: ৯৮%
(টিকা গ্রহণকারী শিশু ৮৫%)
৫২। বাংলাদেশে বর্তমানে কতটি EPZ আছে?
উত্তর: ৮টি
৫৩। প্রথমবারের মতো কত সালে কমিউনিটি ক্লিনিক সেবা চালু হয়?
উত্তর: ১৯৯৮ সালে।
৫৪। শেখ হাসিনা নকশি পল্লী কোথায় অবস্থিত?
উত্তর: জামালপুরে।
৫৫। কাকে বাংলাদেশের ফুসফুস বলা হয়?
উত্তর: সুন্দরবনকে।
(আয়তন ৬০১৭ বর্গকিলোমিটার)

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]