Let's Discuss!

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
By apple
#1636
1.২০১৮-২০১৯ অর্থবছরে সর্বাধিক রেমিট্যান্স এসেছে কোন দেশ থেকে?
সৌদি আরব
2.২০১৯ সালের SAARC সাহিত্য পুরস্কার লাভ করেন?
অধ্যাপক আনিসুজ্জামান
3.ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার সাবেক সিআইডি প্রধান শফিকুল ইসলাম।

4.পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) নতুন প্রধান: অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন।
5.বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ পাচ্ছেন বর্তমান ২১তম মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।
6.২২তম মন্ত্রিপরিষদ সচিব হবেন খন্দকার আনোয়ারুল ইসলাম
7.বাংলাদেশের প্রথম দুই নারী ফিফা রেফারি হ‌চ্ছেন:
সালমা আক্তার o জয়া চাকমা।
8.তৃতীয় ড্রিমলাইনার ``গাঙচিল'' বিমানে যুক্ত হলো।
9.সম্প্রতি G-৭ এর বৈঠক অনুষ্ঠিত হয় – ফ্রান্সের
বিয়ারিৎজে।
10.ব্রাজিলের বর্তমান প্রেসিডেন্ট – জাইর
বোলসোনেরো।
11.পৃথিবীর ফুসফুস বলা হয় – আমাজনকে।পৃথিবীর প্রয়োজনীয় অক্সিজেনের ২০ শতাংশই সরবারহ করে আমাজনের বৃক্ষরাজি ।
12.বিশ্বের বৃহত্তম রেইন ফরেস্ট – আমাজন।
13.রাজ্যসভায় সংবিধানের ৩৭০ ধারা রদ করে জম্মু
ও কাশ্মীরের স্বায়ত্তশাসনের বিশেষ মর্যাদা বাতিল
করা হয় – ৫ আগস্ট ২০১৯।
14.বাংলাদেশ নামক গ্রাম রয়েছে – ভারতের
কাশ্মীরে।
15.জনশক্তি রপ্তানিতে বাংলাদেশের নতুন বাজার সৃষ্টি
হয়েছে – জাপানে।
16.সম্প্রতি জাতিসংঘের সাবেক আন্ডার সেক্রেটারি
জেনারেল ও জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের
সাবেক স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আনোয়ারুল
করিম চৌধুরী বঙ্গবন্ধুকে আখ্যা দেন – ‘ফ্রেন্ড
অব দ্যা ওয়ার্ল্ড’ বা ‘বিশ্ব বন্ধু’।
17.বিশ্ব ব্যাংকের হিসেবে প্রবাসী আয়ের দিক থেকে
বিশ্বে বাংলাদেশের অবস্থান – ১১তম।
18.বর্তমানে বাংলাদেশে বিনিয়োগে শীর্ষ দেশ –
চীন।
19.দেশে বর্তমানে স্থলবন্দর রয়েছে – ২৪টি
(সর্বশেষ ভোলাগঞ্জ, কোম্পানিগঞ্জ, সিলেট)।
20.দেশে বর্তমানে বীরাঙ্গনা মুক্তিযোদ্ধার সংখ্যা –
৩২২ জন
21.ভারতের আসামের নাগরিকদের চূড়ান্ত তালিকা নাগরিকপঞ্জি বা ন্যাশনাল রেজিস্টার অব সিটিজেনস (এনআরসি) প্রকাশ করেছে — ৩১ আগস্ট ২০১৯ স্থানীয় সময় সকাল ১০টায় (বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টা)।
ভারতের আসামের নাগরিকপঞ্জি বা এনআরসি- এর চুড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছেন — ১৯ লাখ ৬ হাজার ৬৫৭ জন।
22.সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন — ভারত (রানার্সআপ — নেপাল)।

23. ছাত্রলীগের নতুন মাসিক ম্যাগাজিনের নাম — ‘জয় বাংলা’ (প্রকাশক — শফিকুল আলম রেজা ও সম্পাদক — শেখ শামীম তূর্য।
-----------
সংগৃহীত