Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#1622
১. সম্প্রতি এ-৭ এর বৈঠক অনুষ্ঠিত হয় – ফ্রান্সের
বিয়ারিৎজে।
২. ইন্দোনেশিয়ার নতুন রাজধানী হতে যাচ্ছে –
বোর্নিও দ্বীপে (ইস্ট কালিমানতান প্রদেশে)।
৩. দোকদো দ্বীপটি অবস্থিত – জাপান সাগরে।
৪. দোকদো দ্বীপটি – দক্ষিণ কোরিয়ার দখলে
(জাপান এর মালিকানা দাবি করে আসছে)।
৫. দোকদো দ্বীপটি যে দুটি দেশের মধ্যেকার
বিরোধপূর্ণ একটি দ্বীপ – জাপান ও দক্ষিণ
কোরিয়া।
৬. কমনওয়েলথ এর বর্তমান চেয়ারপারসন –
বরিস জনসন (যুক্তরাজ্য)।
৭. চীনের ‘এক দেশ, দুই পদ্ধতি’ বাতিল, প্রধান
নির্বাহী ক্যারি লামের পদত্যাগ ও বন্দী প্রত্যর্পন
বিল পুরোপুরি বাতিলের দাবীতে বিক্ষোভ চলছে
– হংকংয়ে।
৮. সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের সর্বোচ্চ
বেসামরিক সম্মাননা ‘অর্ডার অব জায়েদ’
পেয়েছেন – ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
৯. বিশ্বের অপরিশোধিত তেলের তৃতীয় বৃহত্তম
ক্রেতা – ভারত।
১০. ব্রাজিলের বর্তমান প্রেসিডেন্ট – জাইর
বোলসোনেরো।
১১. সম্প্রতি ব্যাপক আঁকারে অগ্নিকা-ের ঘটনা ঘটে
– আমাজন বনাঞ্চলে।
১২. পৃথিবীর ফুসফুস বলা হয় – আমাজনকে।
১৩. বিশ্বের বৃহত্তম রেইন ফরেস্ট – আমাজন।
১৪. সম্প্রতি যুক্তরাষ্ট্র স্বায়ত্তশাসিত ডেনিশ অঞ্চল
গ্রিনল্যান্ড কিনতে আগ্রহ প্রকাশ করেছে –
ডোনাল্ড ট্রাম্প।
১৫. পৃথিবীর বৃহত্তম দ্বীপ – গ্রিনল্যান্ড (ডেনমার্কের
মালিকানাধীন); সারা বছর বরফ আচ্ছাদিত
থাকে।
১৬. উত্তর আটলান্টিক ও আর্কটিক মহাসাগরের মধ্যে
অবস্থিত সুবৃহৎ দ্বীপ গ্রিনল্যান্ড ডেনমার্কের একটি
– স্বশাসিত অঞ্চল।
১৭. ডেনমার্কের সঙ্গে যুক্তরাষ্ট্রের একটি প্রতিরক্ষা চুক্তি
অনুযায়ী উত্তর গ্রিনল্যান্ডের থুলে বিমান ঘাঁটির
ওপর মার্কিন সামরিক বাহিনীর অধিকার আছে,
যেটি স্বাক্ষরিত হয় – ১৯৫১ সালে।
১৮. উক্ত প্রতিরক্ষা চুক্তির আওতায় কয়েক দশক ধরে
যুক্তরাষ্ট্রের নর্দান সামরিক বিমান ঘাঁটি রয়েছে –
গ্রিনলান্ডে।
১৯. ডেনমার্কের বর্তমান প্রধানমন্ত্রী – মেটে
ফেডেরিকসন।
২০. ভারত ও পাকিস্তানের মধ্যে অস্ত্রবিরতি পর্যবেক্ষণ
করার জন্য জম্মু ও কাশ্মীরে জাতিসংঘের
শান্তিরক্ষী মোতায়েন আছে – ১৯৪৯ সাল
থেকে।
২১. সম্প্রতি সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল করার
পাশাপাশি ‘জম্মু ও কাশ্মীর সংরক্ষণ বিল’ নামে
নুতন একটি প্রস্তাব পার্লামেন্টে তোলেন –
ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকারের
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
২২. রাজ্যসভায় সংবিধানের ৩৭০ ধারা রদ করে জম্মু
ও কাশ্মীরের স্বায়ত্তশাসনের বিশেষ মর্যাদা বাতিল
করা হয় – ৫ আগস্ট ২০১৯।
২৩. সিদ্ধান্ত অনুযায়ী এখন জম্মু ও কাশ্মীরকে ভেঙে
তৈরি করা হবে – জম্মু-কাশ্মীর এবং লাদাখ
কেন্দ্রশাসিত অঞ্চল।
২৪. সংবিধানের ৩৭০ অনুচ্ছেদের বলেই জম্মু ও
কাশ্মীর এতদিন যে মর্যাদা পেয়ে আসছিল –
বিশেষ স্বায়ত্তশাসন।
২৫. পাকিস্তানের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী – শাহ মেহমুদ
কুরেশি।
২৬. ভারতের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী – জয়শংকর।
২৭. চন্দ্রযান-২ হলো – ভারতের উৎক্ষেপিত
মহাকাশযান।
২৮. বাংলাদেশ নামক গ্রাম রয়েছে – ভারতের
কাশ্মীরে।
২৯. সম্প্রতি পদত্যাগের ঘোষণা দিয়েছেন –
ইতালির প্রধানমন্ত্রী জুজেপে কন্তে।
৩০. থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ইংলাক
সিনাওয়াত্রাকে নাগরিকত্ব দিয়েছে – সার্বিয়া।
৩১. ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মাননা ‘ভারতরতœ’
পেয়েছেন – সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি,
প্রয়াত সঙ্গীতশিল্পী ভূপেন হাজারিকা ও ভারতীয়
জনসংঘ নেতা নানাজি দেশমুখকে।
৩২. ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ
মারা যান – ৬ আগস্ট ২০১৯।
৩৩. কাজাখস্তানের নতুন রাজধানীর নাম – নূর
সুলতান (পূর্বনাম আস্তানা)।
৩৪. ইরানের বর্তমান মুদ্রার নাম – তুমান
(পূর্বনাম রিয়াল)।
৩৫. নোবেলজয়ী (১৯৯৩ সালে) আমেরিকান
সাহিত্যিক টনি মরিসন মৃত্যুবরণ করেন –
৫ আগস্ট ২০১৯।
৩৬. সম্প্রতি কম্বোডিয়ার কুখ্যাত খেমাররুজ নেতা
মারা গেছেন যার নাম – নুওন চে।
৩৭. সম্প্রতি মালদ্বীপের যে সাবেক ভাইস প্রেসিডেন্ট
গ্রেপ্তার করা হয়েছে তার নাম – আহমেদ
আদীব।
৩৮. রাশিয়ার সঙ্গে নতুন কোনো পরমাণু ও ক্ষেপণাস্ত্র
নিয়ন্ত্রণ চুক্তি হলে যুক্তরাষ্ট্র তাতে যে দেশকে
রাখতে আগ্রহী – চীন।
৩৯. আসিয়ানের পররাষ্ট্রমন্ত্রীদের আঞ্চলিক নিরাপত্তা
সম্মেলন অনুষ্ঠিত হয় – থাইল্যান্ডের রাজধানী
ব্যাংককে।
৪০. সম্প্রতি তিন সন্তান নীতি অনুমোদন দেয়া হয়েছে
– চীনে।
৪১. সম্প্রতি তিন তালাক প্রথাকে ফৌজদারি অপরাধ
হিসেবে রায় দেয়া হয়েছে – ভারতে।
৪২. মেসিডোনিয়ার বর্তমান নাম – উত্তর
মেসিডোনিয়া।
৪৩. ইউরোপের সবচেয়ে বড় মসজিদ অবস্থিত –
রাশিয়ায় চেচনিয়া অঞ্চলের শালি শহরে।
৪৪. ‘মিস্টার ওয়ার্ল্ড ২০১৯’ হয়েছেন – ইংল্যান্ডের
জ্যাক হেসলউড।
৪৫. সোয়াজিল্যান্ডের বর্তমান নাম – কিংডম অব
ইসওয়াতিনি।
৪৬. নাগাসাকি দিবস – ৯ আগস্ট।
৪৭. হিরোসিমা দিবস – ৬ আগস্ট।
৪৮. সম্প্রতি ১২ ঘন্টায় ৩৫ কোটি গাছ রোপন করে
বিশ্ব রেকর্ড গড়েছে – ইথিওপিয়া।
=============বাংলাদেশ============
১. বাংলাদেশের জাতীয় দলের নতুন হেড কোচ –
সাউথ আফ্রিকার রাসেল ডমিঙ্গো (দায়িত্বগ্রহণ ২১
আগস্ট ২০১৯)।
২. জনশক্তি রপ্তানিতে বাংলাদেশের নতুন বাজার সৃষ্টি
হয়েছে – জাপানে।
৩. প্রথমবারের মতো (২০১৯) বঙ্গবন্ধুর
শাহাদাৎবার্ষিকী এবং জাতীয় শোক দিবস পালন
করা হয়েছে – জাতিসংঘ সদর দপ্তরে।
৪. সম্প্রতি জাতিসংঘের সাবেক আন্ডার সেক্রেটারি
জেনারেল ও জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের
সাবেক স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আনোয়ারুল
করিম চৌধুরী বঙ্গবন্ধুকে আখ্যা দেন – ‘ফ্রেন্ড
অব দ্যা ওয়ার্ল্ড’ বা ‘বিশ্ব বন্ধু’।
৫. দেশের প্রথম বঙ্গবন্ধু মানমন্দির নির্মিত হচ্ছে –
ফরিদপুরের ভাঙা উপজেলায়।
৬. দ্য স্ট্যাটিসটিক্স এর জরিপে বিশ্বের ৩য় সেরা
প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন – প্রধানমন্ত্রী শেখ
হাসিনা।
৭. বিশ্ব ব্যাংকের হিসেবে প্রবাসী আয়ের দিক থেকে
বিশ্বে বাংলাদেশের অবস্থান – ১১তম।
৮. বর্তমানে বাংলাদেশে বিনিয়োগে শীর্ষ দেশ –
চীন।
৯. দেশে বর্তমানে স্থলবন্দর রয়েছে – ২৪টি
(সর্বশেষ ভোলাগঞ্জ, কোম্পানিগঞ্জ, সিলেট)।
১০. দেশে বর্তমানে বীরাঙ্গনা মুক্তিযোদ্ধার সংখ্যা –
৩২২ জন।
=================×××=================
সংকলনে - বি. এম. আজগর আলী

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]