Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#190
1. সম্প্রতি কে বাংলাদেশের নাগরিকত্ব
পেয়েছেন--- লুসি হল্ট।
2. পেরুর নতুন প্রেসিডেন্ট--- মার্টিন ভিজকারা।
3. current per capita income =1752 & GDP=7.65
4. ফেরদৌসী প্রিয়ভাসীনি মারা যায়--- ৬ মার্চ ২০১৮।
5. স্টিফেন হকিং মৃত্যুবরন করেন--- ১৪ মার্চ ২০১৮।
6. বাংলাদেশ LDC থেকে উন্নয়নশীল দেশে
উর্ত্তীণ হয়--- ১৬ মার্চ ২০১৮।
7. পুলিশের নতুন আইজিপি--- ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।
8. ২০১৮ সালে স্বাধীনতা পুরস্কার
পেয়েছেন--- ১৮ জন।
9. 12march us bangla air crush.
10. 16 march CDP declaration of development country.
11. 4g started in BD--- 19 February 2018.
12. Jute polybag made by--- Mobarak ahmad khan.
13. President of Maldives--- Abdulla Yamin.
14. Russian president elected for Six
years--- Putin.
15. বাংলা চ্যানেল জয়ী প্রথম বাংলাদেশি নারী--- Mitu Aktar.
16. Formar president of Brazil--- Lula da silava in Prison.
17. Space station Tiangong-1 made by--- China crushed in north Pacific ocean.
18. The name "East Gouta" & "Duma" is located--- Syria.
19. দ্বাদশ সিটি করপোরেশন ময়মনসিংহ।
20. CRR 5.5%.
21. ২০১৭-১৮ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হবে--- ৭.৬৫%।
22. ২০১৭-১৮ অর্থবছর শেষে মাথাপিছু আয় দাঁড়াবে--- $১,৭৫২।
23. জাতীয় ভোটার দিবস--- ১ মার্চ।
24. দেশের প্রথম নারী প্রোগ্রামার--- শাহেদা
মুস্তাফিজ।
25. সুখি দেশের তালিকায় বাংলাদেশ--- ১১৫ তম (ফিনল্যান্ড ১ম & বুরুন্ডি শেষ)।
26. বিশ্বে ইন্টারনেট সূচকে বাংলাদেশের অবস্থান--- ৬২ তম।
27. সম্প্রতি মঙ্গলগ্রহে পৌছানো ''মঙ্গলযান''
প্রেরনকারী দেশ--- ভারত।
28. নিদাহাস ট্রপি চ্যাম্পিয়ন--- ভারত।
29. রানার্সআপ---- বাংলাদেশ।
30. প্লেয়ার অফ দ্য সিরিজ--- ওয়াসিংটন সান্দার।
31. বাংলাদেশকে হারায় ফাইনালে--- ৪ উইকেটে।
32. স্টিফেন হকিং মারা যান কবে, কত বছর বয়সে--- ১৪মার্চ, ২০১৮ (৭৬ বছর)।
33. নেপালে বিদ্ধস্ত বিমানটি কোন মডেলের, বিমানের কোড নম্বর কত--- US Bangla Airline, Model 211.
34. সর্বশেষ ওয়ানডে স্ট্যাটাস প্রাপ্ত দেশের নাম--- নেপাল।
35. দক্ষিণ আফ্রিকার নতুন প্রেসিডেন্টের নাম--- সিরিল রামাফোসা।
36. শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশ--- সোমালিয়া।
37. ২০১৮ কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয় কোথায়--- গোলকোষ্ট, অস্ট্রেলিয়া।
38. স্টিফেন হকিং কোন রোগে আক্রান্ত
ছিলেন--- Motor neuron disease.
39. বর্তমান প্রধান বিচারপতি কে এবং কত তম--- সৈয়দ মাহমুদ হাসান, ২২ তম।
40. শেখ হাসিনা সেনানিবাস কোথায় অবস্থিত--- লেবুখালী, পটুয়াখালী।
41. প্রস্তাবিত শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় কোথায় প্রতিষ্ঠিত হবে--- নেত্রকোনা।
42. আন্তর্জাতিক ক্রিকেটের সর্বকনিষ্ঠ অধিনায়ক কে--- রাশিদ খান (আফগানিস্তান)।
43. প্রথম কোন শহর শীতকালীন ও
গরমকালীন অলিম্পিক আয়োজন করবে--- বেজিং।
44. সম্প্রতি আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প
কোন জিনিসকে ব্যান করলেন--- bumb-stock devices.
45. সম্প্রতি কোন মুসলিম দেশ মহিলাদের
মিলিটারিতে নিয়োগের সম্মতি দিলো--- সৌদি আরব।
46. চতুর্থ প্রজন্মের (ফোর-জি)
টেলিযোগাযোগ সেবা চালু হয় কবে--- ১৯ ফেব্রুয়ারি ২০১৮।
47. সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ---
নিউজিল্যান্ড।
48. অস্ট্রেলিয়ার প্রথম নারী প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন--- সুসান কাইফেল।
49. দেশের ইতিহাসের সর্বনিম্ন তাপমাত্রা--- ২.৬ ডিগ্রী, পঞ্চগড়ের তেঁতুলিয়ায়।
50. বাংলাদেশের কোনটিকে ২০১৮ সালের
product of the year ঘোষণা করা হয়--- ওষুধ।
51. বাংলাদেশ পুলিশের নতুন আইজিপির নাম--- ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। (২৯তম আইজিপি)।
52. বাংলাদেশের সর্বোচ্চ ওয়াচ টাওয়ারের নাম কি--- জ্যাকব টাওয়ার, এর উচ্চতা ২২৫ ফুট। এটি ভোলা জেলার চরফ্যাশনে অবস্থিত।
53. বাংলাদেশের প্রথম ছয় লেনের ফ্লাইওভার কোথায় অবস্থিত--- ফেনীর মহিপালে। এর মুল দৈর্ঘ্য ৬৯০ মিটার। উদ্বোধন করা হয় ৪ জানুয়ারি ২০১৮।
54. বিশ্বের সর্বশেষ প্রচলিত মুদ্রার নাম---South Sdanese Pound(SSP)।
55. বর্তমানে জাতিসংঘ কর্তৃক স্বীকৃত প্রচলিত মুদ্রার সংখ্যা :-- # ১৮০টি ।
56. বিশ্বের বৃহত্তম উভচর উড়োজাহাজ,এটি
চীনের তৈরি। তার নাম কি?-- # AG600
57. 2022 সালের শীতকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে?--বেজিং, চীন
58. বর্তমানে বাংলাদেশের মন্ত্রিসভায়
টেকনোক্র্যাট মন্ত্রী কতজন?-৪জন
59. মহাগ্রন্থ আল কুরআনের আদলে দেশের প্রথম কুরআন ভাস্কর্য কোথায় তৈরি করা হয়?-- কসবা,ব্রাহ্মণবাড়িয়া। ভাস্কর্যটির উচ্চতা ১৬ ফুট এবং প্রস্থ ৮ ফুট। ঢাবির কামরুল হাসান শিপন এটির ডিজাইন করেন।
60. SpaceX এর প্রতিষ্ঠাতার নাম কি?--এলন মাস্ক
61. 2018 বিশ্ব ধর্ম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হলো? # বিহার
62. বাংলাদেশে কোন তারিখে প্রথম মুদ্রার প্রচলন হয়?---২৩মার্চ, ১৯৭২
63. বাংলাদেশের Smart Card কোন দেশে তৈরি হয়?--ফ্রান্স
64. বিশ্বের প্রথম জাদুঘর প্রতিষ্ঠিত হয়েছিলো--- মিসরের আলেকজান্দ্রিয়াতে
65. বর্তমান অর্থ সচিব---মোহাম্মদ মুসলিম চৌধুরী
66. দেশের ১ম ফিশ ওয়ার্ল্ড একুরিয়াম –
কক্সবাজারে
67. 4G network চালুর তারিখ--19 February 2018
68. Facebook scandal related with: Cambridge Analytica
69. Name of the founder of the spaceX- Elon Reeve Musk
70. Chakma’s biggest festival- বিজু
71. Winnie Mandela died- April 2, 2018
72. kakon bibi died-March 21, 2018
73. কাঁকন বিবি কে কোন সালে "বীর প্রতীক" উপাধি দেয়া হয়?--উঃ১৯৯৬।
74. কাঁকন বিবি কোন সম্প্রদায়ের ছিলেন?-উঃখাঁসিয়া।
75. কোন দেশটি বিশ্বের প্রথম সম্পূর্ণ বৈদ্যুতিক মালবাহী জাহাজ চালু করেছে?--চীন
76. কোন দেশ ১০ম দক্ষিণ এশিয়া অর্থনৈতিক সামিট (এসএইএস -017) আয়োজন করছে? --নেপাল
77. ইউনেস্কোর নতুন প্রধান নিয়োগ করা
হয়েছে অড্রে আজলাইকে । তিনি কোন
দেশের নাগরিক? -- ফ্রান্স
78. East Asia Summit (EAS-2017) এর ১২ তম সংস্করণ আয়োজন করবে কোন দেশ ?-- ফিলিপাইন
79. জোট নিরপেক্ষ আন্দোলনের (ন্যাম)
মন্ত্রী পর্যায়ের সম্মেলন কোথায় অনুষ্ঠিত
হয়েছে?'—আজারবাইজান
80. সুন্দরবনের হাতবাড়িয়া এলাকায় পশুর চ্যানেলে ১৪ এপ্রিল রাতে ডুবে যাওয়া কয়লা বোঝাই করা জাহাজের নাম - "এমভি বিলাস"
81. ১৮ মার্চ থেকে ২৩ টি দেশের অংশগ্রহনে সৌদি আরবে চলা যৌথ সামরিক মহড়ার নাম - "গালফ শিল্ড ১" ( বাংলাদেশও আছে)।
82. ফোরাম অব ইলেকশন ম্যানেজমেন্ট বডিস অব সাউথ এশিয়ার সম্মেলন অনুষ্ঠিত হবে ঢাকায় - ৫-৭ সেপ্টেম্বর, ২০১৮
83. এই FEMBOSA গঠিত হয়েছিল ২০১০ সালে - বাংলাদেশ নির্বাচন কমিশনের উদ্যোগে
84. যুক্তরাষ্ট্রের পররাষ্টমন্ত্রী - বরিস জনসন
85. কমনওয়েলথ এর সদস্য দেশ - ৫৩ টি
86. হিথরো বিমানবন্দর - লন্ডনে
87. ওয়েস্ট মিনিস্টার- লন্ডনে
88. কমনওয়েলথ এর মহাসচিব - প্যাট্রিসিয়া স্কটল্যান্ড কিউসি
89. সিরিয়ার সরকার দেশটির দুমায় রাসায়নিক হামলা করেছিল - ৭ এপ্রিল
90. এই হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স যৌথভাবে সিরিয়ায় হামলা করে - ১৩ এপ্রিল রাতে
91. এই ক্ষেপনাস্ত্র হামলায় সিরিয়ার - ৩ টি সরকারি স্থাপনা ধ্বংস হয়
92. ইদলিব প্রদেশ - সিরিয়ায়
93. খান শেখুইন শহর - সিরিয়ায়
94. সিরিয়ার রাজধানী - দামেস্ক
95. হোমস প্রদেশটি - সিরিয়ায়
96. জাতিসংঘে রাশিয়ার দূত - ভ্যাসিলি নেবেনজিয়া
97. জাতিসংঘে যুক্তরাষ্ট্রের দূত - নিকি হ্যালি
98. রাসায়নিক অস্ত্রের ব্যবহার প্রতিরোধে গঠিত আন্তর্জাতিক সংস্থার নাম - OPCW
99. এর সদর দপ্তর - নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে--উ. কোরিয়ার রাজধানী - পিয়ংইয়ং
100. ২৯তম আরব লীগ শীর্ষ সম্মেলন ২০১৮ কোথায় অনুষ্ঠিত হয়?--- সৌদি আরব
101. ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থার নাম -
সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন
102. ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট নির্বাচন হবে-- ২০ মে ২০১৮
103. সামিট অব দ্য আমেরিকাস অনুষ্ঠিত হয়েছে --- পেরুতে
104. জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে নিজের শরীরে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছেন যুক্তরাষ্ট্রের প্রখ্যাত আইনজীবী ---ডেভিড বাকেল
105. ২০১৬ সালের ৮ নভেম্বর অনুষ্ঠিত হওয়া মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে নির্বাচিত হতেন হিলারি ক্লিনটন-- জেমস কোমি
106. ইসরায়েলের প্রধানমন্ত্রী - বেনিয়ামিন
নেতানিহাহু
107. ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট -
ডোনাল্ড টাস্ক
108. আলজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী - আহমেদ
ওয়াহিয়া
109. ইরানের সর্বোচ্চ নেতা - আয়াতুল্লাহ আলী খামেনী
110. আলেপ্পা শহরটি – সিরিয়ায় & রাকা শহরটি - সিরিয়ায়
111. সিরিয়ার স্বৈরশাসক - বাশার আল আসাদ
112. সিরিয়ায় বাশারের বিরুদ্ধে গণ অভ্যুথান হয়েছিল - ২০১১ সালে
113. মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য কোটা বলবৎ করে পরিপত্র দেয়া হয়েছিল - ১৯৯৭ সালে
114. ৬৪ জেলার কোটার শতকরা হার সংশোধন করা হয় - ২০০৯ সালে
115. মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য নির্ধারিত
কোটা পূরণ না হলে তা খালি রাখার নির্দেশ দেয়া হয় - ২০১০ সালে
116. মুক্তিযোদ্ধাদের নাতি পুতি কোটার নির্দেশ দেয়া হয় - ২০১১ সালে
117. মুক্তিযোদ্ধা কোটায় প্রার্থী পাওয়া না
গেলে মেধাতালিকায় নিয়োগের নির্দেশ দেয়া হয় - ২০১৮ সালে
118. সর্বশেষ কোটা বাতিলে প্রধানমন্ত্রীর
নির্দেশ দেয়া হয় - ১১ এপ্রিল ২০১৮
119. বাংলাদেশের বর্তমান জিডিপি প্রবৃদ্ধি হার --- ৭.৬৫%
120. বঙ্গবন্ধু -১ স্যাটেলাইট কবে উৎক্ষেপন
হবে ?---১২মে ,২০১৮ ( যুক্তরাষ্ট্র টাইম)
121. বাংলাদেশকে কবে উন্নয়ন শীল দেশের ক্যাটাগরির শর্ত পূরণ করে ?--১৬ মার্চ ,২০১৮।
122. ডাক বিভাগের অার্থিক লেনদেনের জন্য চালু টাকার নাম কী ?=ডাকটাকা।
123. পাকিস্তানের পার্লামেন্টের উচ্চ কক্ষে
প্রথম হিন্দু দলিত নারী সিনেটর -কৃষ্ণা কুমারি কোহলি
124. পাটের তৈরি পলি ব্যাগ / সোনালী ব্যাগ তৈরীর আবিষ্কিরক কে?= ডঃ মুবারক আহমদ খান।
125. মালদ্বীপের বর্তমান প্রেসিডেন্টের নাম
কী ?=Abdulla Yamin.
126. গৌতা ও ডুমা শহরটি অবস্থিত কোথায় ?= সিরিয়া
127. কমনওয়েলথ এর বর্তমান সদস্য কত?= ৫৩ (নতুন গাম্বিয়া )।
128. বিশ্ব অটিজম দিবস কবে ?=২রা এপ্রিল
129. একুশে পদক কত জনকে দেওয়া হয়?= ১৮জনকে
130. বাংলাদেশের কোনটিকে ২০১৮ সালের product of the year ঘোষণা করা হয়?=ওষুধ
131. বাংলাদেশ কে কখন প্রাথমিকভাবে
উন্নয়নশীল দেশ হিসেবে ঘোষণা দেয়া হয়?--১৭ মার্চ ২০১৮।
132. বাংলাদেশের বর্তমান FIFA Ranking?--উঃ১৯৭।
133. World's biggest flag unveils by?--উঃবলিভিয়া।
134. International Earth Hour was observed on?--উঃ২৪ মার্চ ২০১৮
135. স্টিফেন হকিন্স কত বছর বয়সে 'মটর নিউরন' রোগে আক্রান্ত হন?--উঃ২২ বছর।
136. ৯০ তম আস্কারে সেরা অভিনেএীর পুরষ্কার কে পান?--উঃFrances McDormand.
(সংগৃহীত)।
    Similar Topics
    InterServer Web Hosting and VPS
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]