Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#1516
১. নাট্যকার, নির্দেশক ও অভিনেতা মমতাজউদদীন আহমদ কত তারিখে মৃত্যুবরণ করেন?
ক) ১ জুন খ) ২ জুন
গ) ৩ জুন ঘ) ৪ জুন
২. পাসপোর্ট সঙ্গে না থাকায় কাতারের দোহা আন্তর্জাতিক বিমানবন্দরে কোন এয়ারলাইনসের পাইলটকে আটক করা হয়?
ক) বিমান বাংলাদেশ এয়ারলাইনস
খ) ইউএস-বাংলা এয়ারলাইনস
গ) রিজেন্ট এয়ারওয়েজ
ঘ) ইউনাইটেড এয়ারওয়েজ
৩. বাংলাদেশের চলচ্চিত্র তারকা অঞ্জু ঘোষ সম্প্রতি কোন দলে যোগ দিয়েছেন?
ক) ভারতীয় জনতা পার্টি (বিজেপি)
খ) ভারতীয় জাতীয় কংগ্রেস
গ) ভারতের কমিউনিস্ট পার্টি
ঘ) বহুজন সমাজ পার্টি
৪. বাংলাদেশ জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থার সাধারণ পরিষদের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয় কবে?
ক) ২ জুন, ২০১৯ খ) ৩ জুন, ২০১৯ গ) ৬ জুন, ২০১৯ ঘ) ৭ জুন, ২০১৯
৫. সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জিজান প্রদেশের প্রধান বিমানবন্দর লক্ষ্য করে ড্রোন হামলা চালায় কারা?
ক) ইরাক খ) সিরিয়া
গ) ইয়েমেনের হুথি বিদ্রোহীগোষ্ঠী
ঘ) ইসরায়েল
৬. কতজন আরোহী নিয়ে আসামের জোরহাট বিমান ঘাঁটি থেকে উড্ডয়ন করা ভারতীয় বিমানবাহিনীর একটি প্লেন নিখোঁজ হয়?
ক) ২০ জন আরোহী
খ) ১৩ জন আরোহী
গ) ১৭ জন আরোহী
ঘ) ২৬ জন আরোহী
৭. ২০১৯-২০ অর্থবছরের বাজেটে ইভিএম কিনতে কত টাকা বরাদ্দের প্রস্তাব করেছে নির্বাচন কমিশন (ইসি)?
ক) এক হাজার ২২৪ কোটি টাকা
খ) দুই হাজার ১২৪ কোটি টাকা
গ) এক হাজার ১২৪ কোটি টাকা
ঘ) তিন হাজার ৩২৪ কোটি টাকা
৮. ভারতকে দেওয়া অগ্রাধিকারমূলক বাজার সুবিধা (জিএসপি) বাতিলের ঘোষণা দিয়েছেন কে?
ক) প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
খ) বারাক ওবামা
গ) বিল ক্লিনটন
ঘ) জর্জ ডাব্লিউ বুশ
৯. শ্রীলঙ্কায় সংখ্যালঘু মুসলিমদের ওপর হামলার জেরে কয়জন মুসলিম মন্ত্রী পদত্যাগ করেন?
ক) ৬ জন খ) ৭ জন
গ) ৮ জন ঘ) ৯ জন
১০. ২০১৯-২০২০ অর্থবছরের বাজেট সংসদে কে উপস্থাপন করেছেন?
ক) প্রধানমন্ত্রী শেখ হাসিনা
খ) পরিকল্পনামন্ত্রী
গ) অর্থসচিব
ঘ) স্পিকার
১১. সম্প্রতি কোন সাগরে দুটি তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনা ঘটেছে?
ক) আরব সাগরে
খ) প্রশান্ত মহাসাগরে
গ) ওমান উপসাগরে
ঘ) বঙ্গোপসাগরে
১২. ইন্ডিয়া টুডের প্রকাশিত খবরের মতে, ভারতের ১৭তম লোকসভায় নির্বাচিতদের কতজনের অতীত অপরাধের মামলার রেকর্ড রয়েছে?
ক) ২৩৪ জন
খ) ২৩৩ জন
গ) ২৩৫ জন
ঘ) ২৩৬ জন
১৩. ঈদ উপলক্ষে গত মে মাসে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ কত?
ক) ১৭৫ কোটি ৫৮ লাখ ডলার
খ) ১৭৪ কোটি ৫৬ লাখ ডলার
গ) ১৬৫ কোটি ৬৮ লাখ ডলার
ঘ) ২৭৫ কোটি ৫৮ লাখ ডলার
১৪. ২০১৯-২০ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম মেধাতালিকা থেকে বাদ পড়েছে—
ক) প্রায় দুই লাখ ভর্তীচ্ছু শিক্ষার্থী
খ) প্রায় দেড় লাখ ভর্তীচ্ছু শিক্ষার্থী
গ) প্রায় এক লাখ ভর্তীচ্ছু শিক্ষার্থী
ঘ) প্রায় আড়াই লাখ ভর্তীচ্ছু শিক্ষার্থী
১৫. বিশ্বকাপ ক্রিকেটে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কত রানের টার্গেট দিয়ে জয় পেয়েছিল বাংলাদেশ?
ক) ৩৩০ রানের টার্গেট
খ) ৩৫০ রানের টার্গেট
গ) ৩৬০ রানের টার্গেট
ঘ) ৩৪০ রানের টার্গেট
১৬. যুক্তরাজ্যের ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির প্রধানের পদ থেকে টেরেসা মে ইস্তফা দিয়েছেন—
ক) ৫ জুন খ) ৬ জুন
গ) ৭ জুন ঘ) ৮ জুন
১৭. গত ১৬ জুন ২০০ বছর পর সকালের নাশতার মেন্যুতে পরিবর্তন এনেছে কারা কর্তৃপক্ষ। বন্দিদের এখন থেকে রুটি-গুড়ের পরিবর্তে দেওয়া হবে—
ক) রুটি, হালুয়া, মাংস ও খিচুড়ি
খ) রুটি, সবজি, মিষ্টি ও খিচুড়ি
গ) পাউরুটি, কলা, মিষ্টি ও খিচুড়ি
ঘ) রুটি, সবজি, ডিম ও ডাল
১৮. গত ১০ বছরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতায় কয়টি প্রকল্প গ্রহণ করা হয়েছে?
ক) ২৭৮টি খ) ৩৭৮টি
গ) ১৭৮টি ঘ) ১৭৭টি
১৯. গত ১৩ জুন ফিলিস্তিনের গাজায় ক্ষমতাসীন হামাসের ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে কে?
ক) ইসরায়েল খ) ইরাক
গ) ইরান ঘ) রাশিয়া
২০. জাতিসংঘের ‘অর্থনৈতিক ও সামাজিক পরিষদের (ইকোসক)’ এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সদস্য নির্বাচনে বাংলাদেশ কত ভোট পেয়ে বিজয়ী হয়েছে?
ক) ১৭১ ভোট পেয়ে
খ) ১৮৫ ভোট পেয়ে
গ) ১৮১ ভোট পেয়ে
ঘ) ১৭০ ভোট পেয়ে
২১. রামপালে কয়লা বিদ্যুেকন্দ্র নির্মাণ ও চলমান ব্যাপক শিল্প কর্মকাণ্ডের কারণে মারাত্মক হুমকির মুখে থাকায় সুন্দরবনকে নিচের কোনটি হিসেবে তালিকাভুক্ত করার সুপারিশ করেছে আইইউসিএন?
ক) বিপদাপন্ন বিশ্বঐতিহ্য
খ) ধ্বংস হওয়া বিশ্বঐতিহ্য
গ) সুন্দর বিশ্বঐতিহ্য
ঘ) অভয়ারণ্য বিশ্বঐতিহ্য
উত্তর
১. খ ২. ক ৩. ক ৪. ঘ ৫. গ ৬. খ ৭. ঘ ৮. ক ৯. ঘ ১০. ক ১১. গ ১২. খ ১৩. ক ১৪. গ
১৫. ক ১৬. গ ১৭. খ ১৮. গ ১৯. ক ২০. গ ২১. ক।

Collected
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    1850 Views
    by rana
    0 Replies 
    1756 Views
    by tamim
    0 Replies 
    1856 Views
    by tamim
    0 Replies 
    954 Views
    by tamim
    0 Replies 
    2592 Views
    by tamim

    ১.৩ জানুয়ারি : বাংলাদেশ চিকিৎসা শিক্ষা অ্যাক্রেডি[…]

    ১. সমাজকল্যাণ ও সমাজকর্মের মধ্যে পার্থক্য হচ্ছে- প[…]

    ১৩ জানুয়ারি ২০২৫ আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (ICC)[…]

    ৭ নভেম্বর-১৬ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত অনুষ্ঠিত হয় ইন[…]