Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#180
Jun-2018

১. ২৫ মে ২০১৮ ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোন ভবন উদ্ভোধন করা হয় ?
Ans: বাংলাদেশ ভবন

২. দেশের প্রথম ভাসমান তরলীকৃত প্রাকৃতিক গ্যাস টার্মিনাল কোথায় অবস্থিত ?
Ans: মহেশখালী ,কক্সবাজার

৩. দেশের প্রথম কোম্পানি হিসাবে ICANN 'র সদস্য হয় -
Ans: ইনভেডিয়াস প্রাইভেট লিমিটেড

৪. প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত নাগরিক হিসাবে কে যুক্তরাষ্ট্র সিনিটের পদে বিজয়ী হতে যাচ্ছেন ?
Ans: শেখ মোজাহিদুর রহমান

৫. বঙ্গবন্ধু স্যাটেলাইট -১ উৎক্ষেপণ করা হয় কবে?
Ans: ১১মে ২০১৮

৬.বঙ্গবন্ধু স্যাটেলাইট -১ নির্মাতা বা প্রস্তুতকারক প্রতিষ্ঠান --
Ans: Thales Alenia Space

৭. বঙ্গবন্ধু স্যাটেলাইট -১ উৎক্ষেপনকারী প্রতিষ্ঠান ---
Ans: SpaceX

৮. বঙ্গবন্ধু স্যাটেলাইট -১ পরিচালনা করবে কোন প্রতিষ্ঠান ?
Ans: বাংলাদেশ কমিউনিকেশন্স স্যাটেলাইট কোম্পানি লিমিটেড(BCSCL )

৯.মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে করা Joint Comprehensive Plan of Action (JCPOA ) থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেন কবে ?
Ans: ৮মে ২০১৮

১০.মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (CIA )'র বর্তমান ও প্রথম নারী পরিচালক কে ?
Ans: জিনা হাসপেল

১১. যুক্তরাষ্ট্রের বর্তমান ও ৭০তম পররাষ্ট্রমন্ত্রী কে?

Ans: মাইক পম্পেও
১২.১৪ মে ২০১৮ প্রথম দেশ হিসেবে তেলআবিব থেকে জেরুজালেমে দূতাবাস উদ্বোধন করে—
Ans: যুক্তরাষ্ট্র

১৩.১৬ মে ২০১৮ দ্বিতীয় দেশ হিসেবে তেল আবিব থেকে জেরুজালেমে দূতাবাস উদ্বোধন করে—
Ans: গুয়েতেমালা

১৪.Forbes-এর তথ্য মতে ২০১৮ সালে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি কে?
Ans: সি চিন পিং (চীন)

১৫.বিশ্বের সর্বোচ্চ মুদ্রাস্ফীতির দেশ কোনটি?
Ans: ভেনিজুয়েলা

১৬.বিশ্বের প্রথম ভাসমান পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নাম কী?
Ans: Akademik Lomonosov

১৭. বিশ্বের প্রথম ভাসমান পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র কোন দেশের?
Ans:রাশিয়া

১৮.Kh-47M2 Kinzhal কোন দেশের তৈরি ক্ষেপণাস্ত্র?
Ans: যুক্তরাষ্ট্র

১৯.৩০ এপ্রিল ২০১৮ কোন দেশ তাইওয়ানের সাথে সম্পর্ক ছিন্ন করে চীনের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে?
Ans: ডোমিনিকান রিপাবলিক

২০.ইউরোপের দীর্ঘতম সেতুর দৈর্ঘ্য কত?
Ans: ১৮.১ কিমি

২১.সোকোত্রা দ্বীপটির মালিকানা কোন দেশের?
Ans: ইয়েমেন

২২.আন্তর্জাতিক অনুবাদ দিবস কবে?
Ans: ৩০ সেপ্টেম্বর

২৩. মালয়েশিয়ার বর্তমান প্রধানমন্ত্রী কে?
Ans:মাহাথির মোহাম্মদ

২৪. কোস্টারিকার বর্তমান প্রেসিডেন্ট কে?
Ans:কার্লোস আলভারাদো

২৫. বিশ্বের বয়স্ক প্রধানমন্ত্রী কে?
Ans: মাহাথির মোহাম্মদ (মালয়েশিয়া)

২৬.আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC)-এর বর্তমান প্রেসিডেন্ট কে?
Ans: চিলি ইবোয়ে ওসুজি (নাইজেরিয়া)

২৭. SWAFF'র প্রথম ও বর্তমান প্রেসিডেন্ট কে?
Ans:আদেল বিন মোহাম্মদ ইজ্জত (সৌদি আরব)

২৮. জাতিসংঘ শিল্প উন্নয়ন সংস্থা (UNIDO)-এর বর্তমান সদস্য দেশ কতটি?
Ans: ১৬৮টি

২৯. ১৭ মে ২০১৮ কোন দেশ UNIDO’র ১৬৮তম সদস্যপদ লাভ করে?
Ans: ফিলিস্তিন

৩০.আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (IMO)-এর বর্তমান সদস্য দেশ কতটি?
Ans: ১৭৪টি

৩১.১৪ মে ২০১৮ কোন দেশ IMO'র ১৭৪তম সদস্যপদ লাভ করে?
Ans: নাউরু

৩২.২৭তম এপেক (APEC) শীর্ষ সম্মেলন কবে অনুষ্টিত হবে?
Ans: ১৮ নভেম্বর ২০১৮

৩৩. ২৭তম APECশীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
Ans: @@ পোর্ট মোর্সবি, পাপুয়া নিউগিনি

৩৪. ৪৪তম G7 শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে?
Ans: ৮-৯ জুন ২০১৮

৩৫.৪৪তম C7 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? |
Ans: কুইবেক, কানাডা

৩৬. ২০১৮ সালের ম্যান বুকার ইন্টারন্যাশনাল প্রাইজ লাভ করেন কে?
Ans:ওলগা টোকারচুক (পোল্যান্ড)

৩৭. ওলগা টোকারচুক কোন গ্রন্থের জন্য ম্যান বুকার ইন্টারন্যাশনাল প্রাইজ’ লাভ করেন?
Ans: Flights

৩৮. ২০১৮ সালে কোন ক্ষেত্রে নোবেল পুরস্কার ঘোষণা করা হবে না?
Ans:সাহিত্য

৩৯.২১তম বিশ্বকাপ ফুটবল ২০১৮ অনুষ্ঠিত হবে কবে?
Ans: ১৪ জুন-১৫ জুলাই

৪০. ২১তম বিশ্বকাপ ফুটবল ২০১৮ অনুষ্ঠিত হবে কোন দেশে?
Ans: রাশিয়া

৪১. বিশ্বকাপ ফুটবল ২০১৮ মাসকটের নাম কী?
Ans: Zabivaka

৪২. বিশ্বকাপ ফুটবল ২০১৮ প্রথমবারের মতো খেলবে কোন দুটি দেশ?
Ans: আইসল্যান্ড ও পানামা

৪৩. বিশ্বকাপ জয়ী একমাত্র দেশ হিসেবে রাশিয়া বিশ্বকাপ ফুটবলে স্থান পায়নি কোন দেশ?
Ans: ইতালি

৪৪. বিশ্বকাপ ফুটবল ২০১৮ কতটি মুসলিম দেশ অংশগ্রহণ করবে?
Ans: ৭টি

৪৫.বিশ্বকাপ ফুটবল ২০১৮ বলের নাম কী?
Ans: Telstar 18

৪৬. সাউথ ওয়েস্ট এশিয়ান ফুটবল ফেডারেশন (SWAFF) কবে গঠিত হয়?
Ans: ১০ মে ২০১৮

৪৭. SWAFF’র সদর দপ্তর কোথায়?
Ans: জেদ্দা, সৌদি আরব

৪৮. বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর বর্তমান ও ২১তম বিদেশি কোচ কে?
Ans: জেমি ডে (যুক্তরাজ্য)

৪৯. ১১ মে ২০১৮ কোন দেশের টেস্টে অভিষেক ঘটে?
Ans: আয়ারল্যান্ড

৫০. বর্তমানে T-20 মর্যাদাপ্রাপ্ত দেশ কতটি?
Ans: ১০৪টি
    Similar Topics
    InterServer Web Hosting and VPS
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]