Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : গণিত এবং গানিতিক যুক্তি ও দক্ষতা
#1445
অভিজিৎ বসাক
বিসিএস ( প্রশাসন)
৩৩তম বিসিএস

সামনে চার ব্যাংকের রিটেন পরীক্ষা এবং কিছু বেসরকারি ব্যাংকের পরীক্ষা রয়েছে । বাংলাদেশ ব্যাংকের অফিসার পদের পরীক্ষা এবং প্রবাসী কল্যাণ ব্যাংকের পরীক্ষা হয়তবা কয়েক মাসের মধ্যেই হয়ে যাবে, এছাড়াও বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালকের সার্কুলারসহ অন্যান্য ব্যাংকের সার্কুলারও হয়ত চলে আসবে।

রিটেন পরীক্ষায় ভাল করার ক্ষেত্রে ম্যাথ খুব গুরুত্বপূর্ণ। আপনারা যারা নতুন প্রস্তুতি শুরু করছেন, তারা মোটামুটি ৪/৫ মাস সময় নিন নিজেকে প্রস্তুত করার জন্য। আর এ সময়টুকুতে ম্যাথের একটা ভালো প্রস্তুতি নেয়া সম্ভব। অনেকেই ম্যাথের প্রস্তুতি নিতে গিয়ে কিছুটা তালগোল পাঁকিয়ে ফেলেন যে, কোন কোন অধ্যায়গুলো বেশি গুরুত্বপূর্ণ, কোন বইটা আপনি পড়বেন এসব নিয়ে। ম্যাথে ভালো করার পূর্বশর্ত গণিতের ভিত্তি ঠিক করে নিয়মিত অনুশীলন করা। এজন্য, আমার পছন্দ আগারওয়ালের বইটি।এর আগের পোস্টে আমি এর বইটি থেকে কিভাবে ম্যাথ করবেন,তা সম্পর্কে ধারণা দিয়েছিলাম। অনেকেই আমাকে ইনবক্সে বলেছিলেন যেন গুরুত্বপূর্ণ ম্যাথগুলোর সম্পর্কে ধারণা দেই। তাই আজকের এই পোস্টে আমি আগারওয়ালের বইয়ের কোন কোন চ্যাপ্টারের কোন কোন অংকগুলো বেশি গুরুত্বপূর্ণ সেটি দেখাবো।
বিঃদ্রঃ Quantitative Aptitude By Dr. R S Agaarwal (2019-20) অংকগুলো বাছাই করার কাজ আমি ২০১৯-২০ এডিশনের বইটি থেকে করেছি।

১. Boats and Streams:
৩৪ & ৩৭ নং ম্যাথ ছাড়া সবগুলো।

২. Problems on Trains:
২৭ নং ম্যাথ ব্যতীত অবশিষ্ট ৭৩ টা অংকই করবেন।

৩. Time & Distance:
1,2,3,4,5,6,10,11,12,13,14,15,18,19,21,22,23,25,27,28,29,31,32,33,34,35,36,37,40,41,44,45,46,47,48,49,50,52,54,55,56,58,59,
61,62,63,64,65,67,68,69,70,71,73,74,77,78,79,80,82,83,85,86,88,89,90,91,92,94,95,96,97,98,99,100,101,102,103,105,106,107,
108,110,111,113,114,117,118,120,121,124,125,126,127,128,129,131,132,133,136,137,138,139,140,141,144,148,149,150,153,
154,155,156,158,159,160,164,167,169,170,174,176,177,178,184,185,186,188,190,191

৪. Ratio & Proportion :
1,8,9,10,12,13,18,26,27,28,30,33,34,44,46,71,80,83,92,93,94,95,98,99,100,101,103,104,107,109,112,113,114,115,118,119,121,123,
124,127,129,130,133,135,136,137,143,144,145,146,147,149,153,155,159,161,162,163,165,167,168,169,170,173,174,176,178,179,
180,182,184,186,187,189,190,191,192,193,200,206,207,208,210,211,212,213,216,218,220,223,225,229,230,231,232,233,234,235,
238,239,240,241,242,243,244,247,248,253,258,259,262.

৫. Average :
1,3,4,5,6,9,10,11,12,13,14,16,17,18,20,22,25,28,30,31,32,35,36,39,40,41,42,43,44,46,47,48,50,52,53,55,58,59,60,62,64,65,67,68,69,
71,73,75,77,78,81,83,84,85,86,88,89,90,91,93,94,97,98,99,102,103,106,109,110,111,112,113,114,115,117,118,119,120,123,124,126,
127,128,129,130,131,132,136,137,140,141,143,146,147,149,152,155,160,162,166,171,172,175,177.

৬. Probability: সবগুলোই করতে হবে।

৭. Problems on ages: সবগুলোই করতে হবে।

৮. Percentage:
1,2,3,4,6,7,8,10,11,13,15,16,17,18,19,20,21,22,23,27,29,41,44,45,48,50,51,55,57,58,63,64,65,67,69,74,75,76,78,82,85,86,87,90,93,
94,95,96,99,100,101,102,105,107,108,112,114,119,122,123,125,127,128,129,131,134,135,136,138,140,141,142,144,145,146,148,
149,150,151,152,153,155,157,158,159,160,162,163,165,166,169,171,172,181,185,191,192,193,205,206,207,208,209,210,212,213,
215,218,219,220,221,222,223,224,227,228,229,230,232,233,235,236,237,239,240,241,242,243,246,247,248,251,253,254,257,259,
261,264,266,268,270,274,275,277,280,281,282,283,284,286,291,292,297,299,300,301,302,307,309,314,316,317,319,320,322,325,
326,328,329,332,335,336,337,338,340,342,343,344,345,348,349,351,352,353,354,355,356,357,358,359,360,364,365,366,368,371,
375,384,386.

৯. Pipes & Cisterns:
৩, ৩৮ এবং ৪৭ নম্বর বাদ দিয়ে সব।

১০. Time & Work:
২৩, ২৫, ২৮ এবং ৬০ নম্বর বাদ দিয়ে সব। বিঃদ্রঃ এই চ্যাপ্টার খুব খুব খুব ভালোভাবে করবেন। কারণ, Bank written এর জন্য এই চ্যাপ্টার অত্যন্ত গুরুত্বপূর্ণ।

১১. Chain Rule: ৯, ১২, ৫৯ এবং ৭৭ নাম্বার বাদ দিয়ে সব।

১২. Simple Interest: ৪৯, ৫৩, ৭২, ৮৯, ৯৬ এবং ১০৪ এই ছয়টা বাদ দিয়ে সব।

১৩. Compound Interest: ৬৭ নাম্বার ম্যাথ বাদ দিয়ে সব।

১৪. H.C.F & L.C.M. of Numbers:
4,5,13,14,16,35,36,37,38,39,40,41,42,45,46,47,49,51,52,53,54,55,56,59,62,66,67,68,71,72,75,76,77,78,80,81,85,88,95,100,101,103,
105,110,112,113,114,115,117,118,121,122,126,128

১৫. Allegation or Mixture: সবগুলো ম্যাথ করতে হবে।

১৬. Partnership : সবগুলো ম্যাথ করতে হবে।

১৭. Profit & Loss:
1,3,4,5,6,7,8,10,11,14,15,16,18,20,21,22,23,25,27,28,29,30,31,32,33,34,36,37,38,40,41,43,44,45,46,49,52,53,54,55,56,58,59,60,63,
65,66,70,71,72,74,76,78,80,81,83,85,86,87,90,91,98,99,100,101,102,103,105,106,107,108,109,110,111,113,115,116,117,119,120,
122,123,124,127,129,130,131,132,133,134,137,138,139,141,142,144,145,146,147,148,150,151,152,154,155,156,159,160,162,163,
166,167,168,169,170,171,172,174,175,178,179,180,182,183,185,187,188,189,190,191,192,198,199,200,201,205,206,207,209,210,
211,212,214,216,217,218,222,224,226,227,228,230,232,235,236,237,238,242,244,245,248,251,252,254,256,258,259,261,262,263,
264,267,268,269,270,273,274,276,277,278,279,280,281,282,284,285,286,287,288,289,290,291,292

১৮. Simplification:
1,27,57,58,84,86,87,92,97,101,102,107,116,117,118,135,136,137,138,139,140,141,143,145,146,147,148,149,150,151,152,153,154,
156,157,160,177,178,188,189,190,191,192,193,94,195,196,219,220,221,222,223,224,225,227,228,229,230,231,233,238,239,242,
244,245,246,250,251,254,255,256,257,258,259,260,261,262,263,266,267,268,270,272,273,274,275,276,277,279,280,282,286,287,
288,289,290,292,293,294,295,296,298,300,303,304,305,316,317,318,361,364,365,366,368,370,371,372,373,375,376,378,379,382,
383,384,387,388,389,394,406,410,411,412,413,414,416,418,421,422,423,424,425,426,427,430,431,432,434,435,437,439,440,442,
443,444,449,453,454,455,456,459,460,461,468,476,478,479,482,483,484,485,490,492,496,497,498,499,500,501,503,504,507,514,
515,516,517

১৯. Surds & Indices:
1,2,4,5,7,9,11,12,13,14,15,16,19,21,26,30,32,41,42,44,45,52,83,91,96,97,108

২০. Square roots & Cube roots:
24,25,26,27,28,29,30,31,32,33,35,50,54,107,108,109,111,112,113,114,116,117,118,119,120,140,147,148,149,150,151,152,153,161,
165,166,167,168

২১. Permutation & Combination: সবগুলো ম্যাথ করতে হবে।

২২. Problems on Numbers: ৮৮ নং ম্যাথ বাদ দিয়ে সব।

২৩. Number System:
16,17,18,20,22,25,27,28,29,31,32,34,35,42,44,45,48,49,50,51,52,61,64,70,72,73,74,79,131,132,140,143,156,167,168,169,172,178,
200,218,219,239,240,241,243,244,245,247,248,250,251,254,258,262,269,283,285,292,299,301,302,308,309,313,318,329,330,339,
340,351,361,366,368,369,370,377,379

উপরেল্লিখিত, এই ২৩ টি অধ্যায়ের নির্বাচিত এই ম্যাথগুলো বুঝে বুঝে নিয়মিত অনুশীলন করলে আশা করি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার ম্যাথ নিয়ে আপনাকে তেমন দুঃশ্চিন্তা করতে হবেনা।এই ম্যাথগুলো শেষ করার পর অন্যান্য বাকি ম্যাথগুলো দেখতে পারেন। এছাড়াও আরও ২-১ টি রেফারেন্স বই অনুশীলন করতে পারেন।

Dr. R.S Aggarwal এর বাংলা ভার্সন এর একটা বই পাওয়া যায় নীলক্ষেতে,এটা সুমন সেনের তৈরি করা। ২০০০এর অধিক math বাংলায় করা হয়েছে Dr. R.S Aggarwal এর বইটি থেকে।এছাড়াও বেসিকগুলো বাংলায় খুব সহজে ব্যাখ্যা করা হয়েছে যা খুব সহজে ম্যাথগুলো বুঝতে সাহায্য করবে আপনাকে।এছাড়াও এই পোস্টে যে ম্যাথগুলি দেয়া হল অনুশীলনের জন্য,সেগুলোও এই বাংলা ভার্সনের বইটিতে পেয়ে যাবেন বিস্তারিত। বাংলায় করা এই বইটিও সংগ্রহে রাখতে পারেন, যদি আপনার ভাল লাগে বইটি।

আজ এ পর্যন্তই । সবাই ভাল থাকবেন।

“It's a lie to think you're not good enough. It's a lie to think you're not worth anything.” ― Nick Vujicic


বি দ্রঃ লেখাটাতে শুধু আমার নিজের আইডিয়া অনুযায়ী ধারণা দেয়া হয়েছে। আপনি আপনার মত করেও প্রস্তুতি নিতে পারেন। সফল হবার জন্য যে প্রস্তুতি দরকার, সেটা সম্পন্ন করাটাই মুখ্য কাজ।আর ছোটখাটো ভুল থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন দয়া করে।
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]