Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : গণিত এবং গানিতিক যুক্তি ও দক্ষতা
#6693
১.একটি ট্রেন ঘন্টায় ৬০ কিলোমিটার বেগে চলে। ১০০ মিটার যেতে ট্রেনটির কত সময় লাগবে?
-৬ সেকেন্ড
ব্যাখ্যা:
৬০ কিমি=৬০,০০০ মিটার
১ ঘন্টা =৬০ মিনিট
=৬০x৬০ সেকেন্ড
=৩৬০০ সেকেন্ড

ট্রেনটি ৬০,০০০ মিটার যায় ৩৬০০ সেকেন্ডে
ট্রেনটি ১০০ মিটার যায় ৩৬০০/৬০,০০০x১০০ সেকেন্ড
=৩৬/৬ সেকেন্ড
=৬ সেকেন্ড
২.করিমের সাপ্তাহিক আয় ৩৫০০ টাকা হলে এই হিসেবে জুন মাসে তার কত টাকা আয় হয়েছিল?
-১৫০০০
ব্যাখ্যা:
সাপ্তাহিক আয় ৩৫০০ টাকা
দৈনিক আয় ৩৫০০/৭ টাকা
=৫০০ টাকা
জুন মাসে দিনের সংখ্যা ৩০ ।
জুন মাসে তার আয় = (৩০x৫০০) টাকা
=১৫,০০০ টাকা
৩.একটি নৌকা স্রোতের অনুকূলে ঘন্টায় ৮ কিমি এবং স্রোতের প্রতিকূল ৪ কিমি যায়। নৌকার বেগ কত?
-৬ কিমি
ব্যাখ্যা:
নৌকা বা দাঁড়ের বেগ সহজে নির্নয়ের সূত্র
নৌকা বা দাঁড়ের বেগ= স্রোতের অনুকূলে বেগ+স্রোতের প্রতিকূলে বেগ/২
সুতরাং নৌকার বেগ= ৮+৪/২ কিমি/ঘন্টা
=৬ কিমি/ঘন্টা
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    3235 Views
    by apple
    0 Replies 
    356 Views
    by sajib
    0 Replies 
    203 Views
    by kajol
    0 Replies 
    197 Views
    by tamim
    0 Replies 
    166 Views
    by raja

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]