Let's Discuss!

বিষয় ভিত্তিক প্রস্তুতি : গণিত এবং গানিতিক যুক্তি ও দক্ষতা
#6307
১.১০ থেকে ৬০ পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অংক ৯ তাদের সমষ্টি কত?
-১০৭
ব্যাখ্যা:
১০ থেকে ৬০ পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অংক ৯, সে সকল সংখ্যা হচ্ছে ১৯, ২৯, ৫৯।
সংখ্যা তিনটির সমষ্টি= ১৯+২৯+৫৯
=১০৭
২.পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও চার অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর কত?
-১
ব্যাখ্যা:
পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা= ১০০০০
চার অঙ্কের বৃহত্তম সংখ্যা= ৯৯৯৯
ব্যাবধান= ১
৩.৬০ থেকে ৮০ এর মধ্যবর্তী ক্ষুদ্রতম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর হবে –
-১৮
ব্যাখ্যা:
৬০ ও ৮০ এর মধ্য সর্বনিম্ন ও সর্বোচ্চ মৌলিক সংখ্যা হচ্ছে যথাক্রমে ৬১ ও ৭৯।
সুতরাং এ দুটি সংখ্যার অন্তর হবে (৭৯-৬১)
=১৮
৪.৪৩ থেকে ৬০ এর মধ্যে মৌলিক সংখ্যার সংখ্যা –
-৪
ব্যাখ্যা:
৪৩ থেকে ৬০ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো হলো: ৪৩, ৪৭, ৫৩ এবং ৫৯ মোট ৪টি।
৫.৭২ সংখ্যাটি মোট ভাজক আছে –
-১২টি।
ব্যাখ্যা:
৭২ সংখ্যাটির ভাজকগুলো হলো: ১, ২, ৩, ৪, ৬, ৮, ৯, ১২, ১৮, ২৪, ৩৬, ৭২=১২টি।
৬.২ থেকে ৩২ এর মধ্যে মৌলিক সংখ্যা কতটি?
-১০টি।
ব্যাখ্যা:
২ এবং ৩২ এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো হলো ৩, ৫, ৭, ১১, ১৩, ১৯, ২৩, ২৯, ও ৩১।
সুতরাং ২ এবং ৩২ পর্যন্ত মৌলিক সংখ্যা ১০টি।
৭.কোন সংখ্যাটি বৃহত্তম?
-√০.৩
ব্যাখ্যা:
√০.৩=০.৫৪৭৭ (বৃহত্তম)
৮.১ হতে ৩০ পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে?
-১০টি।