Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : গণিত এবং গানিতিক যুক্তি ও দক্ষতা
#5374
১.এক ব্যক্তি একটি দ্রব্য ১২০০ টাকায় কিনে ১৫% লাভে বিক্রয় করল। ক্রেতা ঐ দ্রব্য তৃতীয় এক ব্যক্তির কাছে ৫% ক্ষতিতে বিক্রয় করল। শেষ বিক্রয়মূল্য কত ছিল?
-১৩১১ টাকা।
সমাধান:
১৫% লাভে,
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য ১১৫ টাকা
ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য ১১৫/১০০ টাকা
ক্রয়মূল্য ১২০০ টাকা হলে বিক্রয়মূল্য =১১৫x১২০০/১০০ টাকা
=১৩৮০ টাকা
আবার, ৫% ক্ষতিতে,
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য ৯৫ টাকা
,, ১ ,, ,, ,, =৯৫/১০০ টাকা
,, ১৩৮০ ,, ,, =৯৫x১৩৮০/১০০ টাকা
=১৩১১ টাকা
২.একজন চা ব্যবসায়ী এক বাক্স চা পাতা কেজি প্রতি ৮০ টাকা হিসেবে ক্রয় করেন। সব চা পাতা কেজি প্রতি ৭৫ টাকা দরে বিক্রয় করায় ৫০০ টাকা ক্ষতি হয়। তিনি কত কেজি চা টাতা ক্রয় করেছিলেন?
-১০০ কেজি
সমাধান:
১ কেজি চা পাতার ক্রয়মূল্য ৮০ টাকা
এবং ১ কেজি চা পাতার বিক্রয়মূল্য ৭৫ টাকা
সুতরাং ক্ষতি=(৮০-৭৫) টাকা
=৫ টাকা
৫ টাকা ক্ষতি হয় ১ কেজিতে
সুতরাং ১ টাকা ক্ষতি হয় ১/৫ কেজিতে
৫০০ টাকা ক্ষতি হয় ১x৫০০/৫ কেজিতে
=১০০ কেজিতে
৩.একটি ছাগল ১০% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয়মূল্য ৪৫০ টাকা বেশি হলে ৫% লাভ হতো। ছাগলটির ক্রয়মূল্য কত?
-৩০০০ টাকা
সমাধান:
১০% ক্ষতিতে বিক্রয়মূল্য =(১০০-১০) টাকা
=৯০ টাকা
৫% লাভে বিক্রয়মূল্য =(১০০+৫) টাকা
=১০৫ টাকা
দুই বিক্রয়মূল্যের পার্থক্য=(১০৫-৯০) টাকা
=১৫ টাকা
বিক্রয়মূল্য ১৫ টাকা বেশি হলে ক্রয়মূল্য =১০০ টাকা
বিক্রয়মূল্য ৪৫০ টাকা বেশি হলে ক্রয়মূল্য ১০০x৪৫০/১৫
=৩০০০ টাকা
৪.৮টি দ্রব্য ৫ টাকায় ক্রয় করে ১৬ টি দ্রব্য কত টাকায় বিক্রয় করলে ১০% লাভ হবে?
-১১ টাকা
সমাধান:
৮টি দ্রব্যের ক্রয়মূল্য ৫ টাকা
১৬ টি দ্রব্যের ক্রয়মূল্য =৫x১৬/৮ টাকা
১০% লাভে বিক্রয়মূল্য=(১০০+১০) টাকা
=১১০ টাকা
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য হবে ১১০ টাকা
ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য হবে ১১০/১০০ টাকা
ক্রয়মূল্য ১০ টাকা হলে বিক্রয়মূল্য=১১০x১০/১০০ টাকা
=১১ টাকা
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    5181 Views
    by tasnima
    0 Replies 
    4175 Views
    by tumpa
    0 Replies 
    4846 Views
    by Romana
    0 Replies 
    5571 Views
    by tumpa
    0 Replies 
    5949 Views
    by shanta

    প্রসারিত-- সংকুচিত প্রকাশ্য-- গোপনীয়/অপ্রকাশ্য/প্[…]

    প্রতিকূল-- অনুকূল প্রকাশ্যে-- নেপথ্যে প্রায়শ-- কদ[…]

    নামা-- ওঠা নিশ্চয়তা-- অনিশ্চয়তা নিন্দুক/নিন্দক--[…]

    নাবালক-- সাবালক নীরস-- সরস নিন্দা-- প্রশংসা নিরবকা[…]