Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : গণিত এবং গানিতিক যুক্তি ও দক্ষতা
#5245
১.এক দোকানদার ১২.৫% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রি করেন। যে মূল্য দিয়ে তিনি দ্রব্যটি বিক্রি করলেন তার চাইতে ৩০ টাকা বেশি মূল্যে বিক্রি করলে ক্রয়মূল্যের উপর ২৫% লাভ হতো। দ্রব্যটির ক্রয়মূল্য কত?
-৮০
সমাধান:
ধরি, দ্রব্যটির ক্রয়মূল্য ১০০ টাকা
সুতরাং ১২.৫% ক্ষতিতে বিক্রয়মূল্য= (১০০-১২.৫) টাকা
=৮৭.৫ টাকা
সুতরাং ২৫% লাভে বিক্রয়মূল্য = (১০০+২৫) টাকা
=১২৫ টাকা
বিক্রয়মূল্যের পার্থক্য=(১২৫-৮৭.৫) টাকা
=৩৭.৫ টাকা
বিক্রয়মূল্য ৩৭.৫ টাকা বেশি হলে ক্রয়মূল্য ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা বেশি হলে ক্রয় মূল্য ১০০/৩৭.৫ টাকা
বিক্রয়মূল্য ৩০ টাকা বেশি হলে ক্রয়মূল্য ১০০x৩০/৩৭.৫ টাকা
=৮০ টাকা
২.৫৬০ টাকার একটি চেয়ার কিনে কত টাকায় বিক্রয় করলে ২৫% লাভ হবে?
-৭০০
সমাধান:
২৫% লাভে,
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য ১২৫ টাকা
,, ১ ,, ,, ,, ১২৫/১০০ ,,
,, ৫৬০ ,, ,, ,, ১২৫x৫৬০/১০০ টাকা
=৭০০ টাকা
সুতরাং বিক্রয়মূল্য =৭০০ টাকা
৩.একটি দ্রব্য ২৫% লাভে বিক্রয় করা হলে, বিক্রয়মূল্য ও ক্রয়ের মূল্যের অনুপাত নিচের কোনটি?
-৫:৪
সমাধান:
ধরি, দ্রব্যটির ক্রয়মূল্য ১০০ টাকা
সুতরাং ২৫% লাভে বিক্রয়মূল্য = (১০০+২৫) বা ১২৫ টাকা
সুতরাং বিক্রয়মূল্য: ক্রয়মূল্য= ১২৫: ১০০
=৫:৪
৪.একজন ডিম ব্রিক্রেতা প্রতিডজন ডিম ১০১ টাকা দরে ৫ ডজন এবং ৯০ টাকা দরে ৬ ডজন ডিম কিনে কত টাকা দরে বিক্রয় করলে তার ডজন প্রতি ৩ টাকা লাভ হবে?
-৯৮ টাকা
সমাধান:
১০১ টাকা দরে ক্রয় করে ৫ ডজন ডিমের ক্রয়মূল্য= ৫x১০১= ৫০৫ টাকা
৯০ ,, ,, ,, ,, ৬ ,, ,, ,, =৬x৯০ টাকা
=৫৪০ টাকা
১১ ডজন ডিমের মোট ক্রয়মূল্য = (৫০৫+৫৪০) টাকা
=১০৪৫ টাকা
সুতরাং ১ ডজন ডিমের গড় ক্রয়মূল্য= ১০৪৫/১১ টাকা
=৯৫ টাকা
সুতরাং গড় ক্রয়মূল্য ৯৫ টাকা ডজন। তাই ডজন প্রতি ৩ টাকা লাভ করতে হলে ৯৫+৩=৯৮ টাকা ডজন দরে ডিমগুলো বিক্রি করতে হবে।
৫.একটি দ্রব্য ৫০০ টাকায় ক্রয় করে ১০% লাভে বিক্রয় করা হলো। দ্রব্যটির ক্রয়মূল্য ১০% কম হলে কত টাকা লাভ হতো?
-৯০
সমাধান: ১০% লাভে,
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য ১১০ টাকা
সুতরাং ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল ১১০/১০০ টাকা
ক্রয়মূল্য ৫০০ টাকা হলে বিক্রয়মূল্য ১১০x৫০০/১০০ টাকা
=৫৫০ টাকা
ক্রয়মূল্য ১০% কম হলে ক্রয়মূল্য= (৫০০-৫০০x১০/১০০) টাকা
=(৫০০-৫০) টাকা
=৪৫০ টাকা
সুতরাং মোট লাভ= (৫৫০-৪৫০) টাকা
=১০০ টাকা
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    191 Views
    by tasnima
    0 Replies 
    201 Views
    by shohag
    0 Replies 
    813 Views
    by rajib
    0 Replies 
    198 Views
    by tamim
    0 Replies 
    166 Views
    by raja

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]