Let's Discuss!

বিষয় ভিত্তিক প্রস্তুতি : গণিত এবং গানিতিক যুক্তি ও দক্ষতা
#5217
১.কোনো পরীক্ষায় ৪০% পরীক্ষার্থী ইংরেজিতে, ২৫% গণিতে এবং ১৫% পরীক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে। কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে পাশ করেছে?
-৫০
সমাধান: শুধু ইংরেজিতে ফেল করে=(৪০-১৫) %
=২৫%
শুধু গনিতে ফেল করে=(২৫-১৫)%
=১০%
ইংরেজি বা গণিত উভয় বিষয়ে ফেল করে=(২৫+১০+১৫) %
=৫০%
সুতরাং উভয় বিষয়ে পাস করে=(১০০-৫০)%
=৫০%
২.৪৮০ জন পরীক্ষার্থীদের মধ্যে ২৮৮ জন পাস করলে শতকরা কতজন পাস করল?
-৬০%
সমাধান:
৪৮০ জনে পাস করে ২৮৮ জন
১০০ জনে পাস করে ২৮৮x১০০/৪৮০ জন
=৬০ জন
৩.কমিশনের হার ৩.৫ টাকা হলে, ৩০০০ টাকা মূল্যের জিনিস বিক্রয় করে কত কমিশন পাওয়া যাবে?
-১০৫ টাকা
সমাধান:
১০০ টাকায় কমিশন ৩.৫ টাকা
৩০০০ টাকায় কমিশন =৩.৫x৩০০০/১০০ টাকা
=১০৫ টাকা
৪.একটি গনিতের বই প্রকৃত মূল্যের শতকরা ৮০ ভাগ মূল্যে ৬৪ টাকায় বিক্রয় করা হলো। বইটির প্রকৃত মূল্য কত?
-৮০ টাকা
সমাধান:
বিক্রয়মূল্য ৮০ টাকা হলে প্রকৃত মূল্য ১০০ টাকা
সুতরাং বিক্রয়মূল্য ৬৪ টাকা হলে প্রকৃত মূল্য= ১০০x৬৪/৮০ টাকা
=৮০ টাকা
৫.কমিশনের হার ২.৫০ টাকা হলে ২০০০ টাকা মূল্যের জিনিস বিক্রয় করে কত কমিশন পাওয়া যাবে?
-৫০ টাকা
সমাধান:
১০০ টাকায় কমিশন ২.৫০ টাকা
সুতরাং ২০০০ টাকায় কমিশন = ২০০০x২.৫০/১০০ টাকা
=৫০ টাকা
৬.এক ব্যক্তি তার আয়ের ৫% আয়কর দেন। তিনি ৬০০ টাকা আয়কর দিলে তার মোট আয় কত?
-১২,০০০ টাকা
সমাধান:
৫ টাকা আয়কর দেন যখন মোট আয়= ১০০ টাকা
সুতরাং ৬০০ টাকা আয়কর দেন যখন মোট আয় = ৬০০x১০০/৫ টাকা
=১২০০০ টাকা
  Similar Topics
  TopicsStatisticsLast post
  0 Replies 
  99 Views
  by tumpa
  0 Replies 
  94 Views
  by tumpa
  0 Replies 
  69 Views
  by tumpa
  0 Replies 
  65 Views
  by tumpa
  0 Replies 
  83 Views
  by tumpa