Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : গণিত এবং গানিতিক যুক্তি ও দক্ষতা
#4945
১.ক ও খ একত্রে একটি কাজ ১০ দিনে শেষ করতে পারে। খ একা কাজটি ১৪ দিনে শেষ করতে পারলে ক একা কতদিনে কাজটি শেষ করতে পারবে?
-৩৫
ব্যাখ্যা: (ক+খ) একত্রে ১ দিনে কর = ১/১০ অংশ
খ একা ১ দিনে করে = ১/১৪ অংশ
সুতরাং ক একা ১ দিনে করে = (১/১০-১/১৪) অংশ
= (৭-৫/৭০)
=২/৭০
=১/৩৫
সুতরাং ক একা সম্পূর্ণ কাজটি করে = (১X৩৫)
=৩৫ দিনে
২.একটি চৌবাচ্চা তিনটি নল দিয়ে যথাক্রমে ৮, ১২, ও ২৪ ঘন্টা পূর্ণ হতে পারে। তিনটি নল একসাথে খুলে দিলে চৌবাচ্চাটি তিন-চতুর্থাংশ পূর্ণ হতে কত সময় লাগবে?
-৩ ঘন্টা
ব্যাখ্যা: ১ম নল দিয়ে ৮ ঘন্টায় পূর্ণ হয় ১ অংশ
সুতরাং ১ম নল দিয়ে ১ ঘন্টায় পূর্ণ হয় ১/৮ অংশ
আবার, ২য় নল দিয়ে ১২ ঘন্টায় পূর্ণ ১ অংশ
২য় নল দিয়ে ১ ঘন্টায় পূর্ণ হয় ১/১২ অংশ

আবার,
৩য় নল দিয়ে ২৪ ঘন্টায় পূর্ণ হয় ১ অং,
সুতরাং ৩য় নল দিয়ে ১ ঘন্টায় পূর্ণ হয় ১/২৪ অংশ
৩ নল দিয়ে একত্রে ১ ঘন্টায় পূর্ণ ড়হয় = (১/৮+১/১২+১/২৪) অংশ
=৩+২+১/২৪
=১/৪ অংশ
১/৪ অংশ পূর্ণ হয় ১ ঘন্টায়
১ ,, ,, ,, ৪ ঘন্টায়
৩/৪ ,, ,, ,, ৪ X৩/৪
=৩ ঘন্টায়
৩.কোনো ছাত্রাবাসে ১৫ জন ছাত্রের ৩২ দিনের খাদ্য আছে। কয়েকজন নতুন ছাত্র আসায় ২০ দিনে ঐ খাদ্য শেষ হলে নতুন ছাত্রের সংখ্যা কত?
-৯
ব্যাখ্যা: ৩২ দিনের খাবার আছে ১৫ জন ছাত্রের
১ দিনের খাবার আছে ১৫ X৩২ জন ছাত্রের
২০ দিনের খাবার আছে ১৫ X৩২/২০ জন ছাত্রের
=২৪ জন ছাত্রের
সুতরাং নতুন ছাত্রের সংখ্যা = (২৪-১৫) জন
=৯ জন
৪.অপু, দিপু, নিপু একটি কাজ যথাক্রমে ৬, ১০, ১৫ দিনে করতে পারে। একত্রে তারা কাজটি কতদিনে করতে পারবে?
-৩ দিন
ব্যাখ্যা: অপু ১ দিনে করে = ১/৬ অংশ কাজ
আবার, দীপু ১ দিনে করে = ১/১০ অংশ কাজ
এবং নিপু ১ দিনে করে = ১/১৫ অংশ কাজ
সুতরাং অপু, দিপু ও নিপু একত্রে ১ দিনে করে
= (১/৬+১/১০+১/১৫) অংশ কাজ
= (৫+৩+২/৩০) অংশ কাজ
=১০/৩০ অংশ কাজ
=১/৩ অংশ কাজ
সুতরাং তিনজন একত্রে সম্পূর্ণ কাজ করে = (১ X৩)
=৩ দিনে
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    213 Views
    by tamim
    0 Replies 
    179 Views
    by raja
    0 Replies 
    37 Views
    by bdchakriDesk
    0 Replies 
    212 Views
    by shohag
    0 Replies 
    3251 Views
    by apple
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]