Let's Discuss!

বিষয় ভিত্তিক প্রস্তুতি : গণিত এবং গানিতিক যুক্তি ও দক্ষতা
#4901
১.একটি রাস্তার পাশে এক সারিতে ১৫টি গাছ লাগানো আছে। একটি গাছ থেকে আরেকটি গাছের দূরত্ব ১০ মিটার হলে প্রথম গাছ ও শেষ গাছ দুটির মধ্যে দূরত্ব কত?
-১৪০ মিটার
ব্যাখ্যা: ১ম গাছ ও শেষ গাছের মধ্যে মধ্যবর্তী দূরত্ব (১৪x১০) মি.
=১৪০ মিটার
২.প্রদত্ত উপাত্তগুলোর মধ্যক: ১২, ৯, ১৫, ৫, ২০, ৮, ২৫, ১৭, ২১, ২৩, ১১ ।
-১৫
ব্যাখ্য: উপাত্তগুলোকে ছোট থেকে বড় অনুসারে সাজিয়ে পাই,
৫, ৮, ৯, ১১, ১২, ১৫, ১৭, ২০, ২১, ২৩, ২৫
সুতরায় উপাত্তগুলোর মধ্যক ১৫।
৩.যদি কাঁচ পানি অপেক্ষা ৩.৫ গুন বেশী ভারী হয় তবে ৫০ ঘন সেন্টিমিটার কাঁচের ওজন কত?
-১৭৫ গ্রাম
ব্যাখ্যা: ১ ঘন সেন্টিমিটার পানির ওজন ১ গ্রাম
সুতরাং ৫০ ,, ,, ,, ,, (৫০x১) গ্রাম
সুতরাং ৫০ ঘন সেন্টিমিটার কাঁচের ওজন (৫০x৩.৫) গ্রাম
=১৭৫.০০ গ্রাম
সুতরাং কাঁচ পানি অপেক্ষা ৩.৫ গুন বেশি ভারী।
৪.২, ৭, ৫, ৪, ৬, ও ১০ সংখ্যাগুলোর প্রচুরক নিচের কোনটি?
-প্রচুরক নেই
ব্যাখ্যা: যেহেতু সংখ্যাগুলোর মধ্যে একই সংখ্যা একাধিকবার সেই সেহেতু সংখ্যাগুলোর প্রচুরক নেই।
৫.২০১৯ সালের ১ জানুয়ারি বৃহস্পতিবার ছিল। একই বছরের ৩১ ডিসেম্বর কি বার ছিল?
-বৃহস্পতিবার
ব্যাখ্যা: ২০০৯ সাল অধিবর্ষ নয়। সুতরাং ২০০৯ সালের ১ জানুয়ারি এবং ২০০৯ সালের ৩১ ডিসেম্বর একই বার হবে। অর্থাৎ বৃহস্পতিবার।
৬.একটি ঘড়ি প্রতিদিন ১০ মিনিট সময় হারায়। কতদিন পর ঘড়িটি এমন অবস্থায় পৌছাবে যখন ঘড়িটি সঠিক সময় নির্দেশ করবে?
-৭২
ব্যাখ্যা: ১ দিনে সময় হারায় ১০ মিনিট
সুতরাং ৬ দিনে সময় হারায় ১০x৬
=৬০ মিনিট
আমরা জানি,
ঘড়ির কাটায় সম্পূর্ণ ঘন্টা = ১২
সুতরাং ১ ঘন্টা সময় হারায় ৬ দিনে
সুতরাং ১২ ,, ,, ,, (৬x১২) দিনে
=৭২ দিনে
  Similar Topics
  TopicsStatisticsLast post
  3 Replies 
  388 Views
  by jalil
  0 Replies 
  134 Views
  by sumon
  0 Replies 
  131 Views
  by sumon
  0 Replies 
  121 Views
  by sumon
  0 Replies 
  107 Views
  by sumon