Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : গণিত এবং গানিতিক যুক্তি ও দক্ষতা
#4516
১.sin60॰ এর মান হবে –
-√3/2
২.Log2+log4+log8+------ ধারাটির 7 তম পদ কত?
-log 128
৩.একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ২ একক হলে, উহার উচ্চতা কত হবে?
-√৩ একক
৪.একটি সিলিন্ডারের আয়তন হবে –
-পাইr²h
৫.৭% সরল মুনফায় ৬৫০ টাকার ৬ বছরের মুনাফা কত?
-২৭৩ টাকা
৬.একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ১২০ বর্গমিটার এবং পরিসীমা ৪৬ মিটার হলে, কর্ণের দৈর্ঘ্য কত?
-১৭ মিটার
৭.৬, ৮, ১০ মিটার বাহুবিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রফল কত বর্গমিটার?
-২৪
৮.কোনো শ্রেনীর ২৪ জন ছাত্রের গড় বয়স ১৪ বছর। যদি একজন শ্রেনীশিক্ষকের বয়স তাদের বয়সের সাথে যোগ করা হয় তবে বয়সের গড় হয় তাদের বয়সের গড়ের এক বৎসর বৃদ্ধি পায়। ঐ শিক্ষকের বয়স কত?
-৩৯ বছর
৯.দুইট সংখ্যার গ.সা.গু ও ল.সা.গু যথাক্রমে ১৪ ও ১৬৮ একটি সংখ্যা ৪২ হলে, অপরটি কত?
-৫৬
১০.একটি সমকোণী ত্রিভুজের লম্ব ও ভূমির পরিমাণ ৩ এবং ৪ হলে উহার ত্রিভুজের পরিমাণ কত?
-৫
১১.একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের কোণগুলোর পরিমাণ কত?
-৯০॰, ৪৫॰, ৪৫॰
১২.চতুর্ভুজের চার কোণের সমষ্টি কত?
-৪ সমকোণ
১৩.একটি ত্রিভূজের মধ্যমাত্রয় পরস্পর সমান হলে ত্রিভুজটি হবে ---
-সমবাহু
১৪.বৃত্তের সবচেয়ে বড় জ্যা হলো –
-ব্যাস
১৫.একটি বর্গের বাহুর দৈর্ঘ্য ৩০% বৃদ্ধি করলে বর্গটির ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে?
-৬৯%
১৬.বহি:স্থ কোনো বিন্দু হতে একটি বৃত্তে কয়টি স্পর্শক আঁকা যায়?
-২
১৭.একটি ঘনকের সমকোণের মোট সংখ্যা হবে –
-২৪টি
১৮.একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য তার প্রস্থের দেড়গুন, ক্ষেত্রটির ক্ষেত্রফল ২১৬ বর্গমিটার। ক্ষেত্রটির দৈর্ঘ্য কত?
-১৮ মিটার।
১৯. একটি চতুর্ভুজের চারটি কোণের পরিমাপের অনুপাত ১:২: ২: ৩। চতুর্ভুজটির বৃহত্তম কোণের পরিমাণ কত?
-১৩৫॰
২০.৩ বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের ৫ গুণ ছিল এবং ৬ বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের ৩ গুন হবে। উভয়ের বর্তমান বয়স কত?
-১২, ৪৮
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    212 Views
    by shohag
    0 Replies 
    826 Views
    by rajib
    0 Replies 
    213 Views
    by tamim
    0 Replies 
    198 Views
    by tasnima
    0 Replies 
    179 Views
    by raja
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]