Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : গণিত এবং গানিতিক যুক্তি ও দক্ষতা
#2200
২০১। ২+৬+১৮+........ ধারাটির ৮ পদের সমষ্টি কত?
- ৬৫৬০
২০২। ১৫ টি কমলালেবুর দাম ৬০ টাকা হলে, ২১ টি কমলালেবুর দাম কত?
- ৮৪ টাকা
২০৩। দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ১৯৯, বড় সংখ্যাটি কত?
- ১০০
২০৪। ৭ টি ঘোড়া ও ৫ টি গরুর মূল্য ৫২০০ টাকা। একটি গরুর মূল্য ২০০০ টাকা হলে একটি ঘোড়ার মূল্য কত?
- ৬০০০ টাকা
২০৫। ৫ টি ঘণ্টা প্রথমে একত্রে বেজে পরে যথাক্রমে ৬,১২,২৪,৩০ ও ৪০ সেকেন্ড অন্তর অন্তর বাজতে লাগল। কতক্ষণ পরে ঘণ্টা গুলো পুনরায় একত্রে বাজবে?
- ২ মিনিট
২০৬। একটা পার্কার কলম ৩০০ টাকায় ক্রয় করে ২৬০ টাকা বিক্রয় করা হয়েছে। এতে শতকরা কত লাভ বা ক্ষতি হল?
- ৪০ টাকা
২০৭। কোন বাড়িতে ৮ জন লোকের ৩০ দিনের খাদ্য আছে। ৬ দিন পর ঐ বাড়িতে ৪ জন মেহমান এলো। বাকি খাদ্য তাদের আর কতদিন চলবে?
- ১৬ দিন
২০৮। একটি পন্য ১২২৯.৬০ টাকায় বিক্রয় করলে ৬০% লাভ হয়, ঘোড়াটির ক্রয় মূল্য কত?
- ১১৬০ টাকা
২০৯। ৫০ পয়সার ৫০ দিনের সুদ ৫০ পয়সা হলে দৈনিক সুদের হার কত?
- ২ টাকা
২১০। ৭২ কেজি ওজন বিশিষ্ট একটি মিশ্রণ A এর ১৭ ভাগ, B এর ৩ ভাগ এবং C এর ৪ ভাগ দ্বারা গঠিত। মিশ্রণে B কত টুকু আছে?
- ৯ কেজি
২১১। ৫৬ কে ৭:৮ অনুপাতে হ্রাস করলে নতুন সংখ্যা হবে—
- ৪৯
২১২। পিতা ও দুই পুত্রের বর্তমান গড় বয়স ২২ বছর। ৩ বছর পর দুই পুত্রের গড় বয়স ১৩ হলে পিতার বর্তমান বয়স কত?
- ৪৬ বছর
২১৩। যে পরিমাণ খাদ্য ২০০ জন লোকের ২০ সপ্তাহ চলে ঐ পরিমাণ খাদ্য কতজন লোকের ৮ সপ্তাহ চলবে?
- ৫০০ জন
২১৪। ৩ জন পুরুষ ও ৬ জন বালকের গড় আয় ১২.০০ টাকা। ১ জন পুরুষের আয় ২ জন বালকের আয়ের সমান হলে ১ জন পুরুষের আয় কত?
- ১৮ টাকা
২১৫। একজন বিক্রেতা শার্টের গায়ে লিখিত বিক্রয়মূল্য ৯০ টাকার উপর ১৫% ডিসকাউন্ট দেন। শার্টটির ক্রয়মূল্য কত?
- ৭৬.৫০ টাকা
২১৬। x²+y² =8 এবং xy =7 হলে (x+y)² এর মান কত?
- 22
২১৭। (x+y)²–(x–y)² = কত?
- 4xy
২১৮। a–1/a = 5 হলে, a²+1/a² এর মান কত?
- 27
২১৯। a–b =4, ab =3 হলে, a³–b³ =?
- 100
২২০। শতকরা বার্ষিক ৭.৫০ টাকা হার সুদে কত টাকার ৭৩ দিনের সুদ ৬০ টাকা হবে?
- ৪০০০ টাকা
২২১। ২০ থেকে ১০০ এর মধ্যবর্তী মৌলিক সংখ্যা কতটি?
- ১৭ টি
২২২। একটি সংখ্যার ৩ গুণের সাথে দ্বিগুণ যোগ করলে ৯০ হয়। সংখ্যাটি কত?
- ১৮
২২৩। ১ গ্যালন = কত লিটার?
- ৪.৫৪৬ লিটার
২২৪। ৪০ থেকে বড় কিন্তু ৫০ থেকে ছোট মৌলিক সংখ্যা কোনগুলো?
- ৪১,৪৩,৪৭
২২৫। একটি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ২০ সেমি। সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য ৩ সেমি ও ৫ সেমি। সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত?
- ৪ সেমি
২২৬। a+b+c =9 এবং a²+b²+c² =29 হলে, ab+bc+ca এর মান কত?
- 26
২২৭। (x–7) (4x–29) = (2x–5) (2x–17) + 1 হলে x এর মান কত?
- 9
২২৮। x+y =12 এবং x–2 =2 হলে, xy=?
- 32
২২৯। x–2 =2 এবং xy =3 হলে, x+y এর মান কত?
- 19/4
২৩০। কাগজের পূর্বমূল্যঃবর্তমান মূল্য = ২:৩, পূর্বের তুলনায় মূল্য শতকরা কত বৃদ্ধি পেয়েছে?
- ৫০%
২৩১। কোন শিক্ষার্থী পরীক্ষায় ৮০০ নম্বরের মধ্যে ৫৭৬ নম্বর পেল। সে শতকরা কত নম্বর পেল?
- ৭২%
২৩২। ১২০ মিটার লম্বা একটি ট্রেন ৩৩০ মিটার লম্বা একটা সেতু অতিক্রম করবে। ট্রেনটির গতিবেগ ঘণ্টায় ৩০ কিমি হলে, সেতুটি অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে?
- ৫৪ সেকেন্ড
২৩৩। ১৫ কেজি চাল ২৫৫ টাকায় পাওয়া যায়। ৩৪০ টাকায় কত কেজি চাল পাওয়া যাবে?
- ১৭ কেজি
২৩৪। ২০ টি হাঁসের মূল্য ১৫ টি মুরগির মূল্যের সমান। ১ টি হাঁসের মূল্য ৬০ টাকা হলে, ১ টি মুরগির মূল্য কত?
- ৮০ টাকা
২৩৫। ৭/১৭ এর হর এবং লবের সংগে কোন সংখ্যাটি যোগ করলে ভগ্নাংশটি ৩/৫ হবে?
- ৮
২৩৬। (3x+2) (2x–6) = (4–3x) (1–2x)–10 হলে, x এর মান কত?
- (–2)
২৩৭। 2x+15 = 27-4x কে সমাধান করলে x এর মান কত হবে?
- (2)
২৩৮। কোন বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত—
- ২২/৭
২৩৯। দুইটি নির্দিষ্ট বিন্দু দিয়ে কয়টি বৃত্ত আঁকা যাবে?
- অসংখ্য
২৪০। ৬ ফুট দীর্ঘ একটি বাঁশের ৪ ফুট দীর্ঘ ছায়া হয়। একই সময়ে একটি গাছের ছায়া ৬৪ ফুট লম্বা। গাছটির উচ্চতা কত ফুট?
- ৯৬ ফুট
২৪১। কোন ক্ষুদ্রতম সংখ্যা হতে ১ বিয়োগ করলে বিয়োগফল ৯, ১২ ও ১৫ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?
- ১৮১
২৪২। ০.০১×.০২ = কত?
- ০.০০০২
২৪৩। একজন লোক সপ্তাহে ১২৫০ টাকা আয় করেন এবং ১০০০ টাকা ব্যয় করেন। তাঁর সঞ্চয়ের সাথে আয়ের অনুপাত কত?
- ১:৫
২৪৪। তিন ভাইয়ের বয়সের গড় ১৬ বছর। পিতাসহ তিন ভাইয়ের বয়সের গড় ২৫ বছর হলে, পিতার বয়স কত?
- ৫২ বছর
২৪৫। যদি x+1/x =5 হয়, তবে, x/x²+x+1 এর মান কত?
- (1/6)
২৪৬। a–1/b =3 হলে, a³–1/b³ = কত?
- ৩৬
২৪৭। 12x²+7x–10 এর উৎপাদকে বিশ্লেষণ —
- (4x+5) (3x–2)
২৪৮। একটি সুষম ষড়ভুজের একটি অন্তঃকোণের পরিমাণ হবে—
- ১২০°
২৪৯। একটি বহুভুজের বাহুর সংখ্যা ৬ হলে, বহুভুজের অন্তঃকোণ গুলোর সমষ্টি কত হবে?
- ৮ সমকোণ
২৫০। কোন কর্মকর্তার বেতন একমাসে ১০% বৃদ্ধি পেল, আবার পরবর্তী মাসে তার বেতন ১০% কমলো। এতে ঐবকর্মকর্তার মূল বেতনের কি পরিবর্তন ঘটলো?
- ১% কমলো
  Similar Topics
  TopicsStatisticsLast post
  0 Replies 
  479 Views
  by bdchakriDesk
  0 Replies 
  312 Views
  by bdchakriDesk
  0 Replies 
  412 Views
  by bdchakriDesk
  0 Replies 
  334 Views
  by bdchakriDesk
  0 Replies 
  533 Views
  by bdchakriDesk

  SSJ GREEN MATERIALS LTD is the largest & t[…]

  জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ মোতাবেক রজনীগঞ্[…]

  সরকারি বিধি মোতাবেক বাড়াইর হাজী চেরাগ আলী উচ্চ ব[…]

  বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) জনবল কাঠা[…]