Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : গণিত এবং গানিতিক যুক্তি ও দক্ষতা
#2116
অনেকেই মনে করেন স্বল্প সময়ে প্রস্তুতি নেয়া সম্ভব না। আমি বলব ১০০% সম্ভব। AUST কিংবা অন্য কোন প্রতিষ্ঠান প্রশ্ন করবে, তাই কোন বুদ্ধিই কাজে লাগবে না, এইটা কোনভাবেই হতে পারে না। প্রশ্ন AUST, IBA, BUET কিংবা Harvard যেই করুক না কেন বুদ্ধিবৃত্তিক পড়াশুনার ১০০% জয় নিশ্চিত।

কেউ যদি ভালভাবে AUST বা Recent Exam Takers দের নেয়া বিভিন্ন ব্যাংক জব পরীক্ষার ম্যাথ প্রশ্নগুলো এনালাইজ করেন, দেখতে পাবেন প্রায় ৭০% প্রশ্নে সংখ্যা কিংবা ভাষা আলাদা করে দেয়া হলেও Conceptually এই প্রশ্নগুলো প্রায় একই রকম। আপনি হয়তো Goal-oriented না তাই পরীক্ষার হলে গিয়ে Conceptually same questions গুলো উত্তর করতে পারছেন না। অথচ এইগুলো পারলেও সিলেক্টেড হওয়া সম্ভব।

চাকুরীর পরীক্ষায় Calculus, Normal Distribution কিংবা Quadretric Equation আসে না যে আমাদেরকে Mathematician হতে হবে। এছাড়াও বাজারে প্রাপ্ত মোটা মোটা বই সমাধান করা অনেক সময় সাপেক্ষ ও ক্ষেত্রে বিশেষে ফলপ্রসূ নয়।

চলেন এখন কাজের কথায় আসি। আপনার উদ্দেশ্য বাংলাদেশ ব্যাংকের MCQ & Written পরীক্ষায় কোয়ালিফাই করা NASA তে চাকুরী পাওয়া নয়। তার জন্য একটি কাজ করাই যথেষ্ট। আর তা হলো বাংলাদেশ ব্যাংকের অফিসার, সহকারী পরিচালক ও কম্বাইন্ড ব্যাংকের সাম্প্রতিক প্রশ্নগুলোসহ বিগত বছরের প্রশ্নভান্ডার হতে রিসেন্ট ২৫ সেট প্রশ্ন বাচাই করে সেগুলো সমাধান করে ফেলা। এই প্রশ্নগুলো সমাধানের ক্ষেত্রে ৩টি বিষয় নিশ্চিত করতে হবে:

১) সবগুলো ম্যাথ বুঝে বুঝে করতে হবে।

২) বাসায় বসে পরীক্ষা দিয়ে নিশ্চিত করতে হবে ১ সেট ম্যাথ প্রশ্ন আপনি ৩০মিনিট /৪০ মিনিটে সমাধান করতে পারছেন। যারা বাসায় নিদিষ্ট সময়ে পারবে না, তারা পরীক্ষার হলেও নিশ্চিতভাবে পারবেন না।

৩) ২৫ সেট প্রশ্নে অন্তত পক্ষে ১০ বার পরীক্ষা দিতে হবে।

অংকগুলো নিজে নিজে পারলে করেন অথবা না পারলে হতাশ না হয়ে সমাধান দেখে দেখে সলভ করেন। ৩০টি ম্যাথের মধ্যে আপনি ২৭টি পারবেন না এটাই স্বাভাবিক। তবে ম্যাথগুলো করার সময় অবশ্যই বুঝে বুঝে করতে হবে। শুধুমাত্র এই কাজটি করেই MCQ ও Written উভয় পরীক্ষায় ভাল করা আলবৎ সম্ভব।

যারা মানবিক বা ব্যবসায় শিক্ষা অনুষদ থেকে স্নাতক কিংবা স্নাতকত্তোর সম্পন্ন করেছেন স্বাভাবিকভাবে বলা যায় তাদের ম্যাথের প্রস্তুতি মোটেই ভাল না বা কিছুটা ভাল যা বাংলাদেশ ব্যাংকে চান্স পাওয়ার জন্য কোনভাবেই যথেষ্ট নয়। এছাড়া এই দুই ব্যাকগ্রাউন্ড এর স্টুডেন্টদের জ্যামিতির জ্ঞান থাকেনা বললেই চলে।

যারা প্রাথমিক অবস্থা থেকে স্বল্প সময়ে Math এর Arithmetic, Algebra & Geometry এর উপর ভাল দক্ষতা অর্জন করতে চান তাদের জন্য আমার জানা মতে সবচাইতে ভাল বই হলো Kaplan GMAT/ GRE Math Workbook. বিশেষ করে বেসিক থেকে ধীরে ধীরে এডভান্স লার্নিং এর ক্ষেত্রে বইটি জাদুর মত কাজ করে। এই বইটির সুবিধাটি হলো অত্যন্ত সহজ ইংরেজিতে ব্যাখ্যা করা। তাই দুই একবার দেখলে এমনিতেই পারা যায়।

বইটি শেষ করতে ১৫-২০ দিন সময় লাগা উচিত। বইটি ভালভাবে বুঝে বুঝে শেষ করতে পারলে আপনি খুব সহজে বাংলাদেশ ব্যাংকের বিগত বছরের প্রশ্নগুলো সমাধান করতে পারবেন। শুধু শুধু অনেকগুলো বইয়ের পেছনে না ছুটে এই স্বল্প পরিসরে নিঃসন্দেহে অনেক ভাল করা সম্ভব।

কিছু চ্যাপ্টার Kaplan এ নেই। যেমন - Set Theory, probability, logerithm, Trigonometry, permutation & combination । এইগুলো যে যে বইতে সবচাইতে ভাল দেয়া সেখান থেকে দেখে প্রয়োজনীয় সংখ্যক ম্যাথ করবেন। খুব বেশি করে কোন লাভ নেই। আর অন্যান্য চ্যাপ্টারের ম্যাথ করার কোন দরকার নেই।

এইভাবে পড়লে নিশ্চিতভাবে উপকার পাবেন।

Moazzem Hossain
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    47 Views
    by bdchakriDesk
    0 Replies 
    84 Views
    by bdchakriDesk
    0 Replies 
    215 Views
    by mousumi
    0 Replies 
    96 Views
    by raihan
    0 Replies 
    956 Views
    by mousumi

    Thanks for the information.

    Achieving the best SEO (Search Engine Optimization[…]

    Creating a website easily on WordPress is a popula[…]

    Creating a website on BigCommerce offers a seamles[…]