Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : গণিত এবং গানিতিক যুক্তি ও দক্ষতা
#2114
এত দিন তো ধাপে ধাপে ম্যাথ বুঝে বুঝে করতে বলেছি৷ আজ একটু অন্য রকম বিষয় নিয়ে কথা বলব৷

প্রায়ই দেখা যায়, পরীক্ষার হলে বিশাল বড়(!!") মানে কয়েক লাইনের ম্যাথ প্রশ্ন দেখলে ঘাবড়ে যাই৷ কিন্তু যারা একটু বুদ্ধিমান তারা কিন্তু ঘাবড়ে যান না৷ কারন তারা জানেন, এই বড় ম্যাথের অনেক তথ্যই অপ্রয়োজনীয়৷ জাস্ট পরীক্ষার্থীদের ঘাবড়ে দেয়ার জন্য এইটা একটা টেকনিক৷ তাই আজ আমি আপনাদের একটু দেখিয়ে দেব কিভাবে এই টেকনিক বুঝে আগাবেন৷ এর ফলে সময়ও বাঁচবে আর সঠিক ম্যাথের সংখ্যা ও বাড়বে৷

একটা উদাহরণ দেই৷ তাহলে বুঝতে সুবিধা হবে৷

A, B and C are employed to do a piece of work for 529 taka. A and B together are supposed to do 19/23 of the work and B and C together 8/23 of the work. What amount should A be paid???

এটি Time & Work এর একটি ম্যাথ৷ এখানে A এর পেমেন্ট বের করতে বলা হয়েছে৷ কিন্তু প্রশ্ন দেখলে প্রথমেই চোখে পড়বে A আর B এর যৌথ ভাবে করা কাজের অংশ৷ তারপর চোখে পড়ে B আর C এর যৌথ কাজের অংশ৷ সাধারণ ভাবে আমরা অনেকেই দুটো সমীকরণ দাঁড় করিয়ে সেখান থেকে A এর মান বের করে তারপর সেটিকে 529 দিয়ে গুণ দেব৷ কিন্তু আমরা কি কেউ দেখেছি, এত লম্বা কাজ করার কোন প্রয়োজন নেই?

হুম, লম্বা কোন পদ্ধতি করতে হবে না৷ দ্বিতীয় কাজের অংশকে সমস্ত কাজের অংশ থেকে বিয়োগ দিলেই তো A এর কৃত কাজের অংশ পেয়ে যাই৷ তখন সেটিকে 529 দিয়ে গুণ দিলেই তো A এর পেমেন্ট চলে আসে৷

পরীক্ষার হলে এমন ট্রিকি প্রশ্ন থাকে যাতে পরীক্ষার্থী কনফিউজড হয়ে যায়৷ আমাদের এই সব ট্রিক বুঝতে হবে৷ তা না হলে পরীক্ষার হলে সময় নস্ট হবে৷ সাথে এই ম্যাথ করতে করতে মাথা গরম হয়ে গেলে বাকি ম্যাথ সঠিক হবার সম্ভাবনা কমে আসে৷ যেহেতু বেশির ভাগ ম্যাথ বিদেশি ওয়েবসাইট থেকে কপি পেস্ট করে তুলে দেয়া হয়, তাই ট্রিক একটু বেশি থাকে৷ তাই আমরা যদি আরেকটু বেশি ম্যাথ প্র্যাকটিস করি তাহলে এসব ট্রিকি প্রশ্নের ফাঁদে পড়ব না৷ আর সঠিক ম্যাথের সংখ্যা ও বাড়বে৷

‎Suparna Chakraborty

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]