Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : গণিত এবং গানিতিক যুক্তি ও দক্ষতা
#2112
ব্যাংকের পরীক্ষায় ভাল করার জন্য একমাত্র মূল মন্ত্র হল ম্যাথে ভাল নম্বর তোলা৷ কিন্তু প্রায়শই দেখা যায়, পরীক্ষার্থীদের ম্যাক্সিমাম ১২ টা ম্যাথ সঠিক হয়৷ আর অনেকেই আছেন যারা ম্যাথটা ভাল মত বুঝতে পারেন না বলে ভুল করেন৷

ম্যাথের প্রশ্ন ভুল বুঝলে সেই ম্যাথকে ভুল হওয়া থেকে কেউ আটকাতে পারেনা৷ প্রশ্ন ভুল বোঝার পেছনে মূল কারন হল, ইংরেজি প্রশ্ন বুঝতে না পারা৷ আগারওয়াল নামের যে বাইবেল আছে, সেটা অনেকেই না বুঝে সলভ করতে থাকেন৷ কিন্তু মনে রাখতে হবে, সবার বুঝার ক্ষমতা এক নয়৷ প্রথমে ম্যাথটার বাংলা বুঝতে হবে৷ তারপর ইংরেজি ম্যাথ প্রশ্ন নিয়ে উচিত৷ এর জন্য বাজারে সুমন দাদার আগারওয়ালের বাংলা ভাষায় রচিত বই আছে৷ সেটা আর ইংরেজি ভার্সনের বইটা পাশাপাশি রাখলে আশা করি বুঝতে সুবিধা হবে৷

অনেকে এক চাপটার এর পর আরেক চাপ্টার করতে থাকেন৷ না, সেটায় লাভের লাভ কিছু হয় না৷ একটা চাপ্টার করার পর সেই চাপ্টার আরেক বার করা উচিত৷ পারলে প্রতি ১০ টা ম্যাথ তিনবার করে করা উচিত৷ শুনতে অবাক লাগছে না???

হুম, প্রতি ১০ টা ম্যাথ শেষ হবার পর সেই ম্যাথ গুলো আবার করলে প্রথমবার বুঝতে যা ঘাটতি থাকে তা অনেকাংশেই পূরণ হয়ে যায়৷ আর তৃতীয় বারে তো একেবারে ভাজা ভাজা হয়ে যায়৷ তখন আরো ১০ টা ম্যাথ নিলেন৷ এভাবে তিনবার করলেন৷ এভাবে এগিয়ে যাবেন৷

আপনার মনে হতে পারে, এতে তো সময় অনেক লাগবে৷ লাগলে লাগবে৷ কিন্তু আপনার বেসিক স্ট্রং হবে৷ বেসিক স্ট্রং হলে আপনি যে কোন ম্যাথ খুব সহজে সলভ করতে পারবেন৷ একটা প্রবাদ আছে, " গাইতে গাইতে গায়েন"৷ আপনিও ম্যাথ করতে করতে শিখবেন৷ এটা সাইকেল চালানো না যে একবার চালাতে শিখবেন তো ভুলবেন না৷ ম্যাথ যত করবেন ততই আপনি শিখবেন৷ ম্যাথ না করে চাকরির পরীক্ষা পাস করবেন, যদি ভেবে থাকেন তাহলে আপনি বোকার স্বর্গে বাস করছেন৷

সামনে জানুয়ারীতে সব ঠিক থাকলে বাংলাদেশ ব্যাংকের অফিসার (জেনারেল) পরীক্ষা অনুষ্ঠিত হবে৷ তাই যাদের ইচ্ছা বাংলাদেশ ব্যাংকের মত একটা জায়গায় সম্মানের সংগে চাকরি করা, তারা আজ থেকেই মিশনে নেমে পড়ুন৷ বেসিক স্ট্রং করুন৷ ম্যাথ করুন৷ ম্যাথকে পোস্ট মর্টেম করুন৷ এক ম্যাথ কয়েক নিয়মে করুন৷ দেখবেন সাফল্য আপনার হাতে এসে ধরা পড়েছে৷

পরিশেষে: একটা কথা বলি, পরীক্ষার হলে ম্যাথ না করে এসে চাকরি পাওয়ার স্বপ্ন দেখা আর বিসিএস ক্যাডারের গফের পিছনে ঘুরা একই কথা৷ ম্যাথই জীবন৷ ম্যাথই পারে আপনার স্বপ্নপূরণ করতে৷

‎Suparna Chakraborty

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]