Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : গণিত এবং গানিতিক যুক্তি ও দক্ষতা
#1619
১।কোন সংখ্যার বর্গমূলের সাথে 10 যোগ করলে যোগফল 4 এর বর্গ হবে?
সমাধান:- ধরি, সংখ্যাটি = x
শর্তমতে, √x+ 10=4²
বা, √x= 16−10
বা, (√x)²= 6²
x= 36
নির্ণেয় সংখ্যাঃ-36

২। ১ থেকে ৩১ পর্যন্ত কতগুলো মৌলিক সংখ্যা আছে?
সমাধান:- ১ থেকে ৩১ এর মধ্যে ১১ টি মৌলিক সংখ্যা রয়েছে।
যথাঃ-২,৩,৫,৭,১১,১৩,১৭,১৯,২৩,২৯,৩১।

৩।পর পর ৩ টি সংখ্যার গুণফল ১২০ হলে তাদের যোগফল কত হবে?
সমাধান:- এখানে ক্রমিক সংখ্যা যেকোন ৩ টি হতে পারে।
১,২,৩; ২,৩,৪; ৩,৪,৫; ৪,৫,৬; ৫,৬,৭;.............
উপরের ক্রম থেকে ৪,৫,৬ এই সংখ্যা গুলো গুণ করলে (৪×৫×৬=১২০) হয় এবং (৪+৫+৬=১৫) হয়।
অতএব উত্তর:-১৫

৪।দুইটি সংখ্যার অনুপাত ৩:৪ এবং তাদের ল.সা.গু ১৮০। সংখ্যা দুটি কি কি?
সমাধান:- ধরি,
সংখ্যা দুটি ৩x ও ৪x
শর্তমতে, ১২ x= ১৮০
=>x= ১৮০/১২
=>x =১৫
অতএব সংখ্যা দুটি হলোঃ
(১৫x ৩= ৪৫) ও (১৫x ৪=৬০)
উত্তরঃ-৪৫,৬০

৫। ১ মিলিমিটার ১ কিলোমিটারের কত অংশ?
সমাধান:- ১ কিমি=১০০০০০০মিমি
অতএব, ১মিলি, ১ কিমি এর ১/১০০০০০০ অংশ

৬। ০.২৫ কে সামান্য ভগ্নাংশে পরিণত করলে হবে____?
সমাধান:- ০.২৫=২৫/১০০
বা,১/৪

৭। ক,খ ও গ এর বেতনের অনুপাত ৭:৫:৩। খ, গ অপেক্ষা ২২২ টাকা বেশি পেলে, ক এর বেতন কত?
সমাধান:- ধরি, ক এর বেতন = ৭x
খ এর বেতন = ৫x
গ এর বেতন = ৩x
প্রশ্নমতে,
৫x−৩x= ২২২
বা, ২x= ২২২
বা, x= ১১১
অতএব, ক এর বেতন (৭×১১১=৭৭৭)
উত্তরঃ-৭৭৭

৮। এক ব্যক্তির মাসিক আয় ও ব্যয়ের অনুপাত ৫:৩ এবং তার মাসিক সঞ্চয় ১০,০০০ টাকা হলে তিনি কত টাকা আয় করেন?
সমাধান:- ধরি,
আয়=৫x
ব্যয়=৩x
শর্তমতে, ৫x−৩x= ১০,০০০
বা, ২x= ১০,০০০
বা, x= ৫০০০
অতএব, আয়ের পরিমাণ (৫×৫০০০)=২৫০০০
উত্তর:২৫০০০ টাকা।

৯। দুটি ক্রমিক জোড় সংখ্যার অনুপাত ১:২। সংখ্যা দুটি নির্ণয় করুন।
সমাধান: ধরি, সংখ্যা দুটি যথাক্রমে x ও x+২
প্রশ্নমতে, x:x+2= ১:২
বা, x/(x+2)=1/2
বা, 2x= x+2
অতএব, x=2
সংখ্যা দুটি হলো ২ ও (২+২)=৪
উত্তর: ২ ও ৪

১০। একটি সোনার গহনার ওজন ১৬ গ্রাম। এতে সোনা ও তামার অনুপাত ৩:১। এতে কি পরিমাণ সোনা মেশালে অনুপাত ৪:১ হবে?
সমাধান:- অনুপাতগুলোর যোগফল=৩+১=৪
৪ অনুপাত সমতুল্য=১৬ গ্রাম
১ অনুপাত সমতুল্য=(১৬÷৪)=৪ গ্রাম
সুতরাং ৪ গ্রাম সোনা মেশালে অনুপাত হবে, (৩+১):১=৪:১
অতএব, ৪ গ্রাম সোনা মেশাতে হবে।

১১। ০.২, ০.০৪, ০.০০৮, ০.০০১৬ ধারাটির পরবর্তী পদ কত?
সমাধান:-
১ম পদ = ০.২
২য় পদ = (০.২)²=০.০৪
৩য় পদ = (০.২)³=০.০০৮
৪র্থ পদ = (০.২)⁴=০.০০১৬
এবং ৫ম পদ = (০.২)^৫=০.০০০৩২
উত্তরঃ-০.০০০৩২।

১২। ১, ৫, ৩, ৮,............. ধারাটির অষ্টম পদ কত হবে?
সমাধান:-
ধারাটির বিজোড় স্থানের পদ গুলো হচ্ছে, ১,৩,.......
ধারাটির জোড় স্থানের পদ গুলো হচ্ছে, ৫,৮,.......
অতএব, ধারাটির ৬ষ্ঠ পদ = ৮+৩=১১
৮ম পদ হল = ১১+৩=১৪
উত্তর:-১৪

১৩। শতকরা বার্ষিক ৪ টাকা হার সুদে ৮৫০ টাকার ৫ বছরের সুদ কত? সুদ-আসল কত?

সমাধানঃ

১০০ টাকার ১ বছরের সুদ ৪ টাকা
১ " ১ " " ৪/১০০ "
১ " ৫ " " ৪x৫/১০০ "
৮৫০ " ৫ " " ৪x৫x৮৫০/১০০ " বা, ১৭০ টাকা

নির্ণেয় সুদ ১৭০ টাকা এবং সুদ-আসল (৮৫০+১৭০) টাকা বা, ১০২০ টাকা।

১৪। শতকরা বার্ষিক ২.৫ টাকা হার সুদে কত টাকার ১০ বছরের সুদ ২০০ টাকা হবে?

সমাধানঃ

১০০ টাকার ১ বছরের সুদ ২.৫ টাকা
১০০ " ১০ " " ২.৫x ১০ টাকা বা, ২৫ টাকা
সুতরাং, সুদ ২৫ টাকা হলে আসল হয় ১০০ টাকা
" ১ " " " " ১০০/২৫ টাকা

" ২০০ " " " " ১০০x২০০/২৫ টাকা বা, ৮০০ টাকা।

নির্ণেয় আসল ৮০০ টাকা।

১৫। শতকরা বার্ষিক কত হার সুদে ৭০০ টাকার ৫ বছরোর সুদ ১০৫ টাকা হবে?

সমধানঃ

৭০০ টাকার ৫ বছরের সুদ ১০৫ টাকা

৭০০ " ১ " " ১০৫/৫ টাকা

১ " ১ " " ১০৫/ (৫x৭০০) "

১০০ " ১ " " (১০৫x১০০) / (৫x৭০০) টাকা বা, ৩ টাকা।

নির্ণেয় সুদের হার ৩ টাকা। উত্তরঃ ৩%

১৬। শতকরা বার্ষিব ৬ টাকা হার সুদে কত বছরে ৪৫০ টাকা সুদে- আসলে ৫৫৮ টাকা হবে?

সমাধানঃ

এখানে সুদ = (৫৫৮ - ৪৫০) টাকা = ১০৮ টাকা।

১০০ টাকার ১ বছরের সুদ ৬ টাকা

১ " ১ " " ৬/১০০ "

৪৫০ " ১ " " ৬ x ৪৫০ / ১০০ টাকা বা, ২৭ টাকা।

৪৫০ টাকার সুদ ২৭ টাকা হয় ১ বছরে

৪৫০ " " ১ " " ১/২৭ "

৪৫০ " " ১০৮ " " ১x১০৮/২৭ বা, ৪ বছরে।

নির্ণেয় সময় ৪ বছর।

১৭। শতকরা বার্ষিক ৫ টাকা হার সুদে কোনো আসল কত বছরে সুদে-আসলে দ্বিগুণ হবে?

সমাধানঃ

মনেকরি, আসল ১০০ টাকা। অতএব, সুদ-আসল ১০০ টাকার দ্বিগুণ হবে অর্থাৎ, ২০০ টাকা হবে এবং সুদ (২০০ - ১০০) টাকা বা, ১০০ টাকা।

১০০ টাকার ১ বছরের সুদ ৫ টাকা।

৫ টাকা ১০০ টাকার ১ বছরের সুদ

১ " " " ১/৫ " "

১০০ " " " ১x১০০/৫ " " বা, ২০ বছরের সুদ।

নির্ণেয় সময় ২০ বছর।

১৮। 9 % হারে কত টাকা 4 বছরে মুনফা-আসল 10200 হবে?
সমাধানঃ-
ধরি,
আসল=P টাকা
মুনাফার হার r=9%=9/100
সময় n=4 বছর
মুনাফা-আসল A=10200 টাকা
আমরা জানি,
মুনাফা-আসল A=P(1+nr)
বা, P=A/(1+nr)
বা, P=10200/(1+4×9/100)
বা, P=10200/(1+36/100)

বা, P=10200/(1+9/25)
বা, P=10200/(36/25)
বা, P=10200×25/36
বা, P=7500
অতএব, আসল P=7500 টাকা

১৯। একই হার মুনাফায় কোনো আসল ৬ বছরে মুনাফা-আসলে দ্বিগুন হলে,কত বছরে তা মুনাফা-আসলে তিন গুন হবে?

সমাধান:-
মনে করি,
আসল = ক টাকা
. '. মুনাফা আসল=( ২×ক) = ২ক টাকা।
. '. মুনাফা =(২ক - ক) = ক টাকা
আবার,
মুনাফা আসল = (৩×ক) = ৩ক টাকা।
. '. মুনাফা = (৩ক - ক) = ২ ক টাকা।

এখন,
ক টাকা মুনাফা হয় = ৬ বছরে
. '. ১ টাকা মুনাফা হয়= ৬/ক
. '. ২ক টাকা মুনাফা হয় = ৬×২ক/ক
= ১২ বছর।

২০। বার্ষিক শতকরা কত মুনাফায় কোনো আসল ৮ বছরে মুনাফা-আসলে দ্বিগুন হবে?

সমাধানঃ-
মনে করি,
আসল= ক টাকা
সুতরাং ৮ বছরে মুনাফা আসল (২×ক) = ২ ক টাকা
অতএব মুনাফা = ( ২ক - ক) = ক টাকা
এখন, ক টাকায় ৮ বছরে মুনাফা = ক টাকা
১ টাকায় ১ বছরে মুনাফা = ক÷(ক×৮)
১০০ টাকায় ১ বছরে মুনাফা =(ক×১০০) ÷(ক×৮) = ১২.৫০ %
উত্তর : মুনাফার হার ১২.৫০%।

২১। কোনো নিদিষ্ট সময়ে মুনাফা-আসল ৫৬০০ টাকা এবং মুনাফা,আসলের ২/৫ অংশ।মুনাফা বার্ষিক শতকরা ৮ টাকা হলে,সময় নির্ণয় কর?
সমাধান:-
মনে করি,
মুনাফা = ২ক টাকা, আসল = ৫ ক টাকা অতএব মুনাফা আসল = (২ক+৫ক) = ৭ক টাকা।
প্রশ্নমতে,
৭ক = ৫৬০০ টাকা
. '. ক = (৫৬০০÷ ৭) = ৮০০ টাকা।
. '. মুনাফা = ২×৮০০ = ১৬০০
. '. আসল = (৫×৮০০) = ৪০০০ টাকা।

এখন, ১০০ টাকার ১ বছরের মুনাফা= ৮ টাকা
. '. ১ টাকার ১ বছরের মুনাফা = ৮/১০০
. '. ৪০০০ টাকার ১ বছরের মুনাফা ৮×৪০০০/১০০ = ৩২০ টাকা।
সুতরাং ৩২০ টাকা মুনাফা হয় = ১ বছরে ১ টাকা মুনাফা হয় = ১/৩২০ ১৬০০ টাকা মুনাফা হয় = ১×১৬০০/৩২০ = ৫ বছরে।

২২। বার্ষিক শতকরা ১০ টাকা মুনাফায় ৫০০০ টাকার ৩ বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত হবে?
সমাধান:-
0
দেওয়া আছে,
মূলধন P = ৫০০০ টাকা
মুনাফার হার r = ১০%
এবং সময় n = ৩ বছর

আমরা জানি,
সরল মুনাফা I = Prn
= ৫০০০×১০/১০০×৩
=১৫০০

আবার,
চক্রবৃদ্ধি মুনাফা C = P( ১+r)^n -P
= ৫০০০×(১+১০/১০০)³ -৫০০০
= ৫০০০×(১১০/১০০)³ -৫০০০
= ৫০০০×১১০/১০০×১১০/১০০×১১০/১০০-৫০০০
= ৬৬৫৫-৫০০০
=১৬৫৫

. ' .চক্রবৃদ্ধি মুনাফা এবং সরল মুনাফার পার্থক্য = ১৬৫৫-১৫০০
= ১৫৫

. ' . নির্ণেয় চক্রবৃদ্ধি মুনাফা এবং সরল মুনাফার পার্থক্য = ১৫৫ টাকা।

২৩। বার্ষিক ১০% মুনাফায় ৩০০০ টাকা এবং ৮% মুনাফায় ২০০০ টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের ওপর গড়ে শতকরা কত টাকা হারে মুনাফা পাওয়া যাবে?

সমাধান:- 3000 টাকায় 10%সুদে মোট মুনাফা 300টাকা । 2000টাকায় 8%সুদে মোট মুনাফা 160টাকা ।

3000+2000=5000টাকায় মোট মুনাফা 300+160=460টাকা । এখন,, 5000টাকায় এক বছরে মুনাফা 460টাকা । সুতরাং 100টাকায় এক বছরের মুনাফা 460X100/5000=9.2%

২৪। একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য এর প্রস্থের ৩ গুণ এবং ক্ষেত্রফল ৭৬৮ বর্গমিটার। বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য কত?

সমাধন:- আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য = ৩ক আয়তক্ষেত্রের প্রস্থ =ক

প্রশ্নমতে , ৩ক২=৭৬৮ ক২=২৫৬ সুতরাং ক =১৬ তাহলে প্রস্থ =১৬ দৈর্ঘ্য = ৪৮ পরিসীমা= ২(দৈর্ঘ্য+প্রস্থ) = ২ x ৬৪ =১২৮ তাহলে , বর্গের বাহু = ১২৮/৪ = ৩২

২৫। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ৫ মিটার কম এবং প্রস্থ ৩ মিটার অধিক হলে এর ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে। আবার দৈর্ঘ্য ৫ মিটার অধিক ও প্রস্থ ২ মিটার কম হলেও এর ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে। এর দৈর্ঘ্য ও প্রস্থ কত?

সমাধান:-
ধরা যাক , আয়তক্ষেত্রের দীর্ঘ = x প্রস্থ = y

১ম শর্তে , (X-5)(y+3)= xy or, 3x-5y=15 ২য় শর্তে , (x+5)(y-2)=xy or , -2x +5y =10

সমীকরণ দুটি যোগ করে পাই , x=25 x এর মান বসিয়ে পাই , y=10

২৬। x এর কোন মানের জন্য f(x) = x³ - 6x² + 9x - 8 এর লঘু মান থাকবে?

সমাধান:-
x³ - 6x² + 9x - 8
= x³ - 3.x².2 + 3.x.2² - 2³ - 3x
= (x-2)³ - 3x
সুতরাং, f(x) = (x-2)³ - 3x
এখন,
x= 2 হলে, f(2) = -6
x=3 হলে, f(3) = -8
x=1 হলে, f(1) = -4
x=4 হলে, f(4) = -4
এখানে সবচেয়ে ছোট মান -8
সুতরাং x এর মান 3 হলে f(x) এর মান লঘু হবে।


২৭। 3x-4y=7 & 6x-8y-6=0 হলে x ও y এর মান কত? এবং সসম্পর্ক কি?

সমাধান:- x ও Y এর কোন মান নেই। এদের সম্পর্ক হলো এরা সমান্তরাল।

২৮। (6x-y,13)=(1,3x+2y) হলে, (x,y) নির্ণয় কর?

সমাধান:-
দেওয়া আছে,
6x - y = 1 ---------- (i)

3x + 2y = 13---------(ii)

এখন, (i) কে 2 এবং (ii) কে 4 দ্বারা গুন করে পাই,

12x - 2y = 2 ----------(iii)

12x + 8y = 52--------(iv)

আবার, সমীকরন (iv) - (iii) হতে পাই,

10y = 50

বা, y = 5

y এর মান (i) নং- এ বসিয়ে পাই,

12x + 8 X 5 = 52

বা, 12x + 40 = 52

বা, 12x = 52 - 40

বা, 12x = 12

বা, x =12/12

বা, x = 1

সুতরাং, নির্ণেয় সমাধান (x,y) = (1,5)

২৯। একটি চৌবাচ্চার দৈর্ঘ্য ৫ মিটার প্রস্থ ৪ মিটার, এবং উচ্চতা ৩ মিটার ৷ এ চৌবাচ্চাটি পানি দ্বারা পূর্ণ হলে , চৌবাচ্চাটিতে কত লিটার পানি ধরবে?

সমাধান:-

আমরা জানি,

চৌবাচ্চার আয়তন= দৈর্ঘ্য X প্রস্থ X উচ্চতা।

= ৫ X ৪ X ৩ ঘন মিটার

= ৬০ ঘন মিটার
আবার আমরা জানি,

১ ঘনমিটারে পানি ধরে= ১০০০ লিটার।

সুতরাং, ৬০ ঘনমিটারে পানি ধরে = ১০০০ X ৬০ লিটার

=৬০,০০০ লিটার।

উত্তরঃ ৬০,০০০ লিটার।

৩০। একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 20%, প্রস্থ 10% হৃাস করা হলে, ক্ষেত্রফলের শতকরা কত পরিবর্তন হবে?

সমাধানঃ-
মনে করি,
আয়তক্ষেত্রের দৈর্ঘ ১০০ মিটার
এবংপ্রস্থ ৫০ মিটার
অতএব, ক্ষেত্রফল = (১০০×৫০)
= ৫০০০ বর্গ মিটার।
অাবার,
দৈর্ঘ কমালে হয় = (১০০-২০) = ৮০ মিটার
এবং প্রস্থ =(৫০-৫) = ৪৫ মিটার
অতএব ক্ষেত্রফল = (৮০×৪৫) = ৩৬০০ বর্গ মিটার।
সুতরাং ক্ষেত্রফল কমে= (৫০০০ -৩৬০০) = ১৪০০ বর্গ মিটার।
এখন,
৫০০০ ব.মি. এ ক্ষেত্রফল কমে =১৪০০ ব,মি.
১ ,, ,, ,, ,, =(১৪০০÷৫০০০)
১০০ ,, ,, ,, ,, =(১৪০০÷৫০০০)× ১০০
= ২৮%
উত্তর ২৮%কমবে।

Raisul Islam Hridoy
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    191 Views
    by tasnima
    0 Replies 
    3235 Views
    by apple
    0 Replies 
    354 Views
    by sajib
    0 Replies 
    813 Views
    by rajib
    0 Replies 
    203 Views
    by kajol

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]