Page 1 of 1

দৈনন্দিন জীবনে বহুল ব্যবহৃত ৫০ টি গুরুত্বপূর্ণ ইংলিশ বাক্য (বাংলা অর্থ সহকারে)

Posted: Thu Apr 18, 2019 11:45 am
by shihab
❑ You misinterpreted my words. ➯ তুমি আমাকে ভুল বুঝেছো।
❑ You paid no heed to my words. ➯ তুমি আমার কথায় কর্ণপাত করনি
❑ You stand on the wrong ground. ➯ তুমি ভুল করছো।
❑ Be off now. ➯ এখন বিদায় হও।
❑ Confine in me. ➯ আমাকে বিশ্বাস করো।
❑ Converse is the case. ➯ আসলে ব্যাপারটা উল্টো।
❑ Convey my words to him. ➯ আমার কথাটা তাকে বলো।
❑ Don't be so fussy. ➯ এত উতলা হয়ো না।
❑ Let him babble. ➯ তাকে বকবক করতে দাও।
❑ Let him say. ➯ তাকে বলতে দাও।
❑ Let me know about it later. ➯ আমাকে এই ব্যপারটা পরে জানিয়ো।
❑ Move aside. ➯ এক পাশে সরে দাঁড়াও।
❑ One moment please. ➯ একটু দাঁড়াও প্লিজ।
❑ Out of sight is out of mind. ➯ চোখের বাইরে থাকা আর মনের বাইরে থাকা।
❑ Rely on me. ➯ আমার ওপর নির্ভর করো।
❑ Say a word and you will die. ➯ একটা কথা বলবে তো মরবে।
❑ So be it. ➯ তবে তাই হোক।
❑ Stay here. ➯ এখানে দাঁড়াও।
❑ Talk sense. ➯ চিন্তা করে কথা বল।
❑ Watch out! ➯ সাবধান!
❑ Don't dab. ➯ ঘষা দিও না।
❑ Don't say a word. ➯ একটা কথাও বলবে না।
❑ Get a good phone for me. ➯ আমার জন্য একটা ভালো ফোন কিনো।
❑ Give me a fixed date. ➯ আমাকে নির্ধারিত তারিখ দাও।
❑ Give me some perfect solution. ➯ আমাকে সঠিক কিছু সমাধান দাও।
❑ Guess what I got for you? ➯ কি এনেছি বলতো?
❑ He stroked my hair. ➯ সে আমার চুলে হাত বুলিয়ে দিল।
❑ I can feel in my heart. ➯ আমি আমার হৃদয়ে অনুভব করতে পারি।
❑ I can't stand you anymore. ➯ আমি তোমাকে আর সহ্য করতে পারছিনা।
❑ I don't get myself involved in the hassle. ➯ আমি ওই ঝামেলায় নিজেকে জড়াইনি।
❑ I feel the same way. ➯ আমিও এইরকম ভাবি।
❑ I gotta go home now. ➯ আমাকে বাড়ীতে যেতে হবে এখন।
❑ I had a wonderful experience. ➯ চমৎকার একটা অভিজ্ঞতা হয়েছিল।
❑ I have grit in my eyes. ➯ আমার চোখে বালু গেছে।
❑ I repent what I have done. ➯ যা করেছি তার জন্য আমি অনুশোচনা করি।
❑ If anything happen I will be at the sharp end. ➯ যদি কিছু ঘটে আমি আটকে যাব।
❑ It's a letdown for me. ➯ এটা আমার জন্য হতাশাজনক।
❑ Keep at it, you will win. ➯ এতে লেগে থাকো, তুমি উন্নতি করবে।
❑ Keep faith on me. ➯ আমার ওপর বিশ্বাস রাখো।
❑ Keep quiet. ➯ চুপ করো।
❑ Watch that! ➯ দেখ!
❑ What a terrific blow on him. ➯ তার উপর কি ভয়ানক আঘাত!
❑ What's going on here? ➯ এখানে কি হচ্ছে?
❑ Who says this to you? ➯ কে তোমাকে বললো একথা?
❑ Why don't you see me often? ➯ তুমি কেন ঘনঘন আমার সাথে দেখা করো না?
❑ Will you be here? ➯ তুমি কি এখানে থাকবে?
❑ You do not love me anymore. ➯ তুমি আমাকে আর ভালোবাসো না।
❑ You got it? ➯ তুমি বুঝতে পেরেছো?
Raisul Islam Hridoy