Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : ইংরেজী ভাষা ও সাহিত্য
#1058
ছোটবেলা থেকেই ইংরেজিতে খুব দুর্বল ছিলাম। ইংরেজির নাম শুনলেই ভয় লাগতো। সাহস করে একটু আধটু পড়তে বসলেও গ্রামারের এতো এতো নিয়ম দেখে ভিমড়ি খেয়ে যেতাম। তাই আমার দ্বারা এসব আয়ত্ত করা অসম্ভব বলে নিজেকে সান্ত্বনা দিয়ে গ্রামারের উপর থেকে চোখ সরিয়ে নিয়েছিলাম।
ধানাই পানাই করে অষ্টম শ্রেণি পর্যন্ত কাটিয়ে দিয়েছিলাম। এরপর কমিউনিকেটিভ ইংলিশের যুগ শুরু হলো। নতুন সিস্টেমে সবাই সজাগ থাকলেও আমার কাছে গায়েবী আওয়াজ এসেছিলো কমিউনিকেটিভ সিস্টেমে গ্রামারের তেমন কোন দরকার নাই। তাই গাইড বই থেকে শুধু কম্প্রিহেনশন সলভ করা শুরু করেছিলাম। ফলে গ্রামারে দুর্বলই থেকে গিয়েছিলাম।
ইন্টারে ভর্তি হওয়ার পর ইংরেজি ক্লাসে শিক্ষক ইংরেজিতে কথা বলতো বিধায় সবকিছুই মাথার উপরে দিয়ে যেতো। প্রাইভেট পড়া শুরু করলাম। তাতেও কোন উন্নতি হচ্ছিলো না। ডুবন্ত মানুষ যেমন খড়কুটো ধরে হলেও বাঁচতে চায়, তেমনি উপায় না পেয়ে আমিও কোচিং করা শুরু করলাম। ফলাফল হলো যেই লাউ সেই কদু।
বলতে গেলে ইংরেজিতে খারাপ করার কারণেই কাঙ্খিত ভার্সিটিতে ভর্তি হওয়া থেকে ছিটকে পড়লেও কোনরকমে একটা পাবলিক ভার্সিটিতে চান্স পেয়েছিলাম। তবে দুঃখের সংবাদ হলো পাবলিক ভার্সিটিতে অনার্স পড়া একটা ছেলে হয়েও আমি Voice, Narration ইত্যাদি অনেক কিছুই বুঝতাম না বললেই চলে।
মোটামুটি এরকম অবস্থায় থেকেও আমি বিসিএসের স্বপ্ন দেখেছিলাম এবং স্বপ্ন বাস্তবায়নের জন্য অনেক পরিশ্রম করেছিলাম। আনন্দের সাথে জানাচ্ছি যে, বর্তমানে আমি বিসিএস ক্যাডার হিসেবে কর্মরত আছি। আমার অভিজ্ঞতা থেকে নিচে ইংরেজি বিষয়ে প্রস্তুতির কিছু গাইডলাইন দিচ্ছি। মেনে চলা না চলা আপনার ব্যক্তিগত ব্যাপার।
বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় ইংরেজি বিষয়টিকে দুইটি ভাগে ভাগ করা হয়েছে। ইংরেজি ভাষা ও সাহিত্য। দুইটি অংশ মিলে মোট ৩৫ নম্বর থাকবে যা প্রিলির মোট নম্বরের ১৭.৫০%। তাই হেলাফেলা না করে ইংরেজি বিষয়ের প্রস্তুতি ভালোভাবে নেওয়া প্রয়োজন।
সিলেবাস অনুযায়ী Language অংশে Parts of Speech, Idioms & Phrases, Clauses, Corrections, Sentences & Transformations, Words, Composition ইত্যাদি বিষয়ে ১৫ মার্কের প্রশ্ন থাকবে।
সিলেবাসে উল্লিখিত বিষয়গুলো ছাড়াও অন্যান্য অধ্যায় থেকে প্রশ্ন আসতে দেখা যায়। তাই গ্রামারের সব অধ্যায় সম্পর্কেই ধারণা রাখা প্রয়োজন। তাতে বিসিএস ছাড়া অন্যান্য চাকরির পরীক্ষাগুলোতে আপনি এগিয়ে থাকবেন।
উপরের বিষয়গুলোসহ Language অংশটি হাতের মুঠোয় আনার জন্য জাকির হোসেনের এ প্যাসেজ টু দি ইংলিশ ল্যাঙ্গুয়েজ বইটি দেখতে পারেন। অ্যানালজির জন্য সাইফুরস অ্যানালজি, ভোকাবিউলারির জন্য ওরাকল প্রকাশনীর ভোকাবিউলারি উইথ নিমোনিক বই দুইটি পড়বেন। বিসিএসসহ বিভিন্ন চাকরির এবং ভার্সিটির ভর্তি পরীক্ষার বিগত বছরের প্রশ্নগুলো জাহাঙ্গীর আলমের Master English বা যেকোন গাইড বই থেকে পড়তে পারেন।
যদি ইংরেজিতে একদমই দুর্বল হোন এবং হাতে পর্যাপ্ত সময় থাকে, তাহলে একটা অধ্যায়ের নিয়মগুলো পড়ার পর বিসিএসসহ বিভিন্ন চাকরির এবং ভার্সিটির ভর্তি পরীক্ষার বিগত বছরের প্রশ্নগুলো পড়বেন। অন্যথায় আগে বিগত বছরের প্রশ্নগুলো পড়বেন। তাতে কম সময়ে ভালো প্রস্তুতি হয়ে যাবে।
পড়ার সময় যেসব নিয়ম, প্রশ্ন ও শব্দ মনে থাকতে চায় না, সেগুলো একটা নির্দিষ্ট খাতায় টুকে রাখবেন অথবা বইয়ের ভিতরেই দাগিয়ে রাখবেন। তাতে পরবর্তী সময়ে পড়তে গিয়ে ঐ জিনিসগুলোর উপর জোর দিতে পারবেন। তখনও যে জিনিসগুলো পরিষ্কার হবে না, সেগুলো আবার অন্য কালিতে দাগিয়ে রাখবেন।
নিয়মিত ভোকাবিউলারি শেখার চেষ্টা করবেন। শব্দের Roots, Suffix, Prefix আয়ত্ত করে সহজেই অনেক শব্দ শেখা যায়। শব্দগুলোকে বিভিন্ন গ্রুপে বিভক্ত করে শিখতে পারলে মনে থাকে ভালো। ইউটিউবে ভোকাবিউলারি শেখার মজার মজার ভিডিওগুলো ডাউনলোড করে গানের মতো করে শুনতে পারেন। আশা করি মনের অজান্তেই অনেক শব্দ শিখে ফেলবেন।
প্রতিদিন কয়েকটা Preposition, Group Verb, Analogy, Idiom and Phrases পড়ার চেষ্টা করবেন। সম্ভব হলে প্রত্যেকটা Preposition, Group Verb, Idiom and Phrases দিয়ে একটা করে বাক্য তৈরি করা শিখবেন। দৈনন্দিন কথোপকথনে সেগুলো ব্যবহার করার চেষ্টা করবেন। তাহলে দীর্ঘদিন মনে থাকবে।
যেকোন ইংরেজি দৈনিক পত্রিকা পড়ার চেষ্টা করবেন। সেখান থেকে সাম্প্রতিক টার্মগুলো জানার পাশাপাশি সেগুলো ব্যবহার সম্পর্কে ধারণা পাবেন যা প্রিলিমিনারি পরীক্ষার পাশাপাশি লিখিত পরীক্ষাতেও কাজে দেবে।
সিলেবাস অনুযায়ী Literature অংশে ইংরেজি সাহিত্যের ইতিহাস, বিভিন্ন কবি ও সাহিত্যিকের জীবনী, সাহিত্যকর্ম, উক্তি ইত্যাদি বিষয়ের উপর ১৫ নম্বরের প্রশ্ন থাকবে।
সাহিত্য অংশের সার্বিক প্রস্তুতির জন্য মফিজার রহমানের এবিসি অফ ইংলিশ লিটারেচার বইটি দেখতে পারেন। বিসিএসসহ বিভিন্ন চাকরির এবং ভার্সিটির ভর্তি পরীক্ষার বিগত বছরের প্রশ্নগুলো জাহাঙ্গীর আলমের Master English বা যেকোন গাইড বই থেকে পড়তে পারেন।
যেহেতু বিসিএস লিখিত পরীক্ষায় ইংরেজি সাহিত্যের উপর কোন নম্বর বরাদ্দ নেই, তাই ইংরেজি সাহিত্যের জন্য আমি বেশি সময় ব্যয় করে পড়ালেখা করার পক্ষপাতী নই। বিভিন্ন চাকরির পরীক্ষার বিগত বছরের প্রশ্নগুলো ভালো করে পড়ার পাশাপাশি Shakespeare এর Hamlet, King Lear, Macbeth, Othello, The Tempest, Milton এর Paradise Lost, Swift এর Gulliver's Travels, Wordsworth এর Tintern Abbey, Ode : Intimations of Immortality, Coleridge এর The Rime of the Ancient Mariner, Kubla Khan, Dejection: an Ode, Shelley এর Ode to the West Wind, To a Skylark, Keats এর Odes, Jane Austen এর Pride and Prejudice, Tennyson এর Ulysses, The Lotos Eaters, Tithonus, In Memoriam, Browning এর Andrea del Sarto, Fra Lippo Lippi, My Last Duchess, Rabbi Ben Ezra, Mathew Arnold এর Dover Beach, The Scholar Gipsy, Thyrsis, Dickens এর Great Expectations, Hardy এর Tess of the D'Urbarvilles, Yeats এর Selections, T.S.Eliot এর The Love Song of J. Alfred Prufrock, The Waste Land, D. H. Lawrence এর Sons and Lovers, Conrad এর Heart of Darkness, Arthur Miller এর Death of a Salesman, Beckett এর Waiting for Godot সম্পর্কে ধারণা রাখলেই আশা করি ভালো করতে পারবেন।
সম্ভব হলে বেশি বেশি উক্তি পড়বেন ও নোট করে রাখবেন। তাতে প্রিলিমিনারি পরীক্ষায় সাহিত্য অংশে কমন পাওয়ার পাশাপাশি পরবর্তী সময়ে লিখিত পরীক্ষায় বাংলা ও ইংরেজি রচনা এবং বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলির বিভিন্ন প্রশ্নের উত্তর লিখতে কখনও লেখার মাঝে, কখনো শুরুতে কিংবা শেষে উক্তিগুলো কাজে লাগাতে পারবেন।
সৈকত তালুকদার
বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে কর্মরত
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    211 Views
    by shohag
    0 Replies 
    386 Views
    by sajib
    0 Replies 
    823 Views
    by rajib
    0 Replies 
    224 Views
    by kajol
    0 Replies 
    197 Views
    by tasnima
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]