Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : ইংরেজী ভাষা ও সাহিত্য
#838
▪ Stop spilling more Syrian blood
সিরিয়ানদের রক্ত আর ঝরাবেন না
▪ Time to politically de-escalate the conflict
রাজনৈতিকভাবে এই লড়াই নির্মূল করার এখনি সময়

▪ Seven years into the devastating Syrian war, the international community remains still divided as experts fear a possible bloodbath in Idlib, the last stronghold of the Syrian armed opposition.

① Seven years into the devastating Syrian war,
বিধ্বংসী সিরিয়া যুদ্ধের সাত বছর,
② the international community remains still divided আন্তর্জাতিক সম্প্রদায় এখনো বিভক্ত
③ as experts fear a possible bloodbath in Idlib,
যদিও বিশেষজ্ঞরা ইদলিবে এক রক্তগঙ্গার সম্ভাবনা আশঙ্কা করছে
④ the last stronghold of the Syrian armed opposition.
(ইদলিব) সর্বশেষ সশস্ত্র সিরিয়া বিরোধী আশ্রয়স্থল/ঘাঁটি

✴অনুবাদঃ বিধ্বংসী সিরিয়া যুদ্ধের সাত বছর, বিশেষজ্ঞরা সিরিয়ার শেষ বিদ্রোহী অধ্যূষিত অঞ্চল ইদলিবে এক রক্তগঙ্গার সম্ভাবনা আশঙ্কা করছে, তৎসত্ত্বেও আন্তর্জাতিক সম্প্রদায় এখনো দ্বিধাবিভক্ত৷

▪ The northwestern province bordering Turkey was one of the four “de-escalation zones” agreed to by Russia, Turkey and Iran in May 2017 during the fourth round of the Astana talks launched to find a political solution to the Syrian conflict.

①The northwestern province bordering Turkey
তুরস্কের সীমান্তবর্তী উত্তর-পশ্চিম প্রদেশ
② was one of the four “de-escalation zones”
চার " ডি-স্কেলেশন জোনস্" এর একটি
③ agreed to by Russia, Turkey and Iran in May 2017
২০১৭ সালের মে মাসে রাশিয়া, তুরস্ক ও ইরান কর্তৃক সমর্থিত/সম্মতি প্রাপ্ত
④ during the fourth round of the Astana talks
আস্তানার চতুর্থ দফা আলাপ-আলোচনায়/আলোচনা কালে
⑤ launched to find a political solution to the Syrian conflict.
(আলোচনাটি) হয়েছিল সিরিয়া সংঘাতের একটি রাজনৈতিক সমাধান পাওয়ার নিমিত্তে/দরুণ

অনুবাদঃ সিরিয়া সংঘাতের একটি রাজনৈতিক সমাধান পাওয়ার নিমিত্তে/দরুণ ২০১৭, মে মাসে আয়োজিত আস্তানার চতুর্থ দফা আলাপ-আলোচনায়/আলোচনা কালে ইরান, তুরস্কো ও রাশিয়া যে চারটি "ডি-স্কেলেশন জোনস্" কে সমর্থন করেছিল/মেনে নিয়েছিল/সম্মতি দিয়েছিল তাদের অন্যতম একটি হচ্ছে তুরস্ক-সীমান্তবর্তী উওরপশ্চিমস্থ প্রদেশ/অঞ্চল/রাজ্য।

এখানে ব্যবহৃত "de-escalation zones" ইংরেজিতে অনেক সুন্দর এর বাংলা যেমন হতে পারে৷

→de-escalation zones=সম্ভাব্য সহিংস পরিস্থিতি হ্রাসকরণ অঞ্চল বা কমিয়ে আসা অঞ্চল বা যুদ্ধ/ সহিংসতা বিরতি অঞ্চল।

→de-escalation zones= Reduction of the intensity of a conflict or potentially violent situation of any zone.

→de-escalate: to decrease in extent, volume, or scope
:to (cause to) become less dangerous or difficult:
→Violence began to de-escalate after having emplyed police force.
→They tried to de-escalate the tension of war.

→Agree to
সম্মতি দেয়া
→4th round astana talk
চতুর্থ দফা আস্তানায় আলোচনা

▪ On September 7, another summit between the three countries disappointingly failed to produce a clear agreement, and a full-fledged offensive against the armed opposition now seems imminent.

① another summit between the three countries-
তিন দেশের মধ্যে অন্য একটি সম্মেলন
② disappointingly failed to produce a clear agreement - হতাশাজনকভাবে ব্যর্থ হয়েছে পরিষ্কার চুক্তি করতে
③ and a full- fleged offensive
এবং একটি সম্পূর্ণ আআক্রমণাত্মক মনোভাব
④ against the armed opposition
সশস্ত্র বিরোধিদের বিরুদ্ধে
⑤ now seems omminent
এখন আসন্ন বলে মনে হচ্ছে

= ০৭ সেপ্টেম্বর, আরো একটি ত্রিদেশীয় সম্মেলন হতাশাজনকভাবে একটি পরিষ্কার চুক্তি তৈরি করতে ব্যর্থ হয়েছে এবং সশস্ত্র বিরোধী দলের বিরুদ্ধে একেবারে আক্রমণাত্মক মনোভাব এখন আসন্ন বলে মনে হচ্ছে।

▪ Meanwhile, the Russian government has for weeks now been warning of having received information which suggests that rebels are planning to launch a chemical weapons attack in Syria to escalate and draw other countries into the conflict.

= ইতোমধ্যে রাশিয়া সরকারের কাছে তথ্য এসেছে যে বিদ্রোহীরা বিভিন্ন দেশের মধ্যে দ্বন্ব বৃদ্ধি করতে এবং অন্য দেশকে দ্বন্দ্বের মধ্যে টেনে আনতে সিরিয়ায় রাসায়নিক অস্ত্র আক্রমনের পরিকল্পনা করছে।

▪ The US, on the other hand, has threatened unilateral action, including military, should the Syrian government continue attacking the rebels.

= অন্যদিকে, যুক্তরাষ্ট্র একতরফা সামরিক হামলার হুমকি দিয়েছে, সিরিয় সরকারের উচিত বিদ্রোহীদের আক্রমণ করে যাওয়া।

▪ From what we have seen during the recent UN Security Council meetings, it seems obvious that all countries involved in the conflict are, in one way or another, looking to pursue their own geostrategic interests, ignoring completely the cost for Syria.

= সম্প্রতি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সম্মেলন থেকে আমরা যা দেখেছি, এতে এটা স্পষ্ট যে এই সংঘাতে যেকোনভাবে জড়িত দেশগুলি একেবারে সিরিয়ার স্বার্থ ত্যাগ করে নিজ নিজ ভূ-কৌশলগত স্বার্থ নিয়ে ব্যস্ত।

▪ In this deadly conflict, hundreds of thousands of Syrians have already lost their lives or their loved ones, while countless more have been displaced.

= এই ভয়ানক সংঘাতে এখন পর্যন্ত হাজার হাজার সিরিয়ান-বাসী প্রাণ হারিয়েছে অথবা হারিয়েছে নিজেদের প্রিয়জনদের, যেখানে অগণিত আরো অনেক মানুষ হয়েছে বাস্তুচ্যুত ।

▪ It is time for individual countries to recognise the sufferings that Syrians have had to endure, and to stop pursuing their own selfish geopolitical interest by spilling even more Syrian blood.

= এখনই সময় প্রতিটি রাষ্ট্রকে সিরিয়ার এই দুরাবস্থাকে স্বীকৃতি দেয়া এবং নিজেদের ভূরাজনৈতিক স্বার্থ উপেক্ষা করে সিরিয়ায় রক্তপাত বন্ধ করা।

▪ Also important to remember is the risk of a larger conflict breaking out, should such aggressive posturing continue from different sides.

= বিভিন্ন দিক থেকে এ ধরণের আক্রমনাত্মক মনোভাব অব্যাহত থাকলে আরো বড় সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কাও মাথায় রাখতে হবে।

▪ The international community should, thus, urgently look for a political solution to the conflict, instead of escalating things further.

= আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত এই সংঘাতকে উস্কে না দিয়ে অতিসত্তর রাজনৈতিক সমাধানের পথ বের করা।

----------By Razibul Hoq Raz---------
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]