Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : ইংরেজী ভাষা ও সাহিত্য
#722
Pattern-1
✪ I must be – আমি অবশ্যই হবো
✪ You have to be – তোমাকে হতে হবে
✪ You can be – তুমি হতে পারো
✪ You could be – তুমি হতে পারতে
✪ I may be – আমি হতেও পারি
✪ I had to be – আমি হতে পারতাম
✪ You need to be – তোমার হওয়া দরকার
✪ I have the right to be – আমার হওয়ার অধিকার আছে

প্যাটার্ন দিয়ে বাক্য তৈরীঃ
✪ I must be careful
আমি অবশ্যই যত্নবান হব।
✪ You can be a ideal doctor
তুমি একজন আদর্শ ডাক্তার হতে পারো
✪ You could be fluent in English
তুমি ইংরেজিতে বাকপটু হতে পারতে
✪ I may be an Entrepreneur
আমি একজন উদ্যোক্তা হতেও পারি
✪ You have to be optimistic
তোমাকে আশাবাদী হতে হবে
✪ I had to be a Bcs cadre
আমি একজন বিসিএস ক্যাডার হতে পারতাম
✪ You need to be conscious about career
তোমার ক্যারিয়ার সম্পর্কে সচেতন হওয়া দরকার
✪ I have the right to be a social worker
আমার একজন সমাজকর্মী হওয়ার অধিকার আছে

Pattern-2
✪ I can do – আমি করতে পারি
✪ I could do – আমি করতে পারতাম
✪ I must do – আমি অবশ্যই করবো
✪ I have to do – আমাকে করতে হবে
✪ I may do – আমি করতেও পারি
✪ I might do – আমি করতেও পারতাম
✪ I had to do – আমাকে করতে হয়েছিল
✪ I used to do – আমি করতাম (অতীতে অভ্যস্থ)

প্যাটার্ন দিয়ে বাক্য তৈরীঃ
✪ I can speak English – আমি ইংরেজি বলতে পারি
✪ I could manage him – আমি তাকে ম্যানেজ করতে পারতাম
✪ I must learn computer – আমি অবশ্যই কম্পিউটার শিখবো
✪ I have to earn - আমাকে উপার্জন করতে হবে
✪ I used to smoke – আমি ধুমপান করতাম
✪ I may go to shopping – আমি শপিংএ যেতেও পারি
✪ I might help him – আমি তাকে সাহায্য করতেও পারতাম
✪ I had to tolerate a lot of rough words – আমাকে আনেক বাজে কথা সহ্য করতে হয়েছিল

Pattern-3
✪ You should do – তোমার করা উচিৎ
✪ You should be - তোমার হওয়া উচিৎ
✪ You should be doing - তোমার করতে থাকা উচিৎ
✪ You should have - তোমার থাকা উচিৎ
✪ You should have done - তোমার করা উচিৎ ছিল
✪ It should be done - এটি করা উচিৎ (passive)

প্যাটার্ন দিয়ে বাক্য তৈরীঃ
✪ You should study – তোমার পড়াশোনা করা উচিৎ
✪ You should be patient – তোমার ধৈর্যশীল হওয়া উচিৎ
✪ You should be optimistic - তোমার আশাবাদী হওয়া উচিৎ
✪ You should be learning English - তোমার ইংরেজি শিখতে থাকা উচিৎ
✪ You should have skill in computer – তোমার কম্পিউটারে দক্ষতা থাকা উচিৎ
✪ You should have learnt Computer- তোমার কম্পিউটার শেখা উচিত ছিল
✪ Quality of product should be ensured – পণ্যের মান নিশ্চিত করা উচিৎ
Note: passive voice এ verb এর past participle হয়েছে

Pattern-4

Ever সম্পর্কিত শব্দার্থ ও বাক্য তৈরিঃ

শব্দার্থ
✪ Ever- (এভার) - কখনো, সবসময় ।
✪ Whatever- (হোয়াট এভার) - যা কিছু ।
✪ Whoever- (হু এভার) - যেই হোক ।
✪ Whenever- (হোয়েন এভার) - যখনই ।
✪ However- (হাওএভার) - যা হোক ।
✪ Whichever- (হুইচএভার) - যেটাই হোক ।
✪ Forever- (ফরএভার) - চিরকাল ।
✪ Wherever- (হুয়ারএভার) - যেখানেই হোক না কেন?

বাক্য তৈরি (Ever)
✪ Don’t ever leave- কখনো ছেড়ে যেও না ।
✪ I’ll do whatever you ask- তুমি যা করতে বলো আমি তাই করব ।
✪ Take whichever you want- তুমি যেটা চাও সেটাই নাও ।
✪ However you can go with him?- যা হোক, তুমি তার সাথে যেতে পার ।
✪ You can come whenever you want- তুমি আসতে পার যখনই তুমি চাও ।
✪ You may give this photo to whoever wants it- যে-ই ছবিটা চায় তুমি তাকে দিতে পার ।

সংগৃহিতঃ Jabed Ahmed
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]