Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : ইংরেজী ভাষা ও সাহিত্য
#572
➲ Dhaka second least liveable city ঢাকা দ্বিতীয় সবচেয়ে কম বাসযোগ্য শহর/ সবচেয়ে কম বাসযোগ্য শহরে ঢাকা দ্বিতীয়
➲ Bad planning to blame দায়ী বাজে পরিকল্পনা
➲ According to The Economist Intelligence Unit's annual “Global Liveability Index 2018”, Dhaka has slipped two places from last year to become the second worst city to live in the world, only topping war-ravaged Damascus in Syria.
ইকোনমিস্ট ইন্টিলিজিন্ট ইউনিট এর বার্ষিক "বৈশ্বিক বসবাসযোগ্য সূচক ২০১৮" এর মতে, গত বছর থেকে দুই ধাপ পিছিয়ে কেবল সিরিয়ার যুদ্ধ-বিধ্বস্ত দামেস্ক কে শীর্ষে রেখে বিশ্বে বসবাসের জন্য দ্বিতীয় সবচেয়ে খারাপ শহর হয়েছে ঢাকা।
→According to The Economist Intelligence Unit's annual “Global Liveability Index 2018”,
ইকোনমিস্ট ইন্টিলিজিন্ট ইউনিট এর বার্ষিক "বৈশ্বিক বসবাসযোগ্য সূচক ২০১৮" এর মতে,
→Dhaka has slipped two places from last year
ঢাকা গত বছর থেকে দুই ধাপ পিছিয়েছে
→to become the second worst city to live in the world,
বিশ্বে বসবাসের জন্য দ্বিতীয় সবচেয়ে খারাপ শহর হওয়ায়
→only topping war-ravaged Damascus in Syria.
কেবল সিরিয়ার যুদ্ধ-বিধ্বস্ত দামেস্ক কে শীর্ষে রেখে

➲ The survey of 140 cities around the world is based on some 30 factors across five categories including stability, healthcare, culture and environment, education and infrastructure.
বিশ্বব্যাপী ১৪০ টি শহরের উপর জরিপটি স্থিতিশীলতা, স্বাস্থ্যসেবা, সংস্কৃতি ও পরিবেশ, শিক্ষা এবং অবকাঠামো নিয়ে পাঁচটি ক্যাটাগরির প্রায় ৩০ টি বিষয়ের উপর ভিত্তি করে করা হয়।
→The survey of 140 cities around the world
বিশ্বব্যাপী ১৪০ টি শহরের উপর জরিপটি
→ is based
পরিচালিত হয় নির্ভর করে
→ on some 30 factors across five categories
পাঁচটি ক্যাটাগরির প্রায় ৩০ টি বিষয়ের উপর
→ including stability, healthcare, culture and environment, education and infrastructure.
স্থিতিশীলতা, স্বাস্থ্যসেবা, সংস্কৃতি ও পরিবেশ, শিক্ষা এবং অবকাঠামো সহ।
➲ We have managed to get to this point because of Dhaka growing up in an unplanned manner, with terrible public transport, utility services, poor health services, drainage and water management.
গণ পরিবহন ও জনসেবার ভয়াবহতা, বাজে স্বাস্থ সেবা, জলনিষ্কাশন ও পানি ব্যবস্থাপনায় অপরিকল্পিত রীতিনীতিতে ঢাকার বেড়ে উঠাই আমাদের এই অবস্থান/পদমর্যাদা প্রাপ্তির কারন।
→We have managed to get to this point
আমরা এই অবস্থান লাভ করেছি
→ because of Dhaka growing up in an unplanned manner,
অপরিকল্পিত রীতিনীতিতে ঢাকা বেড়ে উঠার কারনে
→ with terrible public transport, utility services, poor health services, drainage and water management.
ভয়াবহ গণপরিবহন, জনসেবা, বাজে স্বাস্থসেবা, জলনিষ্কাশন ও পানি ব্যবস্থাপনা সহ।
➲ The gamut of all this is reflected in the scores themselves where Dhaka scored 38 out of a total of 100.
তাদের নিজেদের দেয়া স্কোরই এসব কিছুর মাপকাঠি যেখানে মোট ১০০ এর মধ্যে ঢাকার স্কোর ৩৮।
➲ We scored a measly 29.2 in healthcare and 26.8 in infrastructure.
স্বাস্থসেবায় আমাদের খুবই নিম্নমানের স্কোর ২৯.২ এবং অবকাঠামোতে ২৬.৮।
➲ With a tenth of the country's residents living in Dhaka, where the city's population is growing at three percent every year, urban planning needs to be done properly.
মোট দেশবাসীর দশভাগের একভাগ বাসিন্দার ঢাকায় বসবাস সহ প্রত্যেক বছর ১০০ জনে ৩ জন করে শহরের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, নাগরিক পরিকল্পনা যথাযথভাবে না করলেই নয়।
→With a tenth of the country's residents living in Dhaka,
মোট দেশবাসীর দশভাগের একভাগ বাসিন্দার ঢাকায় বসবাসের সাথে
→where the city's population is growing at three percent every year,
প্রত্যেক বছর ১০০ জনে ৩ জন করে শহরের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে,
→urban planning needs to be done properly.
নাগরিক পরিকল্পনা যথাযথভাবে না করলেই নয়।
➲ The city's Detailed Area Plan (DAP) has been constantly violated, resulting in the filling up of water bodies to make room for real estate.
রিয়েল এস্টেটের জন্য জায়গা তৈরি করতে জলাশয় ভরাট করার মাধ্যমে শহরের ডিটেইল এরিয়া প্ল্যান (ডিএপি) ক্রমাগত লঙ্ঘন করা হচ্ছে।
➲ Its residents have been left bereft of proper public transport system, schooling, healthcare and utility services.
(ফলে) শহরের বাসীন্দারা উপযুক্ত গণ পরিবহন ব্যবস্থা, পড়াশোনা, স্বাস্থসেবা এবং জনসেবা থেকে বঞ্চিত থাকছে।
➲ These have contributed to Dhaka's falling status in the liveability index.
এগুলোই বসবাসযোগ্য সূচকে ঢাকার পতনশীল অবস্থার জন্য দায়ী।
➲ The problems are well-known to us, since we suffer them every day, and the solutions can be devised by experts.
সমস্যাগুলি আমাদের কাছে সুস্পষ্ট কেননা আমরা প্রতিদিনই এগুলোর সম্মুখীন হই আর সমাধান বিশেষজ্ঞরা ভেবে বের করতে পারেন।
➲ We need to wake up to these realities because things cannot be allowed to go on like this.
আমাদেরকে এমন বাস্তবতা থেকে জাগতে হবেই কেননা সবকিছুকে এভাবে চলতে দেয়া যায় না।
➲ There is a need to develop urban centres on the peripheries of the capital city and that can come through better rail communication.
রাজধানীর সীমান্তবর্তী পৌর কেন্দ্রগুলির উন্নয়ন না করলেই নয় এবং এটি কেবল ভাল রেল যোগাযোগের মাধ্যমেই করা যেতে পারে।
➲ If more city amenities were made available in Gazipur, Tongi, Narayanganj, etc.
millions could come to work in Dhaka and leave in the evening.
যদি গাজীপুর, টঙ্গি, নারায়ণগঞ্জ প্রভৃতি জেলাগুলিতে আরো বেশি সুজোগ সুবিধা সহজলভ্য করা যেতো, তাহলে লক্ষ লক্ষ মানুষ ঢাকায় কাজ করতে আসত আর সন্ধায়ই ঢাকা ছাড়ত।
➲ These are issues that need to be addressed at policy level.
এসব সমস্যাগুলি রাজ্যশাসননীতি পর্যায়ে মোকাবেলা করা প্রয়োজন।

■ Word meanings:
☞ least liveable
সবচেয়ে কম বাসযোগ্য
☞second worst city
দ্বিতীয় সবচেয়ে খারাপ শহর
☞war-ravaged
যুদ্ধ-বিধ্বস্ত
☞unplanned manner
অপরিকল্পিত রীতিনীতি/ধরণ
☞terrible public transport
ভয়াবহ গণপরিবহন
☞poor health services
বাজে স্বাস্থ সেবা
☞make room
যায়গা করা
☞falling status
পতনশীল অবস্থা
☞policy level
রাজ্যশাসননীতি পর্যায়/নীতি স্তর
utility services
জনসেবা, সরকার কৃতৃক প্রাপ্ত সেবা
"utility services" means pulic service, electric, water, sewer, and telecommunications, internet and cable television services, including all other services that might be lawfully rendered by use of its fiber optic system.
ছোটো,নগণ্য, নীচ
=Small in amount, contemptibly so.
other forms : measly, measlyer, measlyest

☞ devise (verb)
পরিকল্পনা করা, ভেবে বের করতে, উদ্ভাবন করা
=come up with (an idea, plan, explanation, theory, or principle) after a mental effort
synonyms : invent, contrive, devise, excogitate, formulate, forge, organize, organise, prepare, get up, machinate

☞ peripheries(noun)
প্রান্তীয় এলাকা, পরিধি, উপরিতল, পরিবেশ, চৌহদ্দি
=The outside boundary, parts or surface of something.
→The suburbs are a city's periphery
antonyms : center

■ Exclusive Expression:
☞ auxilliary+ bereft of something
(adjective)
= (of a person) pained by the loss of someone,
deprived of, lacking, stripped of, robbed of+ something
→We are bereft of hope.
আমরা আশাহীন।
→The place seemed to be utterly bereft of human life.
এই স্থানটি একদম জনমানবহীম মনে হয়েছিল।
→They are bereft of getting proper guidline.
উপযুক্ত গাইডলাইন পাওয়া থেকে তারা বঞ্চিত
→The refugees arrived bereft of their possessions.
শরণার্থীরা সহায়সম্পত্তিহীন অবস্থায় পৌছেছে।
→The team now seems bereft of inspiration.
দলটিকে এখন অনুপ্রেরনাহীন মনে হচ্ছে।
→Karim's death in 1990 left her completely bereft .
১৯৯০ সালে করিমের মৃত্যু তাকে সম্পূর্ণ নিঃশ্ব করে গেল।
Synonym of bereft:
bereaved ,
grieving,
lovelorn(প্রেমকাতর/বিরহপীড়িত)
mourning (শোক), sorrowing.

    নারী যে নারী প্রিয় কথা বলে-- প্রিয়ংবদা যে নারী[…]

    খোলস / চামড়া / শাবক হরিণের চামড়ার আসন-- অজিনাসন[…]

    ইচ্ছা হনন / হত্যা করার ইচ্ছা-- জিঘাংসা জানবার ইচ[…]

    ডাক অশ্বের ডাক-- হ্রেষা ময়ূরের ডাক-- কেকা বাঘে[…]