Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : ইংরেজী ভাষা ও সাহিত্য
By rana
#512
Adverb এর Identification টা অনেকের কাছে কঠিন মনে হয়। চলুন দেখি টেকনিকের মাধ্যমে মনে রাখতে পারি কি না। মনে রাখবেন, কখন, কোথায়, কেন, শর্ত, কারণ, ফলাফল ইত্যাদি বুঝালে Adverb হয়। Adverb সময়, স্থান, ধরণ, সংখ্যা, পরিমাণ, কারণ, উদ্দ্যেশ্য, শর্ত এবং বৈপরীত্ব প্রকাশ করতে পারে। Adverb এর প্রকারভেদ গুলো নিচের টেকনিক দিয়ে মনে রাখতে পারি।
DR(ডাক্তার) সাহেব CCTV তে MP সাহেব কে দেখে টিভি OF করে চেয়ার থেকে উঠে দাড়ালো।
D=Degree :- Very, Much, Partly, Wholly,Extremely, Too,Quiet, Twice, Almost etc.

R=Reason:- as, so, because,since,Therefore, Accordingly,Consequently, That is why etc.

C= Condition:- If, Unless etc.

C=Contrast:- Though, Although etc.

T=Time:- Now, Then, Soon, early etc.

M=Manner:- Slowly, Quickly, Surely, Probably etc.

P=Place:-Here, There, Far, near etc.

O=Order:- First, second, Third, Firstly, Secondly, Thirdly etc.

F=Frequency:- Once, Twice, often, Seldom, Again, Rarely, Hardly etc.
Adverb চেনার কিছু উপায়:-
১. বাক্যের শেষে যখন Preposition আসে তখন Adverb হিসাবে ব্যবহৃত হয়। যেমন:- He went up. এখানে Up হচ্ছে Adverb.

২. সাধারণত -ly যুক্ত সকল শব্দই Adverb ( কিছু ব্যাতিক্রম আছে)

৩. বাক্যে Preposition, Possesive, Article, Adjective, Determiner ইত্যাদির পর যদি তিনটি শব্দ থাকে তাহলে প্রথমটি হবে Adverb, দ্বিতীয়টি Adjective, তৃতীয়টি Noun. যেমন
I have a red color pen.
এখানে Article a এর পর তিনটা শব্দ আছে। তাই প্রথম শব্দ Red হচ্ছে Adverb.

৪. কোন একটা Sentence এ যদি একাধিক Adverb থাকে তাহলে সেগুলো একটা নির্দিষ্ট order মেনে চলে। আর তা হলো Manner+Place+Time সংক্ষেপে MPT সিরিয়ালে চলে। যেমন Jannat Works sincerely in his office everyday.
এখানে Sincerely হচ্ছে Manner, in his office হচ্ছে Place এবং Everyday হচ্ছে Time.

এখন আসেন আরেকটা সমস্যার বিষয়
সাধারণত Verb কে Modify করতে Adverb বসে। কিন্ত Linking Verb বা Copulative verb গুলো পর Adjective বসে। আবার Linking Verb গুলোর পর যদি NPP ( Noun, Pronoun, Preposition) আসে তাদের পর Adverb বসে। অর্থাৎ

সাধারণ Verb+ Adverb
Linking verb+Adjective.
Linking Verb+ NPP + Adverb
এবার আসুন Linking Verb গুলো কে মনে রাখার একটা টেকনিক দেখি।

SIR এখন FLAT এর মধ্যে BG আছে
S=Stay, Seem, Sound, Smell
R= Remain
F= Feel
L=Look
A= Appear
T=Taste
B=Be, Become
G= Go, Grow, Get

চলুন কয়েকটা উদাহরণ দেখি।
He works Careful/Carefully.
এখানে Carefully হবে কারণ সাধারণত Verb এর পর Adverb হয় । আর এখানে Carefully Adverb.

He looks Careful/Carefully.
এখানে Careful হবে কারণ Look হচ্ছে Linking Verb. তাই এরপর Adjective হবে।

He looks after Careful/Carefully
এখানে Carefully হবে কারণ Linking verb looks এর পর Preposition আছে। তাই এরপর Adverb হবে।

He behaves friendly/ in a friendly way.
এখানে in a friendly way হবে। কারণ Behaves সাধারণ verb আর সাধারন verb এরপর Adverb বসে। আর Friend এর Adverb হলো in a friendly way. আর Adjective হচ্ছে friendly
    Similar Topics
    TopicsStatisticsLast post
    Adverb
    by Romana    - in: ইংরেজি ব্যাকরণ
    0 Replies 
    8442 Views
    by Romana
    Verb
    by Romana    - in: ইংরেজি ব্যাকরণ
    0 Replies 
    8085 Views
    by Romana
    0 Replies 
    7870 Views
    by Romana

    নারী যে নারী প্রিয় কথা বলে-- প্রিয়ংবদা যে নারী[…]

    খোলস / চামড়া / শাবক হরিণের চামড়ার আসন-- অজিনাসন[…]

    ইচ্ছা হনন / হত্যা করার ইচ্ছা-- জিঘাংসা জানবার ইচ[…]

    ডাক অশ্বের ডাক-- হ্রেষা ময়ূরের ডাক-- কেকা বাঘে[…]