Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : ইংরেজী ভাষা ও সাহিত্য
By raihan
#490
Verb হল একটা Sentence এর Heart বা হৃৎপিন্ড। তাই আজকে Extra মনযোগ দিতে হবে।

Verb এর দু’টো প্রকার আছেঃ
a. Main Verb None can do this.
b. Auxiliary Verb None can do this.

আবার Main Verb এরও দু’টো ভাগ আছে।
a. Regular Verb We modified the article.
b. Irregular Verb She drives very fast.
এখন প্রশ্ন হল কিভাবে বুঝবে Regular কোনটা আর Irregular কোনটা?
তুমি হয়ত কোথাও পড়েছো, Verb এর Past form এবং Past Participle Form আছে। তাই না?
Regular Verb চিনতে পারবে যখন তুমি দেখবে past form এবং past participle form এ ‘ed’ যুক্ত হয়েছে।
Main Form Past Form Past Participle Form
Work Worked Worked
Like liked Liked
কিন্তু Irregular Verb গুলো এতো লক্ষী নয়। তারা past form এবং past participle form এ ইচ্ছেমত বিভিন্ন রূপ দেখায়।
Main Form Past Form Past Participle Form
Do Did Done
Let Let Let
Catch Caught Caught

তাহলে এই Regular আর Irregular verb গুলো জানবে কি করে?
ভয়ের কারণ নেই English এ Irregular Verb মাত্র ২৯০টা। (ওরে বাবা!! এত্তগুলা!!)

তাহলে তুমি সব শিখে নিতে পারবে- আর এটা তো sure হলে যে বাকী গুলো যা আছে তা হল Regular Verb।
এখন কথা হল, Forms Of Verb টা রপ্ত করা। তাহলে তুমি সহজেই নিজে নিজে Verb কে Analysis করতে পারবে। এখন যা পড়বে, তার মধ্যে Independentও Dependent Forms এর উপর আলোচনা, যা তোমার শুধু ধারণা নেবার জন্যে (Expert যারা তাদের জন্য নতুন দিক), তুমি খুব মনোযোগ দেবে Forms Of Verb এর প্রতিটি Form নিয়ে যে চার্টটি আছে ঠিক সেখান থেকে; কারণ মাঝখানের আলোচনায় আমার নিজস্ব একটি theory প্রতিষ্ঠার চেষ্টা করতে গিয়ে অনেক Grammatical Rules গুলো এনেছি যা হয়ত তুমি এক্ষুনি বুঝতে না-ও পারো।


FORMS OF VERB:
একটা Verb এর ছয়টা Form আছে। এই Form গুলোকে আমি আবার দুইভাবে সাজিয়েছি। আমার জানা মতে পৃথিবীর এমন কোন Grammar বই নেই যেখানে Forms of Verb কে দু’ভাগ করা হয়েছে।
Independent Forms of Verb

1. Main Form
2. Present Form
3. Past Form
Dependent Forms of Verb

4. Past Participle Form
5. Gerund Form
6. Infinitive Form

Independent Forms Of Verb:
Independent নাম দেয়ার কারণ, এই Form গুলোর ব্যবহার কোনো Auxiliary Verb ছাড়া দেখা যায়; যদিওবা Auxiliary Verb এর সাহায্য কিন্তু প্রয়োজনে এরা নেয়। এরা যেন স্বাধীন বিহঙ্গের মত, ইচ্ছে হলে উড়ে গেল, আবার ইচ্ছে হলে কোথাও বসল।
Independent অবস্থার উদাহরণ (কোন Auxiliary Verb ছাড়া)
Ex: I know the man. (Main Form)
The car moves with in a second. (Present Form)
The authority took the decision for new project. (Past Form)
Dependent অবস্থার উদাহরণ।
Ex: We must prove the evidence. (Modal এরপর Main Form)
I would rather that he waited for me. (বিশেষ Modal alike এরপর Past Form)
এখানে Auxiliary Verb বসেছে, তবে মনে রাখতে হবে Present Form কখনও কোন Auxiliary Verb এর সাথে ব্যবহার হবে না। Main Verb এর dependent using এখানে কিছুটা আলোচিত হল, বিস্তারিত এই ব্লগ পড়লেই পাবে। Past Form কে আমি সব সময় Independent দেখেছি, তবে I would rather that এর ক্ষেত্রে এটাকে dependent মনে হয়েছে, যদিও that দিয়ে আলাদা Clause ভাবলে Past form কে Independent ই মনে হয় (এই কথাটা Expertছাড়া নতুনদের এই মুহুর্তে না বুঝলেও চলবে; তবে নতুনরা Expert হয়ে গেলে আমার এই কথা ভুলে গেলে কিন্তু চলবে না, বলে দিলাম।)

Dependent Forms Of Verb:
Dependent নাম দেয়ার শক্তিশালী কারণ হল, এই Form গুলো Auxiliary ছাড়া ব্যবহার হয় না। যদি ব্যবহার হয় তাহলে তা Verb হিসেবে বসে না। যেন এরা পাখি; তবে মুরগি...( আকাশে উড়তে পারে না, খালি বসে থাকে) Lolz ।
Dependent হবার উদাহরণঃ
Ex: We have submitted the papers. (Past Participle Form)
The book was published last month. (Past Participle Form)
The machine needs to be fixed. (Past Participle Form)
Mamun gets the computer repaired. (Past Participle Form)
She is working at Brac bank. (Gerund Form)
Harun enjoys watching BBC. (Gerund Form)
The machine needs fixing. (Gerund Form)
Grandpa was used to talking about his past life. (Gerund Form)
The students want to postpone the exam. (Infinitive Form)
Hidden Clause এর উদাহরণ; কিন্তু ঘুরে ফিরে Dependent।
Ex: The girl running down the street might be in trouble. (Gerund Form)
(The girl who is running down the street might be in trouble.)
The topic discussed at blog site is on the television. (Past Participle Form)
(The topic which was discussed at blog site is on the television.)
Having a terrible toothache, Mostafa called the dentist. (Gerund Form)
(As Mostafa had had a terrible toothache, he called the dentist.)
After shown the mail, the directors proved Mr. Wadud’s offence. (Past Participle Form)
(After the directors had shown the mail, they proved Mr. Wadud’s offence.)
আবার মনে হতে পারে এই Form গুলা Independently চলা ফেরা করে কিন্তু…
হয় এরা Noun:
Ex: Reciting in the morning helps you to clear your accent. (Gerund Form)
The children found drawing very interesting. (Gerund Form)
I act for entertaining. (Gerund Form)
To show respect enhances your gravity. (Infinitive)

না হয় এরা Adjective:
Ex: The crying baby needs an apple. (Gerund Form)
Frozen food is often easier to prepare. (Past Participle Form)
এবার কিছু ভুল Sentence নিয়ে দেখি Analysis করেঃ
Ex: He eating food. (Gerund Form)
The pictures shown to us. (Past Participle Form)
She driven few minutes ago. (Past Participle Form)
The teacher to take the class. (Infinitive Form)
এধরণের Sentence হয় না (বিশ্বাস না হলে তোমার পিসিতে MS Word ফাইলটা খুলো আর এই Sentence গুলো এখান থেকে copy করে paste করতে পারো বা নিজেই টাইপ করে দেখো, যে Sentence গুলোর লেখার নীচে Error Marking হিসেবে সবুজ Underline পরে কিনা যদি Spelling & Grammar Checking Option টা On করা থাকে। নাহলে F7 বাটন press করতে হবে।)। আরো ভালো করে যদি বলি Gerund বা Past Participle বা Infinitive কখনই Subject এরপর সরাসরি Verb হয়ে বসবে না। তাই এই তিনটি Form কে আমি Dependent নাম দিয়েছি, কারণ এই ভুল Sentence গুলো শুদ্ধ করতে হলে তোমাকে Auxiliary Verb এর উপর depend বা নির্ভর করতে হবে।
এবার Auxiliary ব্যবহার করে শুদ্ধ Sentence দেয়া হল । Tense Analysis পেইজে Auxiliary এর Basic ব্যবহার দেয়া আছে, so এখন না বুঝলেও no worries:
He is eating food.
The pictures were shown to us.
She has driven few minutes ago.
The teacher wants to take the class.
Raysul Islam Redoy
আমার অভিজ্ঞতায় একজন লোক ১০-১২ বছর English পড়ার পরও যখন সে লেখে বা বলে ‘He eating’ বা ‘She gone’বা ‘I to know’ তখন সত্যিই খুব কষ্ট লাগে। তাই আগেভাগেই যদি বলে দেই Past Participle, Gerund ও Infinitive এই তিনটা Dependent Forms Of Verb এবং এগুলো ব্যবহার করতে এদের আগে Auxiliary Verb লাগে, তাহলে যারা কিছু মনযোগ দিয়েছেন তারা কখনও ভুল করবেন না।
• দ্বিতীয় কারণ হল, আমি একজন বাঙালী -- আর English Grammar নিয়ে সাহস দেখিয়ে Forms Of Verb এর মত এত Important বিষয়ের একটা নতুন দিক দেখিয়ে কাজ করলাম -- তা তোমার কাছেই ছোট্ট স্বীকৃতি চাই। আমার এই কষ্ট করে লেখা এতেই স্বার্থক।
তাহলে যা জেনে নাওঃ
Name of the Form For Structure use
Independent Form
1. Main Form MF
2. Present Form Pre F
3. Past Form PF
4. Past Participle Form PPF
Dependent Form
5. Gerund Form GF
6. Infinitive Form InF
এখানে Be, Have, ও Do এই তিনটা Verb ভালো করে মনে রাখবে। কারণ এই তিনটা কেই আবার Auxiliary Verb হিসেবে দেখা যায়।
তুমি এবার তিনটা Verb নাও আর ছয়টি Form এ ভাগ কর। Verb গুলো হলঃ--
1. Prove 2. Cut 3. Pronounce
হয়ে গেলে Irregular Chart পেইজটাতে দেখে মিলিয়ে নাও।
চল এবার Person এর সাথে Forms Of Verb এর Combination দেখি।
প্রতিবারেই তুমি নতুন Pronoun দেখবে (A) যা আমি Subject Analysis Page এ বলেছি এটা মহান আল্লাহ’র জন্য Pronoun এবং এর উচ্চারণ ‘আ’।
আরোও একটু বিশদভাবে Third Person Singular সম্পর্কে বলতে চাই।
(A) (A) has kindness to us.
Third Person Singular
(Pronoun) He He looks for one.
She She sells showpieces.
It (প্রাণীবাচক) It is a cat.
It (বস্তুবাচক) It is a book.
This This costs much.
That That reduces more.
Third Person Singular
(Count Noun Singular) Any name of animate object Karim works at Office
Any name of inanimate object Pepsi gives fizzy bubbles.
Any animate thing The child has good toys.
Any inanimate thing A book becomes always a good friend.
Collective Noun (অনেক লোকের একটা গ্রুপ; যেহেতু গ্রুপ, তাই ওই গ্রুপ এর নামটাই Singular ) The government rules the country.
The army starts advancing.
The committee proposes a new project.
Third Person Singular
(Non Count Noun)
Non Count Noun Trust is an unseen virtue.
Money makes happy.
Time does not sacrifice.
Soap gets wet.
Homework needs to be finished.
Infinitive To eat keeps you healthy.
Gerund Smoking is a bad practice.
Noun Clause Who delivers mail is a postman.
এবার Third Person Plural সম্পর্কে বলি।
Third Person Plural
Pronoun They enjoy the movie.
These are mangoes.
Those help to build nutrition.

Count Noun Plural Children find the picture drawing interesting.
Two governments negotiate about the border treaty.
Scissors cut clothes.
তাহলে তোমার জানা হল Person সম্পর্কে।
1. Main Form:
Main Form হল Verb এর আসল চেহারা এবং এটি Independent Form। এর সাথে Person এর সরাসরি যোগাযোগ রয়েছে।
• Main Form কে দেখা যায় Present Indefinite Tense এ First Person Singular, First Person Plural, Second Person Singular, Second Person Plural, এবং Third Person Plural এর পর।
Ex: I walk every morning. (1st per sing)
We hope for your betterment. (1st per plu)
You spend money alone. (2nd per sing)
You play to our soccer team. (2nd per plu)
They show us picture. (3rd per plu)
Our friends have cars each. (3rd per plu)
• Infinitive = To + Verb (Main Form)। তুমি দেখেছো যে Infinitive একটা Form এবং এটা To এর সাথে মিলে Main Form দিয়ে গঠিত।
Ex: He goes to meet her.
To know makes you learned.
• Auxiliary Modal ও Modal Alike এরপর Main Form বসে।
Ex: Sumi will prepare her study.
You had better take Chemistry than Politics.
He disguised himself lest he be recognized.
• এছাড়া Causative Verb ও Subjunctive এ (এইগুলা কি রে ভাই?) Main Form ব্যবহার হয়।
Ex: She makes her husband do the job. (Causative Verb)
The doctor recommended that his patient take medicine. (Subjunctive)
• তবে একমাত্র ফাজিল ‘Be’ Verb, যার Main Form সব সময় কোন না কোন Auxiliary Verb এর পরে বসবে আর কখনই Present Indefinite Tense এ Main Form হয় না (হবে Present Form)।
Ex: I shall be a lawyer. (I be a lawyer হয় না, হবে I am a lawyer এখানে am হল present form।)
2. Present Form:
Present Form এর ব্যবহার এই দুনিয়াতে একটাই এবং এটি অবশ্যই Independent। এর যোগাযোগ সরাসরি Third Person Singular এর সাথে।
Present Indefinite Tense এ Third Person Singular এরপর Present Form বসে।
Ex: It means she always makes delay.
The lawyer fights against the case hard.
এক্ষুনি মুখস্থ কর উপরের লাইনটা। বল আবার
“Present Indefinite Tense এ Third Person Singular এরপর Present Form বসে।”
মনে থাকবে তো? লেখার ক্ষেত্রে? পড়ার ক্ষেত্রে?
তুমি আজকেই একটা কাজ করবে, পারলে এখনই কর। new tab দিয়ে একটা page ওপেন কর যে কোন English News Site বা কাছাকাছি কোন English বই বা ম্যাগাজিন বা নিউজ পেপার থাকলে নাও। যদি কোন passage পাও Grammar বা Guide বইয়ের তাহলে তো আরো ভাল। দেখো Subject টা কি? – কোন ধরণের Noun এর subject এটা? – কোন ধরণের Person এর Subject? – এবার দেখো এটার পরে কোন ধরণের Verb বসেছে? – Verb টি কোন ধরণেরForm এ আছে? – বল এবার তুমি কি কি পেলে?
–তুমি কি জানো ঠিক এভাবেই খাতা কাটা হয় বা ভুল বাছাই করা হয়?
তোমার আজ থেকে কাজ হল Third Person Singular কে খুঁজে খুঁজে বের করা আর তার সাথে Present Indefinite Tense এ Present Form বসেছে কিনা মিলিয়ে দেখা।
বেশ কিভাবে বুঝবে কোনটা কি Tense?
• যখনই দেখবে Third Person Singular এর পর Present Form বসেছে তখনই তা Present Indefinite Tense।
• আর যদি Present Form দেখোই তাহলে বুঝবে এর আগে Third Person Singular বসেছে। কি? পারা যাবে তো?
Present Form এ ‘s’, ‘es’, or ‘ies’ যোগ হয় Main Form এর সাথে এবং এটা অনেকটা Vowel আর কিছু Consonant এর উপস্থিতিতে হয়।
একটা ছোট্ট hint দিলাম:
• যদি কোন শব্দের পর “o” অথবা “h” থাকে তাহলে ‘es’ বসে।
Ex:
Main Form Present Form
Do Does
Catch Catches
• যদি শব্দের শেষে “y” থাকে, তাহলে “y” টা উঠে গিয়ে ‘ies’ বসবে।
Ex:
Main Form Present Form
Cry Cries
Fry Fries
• কিন্তু উপরের উদাহরণটার ব্যাতিক্রমও আছে যেমন “Buy” এমনকি নিয়মের ঠিক নাই এমন Verb হল “Have”।
Ex:
Main Form Present Form
Buy Buys
Have Has
এত্ত Critical ভাবাভাবির দরকার নেই। তুমি যা জেনেছো তাই কাজে লাগাবে। যতটুকু জেনেছো তাই ভালো করে মনে রেখো।
শুধুমাত্র “Present Indefinite Tense এ Third Person Singular এরপর Present Form বসে।”
Ex: He goes when his mother calls.
Water flows violently in rainy days.
আর একটু বলি – উপরে Third Person singular এর Chart টা তে প্রতিটা প্রকার নিয়ে উদাহরণ আছে, দেখো।
More Ex:
(A) has kindness to us.
He looks for one. Karim works at Office Trust is an unseen virtue.
She sells showpieces. Pepsi gives fizzy bubbles. Money makes happy.
It is a cat. The child has good toys. Time does not sacrifice.
It is a book. A book becomes always a good friend. Soap gets wet.
This costs much. The government rules the country. Homework needs to be finished.
That reduces less. The army starts advancing. To eat keeps you healthy.
The committee proposes a new project. Smoking is a bad practice.
Who delivers mail is a postman.
কিন্তু, কিন্তু, কিন্তু!! একটা দুষ্টু Verb আছে যার কথা তোমাকে না বললে একেবারে সর্বনাশ হয়ে যাবে। Verb টার নাম হল Be।
• একমাত্র ‘Be’ Verb যে Present Indefinite tense এ সব Person এর কথা ভেবে প্রত্যেকের জন্য Present Form কে আলাদা আলাদা করে সাজিয়েছে। অর্থাৎ

Person Criteria ‘Be’ Verb
(Present Form) Examples
1st Per Sing I Am I am a doctor.
1st Per Plu We Are We are students.
2nd Per Sing You Are You are helpful.
2nd Per Plu You Are You are my friends.
3rd Per Sing (A)
Is (A) is omnipresent
He, She, It
It, This, That
Count Noun Singular
Non Count Noun He is friendly
That is not acceptable.
The device is good.
Ice is always cold.
3rd Per Plu They
These, Those
Count Noun Plural
Are They are trustworthy.
Those are chemical solution.
Metals are important to use.
এখানে ‘Be’ Verb অবশ্যই অবশ্যই Main Verb (আবার Auxiliary ‘Be’ Verb এর সাথে গুলিয়ে ফেলে না); কারণ এটা Present Indefinite Tense এ আছে।
3. Past Form:
Past Form হল Independent এবং সব Person এর সাথে সমান রূপে বসে।
• মুলত Past form দেখা যায় Simple Past tense এর ক্ষেত্রে। সব Person এর সাথে এর একই রূপ থাকে।
Ex: He went alone.
The news delivered to the people.
• আবার Would rather that বা As If , As Though বা Wish এর ক্ষেত্রে Past Incident বুঝাতে (এগুলা কি কন ভাই?) past formবসে।
Ex: They would rather that I came this morning than last night.
She talks with her dog as if it understood her.
Maradona wishes Argentina won 2010 world cup.
আবার ওই দুষ্টু ‘Be’ Verb এর কথা তো বলতেই হয়।
• তার সব Person এর কথা চিন্তা করতে গিয়ে আবারও প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে সাজিয়ে রেখেছে। আসলে ‘Be’ Verb এর এই দুষ্টামী না থাকলে হয়ত English ভাষা এত rich হত না।
Person Criteria ‘Be’ Verb
(Past Form) Examples
1st Per Sing I Was I was a doctor.
1st Per Plu We Were We were students.
2nd Per Sing You Were You were helpful.
2nd Per Plu You Were You were my friends.
3rd Per Sing (A)
Was (A) was once provider of divine food to the Jews.
He, She, It
It, This, That
Count Noun Singular
Non Count Noun He was friendly
That was not acceptable.
The device was good.
Ice was colder before melting.
3rd Per Plu They
These, Those
Count Noun Plural
Were They were trustworthy.
Those were chemical solution.
Metals were important to use.
4. Past Participle Form:
যেহেতু Past Participle Form হল Dependent তার জন্য Auxiliary Verb লাগবে এবং Person এর সাথে সরাসরি Verb হিসেবে যোগাযোগ থাকবে না।
Past Participle Form এর তিনটা ব্যবহার দেখা যায়।
• Past Participle Form ব্যবহার হয় সব Perfect Tense এ।
Ex: She has participated in this competition.
The survey report had been submitted.
The tourist had reached to the castle.
I will have finished this before your coming.
The authority should have checked this before any farther judgment.
• Passive Sentence এর ক্ষেত্রে Past Participle Form ব্যবহার হয় Auxiliary ‘Be’ Passive এর পর।
Ex: The book is revised by the author.
The idea was launched by Banglalink.
The survey report had been submitted.
• আগেই বলেছি, Past Participle form আবার Adjectiveও হয়।
Ex: We saw a new born baby.
(We saw a new baby which was born.)
The office will revise on a finished job.
(The office will revise on a job which was finished.)
খেয়াল করে দেখো, প্রথম Sentence টা তে ‘baby’ হল noun আর ‘born’ হল Adjective; কারণ Baby টার অবস্থা বুঝাতে Born ব্যবহার হয়েছে adjective হিসেবে। পরের Sentence টাও একই রকমের; এখানে job এর আগে finished বসে noun টির অবস্থা বোঝাচ্ছে।
তবে তোমাকে আরোও expert করতে আমি এসব নিয়ে বলবো, আপাততঃ একটা ধারণা নাও এবং সেটা যেন ধারালো হয়।
5. Gerund Form:
Gerund একটি Dependent Form; এর Auxiliary Verb এর প্রয়োজন আছে।
‘Main Form + ing = Gerund’,
এটা যদিও সুত্র, তবে সব ক্ষেত্রে সুত্র মেনে চলে না।
Main Form Gerund Form
Write Writing
Buy Buying
Swim Swimming
Gerund এর তিনটা সাধারণ ব্যবহার দেখা যায়।
• Gerund যে কোন continuous tenseএর সাথে দেখা যায়।
Ex:
He is running.
He was running.
He will be running.
He has been running for an hour.
He had been running for 10 years.
• Gerund এর আরেক পরিচয় Noun আর Noun মানেই Non Count Noun (যা হল Third Person Singular) ।
a) Sentence এর শুরুতে Gerund বসে।
Ex: Dancing will help you to do physical exercise.
• Sentence এর শেষে complement বা object হয়ে। এটাকে অনেক বইতে Complement Verb ও বলে। Main Verb এর পর যে Verb টা বসে তাই ই Complement Verb।
Ex: You should stop smoking.
b) Preposition এরপরে Noun হয়ে।
Ex: He is capable of doing works.
• Gerund কাজ করে Adjective হয়ে।
Ex: The crying baby disturbs much.
He had a burning cigarette between his fingers.
খেয়াল করে দেখো প্রথম Sentence টা Crying বোঝাচ্ছে baby টার অবস্থা এবং একইভাবে Burning বোঝাচ্ছে Cigarette এর অবস্থা; আর তাই এখানে Gerundকাজ করছে Noun গুলোর adjective হয়ে।
6. Infinitive Form:
‘To + Main Form of Verb = Infinitive’ এইটুকুই। এটা অবশ্যই Dependent Form আর এর আরেক নাম Complement verb।
• Complement Verb হিসেবে Infinitive মানে হল Main Verb এর পর যে Verb টা বসে তাই ই Complement Verb।
Ex: She came to know the truth.
• Infinitive কে Noun হিসেবে দেখা যায় এবং তখন তা Non Count Noun ও Third Person Singular।
Ex: To laugh is a good medicine.
আজ তবে এখানেই শেষ। Boring হবার জন্য Sorry। Boring হলেও আমার Request,চেষ্টা কোরো অল্প অল্প করে পড়ে পড়ে বুঝে নিতে। বিশেষ করে চোখ ফেলবে Independent Forms গুলো নিয়ে আর Dependent Forms গুলো তো Auxiliary Verb ছাড়া হচ্ছে না তাই পরের পোস্ট Tense Analysis টা তোমার দেখতেই হচ্ছে।
হালকা Revision হয়ে যাকঃ
1. We have books to delivery.
(MF) (Infinitive)
2. She does not know that she looks like an angel.
(Pre F) (Pre F)
3. The officer saw the truck passing.
(PF) (erund as noun)
    Similar Topics
    TopicsStatisticsLast post
    Verb
    by Romana    - in: ইংরেজি ব্যাকরণ
    0 Replies 
    8060 Views
    by Romana
    0 Replies 
    7849 Views
    by Romana

    নারী যে নারী প্রিয় কথা বলে-- প্রিয়ংবদা যে নারী[…]

    খোলস / চামড়া / শাবক হরিণের চামড়ার আসন-- অজিনাসন[…]

    ইচ্ছা হনন / হত্যা করার ইচ্ছা-- জিঘাংসা জানবার ইচ[…]

    ডাক অশ্বের ডাক-- হ্রেষা ময়ূরের ডাক-- কেকা বাঘে[…]