Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : ইংরেজী ভাষা ও সাহিত্য
#3253
❑ at a time
⇒Type: adverb;
⇒In a single, continuous period of time.
⇒Simultaneously at each occurrence (of some action)
⇒একেবারে, এককালীন, এক এক করে,এক একটা মুহুর্তে, এমন এক সময়ে, এমন একটা সময়ে/মুহুর্তে
──➊ for something at a time
⇒একেবারে/এককালীন কয়েকটা কোন কিছু ধরে
☞for months at a time.
⇒ কয়েক মাস ধরে
☞for days at a time,
⇒ কয়েক দিন ধরে
◼ I stay indoor for weeks at a time.
আমি বেশ কয়েক সপ্তাহ ঘর থেকে বের হইনি।
──➋ something at a moment
এক এক করে কোন কিছু বুঝাতে
☞one at a time
⇒একটি একটি করে
☞one subject at a time
⇒এক এক করে একটি বিষয়
☞one moment at a time
⇒এক একটি মুহূর্তে
◼ You can describe the five weekly meetings, one meeting at a time.
⇒আপনি একেক বার একেকটা সভা নিয়ে মোট পাঁচটা সাপ্তাহিক সভা সম্বন্ধে বর্ণনা করতে পারেন।
──➌ Sentence , at a time when sentence..
⇒এমন একটা সময় যখন
◼ We live at a time when respect for authority seems to be at an all-time low.
⇒আমরা এমন একটা সময়ে বাস করছি, যখন কর্তৃপক্ষের প্রতি সম্মান একেবারে নেই বললেই চলে।
◼ There were occasions when I prayed for hours at a time.
এমন পরিস্থিতিও এসেছিল যখন আমি একসাথে ঘন্টার পর ঘন্টা প্রার্থনা করেছিলাম।
◼ A rare hailstorm recently hit, at a time when the whole country is experiencing a prolonged drought caused by rising temperatures.
⇒শিলাঝড় এমন একটি সময়ে হয়েছে, যখন তাপমাত্রা বাড়ার কারণে দেশটি দীর্ঘায়িত খরার মুখে পড়েছে।

Collected:-

    ] Global China Hardware & Trading Ltd. is[…]

    Thanks for the information.

    ইবনে সিনা ট্রাস্ট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ নিয়োগ বিজ[…]

    Achieving the best SEO (Search Engine Optimization[…]