Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : ইংরেজী ভাষা ও সাহিত্য
#2772
কিছু Noun আছে গণনা করা যায়, কিছু যায় না । যে Noun কে গণনা করা যায় তাদের Countable Noun ( সংক্ষেপে C ) বলে যেমন : book , pen , Umbrella
আমরা এভাবে লিখতে পারি ,
Two books
Four pans
One umbrella
আবার কিছু Noun আছে তাদের গণনা করা যায় না তাদের ( সংক্ষেপে U ) কে Uncountable Noun বলে ।
Example :
Information
Water
Biology
# Countable ও Uncountable Noun এর চারটা বিষয় মনে রাখা দরকার
১ ) Countable Nouns কে plural করা যাবে ।
২ ) Uncountable Nouns কে plural করা যাবে না ।
৩) Countable Nouns যদি singular হয় তবে তার আগে a/an বসাতে হবে ।
৪) Uncountable Nouns এর আগে a/an বসাতে হবে ।
তাহলে কোন Noun গুলো Uncountable তা জানা একান্ত জরুরী । নিচে এখন
তাদের শ্রেণী গুলো কি তাই তুলে ধরবে ।
a) Fluids ( তরল পদার্থ ) : water, oil, ink,
b) Gasses ( বায়বীয় পদার্থ ): hydrogen, air, smoke
c) Natural phenomena ( প্রাকৃতিক ব্যাপার ) : heat, darkness, sunshine
d) Materials too small to be counted ( গুণা যায় না এমন ছোট ছোট পদার্থ ) : rice, salt, flour
e) Academic disciplines ( প্যাঠ বিষয় ) : mathematics, geography, physics.
f) Abstractions ( দেখা বা ধরা যায় না এমন কিছু ) : Love, beauty, freedom
g) Other intangibles( অন্যান্য অদৃশ্য বিষয় ) :work, advice, information
H) Diseases ( ব্যাধি ) : malaria, cholera, influenza
i) Languages ( ভাষা ): Bengali, English, German,
J) Games ( খেলাধূলা ) : Cricket, Football, chess,
k) Solid substances ( কঠিন বা শক্ত জিনিস বা পদার্থ ) : earth, bread,
cotton
I) Verbal nouns ( verb থেকে সৃষ্টি noun ) : cooking, walking , running ,
তবে Uncountable Noun কেউ Countable করা যায় কিছু পরিমাপ করা যায় এমন শব্দ যুক্ত করে ।
Example :
A glass of milk
Two cups of water
a bag of rice

Collected
    Similar Topics
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]