Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : ইংরেজী ভাষা ও সাহিত্য
#2772
কিছু Noun আছে গণনা করা যায়, কিছু যায় না । যে Noun কে গণনা করা যায় তাদের Countable Noun ( সংক্ষেপে C ) বলে যেমন : book , pen , Umbrella
আমরা এভাবে লিখতে পারি ,
Two books
Four pans
One umbrella
আবার কিছু Noun আছে তাদের গণনা করা যায় না তাদের ( সংক্ষেপে U ) কে Uncountable Noun বলে ।
Example :
Information
Water
Biology
# Countable ও Uncountable Noun এর চারটা বিষয় মনে রাখা দরকার
১ ) Countable Nouns কে plural করা যাবে ।
২ ) Uncountable Nouns কে plural করা যাবে না ।
৩) Countable Nouns যদি singular হয় তবে তার আগে a/an বসাতে হবে ।
৪) Uncountable Nouns এর আগে a/an বসাতে হবে ।
তাহলে কোন Noun গুলো Uncountable তা জানা একান্ত জরুরী । নিচে এখন
তাদের শ্রেণী গুলো কি তাই তুলে ধরবে ।
a) Fluids ( তরল পদার্থ ) : water, oil, ink,
b) Gasses ( বায়বীয় পদার্থ ): hydrogen, air, smoke
c) Natural phenomena ( প্রাকৃতিক ব্যাপার ) : heat, darkness, sunshine
d) Materials too small to be counted ( গুণা যায় না এমন ছোট ছোট পদার্থ ) : rice, salt, flour
e) Academic disciplines ( প্যাঠ বিষয় ) : mathematics, geography, physics.
f) Abstractions ( দেখা বা ধরা যায় না এমন কিছু ) : Love, beauty, freedom
g) Other intangibles( অন্যান্য অদৃশ্য বিষয় ) :work, advice, information
H) Diseases ( ব্যাধি ) : malaria, cholera, influenza
i) Languages ( ভাষা ): Bengali, English, German,
J) Games ( খেলাধূলা ) : Cricket, Football, chess,
k) Solid substances ( কঠিন বা শক্ত জিনিস বা পদার্থ ) : earth, bread,
cotton
I) Verbal nouns ( verb থেকে সৃষ্টি noun ) : cooking, walking , running ,
তবে Uncountable Noun কেউ Countable করা যায় কিছু পরিমাপ করা যায় এমন শব্দ যুক্ত করে ।
Example :
A glass of milk
Two cups of water
a bag of rice

Collected
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    3969 Views
    by tasnima
    0 Replies 
    8841 Views
    by masum
    0 Replies 
    5525 Views
    by shanta
    0 Replies 
    15709 Views
    by rajib
    0 Replies 
    16147 Views
    by rajib

    প্রসারিত-- সংকুচিত প্রকাশ্য-- গোপনীয়/অপ্রকাশ্য/প্[…]

    প্রতিকূল-- অনুকূল প্রকাশ্যে-- নেপথ্যে প্রায়শ-- কদ[…]

    নামা-- ওঠা নিশ্চয়তা-- অনিশ্চয়তা নিন্দুক/নিন্দক--[…]

    নাবালক-- সাবালক নীরস-- সরস নিন্দা-- প্রশংসা নিরবকা[…]