Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : ইংরেজী ভাষা ও সাহিত্য
#2751
২য় অংশ
🔖Rules– Subject +verb(s/es) +.....( normal sense). যেমন: আমি যাই, আমি শিখি, আমি পড়ি, আমি হাটি......
1. I get up at 7.00 am.=আমি সকাল ৭টায় উঠি।
2.I freshen myself= আমি ফ্রেশ হই।
3.I brush (my) teeth= আমি (আমার) দাঁত মাঝি।
4. I get out from my reidence, আমি বাড়ি থেকে বাহির হই।
5.I run slowly, আমি ধীরেধীরে দৌড়াই,
6. I enjoy( myself) the natural beauty.আমি প্রকৃতির সৌন্দর্য উপভোগ করি,
7.I take regular exercise= আমি নিয়মিত ব্যায়াম করি
8. I return my home, আমি আমমার বাড়ি ফিরে আসি
9. i wash (my) hands & face= আমি (আমার) হাত মুখ ধুই
10.I wipe (my) hands & face= আমি (আমার) হাত মুখ মুছি।
11.I prepare myself for my prayer, আমি প্রার্থনার জন্য নিজেকে প্রস্তুত করি
12. I make ablution, আমি অজু করি
13.I offer my prayer.= আমি নামাজ প
14.I take / have a bath/shower= আমি গোছল করি।
15. I stand before mirror, আমি আয়নার সামনে দাড়াই,
16. I use cosmetics, আমি প্রসাধনী ব্যবহার করি
17. I wear (my) dresses= আমি (আমার) কাপর পরি।
18. I get Ready for (my) university / college / office = আমি ইউনিভারসিটি /কলেজ/অফিসের জন্য রেডী হই।
19. I take/ have (my) breakfast= আমি সকালের নাস্তা করি।
20. I go to my university/ office আমি ইউনিভারসিটি / অফিসে যাই
21. I get into (the)bus/car/rickshaw= আমি গাড়িতে বা রিক্সায় উঠি।
22. I get down from the bus/car/ rickshaw আমি গারি/ রিকশা থেকে নামি
23. I reach to (the) university/office= আমি ইউনিভারসিটি/ অফিসে গিয়ে পৌঁছাই
24. I start my work= আমি আমার কাজ শুরু করি
25. I look after (my) work= আমি (আমার) কাজ দেখাশুনা করি।
29. I speak with (my) friends = আমি (আমার) বন্ধুদের সাথে কথা বলি।
30. I work till 1.00 pm.= আমি ১টা পর্যন্ত কাজ করি।
31. I stop working, আমি করা বন্ধ করি
32. I take rest for some time.আমি কিছুহ্মনের জন্য বিশ্রাম নেই
33. I offer (my) johar prayer = আমি জোহরের নামাজ পরি।
34.I take/ have (my) lunch at 2 O’ Clock. = আমি দুটায় দুপুরের খাবার খাই।
35. I restart (my) work= আমি পুনরায় (আমার) কাজ শুরু করি.
36. I take/ have some snacks and tea= আমি চা নাস্তা খাই।
37. I accomplish my tasks, আমি আমার কাজ শেষ করি
38. I finish (my) work= আমি (আমার) কাজ শেষ করি।
39. I leave (my) university/office= আমি (আমার) ইউনিভারসিটি/অফিস ত্যাগ করি।
40. I buy my essential commodities from the market, আমি বাজার থেকে কিছু প্রয়োজনীয় জিনিস ক্রয় করি.
41. I hang out with my friends. আমি আমার বন্ধুদের সাথে আড্ডা দেই।
42. I return my home at 9 p.m= আমি 9 টার সময় বাসায় ফিরি।
43. I change (my) dress= আমি (আমার) কাপর পাল্টাই।
44. I watch television,আমি টিভি দেখি।
45. I browse Internet, আমি ইন্টারনেট ব্যবহার করি
46. I take/ have (my) dinner/supper= আমি রাতের খাবার খাই।
47. I gossip/ hangout with (my) family members = আমি (আমার) পরিবারের সদস্যদের সাথে গল্প করি
48. I perform my prayer, আমি আমার নামাজ পড়ি।
49. I think about my career. আমি আমার ক্যারিয়ার নিয়ে চিন্তা করি,
50.I go to sleep at 11 O'clock sharp. = আমি রাতে ঠিক ১১ টায় ঘুমোতে যাই।

👉 উপরের বাক্য গুলির সাথে, Then, next, after that,sometimes, finally, to+ verb word, ing যুক্ত verb যোগ করে ভাল ভাল বাক্য গঠন করা যাবে যেগুলি পরবর্তী লেসনে বিশদ্ ভাবে আলোচনা করা হবে। পরবর্তী লেসনে আরো ৫০ টি verb দেওয়া হবে।ইংরেজী তে যারা দুর্বল তারা verb গুলি তোতা পাখির মত মুখস্থ রাখুন।

✔ এগুলি বুঝতে সমস্যা হলে কমেন্ট করে জানান, আমি clearly explain করার try করবো।

🔖Rule
📋 English এ বড় বড় বাক্য বলতে, বুঝতে ও লিখতে যারা ভয় পান তারা খুব ভাল করে আজকের পোস্ট টা শুরু থেকে শেষ পর্যন্ত পড়ুন।
👉 আগের ৫০ টি বাক্য কে আজকের সহজ Rules গুলি প্রয়োগ করে minimum প্রত্যেক টা বাক্যকে ১০ শব্দের চাইতে বড় করে লিখুন এবং বড় বড় বাক্য দিয়ে কমেন্ট করুন।

🔖 RULES 3. To + verb word= verb এর সাথে "তে/র" থাকলে "To+ verb" ব্যবহার করতে হয়। যেমন
To do করতে/ করার,
To read পড়তে/ পড়ার,
To learn শিখতে/ শেখার,
To think চিন্তা করতে/ চিন্তা করার,
To walk হাটতে/ হাটার..........।
এখন To+ verbএর সাথে object বসাতে পারেন।
যেমন: To Do the work, কাজটি করতে/ করার।
To Learn English, ইংরেজী শিখতে/ শেখার
To Read the Book, বইটি পড়তে / পড়ার
To Think the Matter, বিষয়টি চিন্তা করতে/ করার,
To Achieve Knowledge,জ্ঞান অর্জন করতে/ করার।
এখন ছোট ছোট বাক্যগুলির সাথে to+ verb word যোগ করে বাক্য বড় করা শিখুন।
EXAMPLE: I want to do the work, i want to learn English, i
want to take the opportunity..........

👉Rules 4, ing+verb. ( verb এর সাথে (আ,এ,ইয়া) থাকলে verb এর সাথে ing যোগ করতে হয়। যেমন
doing করা, করে, করিয়া,
learning শেখা, শিখে,শিখিয়া,
thinking চিন্তা করা, চিন্তা করে,চিন্তা করিয়া,
reading পড়া,পড়ে,পড়িয়া
ing যুক্ত verb এর সাথে object. যোগ করেও বাক্য বড় করুন।যেমন, Doing the Work,কাজটি করিয়া,
Learning English ইংরেজী শিখিয়া/ শিখে
Reading the Book. বইটি পড়িয়া/ পড়ে
................. এভাবে verbএর সাথে ing যোগ করে
তারপর সুবিধা মত object নিয়ে ছোট ছোট বাক্য গুলি কে আরো বড় করুন।
To ছাড়া বাকি সব preposition ( for, with,without, affter,
before,on,at, in....)এর পর verb এর সাথে ing যোগ করুন।
যেমন
for learning,
after eating,
without working,.......... এভাবে preposition এর পর verb এর সাথে ing যোগ করে এবং তারপর সুবিধামত object নিয়ে বাক্য বড় করতে পারেন।
যেমন, For Learning English ইংরেজী শেখার জন্য,
After Doing the Work কাজটি করার পর,
Before Going there, সেখানে যাওয়ার আগে
............এভাবে আপনার ছোট ছোট বাক্যগুলি বড় করতে পারেন।

🎯আপনাদেরকে কিছু বাক্য বড় করে দেখাচ্ছি।
যেমন
I want আমি চাই,
I want to learn আমি শিখতে চাই
I want to learn English আমি ইংরেজী শিখতে চাই
I want to learn English for achieving proper knowledge আমি যথাযথ জ্ঞান অর্জন করার জন্য ইংরেজী শিখতে চাই
I want to learn English for achieving proper knowledge
reading some foreign books. আমি কিছু বিদেশী বই পড়ে
যথাযথ জ্ঞান অর্জন করার জন্য ইংরেজী শিখতে চাই।
👉 আজ থেকে বড় বড় বাক্য লিখা শুরু করুন। ভুল/ সঠিক হওয়ার চিন্তা ১ মাস বাদ দিন। ধীরে ধীরে দক্ষ হোন।
✔ আমার আগের ৫০ টা ৩/৪ শব্দের বাক্যকে আজ মিনিমাম প্রত্যেক টা বাক্যকে ১০ শব্দে লিখার try করুন

🔖 বিভিন্ন source থেকে collection করা 45 টা Rules এর মধ্যে কিছু Rules একসাথে দেওয়া হল।এগুলি প্রয়োগ করে সহজ ভাষায় বিভিন্ন পোস্টে কমপক্ষে ২০ টা করে কমেন্ট করুন।
✔বাক্যগুলির শুধুমাত্র learn এর পরিবর্তে অন্য verb যেমন go, do, take, think, make, earn, walk, learn, decide.......বসিয়ে নতুন আরো বাক্য তৈরী করুন।

🔖RULES
I SHOULD have learned English আমার ইংরেজি শেখা উচিত ছিল
i should have told you আমার তোমাকে বলা উচিত ছিল
i should have read the book আমার বই পড়া উচিত ছিল
i should have gone there আমার সেখানে যাওয়া উচিত ছিল

📌 RULE
i feel like+ ing যুক্ত verb আমার কোন কিছু করতে ইচ্ছে করছে
i feel like learning English আমার ইংরেজি শিখতে ইচ্ছে করছে
i feel like going there আমার সেখানে যেতে ইচ্ছে করছে
i feel like travelling আমার সেখানে ভ্রমন করার ইচ্ছে করছে

✔Rules. I learn English ( আমি ইংরেজি শিখি)
i go to marketআমি বাজারে যাই
i write a letter আমি চিঠি লিখি, হাটি,
i thinkআমি চিন্তা করি,
i help the poor আমি গরীব দের সাহায্য করি.....)

👉Rules.
I am learning English (আমি ইংরেজি শিখতেছি)
i am going to marketআমি বাজারে যাচ্ছি, i am reading the book আমি বই পড়তেছি i am thinking আমি চিন্তা করতেছি.....

🎯Rules
.I learned English আমি ইংরেজি শিখেছিলাম
i went to market আমি বাজারে গিয়েছিলাম,
i read আমি পড়েছিলাম, আমি শিখেছিলাম,
i ate আমি খেয়েছিলাম....

🎯Rules
I was learning English আমি ইংরেজি শিখতেছিলাম
i was going to marketআমি বাজারে যাইতেছিলাম,
i was
reading the bookআমি বই পড়তেছিলাম,
i was walkingআমি হাটতেছিলাম......

📔Rules
. I have learned English আমি ইংরেজি শিখেছি
i have gone to market আমি বাজারে গিয়েছি,
i have eaten আমি ভাত খেয়েছি,
i have read a book আমি বই পড়েছি.....

🎯Rules
. I will learn English.আমি ইংরেজি শিখবো
i will read a book আমি বই পড়বো,
i will go to market
আমি বাজারে যাব,
i will think আমি চিন্তা করবো

📔Rules
. I will be learning English আমি ইংরেজি শিখতেই থাকব
i will be reading the book আমি বই পড়তেই থাকব,
i will be earning money আমি টাকা উপার্জন করতেই থাকব, আমি
খুজতেই থাকব....

🎯Rules
I am supposed to learn English আমার ইংরেজি শেখার কথা
i am supposed to read the book আমার বই পড়ার কথা,
i am supposed to go there আমার সেখানে যাওয়ার কথা,......

📔Rules
I am likely to learn English আমার ইংরেজি শেখার সম্ভাবনা
আছে,
i am likely to go thereআমার সেখানে যাওয়ার সম্ভাবনা
আছে, i am likely to eat আমার খাওয়ার সম্ভাবনা আছে...

🎯Rules
. I have to learn English আমাকে ইংরেজি শিখতে হবে,/ আমার ইংরেজি শিখতে হয়
i have to goআমার বাজারে যেতে হবে/ আমার ববাজারে যেতে হয়,
i have to solve the problem আমার সমস্যাটির সমাধান করতে হবে/আমার সমস্যাটির সমাধান করতে হয়.......

📌 এখন learn. এর পরিবর্তে নতুন নতুন verb যেমন go, do, eat, think, take, come,discuss, dream.... যোগ করে নতুন বাক্য তৈরী করুন। বাক্যগুলির সাথে (to + verb), (ing যুক্ত verb), (preposition+ ing যুক্ত verb) যোগ করে বাক্যগুলি বড় করুন।
✔ উপরের বাক্যগুলির শুধুমাত্র learn এর পরিবর্তে অন্য verb যেমন (go, do, take, think, make, earn, walk, learn, decide.......) বসিয়ে নতুন আরো বাক্য তৈরী করুন এবং আগের Rules গুলির মদ্ধে Rules 3, Rules 4, Rules 5
এর বিষয়গুলির সাহাজ্যে বাক্যগুলি আপনার সুবিধামত বড় করুন।

🔖কাল্পনিক কথা বলার জন্য নিচের লেসন টি খুব ভাল্ভাবে আয়ত্ত করুন
✔Rule
IF I WERE A KING, i would ensure better treatment for the poor. যদি আমি রাজা হতাম, তাহলে গরীব দের জন্য ভাল উন্নত চিকিতসা নিশ্চিত করতাম
if i were a prime minister, i would help the poor,যদি আমি প্রধানমন্ত্রী হতাম, তাহলে গরীব দের সাহাজ্য করতাম
if i were a cricket player, i would earn huge amount of
money যদি আমি ক্রিকেট খেলোয়ার হতাম, তাহলে প্রচুর টাকা উপার্জন করতাম।
if i had much money , i would help the poor যদি আমার টাকা থাকতো, তাহলে আমি গরীব দের সাহাজ্য করতাম
if i had her number, i would call her যদি আমার কাছে তার নাম্বার থাকতো, তাহলে আমি তাকে কল দিতাম
if i had a car, i would travel my city safely যদি আমার একটি গাড়ি থাকতো তাহলে আমি নিরাপদে আমার শহর ভ্রমন করতাম
if i had more time , i would learn new things, যদি আমার সময় থাক তো, তাহলে আমি নতুন নতুন জিনিস শিখতাম
if i had money, i would help the poor যদি আমার টাকা থাকতো, তাহলে আমি গরীব দের সাহাজ্য করতাম।

✔ I wish I could +verb আমার ইচ্ছা হয় যদি আমি কিছু করতে পারতাম
I wish I could learn English আমার ইচ্ছে হয় যদি আমি ইংরেজী শিখতে পারতাম
"I wish I could speak English আমার ইচ্ছে হয় যদি আমি ইংরেজী বলতে পারতাম
"I wish I could understand English."আমার ইচ্ছে হয় যদি আমি ইংরেজী বুঝতে পারতাম
"I wish I could read Englishআমার ইচ্ছে হয় যদি আমি ইংরেজী পড়তে পারতাম
"I wish I could write betterআমার ইচ্ছে হয় যদি আমি ভালভাবে লিখতে পারতাম
i wish i could listen English songআমার ইচ্ছে হয় যদি আমি ইংরেজী গান শুনতে পারতাম
i wash i could improve my Englishআমার ইচ্ছে হয় যদি আমার ইংরেজীর উন্নয়ন করতে পারতাম
📌 English এ Fluency আসার পর আপনি নিয়মিত চর্চা করা থেকে দূরে থাকলে আপনি কিন্তু নিজের অজান্তেই
Fluency আবার হারিয়ে ফেলবেন। তাই প্রতিদিন English চর্চা করুন।

🎯 এই সহজ Rules গুলি আপনার দৈনন্দিন জীবনে প্রয়োগ করে English এ দক্ষ হোন।
[কমেন্ট এ কেউ ভুল English লিখলেও কেউ ভুল ধরবেন না। Weak Student দের ভুল publicly ধরলে তারা শিখতে নিরুৎসাহিত হয়।]

🎯 Rules
ভালভাবে আয়ত্ত করার পর যত বেশি এগুলি প্রয়োগ করে কথা বলা শুরু করবেন তত দ্রুত English এ fluent হবেন। শুধু Rules দিয়ে কোনদিন spoken English এ দক্ষ হওয়া যাবে না। সুতরাং আজ থেকেই English এ কথা বলা শুরু করে দিন।

সংগৃহীত
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    197 Views
    by tamim
    0 Replies 
    166 Views
    by raja
    0 Replies 
    354 Views
    by sajib
    0 Replies 
    813 Views
    by rajib
    0 Replies 
    200 Views
    by shohag

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]