Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : ইংরেজী ভাষা ও সাহিত্য
#2729
১/৬টার মধ্যে এসো-Come by 6
২/কত নরম!-How soft!
৩/মনে কর-Suppose
৪/আসল কথায় আসুন-Come to the point
৫/ওহ অবশ্যই-oh,sure
৬/উল্লাস করুন-Cheer up
৭/ভদ্রভাবে আচরণ কর-Behave your self
৮/আমি তাই মনে করি-I think so
৯/ওটা নিয়ে যাও-Get that
১০/কোন উপায় নাই-No way
১১/বলতে থাক-Speak up
১২/আমার দৃষ্টি কোণ থেকে-In my point of view
১৩/এটা করতে হবে-It will do
১৪/কী সাংঘাতিক!-How awful!
১৫/দৌড়ে উপরে যাও-Run up stairs
১৬/আপনার দয়া!-So kind of you!
১৭/উপরে যাও-Go up stairs
১৮/কমপক্ষে-Atleast
১৯/জেগে থাক-Stay up/wake up
২০/সাবধান-Look out/watch out২১/আমার মতে-In my opinion
২২/এটা নাও-Take it
২৩/কী সুন্দর-How nice!
২৪/দ্বিধা করবেন না-Don't hesitate
২৫/আমারও তাই মনে হচ্ছে-I suppose so
২৬/এটা নিয়ে চল-Carry this
২৭/কী হয়ছে?-What happed
২৮/আবশ্যয়/নিশ্চয়-For sure
২৯/আমি অত্যন্ত দুঃখিত-I am extremely sorry
৩০/এটা ফেরত-Give is back
৩১/কিছু নাও-Take some
৩২/নীচে এসো-Come down stairs
৩৩/আমাকে জানিয়ে দিও-Inform me
৩৪/একেবারেই না-Absolutely not
৩৫/কী দারুন!-wow
৩৬/তুমি কত বুদ্ধিমান!-How intelligent you are!
৩৭/সোজা হয়ে বসুন-Sit straight
৩৮/আমি অনুমান করি-I guess
৩৯/এটা যথেষ্ট-I'ts enough
৪০/কী আশ্চর্য-What a surprise!
৪১/নীচে নামো-Get off/get down
৪২/আমি উঠে গেছি-I am up
৪৩/এটা হতে পারে না-oh no
৪৪/কে জানে-Who know
৪৫/পরিষ্কার কর-Clean up
৪৬/আমি এটা চায় না-I do not want that
৪৭/এদিক দিয়ে-This way please
৪৮/কে পাত্তা দে!-Who cares!
৪৯/পিঠ সোজা কর-Straight up
৫০/উঠে পড়-Get up
৫১/ কতদূর - How far is it?
৫২/ চিন্তা করবেন- Don't worry.
৫৩/ ভুলে যাও- Forget that
৫৪/ আসুন কোথাও বসি- Let's sit somewhere.
৫৫/ ওহ, একটু বুঝতে চেষ্টা কর-oh, come on
৫৬/ ঘুরিয় দাও/ উল্টিয়ে দাও-Turn over
৫৭/ ভাল বুদ্ধি-Good idea!
৫৮/ আমাকে জিঙ্গেস কর-Ask me.
৫৯/ একেবারে ঠিক-That's right
৬০/কি দুঃখের-What a pity!
৬১। তুমি বুঝতে পেরেছ? = YOU GOT IT?
৬২। হতে পারে! = MAYBE
৬৩। আমাকে দেখতে দাও = LET ME SEE
৬৪। এখন কি হবে? = WHAT NOW?
৬৫। কি বাজে? HOW ABSURD?
৬৬। তোমার খবর কি? WHAT ABOUT YOU?
৬৭। হাত উপরে তোল = HANDS UP
৬৮। অবশ্যই= DEFINITELY
৬৯। উঠে বসুন= SIT UP
৭০। কত শান্ত! = HOW PEACHFULL!
৭১। যেও না = Do not go
৭২। আপনার দিনটি শুভ হোক = Have a good day.
৭৩। এক মিনিট ধর দয়া করে = Hold on a minute please.
৭৪। করে দিব = Will do
৭৫। জরে বলুন = Speak louder
৭৬। সাবধান = Take care
৭৭। আমার জন্য অপেক্ষা কর = Wait for me.
৭৮। এক্ষুনি = At once
৭৯। কি মিস্টি = How sweet
৮০। দয়া করে আমাকে সাহায্য করবেন = Would you assist me, please.
৮১/ হ্যা বলে যাও = Yes go.
৮২/ আবার চেস্টা কর = Try again
৮৩/ একটিও নয় = Not a single one.
৮৪/ কাছে এসো = Come near
৮৫/ তা করতে হবে = That will do.
৮৬/ সাবাশ = Well done.
৮৭/ আমাকে ক্ষমা করে দাও! = Forgive me!
৮৮/ একটুও না = Not a bit.
৮৯/ কি দারুন বুদ্ধি! = What an idea!
৯০/ তাতে কি = So what ?
৯১/ সোজা হও = Go straight.
৯২/ আমি পারি = I can
৯৩/ ওহ ছিঃ = Oh shit.
৯৪/ খুব তাড়াতাড়ি দেখা হবে = See you soon.
৯৫/ বিদায় হও = Get lost.
৯৬/ অপূর্ব = Marvelous.
৯৭/ উপরে বসাও = Get on.
৯৮/ কথা বলা বন্ধ কর = Stop talking.
৯৯/ জিজ্ঞাসা করবেন না = Don't ask.
১০০/ আমি পাত্তা দেয় না = Speak softly.
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]