Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : ইংরেজী ভাষা ও সাহিত্য
By sajib
#2613
শিরোনাম: Outrush of Dhaka leavers is worrisome
=ঢাকা ত্যাগকারীদের প্রচণ্ড ঢল ভীতিকর;
Govt should take strict measures to implement lockdown
=লকডাউন বাস্তবায়নে সরকারের উচিত কঠোর ব্যবস্থা নেওয়া;
Prepared by: Md Mohiuddin
**************************
প্রথমে শব্দার্থগুলি জেনে নিই
=================
১। Outrush-প্রচণ্ড ঢল;
২। of Dhaka leavers-ঢাকা ত্যাগকারীদের;
৩। worrisome-বিরক্তিকর; ভীতিকর;
৪। Govt should take-সরকারের নেয়া উচিত;
৫। strict measures-কঠোর ব্যবস্থা;
৬। to implement lockdown -লকডাউন বাস্তবায়ন করতে;
৭। The news -খবর; সংবাদ;
৮। of large numbers of people leaving Dhaka-বিপুল সংখ্যক মানুষের ঢাকা ত্যাগের;
৯। ahead of next week's Eid-ul-Fitr festival-আগামী সপ্তাহের ঈদুল ফিতর উৎসবকে সামনে রেখে;
১০। flouting-অবজ্ঞা করে/তাচ্ছিল্য করে/ না মেনে;
১১। all social distancing regulations-সকল সামাজিক দূরত্ব বিধি;
১২। dread-আতঙ্কিত হওয়া;
১৩। happen-ঘটা;
১৪। in the midst of a poorly-managed pandemic-অপ্রতুলভাবে/অসফলভাবে বৈশ্বিক মহামারী সামলানোর মধ্যে;
১৫। A report by this daily on Tuesday-গত মঙ্গলবার এই দৈনিকের একটি প্রতিবেদনে;
১৬। shows -দেখানো হয়েছে; দেখিয়েছে;
১৭। how people -কীভাবে মানুষ;
১৮। were crowding-ভিড় করতেছিল;
১৯। into exit points-ত্যাগ করার স্থানগুলিতে;
২০। tailbacks.-যানজট;
২১। causing long tailbacks-দীর্ঘ যানজটের কারণ হয়েছিল;
২২। The Dhaka-Chattogram highway -ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক;
২৩। on Monday-গত সোমবার;
২৪। witnessed a 25-km tailback -২৫ কিলোমিটার যানজট প্রত্যক্ষা করা/দেখা গেছে;
২৫। caused mainly by thousands of cars leaving the capital-(যানজট) হয়েছিল প্রধানত ঢাকা/রাজধানী ত্যাগকারী হাজার হাজার গাড়ির কারণে;
২৬। Elsewhere-অন্যত্র; অন্যদিকে;
২৭। so many people -অনে-ক মানুষ;
২৮। ferry authorities-ফেরি কর্তৃপক্ষকে;
২৯। had to suspend-স্থগিত রাখতে হয়েছিল;
৩০। their services for hours-কয়েক ঘণ্টার জন্য তাদের সেবা;
৩১। In the absence of public transport -গণপরিবহনের অনুপস্থিতিতে;
৩২। because of -কারণে;
৩৩। the ongoing shutdown-চলমান শাটডাউন;
৩৪। many people travelled-অনেক মানুষ ভ্রমণ করেছে (করেছিল);
৩৫। by pickups, motorcycles and battery-run three wheelers-পিকআপ, মটরসাইকেল এবং ৩ চাকা বিশিষ্ট্য ব্যাটারি চালিত গাড়িতে করে;
৩৬। These images of reckless travel-বেপরোয়া ভ্রমণের এসব চিত্র;
৩৭। are disturbing-স্বাভাবিক অবস্থাকে বিঘ্নিত করেছে;
৩৮। to say the least-বাড়িয়ে না বললেও ;
৩৯। burgeon-দ্রুত বেড়ে যাওয়া; দ্রুত বিকশিত হওয়া;
৪০। add to the burgeoning list-বেড়ে যাওয়ার তালিকায় যুক্ত হচ্ছে(হয়);
৪১। of failures of the administration-প্রশাসনের ব্যর্থতার;
৪২। to contain the situation-পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে;
৪৩। Such unchecked movement-এমন অবাধ চলাফেরা;
৪৪। will no doubt-কোন সন্দেহ থাকবে না;
৪৫। further spread the deadly coronavirus-প্রাণঘাতি করোনাভাইরাস আরো ছড়িয়ে পড়া;
৪৬। consequently-ফলশ্রুতিতে; অতএব;
৪৭। delay the reopening process-পুনরায় খোলার প্রক্রিয়া বিলম্ব হওয়া;
৪৮। a passenger welfare association-যাত্রী কল্যাণ সংস্থা;
৪৯। call for a 10-day curfew-১০ দিনের কারফিউ/সান্ধ্য আইন দাবি করেছে;
৫০। around Eid-ঈদকে কেন্দ্র করে;
৫১। to slow the spread of the outbreak-মহামারির বিস্তারকে ধীরগতি/মন্থর করতে;
৫২। We think-আমরা মনে করি;
৫৩। this suggestion-এই পরামর্শ;
৫৪। merits consideration-বিবেচনার যোগ্য;
৫৫। so far -এ যাবৎ;
৫৬। (has) largely failed-অনেকাংশে ব্যর্থ হয়েছে;
৫৭। to restrict people's movement-জনগনের চলাফেরা নিয়ন্ত্রণ করতে;
৫৮। even though-আরো;
৫৯। circular -বিজ্ঞপ্তি;
৬০। stress-জোর দেয়া;
৬১। no one would be allowed to leave the city-নগর/ঢাকা ছাড়ার অনুমতি কেউ পাবে না/কেউ ঢাকা ছাড়তে পারবে না;
৬২। where they work-যেখানে তারা কাজ করে; যে যেখানে কাজ করছে সে সেখানে;
৬৩। during the Eid festival-ঈদ উৎসবের সময়ে;
৬৪। The local administration-স্থানীয় প্রশাসন;
৬৫। law enforcers -আইন শৃঙ্খলা বাহিনী;
৬৬। were supposed to enforce-কার্যকর করার কথা ছিল;
৬৭। the restrictions-নিষেধাজ্ঞা; সীমাবদ্ধতা;
৬৮। during the period-সময়ে;
৬৯। Initiatives by the police-পুলিশের উদ্যাগ;
৭০। setting up check posts -তল্লাশি স্থান/চেক পোস্ট গঠন করা;
৭১। across the country-সারাদেশে;
৭২। to prevent people from travelling-ভ্রমণ করা থেকে জনগনকে ঠেকাতে/বাধা দিতে;
৭৩। from one district to another-এক জেলা থেকে আরেক জেলাতে;
৭৪। were also expected-প্রত্যাশাও করা হয়েছিল;
৭৫। to bear some fruit-কিছু ফলাফল থাকার;
৭৬। But as reports show-কিন্তু প্রতিবেদনে দেখা যায়;
৭৭। lax enforcement of the directive-নির্দেশনার ঢিলেঢালা বাস্তবায়ন;
৭৮। has rendered-নিয়ে গেছে;
৭৯। all efforts meaningless-সকল প্রচেষ্টা অর্থহীন;
৮০। One may recall that -যে কারো মনে থাকতে পারে/মনে করতে পারেন যে;
৮১। similar curbs on people's movement-জনগনের চলাফেলার/চলাচলের উপর এমন নিয়ন্ত্রণ আরোপ;
৮২। implemented -বাস্তবায়িত হয়েছিল;
৮৩। in the beginning of the lockdown period -লকডাউন সময়ের শুরুতে;
৮৪। at different stages subsequently-পরবর্তীকালে বিভিন্ন পর্যায়ে;
৮৫। meet with-(কোন কিছুতে) পতিত হওয়া;
৮৬। frustrating results-হতাশাজনক ফলাফল;
৮৭। Thus-সুতরাং;
৮৮। the time has come for tougher measures-কঠোর ব্যবস্থা নেয়ার সময় এসেছে;
৮৯। whether in the form of a curfew or other means-কারফিউ অথবা অন্য কোন ব্যবস্থার যেটিই হোক না কেন;
৯০। The priority -অগ্রাধিকার;
৯১। check people's movement-জনগনের চলাচল যাচাই-বাচাই করা;
৯২। any way possible-সম্ভাব্য যেকোন পদ্ধতি;
৯৩। during this Eid-এই ঈদের সময়ে;
৯৪। the government must do everything in its power -সরকারকে তার ক্ষমতার সবকিছু করতে হবে;
৯৪। to ensure that-ঐটা নিশ্চিত করতে;
৯৫। With-সত্ত্বেও;
৯৬। the numbers of infections and deaths-সংক্রমণ এবং মৃত্যুর সংখ্যা;
৯৭। from the virus -ভাইরাসে/ভাইরাস থেকে;
৯৮। growing every day-প্রতিদিন বাড়ার/বৃদ্ধির;
৯৯। the price of a failure-ব্যর্থতার মূল্য;
১০০। to act decisively-চূড়ান্তভাবে কাজ করতে;
১০১। will be expensive-ব্যয়বহুল হবে; উচ্চমূল্য হবে;
**************************
Prepared by: Md Mohiuddin
********এবার মূল সম্পাদকীয়টি পড়ি*******
Outrush of Dhaka leavers is worrisome
Govt should take strict measures to implement lockdown
**************************
The news of large numbers of people leaving Dhaka ahead of next week's Eid-ul-Fitr festival, flouting all social distancing regulations, is everything we dreaded might happen in the midst of a poorly-managed pandemic. A report by this daily on Tuesday shows how people were crowding into exit points and causing long tailbacks. The Dhaka-Chattogram highway on Monday witnessed a 25-km tailback in Daudkandi, caused mainly by thousands of cars leaving the capital. Elsewhere on the Shimulia-Kathalbari and Paturia-Daulatdia routes, there were so many people that ferry authorities had to suspend their services for hours. In the absence of public transport because of the ongoing shutdown, many people travelled by pickups, motorcycles and battery-run three wheelers. These images of reckless travel are disturbing, to say the least, and add to the burgeoning list of failures of the administration to contain the situation.
Such unchecked movement, which will no doubt further spread the deadly coronavirus and consequently delay the reopening process, has made a passenger welfare association call for a 10-day curfew around Eid to slow the spread of the outbreak. We think this suggestion merits consideration. The government has so far largely failed to restrict people's movement even though, in a circular on May 14, it stressed that no one would be allowed to leave the city where they work during the Eid festival. The local administration and law enforcers were supposed to enforce the restrictions during the period. Initiatives by the police—setting up check posts across the country to prevent people from travelling from one district to another—were also expected to bear some fruit. But as reports show, lax enforcement of the directive has rendered all efforts meaningless. One may recall that similar curbs on people's movement, implemented in the beginning of the lockdown period and at different stages subsequently, were also met with frustrating results.
Thus, the time has come for tougher measures—whether in the form of a curfew or other means. The priority is to check people's movement any way possible during this Eid, and the government must do everything in its power to ensure that. With the numbers of infections and deaths from the virus growing every day, the price of a failure to act decisively will be expensive.
Prepared by: Md Mohiuddin sir.
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]