Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : ইংরেজী ভাষা ও সাহিত্য
By sajib
#2563
শিরোনাম: Bangladesh has very little social protection
বাংলাদেশের সামাজিক সুরক্ষা খুবই নগন্য
Policies must be revised to prioritise the jobless poor
কর্মহীন গরীবদের অগ্রাধিকার দিতে নীতিগুলো অবশ্যই পুনর্বিবেচনা করতে হবে;
**************************
Prepared by: Md Mohiuddin
প্রথমে শব্দার্থগুলি জেনে নিই
===================
১। Bangladesh has-বাংলাদেশের আছে/রয়েছে;
২। very little-খুবই নগন্য;
৩। social protection-সামাজিক সুরক্ষা;
৪। Policies must be revised-নীতিগুলো অবশ্যই পুনর্বিবেচনা করতে হবে;
৫। to prioritise the jobless poor-কর্মহীন গরীবদের অগ্রাধিকার দিতে;
৬। It is worrying that-এটা উদ্বেগজনক যে;
৭। a UN position report-জাতিসংঘ পর্যায়ের একটি প্রতিবেদনে;
৮। has found that-দেখা গেছে যে;
৯। the fewest social protection initiatives-সবচেয়ে কম সামাজিক সুরক্ষা পদক্ষেপ;
১০। in the Asia Pacific region-এশীয়া-প্রশান্ত মহাসগারীয় অঞ্চলে;
১১। The report assessed-রিপোর্টটি যাচাই করা /মূল্যায়ন করা হয়েছে;
১২। the measures adopted by governments-সরকার কর্তৃক নেয়া ব্যবস্থাগুলো;
১৩। in response to the Covid-19 pandemic-কোভিড-১৯ বৈশ্বিক মহামারীর প্রতিক্রিয়ায়;
১৪। At a time -একেকবার;
১৫। when weeks of lockdown-যখন সপ্তাহব্যাপী লকডাউন/লকডাউনের সপ্তাহ;
১৬। has led -এগিয়ে গেছে; পরিচালিত হয়েছে;
১৭। to large scale-বৃহৎ পরিসরে;
১৮। unemployment of people-জনগনের বেকারত্ব;
১৯। from low income groups-নিম্ন আয়ের জনগনের;
২০। the government must take immediate measures-সরকারকে অবশ্যই আশু ব্যবস্থা/পদক্ষেপ নিতে হবে;
২১। to mitigate the effects of job losses-কর্ম হারানোর প্রভাব কমাতে;
২২। Already-ইতোমধ্যে;
২৩। reports of people going hungry-বর্তমান ক্ষুধার্ত জনগন এর প্রতিবেদন;
২৪। resorting to begging after-অবলম্বন অবাঞ্চিত হওয়ার/হারানোর পর;
২৫। their source of income-তাদের আয়ের উৎস;
২৬। has disappeared-অদৃশ্য হয়েছে/লুপ্ত হয়েছে/হারিয়ে গেছে;
২৭। people going hungry and resorting to begging after their source of income-বর্তমান ক্ষুধার্ত এবং আয়ের উৎস হারিয়ে সাহায্যের পথ অবলম্বনকারী জনগন;
২৮। The government's stimulus packages-সরকারের প্রণোদনা প্যাকেজ;
২৯। aimed at-লক্ষ্য/উদ্দেশ্য হলো;
৩০। reducing the economic fallout of the crisis-সংকটের আর্থিক বিপর্যয় কমানো;
৩১। reach -পৌছানো;
৩২। many of these vulnerable groups-এসকল দুর্বল গোষ্ঠীর অনেকে;
৩৩। Social protection-সামাজিক সুরক্ষা;
৩৪। according to the report-প্রতিবেদন অনুসারে/অনুযায়ী;
৩৫। includes-অন্তর্ভুক্ত করা; সহ;
৩৬। unemployment protection-বেকারত্বের সুরক্ষা;
৩৭। preventing job losses-চাকরীচ্যূত ঠেকানো;
৩৮। supporting those who lost their jobs-যারা তাদের কর্ম হারিয়েছেন তাদেরকে//চাকরিচ্যূতদেরকে সহায়তা দেয়া;
৩৯। ensuring income security during sick leave-অসুস্থতাকালীন ছুটির সময় আয় সুরক্ষা নিশ্চিতকরণ;
৪০। benefits for the elderly and disabled-বয়স্ক, ও প্রতিবন্ধী ব্যক্তিদের সুবিধা;
৪১। measures to boost affordable healthcare-সুলভ স্বাস্থ্যসেবা বাড়ানোর ব্যবস্থা;
৪২। providing income support-আর্থিক সহায়তা দেয়া/সহায়তা প্রদান;
৪৩। through social assistance and cash transfers-সামাজিক সহায়তা ও নগদ অর্থ হস্তান্তরের মাধ্যমে;
৪৪। among others-অন্যান্যদের মাঝে;
৪৫। The reality of Bangladesh-বাংলাদেশের বাস্তবতা;
৪৬। even before the pandemic-এমনকি বৈশ্বিক মহামারীর পূর্বে;
৪৭। negligible-উপেক্ষণীয়; নগন্য; সামান্য;
৪৮। at best -সবচেয়ে যতটা ভালো হওয়া সম্ভব;
৪৯। non-existent-অবর্তমান;
৫০। at worst-সবচেয়ে খারাপ অবস্থায়;
৫১। exposing-প্রদর্শন/প্রকাশ;
৫২। the weaknesses-দুর্বলতা;
৫৩। in policymaking-নীতি নির্ধারণে;
৫৪। implementation of social safety net programmes-সামাজিক নিরাপত্তা বলয় কর্মসূচির বাস্তবায়ন;
৫৫। glaringly apparent -জ্বাজল্যমানভাবে স্পষ্ট প্রতীয়মান;
৫৬। more and more-উত্তরোত্তর; ক্রমাগত;
৫৭। people are losing their income source -জনগন তাদের আয়ের উৎস হারাচ্ছে;
৫৮। and having to spend their days in extreme hardship-এবং চরম কষ্টে তারা দিনাতিপাত করছে;
৫৯। 45 percent of Bangladesh's population-বাংলাদেশের জনগনের ৪৫ শতাংশ;
৬০। vulnerable to-দুর্বল;
৬১। falling into poverty-দারিদ্রে পতিত (হওয়ার পথে)
৬২। garment factories-পোশাক কারখানা;
৬৩। crucial for -খুবই গুরুত্বপূর্ণ;
৬৪। providing incomes to the "near poor"-প্রায় গরীবদের আয় যোগানো;
৬৫। Many smaller garment factories- ছোট ছোট Many smaller garment factories পোশাক কারখানা;
৬৬। are closing down-বন্ধ হয়ে যাচ্ছে;
৬৭। due to the pandemic-বৈশ্বিক মহামারীর কারণে;
৬৮। resulting in job losses-ফলাফল দাড়াচ্ছে চাকরীচ্যূত/কর্মহীন;
৬৯। Most of these garment workers are women-এসব পোশাক শ্রমিকদের অধিকাংশ নারী;
৭০। The report has warned-প্রতিবেদনটিতে সতর্ক করা হয়েছে;
৭১। targeted social protection schemes-নির্ধারিত (লক্ষ্যমাত্রা) সামাজিক সুরক্ষা স্কিম;
৭২। which require-যেটা দরকার;
৭৩। recipients-গ্রহীতা
৭৪। meet various criteria-বিভিন্ন মানদণ্ড পূরণ করা;
৭৫। that may make them-যা তাদেরকে তৈরি করতে পারে;
৭৬। more prone to corruption-অধিক দুর্নীতি প্রবণ;
৭৭। We have already seen-আমরা ইতোমধ্যে দেখেছি;
৭৮। unscrupulous individuals-অসাধু ব্যক্তিবর্গ;
৭৯। involved (in)-জড়িত;
৮০। in pilferage of relief food-ত্রাণের খাদ্য চুরিতে;
৮১। during this crisis-এই সংকটকালে;
৮২। The report criticised-রিপোর্টটিতে সমালোচনা করা হয়;
৮৩। by some governments-কতিপয় সরকার কর্তৃক;
৮৪। receive social protection-সামাজিক সুরক্ষা গ্রহণ করা;
৮৫। The suggestion-সুপারিশ; পরামর্শ;
৮৬। register informal groups-অনানুষ্ঠানিক গোষ্ঠীকে তালিকাভুক্ত করা;
৮৭। bring them under formal mechanisms-তাদেরকে আনুষ্ঠানিক কাঠামোর আওতায় আনা;
৮৮। an effective way-কার্যকরী পদ্ধতি;
৮৯। ensure -নিশ্চিত করা;
৯০। the millions of individuals-লক্ষ লক্ষ ব্যক্তিবর্গ;
৯১। in the informal sector -অনানুষ্ঠানিক খাতে;
৯২। can also benefit -উপকৃতও হতে পারে;
৯৩। from government relief-সরকাররের ত্রাণ থেকে;
৯৪। crucial to monitor the stimulus packages-প্রণোদনা প্যাকেজ তদারকি করা গুরুত্বপূর্ণ;
৯৫। to make sure -নিশ্চিত করতে;
৯৬। who need it the most-সবচেয়ে বেশি প্রয়োজন যাদের;
৯৭। The government must review-সরকার অবশ্যই পুনর্বিবেচনা করবে;
৯৮। existing budgetary priorities and policies-বিদ্যমান বাজেটের অগ্রাধিকার এবং নীতিগুলো;
৯৯। so that -যাতে;
১০০। address-সমাধা করা; চিহ্নিত করে সমাধান করা;
১০১। the huge economic impact (on)-বহু আর্থিক প্রভাব;
১০২। on the poor and vulnerable-গরীব এবং দুর্বলদের ওপর;
১০৩। both in the short and long term.-স্বল্প ও দীর্ঘ মেয়াদে উভয়;
**************************
Prepared by: Md Mohiuddin
****এবার মূল সম্পাদকীয়টি পড়ি****
Bangladesh has very little social protection
Policies must be revised to prioritise the jobless poor
****************
It is worrying that a UN position report has found that Bangladesh has the fewest social protection initiatives in the Asia Pacific region. The report assessed the measures adopted by governments in response to the Covid-19 pandemic. At a time when weeks of lockdown has led to large scale unemployment of people from low income groups, the government must take immediate measures to mitigate the effects of job losses. Already, there are reports of people going hungry and resorting to begging after their source of income has disappeared. The government's stimulus packages aimed at reducing the economic fallout of the crisis are yet to reach many of these vulnerable groups.Social protection, according to the report, includes unemployment protection, preventing job losses, supporting those who lost their jobs, ensuring income security during sick leave, benefits for the elderly and disabled, measures to boost affordable healthcare, providing income support through social assistance and cash transfers, among others.The reality of Bangladesh is that even before the pandemic, such social protection has been negligible at best and non-existent at worst, exposing the weaknesses in policymaking and implementation of social safety net programmes. These weaknesses are now glaringly apparent as more and more people are losing their income source and having to spend their days in extreme hardship.The report assesses that 45 percent of Bangladesh's population is vulnerable to falling into poverty, and garment factories are crucial for providing incomes to the "near poor". Many smaller garment factories are closing down due to the pandemic, resulting in job losses. Most of these garment workers are women.The report has warned against targeted social protection schemes which require recipients to meet various criteria that may make them more prone to corruption. We have already seen how some unscrupulous individuals have been involved in pilferage of relief food during this crisis.The report criticised "targeted social protection schemes", by some governments—which are schemes where the recipient has to meet a large number of criteria to receive social protection—as being prone to corruption.The suggestion to register informal groups and bring them under formal mechanisms could be an effective way to ensure that the millions of individuals in the informal sector and those outside any formal coverage can also benefit from government relief. It is also crucial to monitor the stimulus packages to make sure that those who need it the most are benefitted. The government must review existing budgetary priorities and policies so that resources and schemes are directed to address the huge economic impact on the poor and vulnerable, both in the short and long term.
Prepared by: Md Mohiuddin sir.
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]