Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : ইংরেজী ভাষা ও সাহিত্য
By sajib
#2335
প্রথমে শব্দার্থগুলি জেনে নিই
==================
১। Alarming-ভয়ঙ্কর; ত্রাসজনক;
২। number of rape cases-ধর্ষণের ঘটনার সংখ্যা;
৩। in 2019-২০১৯ সালে;
৪। Alarming number of rape cases in 2019-২০১৯ সালের ধর্ষণে নজিরবিহীন রেকর্ড; ২০১৯ সালে ধর্ষণের ঘটা আশঙ্কাজনক;
৫। culture of impunity-বিচারহীনতার সংস্কৃতি;
৬। end-শেষ হওয়া;
৭। When will this culture of impunity end?-কখন বিচারহীনতার এই সংস্কৃতি শেষ হবে?
৮। According to data from the Police Headquarters-পুলিশ সদর দপ্তরের তথ্যানুসারে;
৯। rape cases were filed with police stations-থানায় ধর্ষণের মামলা দায়ের করা হয়েছিল;
১০। a 19 percent increase-১৯ শতাংশ বৃদ্ধি হয়েছৈ;
১১। lodge-মামলা দায়ের করা;
১২। Another report published in the Prothom Alo-প্রথম আলোতে প্রকাশিত অন্য প্রতিবেদন;
১৩। identified the rapes of 211 women and children -২১১ জন নারী ও শিশু ধর্ষণের সনাক্ত করা হয়েছে;
১৪। in the first month of 2020 alone-শুধুমাত্র ২০২০ সালের ১ম মাসেই;
১৫। sink in-মনে গেথে গেছে;
১৬। understatement-উন্যোক্তি; যথোচিত বা যথারুপে উল্লেখ করতে না পারা;
১৭। appalled-আতঙ্কিত;
১৮। by the rape statistics-ধর্ষণের পরিসংখ্যানে;
১৯। splattered across our papers-উল্লেখযোগ্য /আশংকাজনক হারে আমাদের পত্রিকায় প্রকাশিত;
২০। splatter-আশংকাজনক হারে/উল্লেখযোগ্যহারে/নজীরবিহীনভাবে (পত্রিকায়) প্রকাশিত হওয়া;
২১। every single day-প্রত্যেকই দিনই;
২২। rape survivors-ধর্ষণের শিকার হয়ে যারা বেচে থাকে;
২৩। in the end-অবশেষে;
২৪। The comments of certain lawmakers-কতিপয় /কয়েকজন সংসদ সদস্যের মন্তব্য;
২৫। in mid-January-জানুয়ারির মাঝামাঝি সময়ে;
২৬। "crossfire"-ক্রসফায়ার;
২৭। rapists-ধর্ষক;
২৮। hollow-অবাস্তব; অন্তসারশূন্য;
২৯। make emotional statements-আবেগপ্রবণ বক্তব্য দেয়া;
৩০। rile up-খেপিয়ে তোলা; রাগানো; রাগানো;
৩১। rile up public sentiment- জনানুভূতিকে খেপিয়ে তোলা;
৩২। Women and Children Repression (Prevention) Tribunals-নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল;
৩৩। the district courts-জেলা আদালত;
৩৪। are still failing to complete rape trials-ধর্ষণের বিচার শেষ করতে এখনও ব্যর্থ হচ্ছে;
৩৫। within 180 days-১৮০ দিনের মধ্যে;
৩৬। as stipulated by the law-আইনে উল্লিখিত বিধান অনুযায়ী;
৩৭। convictions-দোষী সাব্যস্তকরণ;
৩৮। across the country-সারাদেশে; দেশব্যাপী;
৩৯। do not choose to pursue legal action-আইনি ব্যবস্থা/পদক্ষেপ চালিয়ে যেতে পছন্দ করে না;
৪০। after taking the initial step of treatment-প্রাথমিক চিকিৎসা নেয়ার পর;
৪১। This means that-যারা অর্থ দাড়াচ্ছে; যারা অর্থ হচ্ছে;
৪২। the actual number of rapes-ধর্ষণের প্রকৃত সংখ্যা;
৪৩। In fact-বস্তুত; প্রকৃতপক্ষে;
৪৪। the higher incidence of rape cases-ধর্ষণের নজিরবিহীন ঘটনা;
৪৫। a reflection of survivors feeling-বেচে যাওয়া ধর্ষিতাদের অনুভূতির প্রতিচ্ছবি;
৪৬। embolden-সাহস দেওয়া; আত্মবিশ্বাস সঞ্চার করা;
৪৭। come forward-সামনে এগিয়ে যাওয়া;
৪৮। However-কিন্তু;
৪৯। the low rates of conviction-দোষী সাব্যস্তকরণের নিম্নহার;
৫০। the social stigma-সামাজিক কলঙ্ক;
৫১। often leads to out-of-court settlements-প্রায় আদালতের বাইরে মিমাংসা করা হয়;
৫২। a promise of silence-নিরবতার অঙ্গীকার/প্রতিশ্রুতি; চুপ থাকার শর্ত;
৫৩। for the sake of protecting their "honour"-তাদের সম্মান রক্ষার প্রয়োজনে;
৫৪। a vile and outdated sentiment-লজ্জাজনক এবং সেকেলে অনুভূতি/দৃষ্টিভঙ্গি;
৫৫। cover up-আচ্ছাদিত করা;
৫৬। the worst forms of violence-সহিংসতার নিকৃষ্টতম রুপ;
৫৭। this trend -এই প্রবণতা;
৫৮। reverse-পরিবর্তন হওয়া; উল্টো দিকে ফেরা;
৫৯। On January 19-জানুয়ারির ১৯ তারিখে;
৬০। the High Court directed the government-হাইকোর্ট সরকারকে নির্দেশ দিয়েছেন;
৬১। to form a commission within 30 days-৩০ দিনের মধ্যে একটি কমিশন গঠন করতে/করার জন্য;
৬২। under the Ministry of Law-আইন মন্ত্রণালয়ের অধীনে;
৬৩। to stop rape and violence against women-ধর্ষণ এবং নারীর প্রতি সহিসংতা বন্ধ করার জন্য;
৬৪। We urge the authorities-কর্তৃপক্ষের কাছে আমাদের আহবান;
৬৫। to immediately set up this commission-এই কমিশন দ্রুত গঠন করা;
৬৬। as well as-পাশাপাশি;
৬৭। to take the advice of legal experts-আইনজ্ঞের পরামর্শ নেয়া;'
৬৮। in enacting witness protection laws-সাক্ষী সুরক্ষা আইন প্রণয়ন করার ক্ষেত্রে;
৬৯। strengthening the use of the evidence act -সাক্ষ্য আইনের ব্যবহার শক্তিশালীকরণ;
৭০। to ensure speedy trials and punishments for rapists-দ্রুত বিচার এবং ধর্ষকদের শাস্তি নিশ্চিত করতে;
৭১। Additionally-অতিরিক্তরুপে; এছাড়াও;
৭২। provide legal aid-আইনি সহায়তা দেয়া;
৭৩। create safe spaces for rape survivors-ধর্ষণের শিকার (বেচে যাওয়া) নারীদের জন্য নিরাপদ জায়গা তৈরি করা;
৭৪। susceptible to-সংবেদনশীল;
৭৫। pressurised-চাপ প্রয়োগ;
৭৬। by their family members and local communities-তাদের পরিবারের সদস্য এবং স্থানীয় জনগণের দ্বারা;
৭৭। Let us not forget that-আমাদের ভুলে গেলে চলে না;
৭৮। a large number of rape victims-ধর্ষিতাদের বড় একটি সংখ্যা;
৭৯। are minors-শিশুরা;
৮০। in incredibly vulnerable positions-অবিশ্বাস্যভাবে অরক্ষিত/ঝুকিপূর্ণ অবস্থানে;
৮১। these rapes are committed by people in positions of trust-এই ধর্ষনগুলো বিশ্বস্ত লোকের দ্বারা সংঘটিত হয়;
৮২। Without urgent action-দ্রুত ব্যবস্থা ছাড়া/ব্যতিরেকে;
৮৩। able to get a clear picture-স্পষ্ট চিত্র পেতে সক্ষম;
৮৪। are silently suffering abuse-নিরবে নির্যাতন ভোগ করছে;
৮৫। in this country.-এই দেশে; বাংলাদেশে;
***************************
By: Md Mohiuddin
****এবার মূল সম্পাদকীয়টি পড়ি******
Alarming number of rape cases in 2019
When will this culture of impunity end?
**************************
According to data from the Police Headquarters, 6,321 rape cases were filed with police stations in 2019, a 19 percent increase from the 5,123 cases that were lodged in 2018. Another report published in the Prothom Alo identified the rapes of 211 women and children in the first month of 2020 alone. Let that number sink in.
It is an understatement to say that we are appalled by the rape statistics that are splattered across our papers every single day, but what is even more appalling is how few of these rape survivors are given justice in the end. The comments of certain lawmakers in mid-January to "crossfire" rapists sound even more hollow now—why make emotional statements to rile up public sentiment when Women and Children Repression (Prevention) Tribunals and the district courts are still failing to complete rape trials within 180 days as stipulated by the law, and less than two percent of rape cases are leading to convictions?
Data from one-stop crisis centres across the country also show that around 78 percent of rape survivors who visited the centres do not choose to pursue legal action, even after taking the initial step of treatment. This means that the actual number of rapes in Bangladesh are likely to be far higher than the data shown by the PHQ. In fact, the higher incidence of rape cases in 2019 may be a reflection of survivors feeling more emboldened to come forward with their stories. However, given the low rates of conviction and the culture of impunity that currently exists, along with the social stigma faced by survivors that often leads to out-of-court settlements and a promise of silence for the sake of protecting their "honour"—a vile and outdated sentiment used to cover up the worst forms of violence—this trend may soon be reversed.
On January 19, the High Court directed the government to form a commission within 30 days under the Ministry of Law to stop rape and violence against women. We urge the authorities to immediately set up this commission, as well as to take the advice of legal experts in enacting witness protection laws and strengthening the use of the evidence act to ensure speedy trials and punishments for rapists. Additionally, we urge the authorities to provide legal aid and create safe spaces for rape survivors who are susceptible to being pressurised by their family members and local communities. Let us not forget that a large number of rape victims are minors in incredibly vulnerable positions, and an even larger portion of these rapes are committed by people in positions of trust. Without urgent action, we may never be able to get a clear picture of how many women and children are silently suffering abuse in this country.
prepared by=Mohiuddin.
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]