Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : ইংরেজী ভাষা ও সাহিত্য
By rana
#275
আমাদের অনেকের Finite ও non finite verb সম্পর্কে confused থাকে। আজকের আলোচনার পরে আমি মনে করি এই confused কিছুটা হলেও কমে যাবে।

শুরুর আগে আমার কিছু কথা। আমি English Grammar এ তেমন দক্ষ নই। আমার ক্ষুদ্র জ্ঞান থেকে যতটুকু পারি আপনাদেরকে share করতে চেষ্টা করি। যদি আমার চেষ্টার মধ্যে কোন ভুল- ভ্রন্তি হয়ে থাকে তহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর কথা না বাড়ি শুরু করা যাক।

English Grammar এ Finite verb ও non-finite verb বলে কোন নির্দিষ্ট Verb নেই। Sentence এর ব্যবহারের ওপর ভিত্তি করে এদেরকে এই দুই ভাগে ভাগ করা হয়েছে।

♦ Finite verb :- Finite verb অর্থ সমাপিকা ক্রিয়া অর্থাৎ যে verb বাক্যের অর্থ সম্পূর্ণ প্রকাশ করতে পারে। অর্থাৎ যে verb এর রূপ/আকার Sentence এর Subject এর Number ও Person এবং verb এর tense অনুসারে পরিবর্তন হয় তাই Finite verb.

Ex:- I (eat) rice. F
Ex:- He (eats) rice. F
Ex:-They (have gone) to College. F
Ex:- The boys (are playing) cricket. F

এখানে eat, eats, have gone, are playing verb গুলো Sentence এর Subject এর Number ও Person এবং Verb এর tense এর ওপর নির্ভর রূপের পরিবর্তন হয় তাই এগুলো Finite verb.

♦ Non-finite verb:- Non-finite verb অর্থ অসমাপিকা ক্রিয়া অর্থাৎ যে verb বাক্যের অর্থ সম্পূর্ণ প্রকাশ করতে পারে না।অর্থাৎ Sentence এর Subject এর Number ও person এবং verb এর tense অনুসারে রূপে/আকারের পরিবর্তন হয় না তাই Non-finite verb.

Ex:- I saw a man( coming ) here. nf
Ex:- He sees a man( coming) here. nf
Ex:- They have seen a man ( coming) here. nf

এখানে coming verb টির কোন পরিবর্তন হয় নাই। তাই coming এখানে Non-rinite verb.

♦ Finite verb ও Non-finite verb চেনার আরেকটি সহজ উপায় আপনাদের দেখাচ্ছি।

আমরা অনেকে verb এর কয়টা form /রূপ জানতে চাই বলে তাই কেউ ৩ টি/ কেউ ৪টি/কেউ আবার ৫টি বলে থাকি। আসলে English Grammar এর একটি verb এর ৭ টা form/রূপ খুজে পাওয়া যায়।

উদাহরণ দেওয়ার জন্য আমি ১টা verb, go নিলাম।

1) Base form= V0= go
2) Present form=V1=go/goes
3) Past form=V2=went
4) Present participle=V3=going
5) Past participle=V4= gone
6) Perfect participle=V5=having gone
7) Infinitive=V6= to go

♦১ থেকে ৩ পর্যন্ত verb গুলো সবসময় Finite verb হবে। এবং বাকি ৪ থেকে ৭ পর্যন্ত এগুলো Non-finite verb হয়। কিন্তু ৬ বাদে ৪,৫,৭ এই তিনটির আগে Auxiliary verb যুক্ত করে এদেরকে Finite verb এ রুপান্তর করা যায়। যেমন:-

going = are/is/am/was/were going
gone=have/has /had gone
to go= am/is/are/was/were/have/has/had to go
    Similar Topics
    TopicsStatisticsLast post
    Verb
    by Romana    - in: ইংরেজি ব্যাকরণ
    0 Replies 
    8085 Views
    by Romana
    0 Replies 
    7870 Views
    by Romana

    নারী যে নারী প্রিয় কথা বলে-- প্রিয়ংবদা যে নারী[…]

    খোলস / চামড়া / শাবক হরিণের চামড়ার আসন-- অজিনাসন[…]

    ইচ্ছা হনন / হত্যা করার ইচ্ছা-- জিঘাংসা জানবার ইচ[…]

    ডাক অশ্বের ডাক-- হ্রেষা ময়ূরের ডাক-- কেকা বাঘে[…]