Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : ইংরেজী ভাষা ও সাহিত্য
By rajib
#1780
প্রথমে শব্দার্থগুলি জেনে নিই
=================
১। Untenable costs-অসমর্থনীয় ব্যয়;
২। of hosting the Rohingyas-রোহিঙ্গাদের আপ্যায়নের; রোহিঙ্গাদের আশ্রয় দেয়ার;
৩। needs-দরকার; প্রয়োজন;
৪। new policy-নতুন নীতি/কেৌশল;
৫। to resolve the issue-বিষয়টি সমাধান করতে/করার জন্য;
৬। A roundtable-একটি গোলটেবিল;
৭। organised jointly by The Daily Star and North South University-ডেইলি স্টার ও নর্থ সাউথ ইউনিভার্সিটি কর্তৃক যৌথভাবে আয়োজিত;
৮। titled-শিরোনামে;
৯। roadmap-কৌশলগত পরিকল্পনা;
১০। for sustainable solutions -টেকসই সমাধান এর জন্য;
১১। the Rohingya crisis-রোহিঙ্গা সংকট;
১২। on September 24-গত সেপ্টেম্বর এর ২৪ তারিখে;
১৩। academia-শিক্ষাবিদ;
১৪। members of civil society-সুশীল সমাজের সদস্যরা;
১৫। security analysts-নিরাপত্তা বিশ্লেষক;
১৬। become -হওয়া;
১৭। abundantly-পর্যাপ্তভাবে;
১৮। clear is that-পরিষ্কার যে;
১৯। spend-ব্যয় করা;
২০। support-প্রতিপালন করা;পোষণ করা;
২১। who have taken refuge-যারা আশ্রয় গ্রহণ করেছে;
২২। in the country-দেশে;
২৩। since 2017-২০১৭ সাল থেকে;
২৪। Two repatriation attempts-দুটি প্রত্যাবাসন প্রচেষ্টা/চেষ্টা/উদ্যোগ;
২৫। this year-এই বছরে;
২৬। failed-ব্যর্থ হয়েছে;
২৭। because-কারণ;
২৮। the Rohingyas -রোহিঙ্গারা;
২৯। refused to go back-ফিরে যেতে রাজি হয়নি/প্রত্যাখ্যান করেছে;
৩০। without guarantees-নিশ্চয়তা ছাড়া/ব্যতিত;
৩১। from the Myanmar government-মিয়ানমার সরকারের পক্ষ থেকে;
৩২। steadfastly-অপরিবর্তিতভাবে; দৃঢ়ভাবে;
৩৩। ensure-নিশ্চিত করা;
৩৪। understand-বুঝতে পারা; উপলব্ধি করা;
৩৫। the process of repatriation-প্রত্যাবাসনের প্রক্রিয়া;
৩৬। take years to complete-শেষ করতে/সম্পন্ন করতে কয়েক বছর নেয়া;
৩৭। refugee population-শরণার্থী জনগণ;
৩৮। stays in Bangladesh-বাংলাদেশে থাকা/অবস্থান করা;
৩৯। the damage-ক্ষতি;
৪০। the local environment and economy-স্থানীয় পরিবেশ ও অর্থনীতি;
৪১। Unfortunately-দু:খজনকভাবে; দু:খজনক ব্যাপার হলো;
৪২। foreign funding-বিদেশি তহবিল/পুজি;
৪৩। wane-ক্রমশ দুর্বলতর হওয়া; কমতে থাকা;
৪৪। paltry-তুচ্ছ; নগণ্য;
৪৫। feed -খাওয়ানো; খাদ্য জোগানো;
৪৬। house-আশ্রয় বা বাসস্থান দান করা;
৪৭। populace -সাধারণ মানুষ; লোক সাধারণ;
৪৮। the current fiscal-চলতি অর্থ;
৪৯। commit-সম্পাদন করা;
৫০। by international agencies-আন্তর্জাতিক সংস্থাগুলোর দ্বারা;
৫১। The sad reality is that-করুন বাস্তবতা হচ্ছে;
৫২। Bangladesh’s bilateral efforts-বাংলাদেশের দ্বিপাক্ষিক চেষ্টা;
৫৩। in engaging Myanmar-মিয়ানমারের সাথে; মিয়ানমারকে সম্পৃক্ত করতে;
৫৪। in constructive talks-গঠনমূলক আলোচনায়;
৫৫। to repatriate its people-এটি(রোহিঙ্গা) জনগণকে প্রত্যাবাসন করতে;
৫৬। fruit-ফল;
৫৭। active participation -সক্রিয় অংশগ্রহণ;
৫৮। Unless-যদিনা;
৫৯। international efforts-আন্তর্জাতিক চেষ্টা/প্রচেষ্টা;
৬০। convince -কাউকে বোঝানো;
৬১। Myanmar’s leadership-মিয়ানমারের নেতৃত্ব/কর্তৃপক্ষ;
৬২। prolonging the Rohingya crisis-দীর্ঘায়িত রোহিঙ্গা সংকট;
৬৩। create-তৈ করা;
৬৪। multidimensional threats-বহুমাত্রিক হুমকি;
৬৫। effects -প্রভাব;
৬৬। contain-ধারণ করা;
৬৭। within the borders of Bangladesh only-শুধুমাত্র বাংলাদেশের সীমান্তের মধ্যে;
৬৮। The root point-মূল বিষয়;
৬৯। citizenship and safety-নাগরিকত্ব এবং নিরাপত্তা;
৭০। so that-যাতে;
৭১। return home in dignity-মর্যাদায় দেশে ফেরা;
৭২। open up the door-দরজা খুলে দেওয়া/খুলে রাখা;
৭৩। extremist outfits-চরমপন্থা সাজসজ্জা;
৭৪। recruit -প্রবেশ করা;
৭৫। train-প্রশিক্ষণ দেওয়া;
৭৬। hapless population-দুর্ভাগা জনগণ;
৭৭। a regional security problem-স্থানীয়/আঞ্চলিক নিরাপত্তা সম্যা;
**********************
By: Md Mohiuddin
**********এবার মূল সম্পাদকীয়টি পড়ি*******
Untenable costs of hosting the Rohingyas
Bangladesh needs new policy to resolve the issue
**************************
A roundtable organised jointly by The Daily Star and North South University titled “A roadmap for sustainable solutions to the Rohingya crisis” on September 24, brought together academia, members of civil society and security analysts. What has become abundantly clear is that, Bangladesh must spend USD 1.2 billion to support the million or so Rohingyas who have taken refuge in the country since 2017. Two repatriation attempts this year failed because the Rohingyas refused to go back without guarantees from the Myanmar government, which it has steadfastly refused to ensure.
We understand that the process of repatriation, which has not started yet, could take years to complete. And the longer this refugee population stays in Bangladesh, the greater will be the damage to the local environment and economy. Unfortunately, foreign funding has been waning of late and a paltry 38 percent of the USD 920 million needed to feed and house the Rohingya populace for the current fiscal has been committed by international agencies.
The sad reality is that Bangladesh’s bilateral efforts in engaging Myanmar in constructive talks to repatriate its people has not borne fruit. There is greater need for active participation of the United Nations, China and ASEAN countries (Myanmar is part of ASEAN). Unless international efforts are made to convince Myanmar’s leadership that prolonging the Rohingya crisis will create multidimensional threats whose effects will not be contained within the borders of Bangladesh only. The root point, citizenship and safety of the Rohingyas, need to be resolved now so that they may return home in dignity. A failure to do so could open up the door for extremist outfits to recruit and train this hapless population, which would then become a regional security problem affecting all of Bangladesh’s neighbours.
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]