Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : ইংরেজী ভাষা ও সাহিত্য
#1457
🎯 As Bitter As Gall. ➟ বিষের মত তেতো।
🎯 As Black As Coal. ➟ কয়লার মত কালো।
🎯 As Blind As Bat. ➟ বাদুরের মত অন্ধ।
🎯 As Brave As Lion. ➟ শিংহের মত সাহসী।
🎯 As Bright As A Day. ➟ দিনের মত উজ্জ্বল।
🎯 As Brisk As Butterfly. ➟ প্রজাপতির মত চঞ্চল।
🎯 As Brittle As Glass. ➟ কাচের মত ভঙ্গুর।
🎯 As Busy As Bee. ➟ মৌমাছির মতো ব্যস্ত।
🎯 As Busy As Bee. ➟ মৌমাসির মত ততপর।
🎯 As Changeable As Weather. ➟ আবহাওয়ার মত পরিবর্তনশীল।
🎯 As Cheerful As Lark. ➟ ভরত পাখির মত আনন্দপূর্ণ।
🎯 As Clear As Crystal. ➟ স্কটিকের মত স্বচ্ছ।
🎯 As Clear As Day. ➟ দিনের আলোর মত পরিস্কার।
🎯 As Cold As Marble. ➟ পাথরের মত ঠান্ডা।
🎯 As Cool As Cucumber. ➟ শশার মত ঠান্ডা।
🎯 As Cunning As A Fox. ➟ শেয়ালের মত ধুর্ত।
🎯 As Dark As Pitch. ➟ পীচের মত কালো।
🎯 As Dead As Stone. ➟ পাথরের মত প্রাণহীন।
🎯 As Dry As Dust. ➟ ধুলোর মত শুকনো।
🎯 As Fair As A Rose. ➟ গোলাপের মত সুন্দর।
🎯 As Fierce As A Tiger. ➟ বাঘের মত ভয়ংকর।
🎯 As Firm As Rock. ➟ পাষানের মত দৃঢ়।
🎯 As Fit As Fiddle. ➟ বেহালার মত কর্মক্ষম।
🎯 As Free As Air. ➟ বাতাসের মত স্বাধীন।
🎯 As Free As Wind. ➟ হাওয়ার মত স্বাধীন।
🎯 As Fresh As A Rose. ➟ গোলাপের মত তাজা।
🎯 As Fresh As A Rose. ➟ গোলাপের মত সতেজ।
🎯 As Fresh As Dew. ➟ শিশিরের মত তাজা।
🎯 As Gentle As Lamb. ➟ মেষশাবকের মত শান্ত।
🎯 As Good As Gold. ➟ সোনার মত খাটি।
🎯 As Grave As A Judge. ➟ বিচারকের মত গম্ভীর।
🎯 As Greedy As Wolf. ➟ নেকড়ের মত লোভী।
🎯 As Green As Grass. ➟ ঘাষের মত সবুজ।
🎯 As Happy As A King. ➟ রাজার মত সুখী।
🎯 As Hard As Flint. ➟ চকমকি পাথরের মত কঠিন।
🎯 As Hoarse As Crow. ➟ কাকের মত কর্কশ।
🎯 As Light As Feather. ➟ পালকের মত হালকা।
🎯 As Loud As Thunder. ➟ বজনাদের মত জোড়ালো।
🎯 As Mute As Fish. ➟ মাসের মত বোবা।
🎯 As Old As Hills. ➟ পর্বতের মত প্রাচীন।
🎯 As Pale As Death. ➟ মৃত্যুর মত পান্তুর।
🎯 As Playful As Kitten. ➟ বিড়াল ছানার মত ক্রীড়ামোদী।
🎯 As Quick As Thought. ➟ চিন্তার মত গতিশীল।
🎯 As Red As Rose. ➟ গোলাপের মত লাল।
🎯 As Round As Ball. ➟ বলের মত গোল।
🎯 As Sharp As Razor. ➟ ক্ষুরের মত ধারালো।
🎯 As Silent As Grave. ➟ কবরের মত নীরব।
🎯 As Silly As A Sheep. ➟ ভেড়ার মত মূর্খ।
🎯 As Silly As Sheep. ➟ খরগোশের মত বোকা।
🎯 As Tricky As Monkey. ➟ বাঁদরের মত ধুর্ত।
🎯 As Vain As Peacock. ➟ ময়ুরের মত অহংকারী।
🎯 As White As Snow. ➟ তুষাড়ের ন্যায় শুভ।

Collected
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    356 Views
    by sajib
    0 Replies 
    813 Views
    by rajib
    0 Replies 
    201 Views
    by shohag
    0 Replies 
    197 Views
    by tamim
    0 Replies 
    166 Views
    by raja

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]