Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলা ভাষা ও সাহিত্য
#1282
১.বাংলা আদি অধিবাসীগণ কোন ভাষাভাষী ছিল- অস্ট্রিক
২.বাংলা ভাষার উদ্ভব হয়েছে কোন ভাষা থেকে- প্রাকৃত
৩.বাংলা ভাষা পৃথিবীতে- ৭ম
৪.বাংলা সাহিত্যের প্রাচীন যুগ- ৬৫০-১২০০
৫. বাংলা সাহিত্যের মধ্যযুগ- ১২০০-১৮০০
৬. বাংলা ভাষার প্রাচীন নিদর্শন- চর্যাপদ (আবিস্কারক- ড. হরপ্রসাদ শাস্ত্রী)
৭. চর্যাপদ আবিষ্কৃত হয়- নেপালের রাজগ্রন্থশালা থেকে ১৯০৭ সালে
৮. চর্যাপদের পদকর্তা কতজন- ২৩
৯.বাংলা লিপির উৎস- ব্রাম্মী লিপি
১০.উপমহাদেশের প্রথম ছাপাখানা স্থাপন- ১৪৯৮ সালে
১১.শ্রীরামপুর ছাপাখানা স্থাপন-১৮০০ সালে
১২.ঐতিহাসিক আইনে-আকবরি এর রচয়িতা- আবুল ফজল
১৩.বাংলা সাহিত্যের অন্ধকার যুগ- ১২০১ থেকে ১৩৫০ (তুর্কি যুগ)
১৪.বিদ্যাপতি কোথাকার কবি- মিথিলা
১৫. ব্রুজবুলি ভাষার প্রবর্তক- বিদ্যাপতি
১৬.শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের রচয়িতা- বড়ু চণ্ডিদাস
১৭.মঙ্গলকাব্যের বিষয়বস্তু- ধর্মবিষয়ক আখ্যান
১৮.মঙ্গলযুগের শেষ কবি- ভারতচন্দ্র রায়গুণাকর
১৯.বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ রচনা করেন – দীনেশ চন্দ্র সেন
২০. কলিঙ্গ পুরষ্কার পান – আবদুল্লাহ আল মুতী
২১."আমার সন্তান যেন থাকে দুধে ভাতে" কার উক্তি?- ঈশ্বরী পাটনী
২২."মৈমনসিংহ গীতিকা" সংগ্রহ করেন- দীনেশচন্দ্র সেন
২৩.প্রাচীন মুসলমান বাঙ্গালী কবি- শাহ মুহাম্মদ সগীর
২৪.ইউসুফ জোলেখার রচয়িতা- শাহ মুহাম্মদ সগীর
২৫."পদ্মাবতী" কাব্যে গ্রন্থের রচয়িতা- আলাওল
২৬.পুঁথি সাহিত্যের কবি- সৈয়দ হামজা/ফকির গরীবুল্লাহ
২৭.ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা সন- ১৮০০ সাল
২৮.ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ চালু করা হয়- ১৮০১ সালে
২৯.বাংলা পিডিয়া প্রকাশিত হয়- বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি থেকে
৩০.বাংলা একাডেমি প্রতিষ্ঠিত-১৯৫৫ সালে
৩১.বাংলা একাডেমির মূল ভবনের নাম- বর্ধমান হাইজ
৩২.বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস- আলালের ঘরে দুলাল (বিখ্যাত চরিত্র- ঠকচাচা)
৩৩."উত্তম পুরুষ" উপন্যাসের রচয়িতা- রশীদ করিম
৩৪."আনোয়ারা" উপন্যাসের রচয়িতা- নজিবর রহমান সাহিত্যরত্ন (১৯১৪)
৩৫."আব্দুল্লাহ" উপন্যাসের রচয়িতা- কাজী এমদাদুল হক
৩৬. "জোহরা" উপন্যাসের রচয়িতা- মোজাম্মেল হক
৩৭. "তিতাস একটি নদীর নাম" উপন্যাসের রচয়িতা- অদ্বৈত মল্লবর্মণ
৩৮."নদী ও নারী" উপন্যাসের রচয়িতা- হুমায়ূন কবির
৩৯.বাংলা সাহিত্যের ইতিবৃত্ত- মুহাম্মদ আঃ হাই
৪০.বাংলা সাহিত্যের কথা- ড. মুহাম্মদ শহীদুল্লাহ
৪১.বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি- চন্দ্রাবতী
৪২."মুক্তিযুদ্ধের দলিলপত্র" সংলকন করেন- হাসান হাফিজুর রহমান
৪৩."কালকূট" কার ছদ্ধনাম- সমরেশ বসু
৪৪."বনফুল" কার ছদ্ধনাম- বলাইচাঁদ মুখোপাধ্যায়
৪৫."বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে" উক্তিটির তাৎপর্য- জীব মাত্রই স্বাভাবিক অবস্থানে সুন্দর
৪৬."কোথায় স্বর্গ কোথায় নরক... সুরাসুর" উক্তিটি কার- ফজলুল করিম
৪৭.কথোপকথন- এর গ্রন্থকার- উইলিয়াম কেরী
৪৮.যুগসন্ধিক্ষণের কবি- ঈশ্বরচন্দ্র গুপ্ত
৪৯.বাংলা গদ্যের জনক- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
৫০.বাংলা আধুনিক কবিতার প্রবর্তক- মাইকেল মধুসূদন দত্ত
৫১.বাংলা সনেটের রচয়িতা- মাইকেল মধুসূদন দত্ত
৫২."নীল দর্পণ" কার রচনা?- দীনবন্ধু মিত্র (এটি ঢাকা থেকে প্রথম প্রকাশিত)
৫৩.বাংলা সাহিত্যের জনক- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (প্রথম সার্থক উপন্যাস- দুর্গেশনন্দিনী
৫৪."হুতোম প্যাঁচার নকশা"-এর রচয়িতা- কালীপ্রসন্ন সিংহ
৫৫.মীর মোশাররফ হোসেনের "বিষাদ সিন্ধু" কী ধরণের রচনা?- উপন্যাস
৫৬."শেষের কবিতা" কী ধরণের রচনা?- উপন্যাস
৫৭.টি এস এলিয়টের রচনার প্রথম বাংলা অনুবাদক- বরীন্দ্রনাথ ঠাকুর
৫৮.রবীন্দ্রনাথ নজরুলকে কোন নাটক উৎসর্গ করেন?- বসন্ত
৫৯.ধনধান্যে পুষ্পে ভরা, আমাদের এই বসুন্ধরা... কার রচনা?- দ্বিজেন্দ্রলাল রায়
৬০.বাংলা গদ্যে চলিত রীতির প্রবর্তক- প্রমথ চৌধুরী (ছদ্ধনাম- বীরবল)
৬১.শরৎচন্দ্রের কোন উপন্যাস সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল?- পথের দাবী
৬২."অনল প্রবাহ" কার রচনা?- ইসমাইল হোসেন সিরাজী
৬৩."পদ্মরাগ" কার রচনা?- বেগম রোকেয়া
৬৪."পথের প্যাঁচালী" কার রচনা?- বিভূতিভূষণ বন্দোপাধ্যায়
৬৫."আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর"- কার রচনা?- আবুল মুনসুর আহমদ
৬৬.জীবনানন্দ দাশের প্রথম কাব্যগ্রন্থ- ঝরাপালক (তার বিখ্যাত কাব্যগ্রন্থ- ধূসর পাণ্ডলিপি)
৬৭. কাজী নজরুলের জীবনকাল- ১৮৯৯ থেকে ১৯৭৬
৬৮.নজরুলের প্রথম লেখা- বাউন্ডেলের আত্মকাহিনী
৬৯. বিদ্রোহী কবিতা কোন কাব্যের অন্তর্গত?- নজরুলের প্রথম কাব্যগ্রন্থ "অগ্নিবীণা"
৭০.নজরুলের প্রথম উপন্যাস ও কবিতা কী কী?- মৃত্যুক্ষুধা (উপন্যাস) ও মুক্তি (কবিতা)
৭১.নজরুলের সঞ্চিতা কাকে উৎসর্গ করেন?- রবীঠাকুরকে
৭২."The field of the embroidered quilt" পল্লিকবি জসিম উদ্দিনের কোন কাব্যের অনুবাদ?- নক্সী কাঁথার মাঠ
৭৩."চাচা কাহিনী" ও "পঞ্চতন্র" কে লেখেন?- সৈয়দ মুজতবা আলী
৭৪.সৈয়দ মুজতবার "দেশে-বিদেশে" কোন শহরের প্রাধান্য পেয়েছে?- কাবুল
৭৫."নেমেসিস" কার রচনা?- নুরুল মোমেন
৭৬."পদ্মানদীর মাঝি" প্রাগৈতিহাসিক" বকুল পুরের যাত্রী" ও "পতুল নাচের ইতিকথা"- গ্রন্থগুলো কার রচনা?- মানিক বন্দোপাধ্যায়
৭৭."সাঝের মায়া" কার রচনা?- সুফিয়া কামাল
৭৮."ছায়া হরিণ" ও "মেঘ বলে চৈত্রে যাব" কার রচনা?- আহসান হাবিব
৭৯."ক্রীতদাসের হাসি" কার রচনা?- শওকত ওসমান
৮০. ইসলামের ইতিহাস ও ঐতিহ্য কোন কাব্যের উপজীব্য?- "সাত সাগরের মাঝি (ফররুক আহমেদ)
৮১."সংষ্কৃতি" গ্রন্থটি কার রচনা?- ড.আহমদ শরীফ
৮২."বিশ শতকের মেয়ে" কার রচনা?- ড. নীলিমা ইব্রাহিম
৮৩. জাতীয় সংগীত কে ইংরেজি অনুবাদ করেন?- সৈয়দ আলী আহসান
৮৪."লালসালু" কে রচনা করেন?- সৈয়দ ওয়ালীউল্লাহ
৮৫.বিখ্যাত "রক্তাক্ত প্রান্তর" নাটকটি কার রচনা?- মুনীর চৌধুরী
৮৬. মুনীর চৌধুরীর "কবর" নাটকের পটভূমি?- ভাষা আন্দোলন
৮৭."কাবনের কন্যা" কী জাতীয় রচনা?- উপন্যাস
৮৮."সূর্যদীঘল বাড়ী" উপন্যাস কার রচনা?- আবু ইসহাক
৮৯.'সংশপ্তক' কার রচনা?- শহীদুল্লাহ কায়সার
৯০."বাংলাদেশ স্নপ্ন দেখে" কার কাব্যগ্রন্থ?- শামসুর রহমান
৯১."তুমি আসবে বলে হে স্বাধীনতা" কার কবিতা?- শামসুর রহমান
৯২."তেইশ নম্বর তৈলচিত্র" কার উপন্যাস?- আলাউদ্দিন আল আজাদ
৯৩."হাজার বছর ধরে", "আরেক ফাল্গুন" ও "Stop Genocide" কার উপন্যাস?- জহির রায়হান
৯৪."পায়ের আওয়াজ পাওয়া যায়" নাটকটি কার?- সৈয়দ শামসুল হক
৯৫."সোনালী কাবিন" কার কাব্যগ্রন্থ?- আল মাহমুদ
৯৬. "চিলেকোঠার সেপাই", " দুধে-ভাতে উৎপাত" খোয়াব নামা" ও "সংষ্কৃতির ভাঙ্গা সেতু" কার রচনা?- আখতারুজ্জামান ইলিয়াস
৯৭."অয়োময়", "এইসব দিন রাত্রি" আগুনের পরশমণি" ও "শঙ্খনীল কারাগার" কর রচনা?- হুমায়ুন আহমেদ
৯৮. "আগুনের পরশমণি" গ্রন্থটি চলচিত্রয়ানে কী ফুটে উঠেছে?- মুক্তিযুদ্ধের খণ্ডচিত্র
৯৯."জন্ডিস ও বিবিধ বেলুন" সেলিম আল দীনের- নাটক
১০০."জাতির পতাকা আজ খামচে ধরেছে সেই পুরনো শকুন" কোন কবির উক্তি?- রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ।

সংগৃহিতঃ- Raisul Islam Hridoy
Borhanuddin liked this
    Similar Topics
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]