Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলা ভাষা ও সাহিত্য
#7011
১. ‘উত্তরিলা কাতরে রাবণি’ এখানে রাবণি বলতে যাকে বোঝানো হয়েছে- রাবণের পুত্র মেঘনাদকে।
২. ‘একেই কি বলে সভ্যতা’ প্রহসনটির লেখক - মাইকেল মধুসূদন দত্ত।
৩. ‘বিপুলা পৃথিবীর কতটুকু জানি’ যে কবিতার চরণ- ঐকতান।
৪. রবীন্দ্রনাথ ঠাকুর তার যে রচনাটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেন - বসন্ত।
৫.’এই হ্রদয়ের চেয়ে বড় কোনো মন্দির-কাবা নাই’ চরণটি যে কবিতার - সাম্যবাদী।
৬.’তোমাতে রয়েছে সকল কেতাব সকল কালের জ্ঞান’ এখানে তোমাতে বলতে বোঝানো হয়েছে - হৃদয়কে।
৭. জীবনানন্দ দাশকে ‘নির্জনতম কবি’ আখ্যা দেন - বুদ্ধদেব বসু।
৮. ধানের গন্ধের মতো অস্ফুট - লক্ষ্মীপেঁচা।
৯. ‘বেগম’ পত্রিকার সম্পাদক ছিলেন - সুফিয়া কামাল।
১০. ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় যে ঋতুর আগমনের কথা বলা হয়েচে - বসন্ত।
১১. ভালোবাসার অস্ত্র যে লোভকে নিশ্চিহ্ন করে - আধিপত্যের।
১২. ট্রয় নগরীর উল্লেখ রয়েছে যে কবিতায় - সেই অস্ত্র।
১৩. আঠারো বছর বয়স যার বেগে চলে - বাষ্পের বেগে।
১৪. ‘হরতাল’ সুকান্ত ভট্টাচার্যের যে জাতীয় রচনা - কাব্য।
১৫. ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতায় সেই ফুল আমাদেরই প্রাণ বাক্যটিতে ফুল বলতে যা বোঝানো হয়েছে - বাংলা ভাষা।
১৬. নাগরিক কবি বলা হয় - শামসুর রাহমানকে।
১৭. ‘তার পিঠে রক্তজবার মতো ক্ষত ছিল’ লাইনটি যে কবির রচনা - আবু জাফর ওবায়দুল্লাহ।

উপন্যাস
লালসালু
সৈয়দ ওয়ালীউল্লাহ্ (১৯২২ - ১৯৭১) প্রকাশ: ১৯৪৮
১. ‘লালসালু’ উপন্যাসে গ্রামে স্কুল স্থাপনের জন্য চেষ্টা করেছিল - আক্কাস।
২. ‘সে যেন খাঁচায় ধরা পড়েছে’ লালসালু উপন্যাসে যার সম্পর্কে এ কথা বলা হয়েছে - জমিলা।
৩. ‘দুই তীর ও অন্যান্য গল্প’ গ্রন্থের রচয়িতা - সৈয়দ ওয়ালীউল্লাহ্।
৪. মজিদ যে সড়কের উপর মোনাজাতের ভঙ্গিতে দাঁড়িয়ে ছিল - মতিগঞ্জের।
৫. ‘লালসালু’ উপন্যাসে ‘নিরাক পড়া’ বলতে বোঝানো হয়েছে -নিস্তব্ধ গুমোট আবহাওয়া।
৬. ‘ওনারে কন, আমার মওতের জন্য জানি দোয়া করে’ যার উক্তি - হাসুনির মা।
৭. মজিদ বুড়াকে মাজারে যত পয়সার সিন্নি দিতে বলেছে - পাঁচ পয়সার।
৮. যে হাঁটলে মাটিতে আওয়াজ হয় - রহিমা।
৯. ‘তোমার দাড়ি কই মিঞা’ মজিদ যার উদ্দেশ্যে উক্তিটি করেছে - আক্কাসের।

নাটক
সিরাজউদ্দৌলা
সিকান্দার আবু জাফর (১৯১৮ -১৯৭৫)
প্রকাশকাল: ১৯৬৫ খ্রিস্টাব্দ
১. যেখানে যেতে পারলে আবার প্রতিরোধ গড়ে তোলা যাবে বলে নবাব প্রত্যয় ব্যক্ত করেন - পাটনা।
২. সিরাজউদ্দৌলা নাটকে যে পাখির ডাক অশুভ বলে বিবেচিত - পেঁচা।
৩. সিরাজউদ্দৌলা নাটকের যে অঙ্কে দৃশ্যসংখ্যা সবচেয়ে বেশি - তৃতীয়।
৪. ‘সিরাজের পতন কে না চায়’ সংলাপটি যার - ঘষেটি বেগমের।
৫. ট্র্যাজেডি নাটক যে রসে আচ্ছাদিত থাকে - করুণ।
৬. ঘষেটি বেগমের প্রাসাদের নাম ছিলো - মতিঝিল।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    72 Views
    by rafique
    0 Replies 
    197 Views
    by mousumi
    0 Replies 
    77 Views
    by raihan
    0 Replies 
    185 Views
    by tasnima
    0 Replies 
    740 Views
    by bdchakriDesk

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]