Let's Discuss!

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলা ভাষা ও সাহিত্য
#6462
১.ড় এবং ঢ় ধ্বনিগুলোকে কী বলা হয়?
-তাড়নজাত ধ্বনি ।
২.বাঘে-মহিষে এক ঘাটে জল খায় বাক্যটিতে বাঘে-মহিষে কোন ধরনের কর্তা?
-ব্যতিহার।
৩.এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি পঙক্তিটির রচয়িতা কে?
-সুকান্ত ভট্টাচার্য।
৪.গুবাক শব্দের অর্থ কী?
-সুপারি
৫.বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা কতটি?
-৭টি।
৬.সনদ কোন ভাষার শব্দ?
-আরবি ।
৭.বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেন কত সালে?
-১৮৩৮ সালে।
৮.প্রাচী শব্দের বিপরীত শব্দ কী?
-প্রতীচী।
৯.গভীর নিশীথে প্রকৃতি সুপ্ত এখানে নিশীথে কোন ধরনের পদ?
-বিশেষ্য।
১০.বার্ষিক শব্দের প্রকৃতি প্রত্যয় কী?
-বর্ষ+ষ্ণিক
১১.ষড়ঋতু শব্দের সন্ধি বিচ্ছেদ কী?
-ষট্+ঋতু
১২.রবীন্দ্রনাথ ঠাকুর নামকরণ করে যেতে পারেনি –
-শেষের কবিতা
১৩.ফুলে ফুলে ঘর ভরেছে’ এর কারক বিভক্তি কী?
-করণে সপ্তমী।
১৪.কোন দুটি অঘোষ ধ্বনি?
-চ, ছ
১৫.কোনটি মৌলিক স্বরধ্বনি?
-ই
১৬.মহিমা শব্দের প্রকৃতি প্রত্যয় কী?
-মহৎ+ইমন
১৭.কোনটি বিশেষণ?
-সৎ
১৮.নিচের কোনটি অপপ্রয়োগ দোষে দুষ্ট নয়?
-প্রতিযোগী
১৯.সারমেয় শব্দের অর্থ কী?
-কুকুর
২০.চর্যাপদের পদগুলো মূলত কী?
-গান
  Similar Topics
  TopicsStatisticsLast post
  0 Replies 
  140 Views
  by Ksaddam32843
  1 Replies 
  158 Views
  by adeel
  0 Replies 
  123 Views
  by Ksaddam32843
  1 Replies 
  147 Views
  by ali
  0 Replies 
  116 Views
  by Ksaddam32843

  ১. ১৯৭১ সালে রাজাকার বাহিনীর প্রধান কে ছিলেন? গোলা[…]

  ১. নগর রাষ্ট্রের প্রচলন ছিল কোথায়? গ্রীস। ২. প্রা[…]

  "ফিনিশীয় সভ্যতা ,পারস্য সভ্যতা ,হিব্রু স[…]

  ০১. টেকসই উন্নয়ন সংক্রান্ত ২০৩০ এজেন্ডা তে কয়টি […]