Let's Discuss!

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলা ভাষা ও সাহিত্য
#6406
১.নিরবধি শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
-নিঃ+অবধি
২.প্র, পরা, অপ কোন শ্রেণির উপসর্গ কোনটি?
-সংস্কৃত উপসর্গ।
৩.বাংলা ভাষায় কয়টি যতি বা ছেদ চিহ্নের প্রচলন আছে?
-১২টি।
৪.সকলের জন্য প্রযোজ্য এর এক কথায় প্রকাশ কী?
-সর্বজনীন
৫.দোকান শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
-ফারসি
৬.দুলালী শব্দের সমার্থক শব্দ কোনটি?
-কন্যা।
৭.উপসর্গকে ইংরেজিতে কী বলা হয়?
-Prefix
৮.আশু শব্দের বিপরীত শব্দ কোনটি?
-বিলম্ব
৯.সুখের পায়রা বাগধারাটির অর্থ কী?
-আরামপ্রিয় ব্যক্তি
১০.ব্যাকরণের মূল ভিত্তি কী?
-ভাষা
১১.ব্যথার দান গ্রন্থটির রচয়িতা কে?
-কাজী নজরুল ইসলাম
১২.শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোন ধরনের গ্রন্থের জন্য অবিস্মরণীয়তা অর্জন করেছেন?
-উপন্যাস।
১৩.কোন খ্যাতিমান লেখক বীরবল ছদ্মনামে লিখতেন?
-প্রমথ চৌধুরী
১৪.ঐ কোন ধরনের স্বরধ্বনির প্রতীক?
-যৌগিক স্বরধ্বনি
১৫.বাক্যের বিভিন্ন উপাদানের সংযোজন ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
-বাক্যতত্ত্ব ।
১৬.কোনগুলি জিহ্বামূলীয় ধ্বনি?
-ক খ গ ঘ ঙ
১৭.নিচের কোন বানানটি সঠিক?
-ধূলিসাৎ
১৮.কোন তিনটি বর্নের পর দন্ত্য ন মূর্ধন্য ণ হয়?
-ঋ র ষ
১৯.নিচের কোনটি ফারসি উপসর্গ?
-কম।
২০.উত্থাপন শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
-উৎ+স্থাপন।
  Similar Topics
  TopicsStatisticsLast post
  0 Replies 
  140 Views
  by Ksaddam32843
  1 Replies 
  158 Views
  by adeel
  0 Replies 
  122 Views
  by Ksaddam32843
  1 Replies 
  142 Views
  by ali
  0 Replies 
  115 Views
  by Ksaddam32843